• ঢাকা সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
logo

ব্যালটে ভুল প্রতীক, কুটি ইউপিতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২৪, ১৭:৫১
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট পেপারে ভুল প্রতীক থাকায় মাঝপথে স্থগিত হলো চেয়ারম্যান পদে নির্বাচন।

রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল ৪টার পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। তবে দুপুর ২টার দিকে বরাদ্দকৃত প্রতীক নেই ব্যালট পেপারে, নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি এক প্রার্থীর এমন নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান প্রার্থীদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে বাকি সাধারণ সদস্য পদে ও মহিলা সংরক্ষিত পদের প্রার্থীদের ভোট গ্রহণ চালু ছিল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার জানান, এক প্রার্থীর ব্যালট পেপার ভুল প্রতীক মুদ্রণ হওয়ায় শুধুমাত্র চেয়ারম্যান প্রার্থীদের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে ও মহিলা সংরক্ষিত পদসহ মোট ৫৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার চারশত ৩৫ জন। মোট ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলছে
জি এম কাদেরের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে বাধা নেই
মনপুরায় চেয়ারম্যান পদে ৪ জনসহ ৯ জনের মনোনয়ন দাখিল
বরগুনার তালতলীতে চেয়ারম্যান পদে লড়বেন স্বামী-স্ত্রী 
X
Fresh