• ঢাকা শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

শিরোপার দিকে ছুটছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ মে ২০২৪, ১৬:০৭
ম্যানচেস্টার সিটি
ছবি- ইউরো স্পোর্টস

চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার ফাইনালে কোয়াটার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার সিটি। তবে প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের পথে ছুটছে সিটিজেনরা। সেই সঙ্গে ছন্দে ফিরেছেন দলের প্রাণভোমরা আরলিং হালান্ড।

সবশেষ ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৫-১ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে তারা। যেখানে একাই চারটি গোল করলেন ম্যানসিটির নরওয়েজিয়ান গোল মেশিন আরলিং হালান্ড।

এই ম্যাচ জিতলেও আর্সেনালের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে রয়েছে ম্যানসিটি। ৩৫ ম্যাচে সিটির পয়েন্ট ৮২। এক ম্যাচ বেশি খেলে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল।

শনিবার (৪ এপ্রিল) রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেন তিনি। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয় হ্যাটট্রিক করলেন হালান্ড আর ম্যানসিটির জার্সিতে এ নিয়ে করলেন নবম হ্যাটট্রিক। হালান্ডের করা প্রথম তিন গোলের দুটিই পেনাল্টি থেকে।

১২ মিনিটে ইয়োস্কো গাভারদিওল ফাউলের শিকার হলে পেনাল্টি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন হলান্ড। ৩৫তম মিনিটে করা দ্বিতীয় গোলটি আসে হেড থেকে।

রদ্রির ক্রস থেকে আসা বল দীর্ঘ উচ্চতা কাজে লাগিয়ে লাফিয়ে চমৎকার হেড নেন হলান্ড। ৪৫ মিনিটে উলভস সেন্টার ব্যাক নেলসন সেমেদো হালান্ডকে বক্সের মধ্যে ফেলে দিলে ভিএআর চেকের মাধ্যমে আরেকটি পেনাল্টি পায় সিটি।

যা কাজে লাগাতে ভুল হয়নি নরওয়েজিয়ান তারকার। এবারের আগে গত মৌসুমে নটিংহাম ফরেস্টের বিপক্ষেও প্রথমার্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

হলান্ড তার চতুর্থ গোলটি করেন বিরতির পর, ম্যাচের ৫৪তম মিনিটে। এই গোলেই স্ট্রাইকার হলান্ডের সামর্থ্যের ছাপ ছিল সবচেয়ে বেশি। ফোডেন নিজেদের অর্ধ থেকে চমৎকার এক শটে উঁচু করে বল হলান্ডের দিকে বাড়ান। সেটি দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান হলান্ড।

৮২তম মিনিটে হলান্ডকে তাকে মাঠ থেকে তুলে নেন সিটি কোচ। ৮৫ মিনিটে সিটির স্কোরলাইন ৫-১ করে দেন হুলিয়ান আলভারেজ। ম্যাচে উলভসের একমাত্র সান্ত্বনা হয়ে থাকে ৫৩ মিনিটে হি-চাং হোয়াংয়ের গোলটিই।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুদাপেস্টে ২০২৬ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
লেভারকুসেনের স্বপ্নভঙ্গ, ৬১ বছর পর শিরোপা আটালান্টার
লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন তাসকিন
চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে অংশ নেবে জার্মানির যে পাঁচ ক্লাব
X
Fresh