• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ এপ্রিল ২০২৪, ১৮:৩০
ছবি : আরটিভি

মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে তিনটি ড্রেজার ও দুইটি বাল্কহেডসহ ১১ জনকে আটক করেছে নৌপুলিশের একটি দল।

সোমবার (২২ এপ্রিল) রাত ১২টার দিকে পদ্মসেতুর উজানে পদ্মা নদীর চরজানাজাত কাঁঠালবাড়ীসহ নদীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃত হলেন এম এম এস বিক্রমপুর ড্রেজারের হুইচম্যান আশরাফুল (৪৫) চৌধুরী ও বাবুর্চি ওমর ফারুক। আশিক ড্রেজারের হুইচম্যান আনোয়ার (২৮) বাবুর্চি ফারুক ফকির। এমবি মায়ের আশীর্বাদ ড্রেজারের মিস্ত্রি কালিমুল্যা (২৮) বাবুর্চি মজিবর ফরাজি, সুকানী আব্দুল মান্নান (৩২) মিস্ত্রি শাহিন খলিফা (২৮) এমবি ফোর ব্রাদার ড্রেজারের মাস্টার আবুল কালাম (৬০) মিস্ত্রি মান্নান চদিকার (৩৫) সহ বালু উত্তোলন কাজে জড়িত থাকায় মোট ১১জনকে আটক করে চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির একটি দল।

আটককৃত ড্রেজারগুলো হলো- এম এম এস বিক্রমপুর, মায়ের আশীর্বাদ, এম বি ফোর ব্রাদার।

মাদারীপুরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিসুর রহমান বলেন, রাতের অন্ধকারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ৩টি ড্রেজার, ২টি বাল্কহেডসহ ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবচরে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের 
অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
শিবচরে আদালতের নির্দেশে পলাতক আসামির মালামাল ক্রোক
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে আশ্রয়ণ প্রকল্প 
X
Fresh