• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo
হিলিতে ক্লাস চলাকালীন শিক্ষার্থী অসুস্থ
আবহাওয়া অধিদপ্তরের জারি করা চতুর্থ দফা হিট অ্যালার্টের মধ্যেই সরকারের নির্দেশনা মেনেই দিনাজপুরের হিলিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে চলছে পাঠদান। অতিরিক্ত গরমের কারণে ঠিকমতো ক্লাস করতে পারছেন না শিক্ষার্থীরা। হঠাৎ করেই অসুস্থ হচ্ছেন অনেকেই। হাকিমপুর (হিলি) উপজেলার হাতিশোঁও আদিবাসী উচ্চবিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, নবম শ্রেণির লিজা আক্তার সাথী নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তার মাথায় পানি এবং মুখে খাবার সেলাইন নিলে আধা ঘণ্টা পর সে কিছুটা সুস্থ হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাবুজ্জামান তাজ।  তিনি বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক আমরা সকাল থেকে পাঠদান করছিলাম। কিন্তু এরই মধ্যে ৯ম শ্রেণিতে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আমরা প্রথমে খুব ভয় পেয়েছিলাম। কারণ দেশের বিভিন্ন স্থানে ‘হিটস্ট্রোক’ করে অনেকেই মারা যাচ্ছেন। হিলিতে গত কয়েক দিন থেকে প্রচুর তাপমাত্রা অনুভূত হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা ক্লাস চলাকালীন সময়ে পানির ব্যবস্থা করছি, তবুও এমন পরিস্থিতি আমরা ভয়ের মধ্যে আছি। যদি সরকার তাপমাত্রা কম না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখতো তাহলে শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা হতো। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, রোববার (২৮ এপ্রিল) দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ছয়টায় বাতাসের আর্দ্রতা ছিল ৩০ শতাংশ। বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৬ কিলোমিটার। 
২৯ এপ্রিল ২০২৪, ১৬:২৫

নাইজেরিয়ায় স্কুল চলাকালীন ২৮৭ শিক্ষার্থী অপহৃত
নাইজেরিয়ায় দুটি স্কুল থেকে ৩১২ জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা। এর মধ্যে অপহরণকারীদের হাত থেকে পালাতে সক্ষম হয়েছে ২৫ জন। পালিয়ে আসাদের মধ্যে একজন শিক্ষকও আছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কুরিগায় এ ঘটনা ঘটে। স্কুল দুটিতে অ্যাসেম্বলি চলছিল ওই সময়। খবর বিবিসির।    প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, স্কুল প্রাঙ্গণে অ্যাসেম্বলি চলার সময় মোটরসাইকেলে করে সেখানে ঢুকে পড়ে কয়েকজন বন্দুকধারী। অপহৃত শিক্ষার্থীদের বয়স ৮ থেকে ১৫ বছর। কুরিগা শহরটি নাইজেরিয়ার কাদুনা রাজ্যের অন্তর্ভুক্ত। এ রাজ্যের গভর্নর উবা সানি অপহরণের খবরটি নিশ্চিত করে বলেন, একটি সরকারি মাধ্যমিক স্কুল থেকে ১৮৭ জন ও প্রাথমিক স্কুল থেকে ১২৫ জনকে অপহরণ করা হয়েছিল। তাদের মধ্যে একজন শিক্ষকও ছিলেন। পরে ওই শিক্ষকসহ ২৫ জন পালিয়ে আসেন। বাকি ২৮৭ জন শিক্ষার্থীকে উদ্ধারের জন্য অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসা ওই শিক্ষক বলেন, স্থানীয় লোকজন অপহৃত শিশুদের উদ্ধারের চেষ্টা করেছিলেন। তবে বন্দুকধারীদের সঙ্গে তারা পেরে ওঠেননি। এ সময় এক ব্যক্তি নিহতও হন। নাইজেরিয়ায় অপহরণকারী চক্রগুলো দস্যু বাহিনী হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে কয়েকশো মানুষকে অপহরণ করেছে তারা। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে অপহরণের ঘটনা বেশি ঘটেছে। এর আগে গত জানুয়ারিতে কুরিগাতে দস্যু বাহিনীর হামলায় একটি স্কুলের অধ্যক্ষ নিহত হন। সেইসঙ্গে তার স্ত্রীকে অপহরণ করা হয়।
০৮ মার্চ ২০২৪, ১৫:১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়