• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ মার্চ ২০২৪, ০৮:০৪
ছবি : আরটিভি

হবিগঞ্জের লাখাইয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মাসুদুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোড়াকরি গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে সাবেক মেম্বার বাহাদুর উদ্দীন ওরপে বাহার মেম্বারকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন লাখাই থানার এসআই জিকরুল ইসলামের নের্তৃত্বে একদল পুলিশ।

লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
X
Fresh