• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
কালীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।  সোমবার (৮ এপ্রিল) ভোরে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতের নাম হাসানুজ্জামান (৪৫)। তিনি সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। জানা যায়, নিহত হাসানুজ্জামান সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।  প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ভোরে ঝিনাইদহ থেকে হাসানুজ্জামান মোটরসাইকেলে করে কর্মস্থল সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের দিকে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের ওপর পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ।  তিনি জানান, ভোরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে।
যানজট নিরসনে নেমে মেয়র খেলেন মামলা 
কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নছিমনচালক নিহত 
ফেসবুকে শিক্ষকের কুরুচিপূর্ণ ভিডিও পোস্ট, তুমুল সমালোচনা 
কালীগঞ্জে সড়ক ও রেলে ঝরল ২ প্রাণ
এসএসসি পরীক্ষা কেন্দ্রে ৩ ছাত্রী অজ্ঞান, হাসপাতালে ভর্তি 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বেলাট দৌলতপুর আলিম মাদরাসার ৩ পরীক্ষার্থীর একসঙ্গে জ্ঞান হারানোর খবর পাওয়া গেছে। জ্ঞান হারানো ৩ শিক্ষর্থীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা প্রতিষ্ঠানটিতে দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল ১০টায় কেন্দ্রটিতে বিভিন্ন মাদরাসা থেকে আসা ছাত্রছাত্রীদের দাখিল পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর মাজদিয়া আয়েশা ফুলজাল মেমোরিয়াল দাখিল মাদরাসার ছাত্রী শামিমা খাতুন (১৬) অসুস্থ হয়ে পড়েন। এরপর একই মাদরাসার মোছা. নদী খাতুন (১৬) ও মোছা. সুরাইয়া খাতুন (১৬) নামের আরও দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়েন।  বেলাট দৌলতপুর আলিম মাদরাসার অধ্যক্ষ অলিউর রহমান জানান, প্রাথমিক চিকিৎসায় তাদের জ্ঞান না ফিরলে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় তাদের। আমি ছাত্রীদের খোঁজ খবর নিচ্ছি। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শিশির কুমার সানা জানান, অসুস্থ শিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরে জ্ঞান হারানোর কারণগুলো জানতে পারবো ।
জীবন যেখানে জীবনের কাছে হার মানে 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের রণজিত দাস (৭০) শহরের অস্থায়ী কাঠের ব্রিজের এক পাশে বসে ভিক্ষা করছেন। রণজিত দাসের বয়স ও চাহনি দেখে তার সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি অস্পষ্ট ভাষায় এ প্রতিবেদককে জানান, তার দুই কন্য সন্তান ও ৪ শতক জমি ছাড়া আর কিছুই নেই।  বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রণজিত দাসের বাড়ি উপজেলার কাশিমা জগনাথপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রণজিত দাসের ছোট্ট ঘরের বারান্দায় ৩০ বছর বয়সি প্রতিবন্ধী মেয়ে অনিতা দাস শুয়ে আছেন। এ সময় প্রতিবেদককে রণজিত দাসের স্ত্রী সুবালা দাস (৫৮) বলেন, আমার দুই মেয়ে। তারমধ্যে অনিতা দাস প্রতিবন্ধী। ছোট মেয়ে রিতা দাসের বিয়ে হয়ে গেছে। আমাদের উপার্জন বলতে শুধু আমার স্বামীর ভিক্ষার টাকা।তাছাড়া আমার স্বামীর শ্বাসকষ্টজনিত রোগ আছে। আমাদের কিভাবে জীবন পার হয় তা একমাত্র ঈশ্বরই জানেন। জীবন ধারণের জন্য প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে শহরে ভিক্ষা করতে আসা রণজিত দাসের প্রতিবেশী বাদশা লস্কার জানান, রণজিত দাস এক সময় ভ্যান গাড়ি চালাতেন। হঠাৎ অসুস্থতায় তার জীবন এলোমেলো হয়ে যায়। সে অনেক কষ্টে দিন পার করে। যা আমরা দেখে আসছি।  ভিক্ষুকদের সুযোগ সুবিধার ব্যাপারে কথা বলতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।  নির্বাহী কর্মকর্তা জানান, ভিক্ষুকদের জন্য বিভিন্ন সময় কর্মসূচি নিয়ে থাকে সরকার। তবে আপাতত চলমান কোনো কর্মসূচি নেই।
কালীগঞ্জে ২ ডেন্টাল ক্লিনিককে ৭০ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহের কালীগঞ্জে ফিরোজ ডেন্টাল ও ঢাকা ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করেছেন ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহ ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ফিরোজ ডেন্টালকে ৪০ হাজার টাকা ও ঢাকা ডেন্টালকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, খারাপ দাঁতের পরিবর্তে ভালো দাঁত তুলে ফেলা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে ফিরোজ ডেন্টালকে ৪০ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ঢাকা ডেন্টাল ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলমগীর কবির, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
