• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo
ঝিনাইদহে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু
কালীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শ্রীলক্ষ্মী সিনেমা হলের কাছে এ দুর্ঘটনা ঘটে।  নিহত রুহুল আমিন যশোর সদর উপজেলার পরানপুর গ্রামের আবুবক্কারের ছেলে। তিনি এসএস অফিস নামের একটি এনজিওর ঝিনাইদহ শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলে রুহুল আমিন কালীগঞ্জ শহর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে এলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আরেক মোটরসাইকেল এসে তার শরীরে আঘাত করে। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শম্পা মোদক বলেন, হাসপাতালে আনার আগেই রুহুল আমিনের মৃত্যু হয়েছে। নিহত রুহুল আমিন মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছেন।  কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।    আরটিভি/আইএম-টি
দীর্ঘদিনেও দখলমুক্ত হয়নি কালীগঞ্জ শহরের ফুটপাত, জনদুর্ভোগ চরমে 
কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময় 
কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কালীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা 
কালীগঞ্জে পরিবেশক সমিতির কমিটি গঠন, সভাপতি আলিম ও সাধারণ সম্পাদক শিপলু 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির কমিটি গঠন হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল ১১টায় কালীগঞ্জ পরিবেশক সমিতির নিজস্ব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত শেষে সদস্যদের সর্বসম্মতিতে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে আব্দুল আলিম সভাপতি ও সাংবাদিক শিপলু জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  জানা গেছে, নবগঠিত কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে। কমিটি গঠন শেষে সংক্ষিপ্ত আলোচনায় নবগঠিত কমিটির সভাপতি আব্দুল আলিম জানান, দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। ব্যবসায়িক পরিবেশ ঠিক রাখতে আমরা রাজনীতিবীদদের সহযোগিতা কামনা করছি।  এ সময় সাধারণ সম্পাদক সাংবাদিক শিপলু জামান বলেন, ব্যবসায়ীরা স্বাচ্ছন্দে ব্যবসা করতে না পারলে দেশের অর্থনীতিতে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। আমরা সবার সহযোগিতা কামনা করছি। কালীগঞ্জে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা সব পক্ষকে আহ্বান জানাই।  এ সময় আরও বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সহসভাপতি আজম হোসেন, সহসাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধক্ষ্য মারুফ বিল্লাহ, প্রচার সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। 
স্কুলের মাঠ দখল করে ঠিকাদারের নির্মাণসামগ্রী, বিপাকে শিক্ষার্থীরা
স্কুলের মাঠজুড়ে নির্মাণসামগ্রী। প্রচণ্ড শব্দ করে ক্ষণে ক্ষণে স্কুল মাঠে প্রবেশ করছে ভারী যানবাহন। সেই সঙ্গে বালি ও খোয়ার ময়লা আবর্জনা উড়ে ক্লাস রুমে ঢুকছে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। ঝিনাইদহ সদর উপজেলার খড়াশুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী ও ভারী যানবাহন রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের খেলার মাঠে সড়ক সংস্কারের নির্মাণসামগ্রী পড়ে আছে। মাঠের একটি বড় অংশজুড়ে ফেলে রাখা হয়েছে পাথর। মাঠের মধ্যে রয়েছে ভারী ভারী যন্ত্র। সেখানে যত্রতত্র ওঠানামা করছে পাথরবোঝাই ট্রাক ও ভারী যন্ত্র। পাথর ও বালি মিশ্রিত করা প্ল্যান্ট মেশিন বিকট শব্দে চলছে। নির্মাণসামগ্রীর ধুলাবালু এবং বিটুমিন গলানোর কাজে ব্যবহৃত টায়ার পোড়ানোর তীব্র কালো ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে যাচ্ছে। ফলে স্কুল মাঠটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। এলাকার শিশু-কিশোরদের মাঠে খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  স্কুলটির প্রধান শিক্ষক জমির হোসেন বলেন, ‘কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের তৈলকুপ গ্রামে রাস্তার কাজ চলছে। এ কারণে তাদের কাছ থেকে অনুমতি না নিয়েই ঠিকাদার খড়াশুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব রেখেছে।’ তিনি বলেন, ‘স্কুল বন্ধ থাকার সুযোগে তারা এ কাজটি করেছে। এ বিষয়ে আমি স্থানীয় পুলিশ ফাড়ি ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলেছি। তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।’  খড়াশুনী গ্রামের বাসিন্দা মেহেদী হাসান বলেন, ‘স্কুলের খেলার মাঠে নির্মাণসামগ্রী রাখা বেআইনি। অথচ ঠিকাদারি প্রতিষ্ঠান সেই কাজটিই করেছে। এতে ছেলেদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে।’  এ বিষয়ে ঠিকাদার মোশাররফ হোসেন মুছা বলেন, ‘আমরা দু-এক দিনের মধ্যে সকল মালামাল সরিয়ে নেবো। পর্যাপ্ত জায়গা না পাওয়ায় স্কুল মাঠে মালামাল রাখতে বাধ্য হয়েছি। তাছাড়া সে সময় স্কুলটি বন্ধ ছিল।’  নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম রিপন বলেন, ‘ঠিকাদারকে মালামাল সরিয়ে নিতে একাধিকবার বলেছি। কিন্তু বিষয়টিকে ঠিকাদার কোনো গুরুত্ব দিচ্ছে না।’  ঝিনাইদহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খালেকুজ্জামান বলেন, ‘বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। আমি ছুটিতে থাকায় ব্যবস্থা নিতে পারছি না। অফিসে ফিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’
