• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র থেকে প্রার্থীসহ আটক ৮
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ও জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে মেম্বার প্রার্থীসহ ৮ জনকে আটক করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে ইউনিয়নের পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদেরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস.) হাসান মোস্তফা স্বপন ও রামগতি সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে মেম্বার প্রার্থী মো. নুরনবী ও মো. শাহজাহানকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস। এ কেন্দ্র থেকে একই অভিযোগে তিনি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রার্থীদের এজেন্ট গিয়াস উদ্দিন ও মো. দিদারকে আটক করেন। এ ছাড়া একই কেন্দ্র থেকে রোকেয়া বেগমকে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আটক করা হয়। এর আগে হোসেনপুর উচ্চবিদ্যালয় থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। সীমানা জটিলতার কারণে প্রায় ১৩ বছর স্থগিত ছিল লক্ষ্মীপুরের ৫ ইউনিয়নের নির্বাচন। ইউনিয়নগুলো হলো- দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখাঁ, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ। রোববার সকাল ৮টা থেকে এসব ইউনিয়নের ৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ৫টি ইউনিয়নে ২৮ জন চেয়ারম্যান, ২২৫ জন সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে ৬৩ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নগুলোতে ভোটার রয়েছে ১ লাখ ২২ হাজার ৯২৮ জন।
১৫ ঘণ্টা আগে

ক্ষতিপূরণের দাবিতে ৯ বাস আটক করেছেন জাবি শিক্ষার্থীরা
ক্ষতিপূরণের দাবিতে ইতিহাস পরিবহনের ৯টি বাস আটক করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।  শনিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় বসে বাসগুলো আটক করা হয়। বেলা সোয়া ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সড়কের একপাশে ইতিহাস পরিবহনের ৯টি বাস সারি সারি রাখা হয়েছে।  শিক্ষার্থীরা জানান, শনিবার সকাল সোয়া ৯টার ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী ইতিহাস পরিবহনের একটি বাস হঠাৎ ব্রেক (হার্ড ব্রেক) করায় পেছন থেকে ধাক্কা দেয় সাভার পরিবহনের আরেকটি বাস। ঠিক তার পেছনে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর প্রাইভেট কার সাভার পরিবহনের বাসটিতে ধাক্কা দেয়। এতে জাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে ভুক্তভোগী ক্যাম্পাসে তার বন্ধুদের জানালে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের এক পাশে ইতিহাস পরিবহনের ৯টি বাস আটক করেন। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের ছাত্রী। ভুক্তভোগী বলেন, ‘এতবড় একটি ঘটনা ঘটার পর পেছনে কেউ মারা গেল নাকি বেঁচে আছে সেটি না দেখে বাসটি দ্রুত টান দিয়ে চলে যায়। এরপর আমার প্রাইভেট কারের চালক ইতিহাস পরিবহনের বাসে উঠে কেন এমন হার্ড ব্রেক করল জানতে চাইলে বাসচালক এবং সহযোগী খারাপ ব্যবহার করেন ও হুমকি দিয়ে বাস থেকে নামিয়ে দেন। আমরা সড়কে চলাচলের নিরাপত্তা চাই।’ ভুক্তভোগী ছাত্রী ও তার বন্ধুদের দাবি, সড়কে চলাচলের নিরাপত্তা এবং প্রাইভেট কারের ক্ষতিপূরণ দিতে হবে ইতিহাস পরিবহন কর্তৃপক্ষের। তারপর তারা বাসগুলো ছাড়বেন। এ বিষয়ে ইতিহাস পরিবহনের আটককৃত একটি বাসের চালক তোফাজ্জল হোসেন বলেন, ‘আমাদের (ইতিহাস) একটি বাস হার্ড ব্রেক করছে, তাই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রাইভেট কার ধাক্কা খেয়েছে। কিন্তু সেই বাস আটক না করে আমাদের বাসগুলো আটক করে রেখেছে। আমাদের যিনি চেকার আছেন তাকে বিষয়টি জানিয়েছি।’ ইতিহাস পরিবহনের ভিআইপি চেকার মো. জসিম বলেন, ‘যে বাসটি হার্ড ব্রেক করেছে সেটার নাম্বার ভুক্তভোগী শিক্ষার্থী দিয়েছেন। আমরা ওই নির্দিষ্ট বাসটি শনাক্ত করার জন্য রোডে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলেছি। ওই বাসের মালিকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করব বলে ক্যাম্পাসে এসেছি। আমাদের একটি বাস আটক রেখে বাকিগুলো ছেড়ে দেওয়ার জন্য ছাত্রদের কাছে অনুরোধ জানিয়েছি।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বলেন, ‘জানতে পেরেছি, ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামত করে দেওয়ার জন্য ইতিহাস পরিবহনের মালিকপক্ষ রাজি হয়েছে। গাড়িটি এখন গ্যারেজে আছে। ক্ষতিপূরণ দিলে শিক্ষার্থীরা বাস ছেড়ে দেবে বলে জানিয়েছে। এ ঘটনায় আমাদের কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।’
২৭ এপ্রিল ২০২৪, ২০:১০

লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আটক
লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর উপজেলা দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।  মাহবুব ইমতিয়াজ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকার বাসিন্দা। জানা গেছে, সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদসহ পাঁচ ইউনিয়নের নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহড়া দেয়। এতে ঘটনার সময় জেলা প্রশাসন সুরাইয়া জাহান ও জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দক্ষিণ হামছাদী ইউনিয়নে টহল দেয়। একই সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমতিয়াজ ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মীর শাহ আলমকে নিয়ে মোটরসাইকেলে দালাল বাজার দিকে যাওয়ার পথে পুলিশ তাদের গতিরোধ করে। বহিরাগত হওয়ায় পুলিশ ঘটনার সময় ইমতিয়াজকে আটক করে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, এসপি স্যারের নির্দেশে ইমতিয়াজকে আটক করা হয়েছে। তবে আটকের নির্দিষ্ট কারণ জানাতে পারেননি তিনি।
২৭ এপ্রিল ২০২৪, ১৭:৪১

আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৭
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ।  শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। এর আগে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার সড়ক বাজারের ভূঁইয়া আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ভূঁইয়া আবাসিক হোটেলের মালিক উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মৃত রেয়াছত আলী ভূঁইয়ার ছেলে মো. জসীম ভূঁইয়া (৫০), গাজীপুর জেলার মোগর খাল এলাকার ছায়েম মিয়ার ছেলে নাঈম ভূঁইয়া (৪০), ব্রাহ্মণবাড়িয়া সদর ঘাটিয়ারা গ্রামের হুমায়ূন কবিরের ছেলে মো. আশিক মিয়া (২২), বিজয়নগর উপজেলার মেরাসানী সরদার পাড়ার মৃত আ. নুর এর ছেলে আ. রহিম (৪৫)। এছাড়া আরও তিন নারীকে আটক করা হয়েছে।  আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, এ আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে, এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
২৭ এপ্রিল ২০২৪, ১৮:২৬

শাহ আমানতে ৯০ হাজার ইউএই দিরহামসহ যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯০ হাজার দিরহামসহ একজনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের (সিআইআইডি) সদস্যরা। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক এন্টি হাইজ্যাকিং গেট পার হওয়ার সময় জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়। এয়ার অ্যারাবিয়ার ‌‘জি-৯৫২১’ ফ্লাইটে শারজাহ যাওয়ার কথা ছিল তার। কায়সার হামিদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে। তার কাছ থেকে বাংলাদেশি টাকায় ২৭ লাখ টাকা বা ২৩ হাজার ৬৮৪ মার্কিন ডলার মূল্যমানের মুদ্রা উদ্ধার করা হয়। শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রে জানা গেছে, কায়সার হামিদকে বিমানবন্দরের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেটে তল্লাশি করা হলে তার কাছে ৯০ হাজার দিরহাম পাওয়া যায়। এসময় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী এক বছরে সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বা এর সমমূল্যের অন্য কোনো বৈদেশিক মুদ্রা বিদেশে নিতে পারেন একজন যাত্রী।
২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫২

বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিপক্ষের মারপিটে আব্দুল হাকিম জোমাদ্দার (৬২) নামের এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে এ মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সালাম ফকিরসহ ৪ জনকে আটক করেছে। আহত হলেন- হারুন জোমাদ্দার (৫০), লতিফ জোমাদ্দার (৫৫), রশিদ জোমাদ্দার (৪২), আলম হাওলাদার (৭০), লিটন হাওলাদার (৪৫), নিহতের স্ত্রী জামিলা বেগম (৫০) ও ছেলে মেহেদী হাসান (৩৫)।  জমিসংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন আকস্মিক হামলা চালালে হাকিম জোমাদ্দার নিহত হন বলে দাবি করেছেন তার ছোট ভাই মতিয়ার রহমান জোমাদ্দার। তিনি বলেন, শুক্রবার সকালে প্রতিবেশী শহিদুল হাওলাদার ১০-১২ জন লোক নিয়ে তার ভাই হাকিম জোমাদ্দারের ওপর প্রথম দফায় হামলা করে। আহত অবস্থায় হাকিম জোমাদ্দার চিকিৎসার জন্য রওনা হলে পথিমধ্যে তাকে ফের আটক করে পিটিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখে শহিদুল হাওলাদারের লোকজন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহারিয়ার ফাত্তাহ্ তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মারপিটে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সালাম ফকিরসহ ৪ জনকে আটক করা হয়েছে। 
২৬ এপ্রিল ২০২৪, ১৯:১৩

মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
সিরাজগঞ্জের তাড়া‌শ উপজেলার বারুহাস বৈশাখী মেলায় জাদু খেলার নাম ক‌রে অশ্লীল নৃত্য পরিবেশনকালে ৫ জন‌কে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।  বুধবার (২৪ এপ্রিল) রাতে তাড়াশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার গভীর রা‌তে মেলা থেকে তাদেরকে আটক করা হয়।  আটককৃতরা হলেন পাবনা জেলার চাটমোহর উপজেলার কাটাখালী গ্রামের মো. সালামের ছেলে সাব্বির হোসেন (২৩), তার স্ত্রী মৌসুমী খাতুন (১৯), বগুড়া জেলার গাবতলী উপজেলার দূর্গাহাটা গ্রামের আবদুল লতিফের ছেলে মো. মিনারুল (২৪), শেরপুর উপজেলার হাটগাড়ী গ্রামের করিম হাসানের স্ত্রী মোছা. লাবলী আক্তার (২৩) ও শিবগঞ্জ উপজেলার জামুরহাট দক্ষিণবেলাই গ্রামের মো. সোলেমানের মেয়ে মোছা. শিমু আকতার (১৯)।  স্থানীয়দের সূত্রে জানা যায়, গত সোমবার থেকে বৃহস্প‌তিবার পর্যন্ত প্রতি বছরের ন্যায় এবারেও বাংলা নববর্ষ উপল‌ক্ষে বাৎস‌রিক গ্রামীণ বৈশাখী মেলাটি শুরু হয়। আর মেলার শুরু থেকে সেখানে জাদু খেলার না‌মে অশ্লীল নৃত্যর আয়োজন করা হয়। স্থানীয়রা শুরু থেকে বারবার প্রতিবাদ করলেও অশ্লীল নৃত্য বন্ধ হয়নি। এতে সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হলে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন। প‌রে তাড়াশ থানা পু‌লিশ গি‌য়ে ওই পাঁচজন‌কে আটক ক‌রে নিয়ে আসেন।  তাড়াশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম গণমাধ্যমকে ব‌লেন, আটককৃত ওই পাঁচ‌জনের বিরুদ্ধে মামলা দায়েরের পরে আদালতের মাধ্য‌মে জেলহাজতে প্রেরণ করা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি এ কর্মকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। 
২৫ এপ্রিল ২০২৪, ১০:০৩

জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ভারতে পাচারের সময় জয়পুরহাটের পাঁচবিবির পশ্চিম উচনা সীমান্ত থেকে ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ মিনহাজুল ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৩৮ হাজার ৮২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটককৃত মিনহাজুল ইসলাম পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা গ্রামের বাসিন্দা। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, বুধবার দুপুর ১২টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে স্বর্ণ পাচার করছে এমন গোপন সংবাদ আসে বিজিবির কাছে। এমন সংবাদে বিজিবি সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের (১৫৯ ভরি ৩ আনা) ১৬টি স্বর্ণের বারসহ মিনহাজুল ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
২৪ এপ্রিল ২০২৪, ১৯:০৮

ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
ঘুষ গ্রহণের অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভকে আটক করেছে দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা। তাকে আটকের আগে বিষয়টি অবহিত করা হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।  বুধবার (২৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ২৯০ অনুচ্ছেদের ৬ অংশের অধীনে ইভানভকে আটক করা হয়েছে। এই দণ্ডবিধি তখনই প্রযোজ্য হয় যখন সন্দেহভাজন অভিযুক্তের ঘুষ নেওয়ার পরিমাণ ১০ লাখ রুবল ছাড়িয়ে যায়। অপরাধ প্রমাণিত হলে উপ-প্রতিরক্ষামন্ত্রীর বড় অংকের জরিমানা এবং ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ২০২২ সালে প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির প্রতিষ্ঠিত গ্রুপ দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন (এসিএফ) ইভানভকে 'রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলিতে নির্মাণের সময় দুর্নীতির পরিকল্পনায়' অংশগ্রহণের জন্য অভিযুক্ত করেছিল। এসিএফ বলছে, বিশেষ করে ইউক্রেনীয় বন্দরনগরী মারিউপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তৈমুর ইভানভ। এই শহরের বেশিরভাগই ইউক্রেনে আগ্রাসনের সময় কয়েক মাস ধরে চলা রুশ বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে। উল্লেখ্য, গত আট বছর ধরে তৈমুর ইভানভ রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বেও ছিলেন তিনি। 
২৪ এপ্রিল ২০২৪, ১১:২৪

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে তিনটি ড্রেজার ও দুইটি বাল্কহেডসহ ১১ জনকে আটক করেছে নৌপুলিশের একটি দল।  সোমবার (২২ এপ্রিল) রাত ১২টার দিকে পদ্মসেতুর উজানে পদ্মা নদীর চরজানাজাত কাঁঠালবাড়ীসহ নদীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃত হলেন এম এম এস বিক্রমপুর ড্রেজারের হুইচম্যান আশরাফুল (৪৫) চৌধুরী ও বাবুর্চি ওমর ফারুক। আশিক ড্রেজারের হুইচম্যান আনোয়ার (২৮) বাবুর্চি ফারুক ফকির। এমবি মায়ের আশীর্বাদ ড্রেজারের মিস্ত্রি কালিমুল্যা  (২৮) বাবুর্চি মজিবর ফরাজি, সুকানী আব্দুল মান্নান (৩২) মিস্ত্রি শাহিন খলিফা (২৮) এমবি ফোর ব্রাদার ড্রেজারের মাস্টার আবুল কালাম (৬০) মিস্ত্রি মান্নান চদিকার (৩৫) সহ বালু উত্তোলন কাজে জড়িত থাকায় মোট ১১জনকে আটক করে চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। আটককৃত ড্রেজারগুলো হলো- এম এম এস বিক্রমপুর, মায়ের আশীর্বাদ, এম বি ফোর ব্রাদার। মাদারীপুরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিসুর রহমান বলেন, রাতের অন্ধকারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ৩টি ড্রেজার, ২টি বাল্কহেডসহ ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২৩ এপ্রিল ২০২৪, ১৮:২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়