• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল অন্তঃসত্ত্বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ মে ২০২৪, ১৩:২০
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ময়লার গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মে) সকাল ৮টায় পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়িচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

অনি রানী রংপুরের কাউনিয়া উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবুর বাড়িতে ভাড়া থাকতেন। সিদ্ধিরগঞ্জের নিট কনসার্ন পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ওই নারীকে সিটি করপোরেশনের ময়লার একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, গাড়ি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পথচারীকে বাঁচাতে গিয়ে চার গাড়ির সংঘর্ষ, নিহত ১
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গজারিয়ায় সড়কে প্রাণ গেল ২ যুবকের
কোরবানির গরুবাহী গাড়িতে চাঁদাবাজি, ৫ পুলিশ সদস্য বরখাস্ত