• ঢাকা রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
logo

বুদাপেস্টে ২০২৬ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ মে ২০২৪, ১৫:৩৮
চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি
ছবি- সংগৃহীত

আগামী ২০২৬ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যুর নাম ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-উয়েফা। হাঙ্গেরির বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় হবে ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচটি।

বুধবার (২২ মে) আয়ারল্যান্ডের ডাবলিনে নির্বাহী কমিটির বৈঠকের পর এই ঘোষণা দেয় উয়েফা।

বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশন মিলানের সান সিরো স্টেডিয়ামের সংস্কার পরিকল্পনার তথ্য জমা দেওয়ার ভিত্তিতে ২০২৭ সালের ফাইনালের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

এদিকে ২০২৬ ইউরোপা লিগের ফাইনাল ইস্তাম্বুলে ও ২০২৭ সালের ফাইনাল ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হবে। আর নরওয়ের ওল্লেভাল স্টেডিয়ামে হবে ২০২৬ উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এ ছাড়া ২০২৬ ইউরোপা কনফারেন্সের লিগের ফাইনাল লাইপজিগের আরবি অ্যারেনায় মাঠে গড়াবে।

এবারই প্রথম ইউরোপের ক্লাব পর্যায়ের সর্বোচ্চ আসরের ফাইনাল হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ৬৭ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন পুসকাস অ্যারেনায় ২০২৩ ইউরোপা লিগের ফাইনাল ছাড়াও ইউরো-২০২০ গড়িয়েছে।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাঙ্গেরিকে বিধ্বস্ত করে শুভসূচনা সুইজারল্যান্ডের
পাকিস্তানকে বিশ্বকাপের ফাইনালে দেখছেন আফ্রিদি
সেমিফাইনালের সম্ভাবনা নিয়ে যা বললেন রশিদ খান
কোচ এবং খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জিতে বোম্পাস্টারের অনন্য রেকর্ড