‘ঈদ যাবে আসবে, আব্বু তো আর ফিরবে না’
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (কালীগঞ্জ ও সদরের একাংশ) আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণ মামলার তদন্ত জোরালোভাবে চলছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার ও আটকের পর বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এরই মাঝে বাবাকে হারিয়ে ঈদ কেমন হবে সন্তানদের? তেমন বার্তাই দিয়েছেন, আনারকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। ঈদকে সামনে রেখে এক পোস্টে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।  শুক্রবার (১৪ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবা আনারকে নিয়ে ডরিন লেখেন, ‘১৭ তারিখ (জুন) নাকি ঈদ। ঈদ যাবে, ঈদ আসবে। কিন্তু আমার আব্বু তো আর ফিরে আসবে না। আমার এখন আর কেউ খোঁজ নেয় না। আমাকে আর কেউ এখন ভিডিও কলও দেয় না।’   এদিকে আনার হত্যার বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে সম্প্রতি অভিযোগ তুলেছেন ডরিন। এসব বিষয় এবং বাবা হত্যার বিচার যাতে স্বাভাবিক গতিতে এগিয়ে ও দোষীদের বিচার নিশ্চিত হয়, সে জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও সাক্ষাৎ করেন।   অপর এক ফেসবুক পোস্টে গত ১৩ জুন ডরিন জানান, ‘পাপ বাপেরে ছাড়ে না। আব্বু তুমি চিন্তা করো না। তোমার মেয়ে ডরিন আছে, বিচার হবেই।’   অন্যদিকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় শুক্রবার (১৪ জুন) তা রেকর্ড করার আবেদন করেন, তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।   উল্লেখ্য, এমপি আনার হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজনের মধ্যে চারজনই দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার অপর আসামি মিন্টু ৮ দিনের রিমান্ডে রয়েছেন।
শাহীনের অদ্ভুত জার্মান শেফার্ড, প্রতিদিন খরচ ৫০ হাজার 
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে ভারতের নিউটাউনের সঞ্জীবা গার্ডেন এলাকার একটি ফ্ল্যাটের কক্ষে হত্যা করা হয়। সংসদ সদস্য হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জআমান ওরফে শাহিন ঝিনাইদহের কোটচাঁদপুরে গড়ে তুলেছেন এক বিলাসবহুল রিসোর্ট।  এলাকাবাসী বলছেন, এই রিসোর্টে আসতেন চলচ্চিত্রের নায়িকা, মডেল, কলগার্ল, আমলা, রাজনৈতিক ও ভিআইপি কর্মকর্তারা। সেখানে হতো অসামাজিক কর্মকাণ্ড ও ডিজে পার্টি। তার দাপটে এলাকাবাসী ভয়ে কথা বলতে সাহস পেত না। কেউ প্রতিবাদ করলে তার হাত, পা ভেঙে দেওয়া হতো।   সরেজমিনে গিয়ে দেখা যায়, আক্তারুজ্জামান শাহিনের রিসোর্টে অদ্ভুত ও ভয়ংকর তিনটি কুকুর শুয়ে আছে।  জানা গেছে, রিসোর্টে রয়েছে তিনটি জার্মান শেফার্ড কুকুর। এ কুকুর দেখভাল করার জন্য আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন শাহিন। এ বিষয়ে আবদুর রহমান বলেন, এ কুকুরের জন্য প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকার মতো খরচ হয়। রাতে কুকুর শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ঘুমায়।  তবে কী কারণে রিসোর্টের মালিক এ ভয়ংকর কুকুর রেখেছেন, তার কোনো সদুত্তর দিতে পারেননি আব্দুর রহমান। এ ছাড়া রিসোর্টের ভেতরে আছে সুইমিং পুল, চা বাগান, গরু-ছাগলের ফার্ম, গলফ কোর্স, মাছের ঘের, হাঁস ও গরুর ফার্মসহ বিভিন্ন ফলের বাগান ও মিনিবার।  এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, লোকমুখে শুনেছি সেখানে অনৈতিক কার্যাকলাপ হয়। রিসোর্টটি আমরা নজরে রেখেছি।
বাবার লাশের এক টুকরো মাংস চাইলেন ডরিন
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, ‘আমার বাবার লাশের এক টুকরো মাংস চাই। যে মাংসের টুকরো ছুঁয়ে দেখতে পারি। সে মাংসের টুকরোকেই বাবা মনে করে জানাজা করাতে চাই।’ শুক্রবার (২৪ মে) বিকেল ৫টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা শহরের মেইন বাসস্ট্যান্ডে এক মানববন্ধনে কাঁদতে কাঁদতে এসব কথা বলেন তিনি। কলকাতায় ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচার ও হত্যার পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজন করা হয় এ মানববন্ধনের। মানববন্ধন চলাকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘প্রধানমন্ত্রী বাবা হারানোর ব্যথা-কষ্ট বোঝেন। তিনি আমার বাবা হারানোর বেদনা বুঝবেন। তার বাবার হত্যার বিচার করেছেন, আমার বাবা হত্যার বিচারও করবেন। হত্যার পরিকল্পনাকারীকে ধরার পরই খতিয়ে দেখা যাবে আসলে সে এত বড় অপকর্ম কেন ঘটালো। এর বিচার অবশ্যই হবে।’ মুমতারিন ফেরদৌস ডরিন আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। বৃহস্পতিবারও কথা বলেছি। আমরা আইনের আশ্রয় নেব। মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আওয়ামী লীগের দলীয় সর্বোচ্চ অভিভাবকরা আছেন। তারা আমাদের পরামর্শ দেবেন এবং তারা অবশ্যই তাদের দলীয় এমপি হত্যার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। কালীগঞ্জের মানুষের সুখে দুঃখে যিনি সবসময় পাশে থেকেছেন সেই মানুষটির হত্যার বিচার আমরা চাই। আমরা কোনো শৃঙ্খলাহানি করতে চাই না।’ মানববন্ধনে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেনসহ আওয়ামী লীগের সকল ইউনিটের নেতাকর্মী ও এলাকাবাসী। 
কালীগঞ্জে আ.লীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের খবরে স্তব্ধ হয়ে পড়েছে গোটা কালীগঞ্জবাসী। তার লাশ উদ্ধার না হওয়াতে মৃত্যু নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। প্রতিদিনের মতো আজও এমপির শহরের বাসভবন ও পাশেই দলীয় কার্যালয়ের সামনে সহস্রাধিক নারী, পুরুষ জনতার ভিড় জমে।  এ দিকে তার মৃত্যুর খবরে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বেলা ১২টার পর ভূষণ রোডস্থ দলীয় কার্যালয়ে কালো পতাকা, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় পতাকা উত্তোলনকালে কান্নায় ভেঙে পড়েন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ। তিনি অঝোরে কেঁদেই চলেছেন। পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, মতিয়ার রহমান মতি, ওহিদুজ্জামান ওদু ও মোস্তাফিজুর রহমান বিজুসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা কালো ব্যাচ ধারণসহ শুক্রবার জুমাবাদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন। নেতারা বলেন, এমপি আনারকে যারা হত্যা করেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।  প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে নেতারা বলেন, দ্রুত আমাদের এমপির মরদেহ দেশে আনার ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি। এমপি আনার আওয়ামী লীগের মনোনীত টানা তিনবারের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার মৃত্যুতে দলীয়ভাবে আগামী শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভার আহ্বান করেন তারা।  এর আগে রাষ্ট্রীয় ও বিভিন্ন গণমাধ্যমে এমপি আনারের মরদেহ উদ্ধার না হওয়ার খবর জেনে বৃহস্পতিবার সকাল থেকেই এমপির শহরের বাসভবন ও দলীয় কার্যালয়ের সামনে নারী, পুরুষ ও সাধারণ জনতার ভিড় জমতে থাকে।  কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান, ‘এমপি আনারের নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে তার সেজো ভাই এনামুল হক ইমান গত ১৯ মে কালীগঞ্জ থানাতে একটি ডিডি করেছেন। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন মহলে অবহিত করেছি।’  এমপি আনারের বিষয়টি সরকারের বিভিন্ন সংস্থা পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি।   উল্লেখ্য, ১২ মে দর্শনার গেদে বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে পরিচিত এক ব্যক্তির বাড়িতে ওঠেন। পরের দিন ১৩ মে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। ১৫ মে বরাহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাসের হোয়াটস অ্যাপে ম্যাসেজ করে জানান তিনি দিল্লি যাচ্ছেন। ১৬ মে এমপির ব্যক্তিগত গাড়িচালক তরিকুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনেও একটি ম্যাসেজ পাঠিয়ে জানান দিল্লি যাওয়ার কথা। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান আনোয়ারুল আজীম আনার। এরপর থকে পরিবার ও রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তাকে ফোনে বা কোনো মাধ্যমে না পেয়ে বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানান উদ্বিগ্ন এমপির পরিবার। এমপি আনোয়ারুল আজীম আনারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ১৮ মে থানায় একটি মিসিং ডায়েরি করেন এমপির পরিচিত ভারতের বরাহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। ১৯ মে ঝিনাইদহের কালীগঞ্জ থানাতেও তার সেজো ভাই একটি নিখোঁজ ডায়েরি করেছেন। আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা ৩ বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৯ সালে উপজেলা চেয়ারম্যান ও ৯৩ সালে পৌর কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।