• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ভারত থেকে আসবে পেঁয়াজ, এলসি খুলছেন ব্যবসায়ীরা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ মে ২০২৪, ১৫:১৮
ছবি : আরটিভি

দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর আবারও পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার।

শনিবার (৪ মে) নিষেধাজ্ঞা তুলে নিয়ে একটি চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে। ফলে খুব দ্রুতই আসবে ভারত থেকে পেঁয়াজ এমনটাই আশা করছেন হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা। ইতোমধ্যে বন্দরের ব্যবসায়ীরা এলসি করা শুরু করেছেন।

ভারতের বৈদেশিক বাণিজ্য শাখার মহাপরিচালকের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য হবে প্রতি টন ৫৫০ ডলার।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি হবে এমন একটি চিঠি আমরা পেয়েছি। তবে কবে আমদানি হবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। কারণ, ভারতে লোকসভা নির্বাচন চলছে। এরই মধ্যেই পেঁয়াজ আমদানির খবর এসেছে। আশা করছি, খুব দ্রুতই ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে। তবে ইতোমধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে হিলিসহ দেশের বিভিন্ন স্থানে কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম। সামনে কোরবানির ঈদে দেশের বাজারে পেঁয়াজের বাজার স্বাভাবিক থাকবে।

তিনি আরও বলেন, ভারত থেকে যেসব পেঁয়াজ আমদানি করা হবে সেসব পেঁয়াজ সর্বনিম্ন ৫৫০ মার্কিন ডলারে আমদানি হবে। এতে করে আমাদের তেমন লাভ হবে না এমনকি পেঁয়াজের দামও কমবে না। যদি সরকার পেঁয়াজ আমদানিতে শুল্ক এবং এলসির মূল্য কমে দিতো তাহলে ভারতীয় পেঁয়াজের দাম কমে যেত।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর থেকে মূল্য বৃদ্ধি করে ৮০০ মার্কিন ডলারে নির্ধারণ করে দিয়েছিল ভারত সরকার। তারপর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। গত বছরের ৭ ডিসেম্বর ভারতের বৈদেশিক বাণিজ্য শাখার মহাপরিচালক সন্তোষ কুমার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটি। এরপর থেকেই হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি
X
Fresh