এক খেজুর গাছের ৬ মাথা  
সেই আদিকাল থেকে সুমিষ্ট ফল হিসাবে খেজুর ফলের খ্যাতি পৃথিবীয়। উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন, ফিনিক্স ড্যাকটিলিফিরা (phoenix dactylifera) গোত্রভুক্ত এ খেজুর গাছ কমপক্ষে ৬ হাজার বছর ধরে পৃথিবীতে টিকে আছে। সাধারণত এক মাথা নিয়ে জন্ম নেয় খেজুর গাছ। তবে প্রচলিত নিয়ম ভেঙে একাধিক মাথা নিয়ে মাঝে মাঝে দাড়িয়ে থাকতে দেখা গেছে অনেক খেজুর গাছকে। যে গাছগুলো দেখতে অদ্ভুত ও অসাধারণ মনে হয়। তেমনি এবার ৬ মাথার একটি খেজুর গাছের সন্ধান পাওয়া গেছে ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বনখির্দ্দা গ্রামে। গাছটিতে পূর্বে ৭ টি মাথা থাকলেও ১ টি মাথা নষ্ট হয়ে এখন ৬ টি মাথা আছে। উপজেলার বনখির্দ্দা গ্রামের হানিফ মণ্ডলের মাঠের জমিতে বেড়ে উঠেছে ৬ মাথাওয়ালা এ খেজুর গাছটি। এটি দেখতে এখন গ্রামটিতে অনেক মানুষ ভিড় করেন, বিশেষকরে পড়ন্ত বিকালে। বনখির্দ্দা গ্রামের মোহাম্মদ হানিফ মণ্ডলের মাঠের জমিতে এ গাছটি ১০-১৫ বছর ধরে দাড়িয়ে আছে বলে জানান স্থানীয়রা। যে গাছ দেখতে অনেকে এখন বনখির্দ্দা গ্রামের এ মাঠে আসেন। গাছটির বর্তমান মালিক হানিফ মণ্ডলের ছেলে মোফাজ্জেল হোসেন জানান, আমার আব্বা শুধু একটি খেজুর গাছের চারা লাগিয়েছিলেন, চারা বড় হওয়ার পর দেখছি গাছটির অনেক মাথা হয়েছে। গাছটি কতদিন বাঁচবে জানিনা। গাছটি বাঁচিয়ে রাখার জন্য কেউ যদি উদ্যোগ নেয়, তবে ভাল হয় । কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ইউপি সদস্য ও বনখির্দ্দা গ্রামের বাসিন্দা ইমন মাহমুদ ইকবাল জানান , গাছটির আগে ৭টি মাথা ছিল, ১ টি নষ্ট হয়ে গেছে। এখন ৬টি মাথা আছে। প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে গাছটি অনেকে দেখতে আসেন। আমি আপনাদের মাধ্যমে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন গাছটির রক্ষণাবেক্ষণসহ সংরক্ষণ করে।
কালীগঞ্জে ৩ পায়ের অদ্ভুত বাছুর
গরু চারটি পা নিয়ে জন্ম নেয়। তবে মাঝে মাঝে এ নিয়মের ব্যত্যয়ও ঘটে। তেমনি নিয়ম ভেঙে এবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংগী গ্রামে একটি গরুর বাছুর তিন পা নিয়ে জন্ম নিয়েছে। অপূর্ব ঘোষ নামের এক চাষির গোয়ালে তিন পায়ের এ বকনা বাছুরের জন্ম হয়েছে গত ২০ জানুয়ারি। বাছুরটি নিয়ে বিপাকে এখন অপূর্ব ঘোষ।  অপূর্ব ঘোষ জানান, আমি একটি এনজিও থেকে ঋণ নিয়ে গরুটি কিনেছিলাম। সবাই বলছে বাছুরটি বিক্রি হবে না।  সিংগী গ্রামের বাসিন্দা সমীর ঘোষ জানান, এমন তিন পায়ের বাছুর আমি কখনো দেখিনি।  উপজেলার রায়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আক্তারুল ইসলাম জানান, অপূর্ব ঘোষ গরিব মানুষ। আমি শুনেছি তার গাভীর তিন পায়ের একটি বাছুর হয়েছে। এখানে উদ্বেগ বা উৎকণ্ঠার কিছু নেই। পরিবারটিকে আমি পূর্বেও সহায়তা করেছি এবং ভবিষ্যতেও করব।
শিক্ষার্থীর চুল ছিঁড়লেন শিক্ষক, কাউকে না বলার জন্য দেন ৫ টাকা
ঝিনাইদহের কালীগঞ্জে বই বের করতে দেরি হওয়ায় ফারহানা খাতুন নামে এক শিশুশিক্ষার্থীর চুল টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ শিক্ষক আবুল কালাম আজাদ রতনের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে নির্যাতিত শিক্ষার্থীর বাবা জিল্লুর রহমান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে শিক্ষার্থীর বাবা উল্লেখ করেছেন, তার মেয়ে দূর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির একজন ছাত্রী। বুধবার (২৪ জানুয়ারি) ক্লাস চলাকালীন নিজ ব্যাগ থেকে পাঠ্যবই বের করতে দেরি করলে, পাঠদানকারী শিক্ষক আবুল কালাম আজাদ রতন ওই শিক্ষার্থীর দুই কানের ওপর থাকা চুল ধরে টান দেন। একপর্যায়ে চুল ছিঁড়ে ওই শিক্ষার্থী মাটিতে পড়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থীর বাবা জিল্লুর রহমান জানান, তার মেয়েকে সামান্য কারণে নির্যাতন করেছেন রতন স্যার। আবার নির্যাতনের পর মেয়ের হাতে ৫ টাকা দিয়ে ওই শিক্ষক বিষয়টি কাউকে না বলার জন্য বলে। এমন নির্যাতন করলে শিশুরা স্কুলের প্রতি আগ্রহ হারাবে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির দাবি জানান।  এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক আবুল কালাম আজাদ রতন বলেন, ওই মেয়েটাকে আমি অনেক স্নেহ করি। মেয়েটাকে আদর করতে যেয়ে তার চুলে একটু টান লেগে এমনটা হয়েছে। তাছাড়া সামাজিক দ্বন্দ্বের কারণে আমার নামে এমন অভিযোগ করা হয়েছে।  কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ হাসান বলেন, এমন অভিযোগ পেয়ে ইতোমধ্যে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। আগামী রোববার আমি নিজে বিদ্যালয়ে যাব এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ তথ্য প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেব।