• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

‘সাবসিন’ বন্ধ, সাবটাইটেল পাবেন যেখানে 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ মে ২০২৪, ১৫:৫৩
ছবি : সংগৃহীত

সাবটাইটেল লাগলেই সিনেপ্রেমীরা ঢুঁ মারতো ‘সাবসিন.কম’-এ। সেখানে মিলতো ইংরেজি, বাংলাসহ বিশ্বের সর্বাধিক ভাষার সব সাবটাইটেল। হঠাৎই জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন ব্যবহারকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রকাশ করছেন নিজেদের হতাশার কথা।

সাবসিনের মতো বিকল্প পাওয়া যদিও মুশকিল, তবুও সাবটাইটেলের জন্য তিনটি প্ল্যাটফর্মের সন্ধান দেওয়া যাচ্ছে। যেগুলোর দ্বারা অনেকটাই মিলবে উপকার।

ওপেনসাবটাইটেল
প্ল্যাটফর্মটির যাত্রা শুরু ২০০৬ সালে। এখানে ইংরেজিসহ বিভিন্ন ভাষার সাবটাইটেল মিলবে।

সাবডিএল
বাংলা, ইংরেজিসহ বিভিন্ন ভাষার সাবটাইটেল এই প্ল্যাটফর্ম থেকে নামাতে পারবেন। এতে বাংলার জন্য ফিল্টারে বাংলা ভাষা যোগ করারও সুবিধা রয়েছে।

বাংলা সাবটাইটেল
এই প্ল্যাটফর্মে হলিউড, বলিউডসহ দক্ষিণি সব সিনেমার বাংলা সাবটাইটেল পাওয়া যাবে।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh