• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

চাঁদপুরে ২ বিএনপি নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৫ মে ২০২৪, ১৪:২১
ছবি : সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় চাঁদপুরে দুই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৪ মে) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কার করা বিএনপি নেতারা হলেন- উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আবু সুফিয়ান মজুমদার রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসা. রাবেয়া আক্তার রুবি। আবু সুফিয়ান মজুমদার রানা হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং রাবেয়া আক্তার রুবি জেলা বিএনপির সহসভাপতি ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় গঠণতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে ২৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী।

বিএনপির সাংগঠনিক বিভাগ ‘কুমিল্লা বিভাগ’ থেকে দুজন প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে দুই প্রার্থীই চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার।

হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আবু সুফিয়ান রানা ‘ঘোড়া’ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে এবং রাবেয়া আক্তার রুবি ‘প্রজাপতি’ প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুব মহিলা লীগ নেত্রী ফাতেমাকে স্থায়ী বহিষ্কার
চাঁদপুরে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম শুরু
শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার
মেঘনায় ৪০ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
X
Fresh