• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ ৩ জনের মৃত্যু    
কালীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শ্রীলক্ষ্মী সিনেমা হলের কাছে এ দুর্ঘটনা ঘটে।  নিহত রুহুল আমিন যশোর সদর উপজেলার পরানপুর গ্রামের আবুবক্কারের ছেলে। তিনি এসএস অফিস নামের একটি এনজিওর ঝিনাইদহ শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলে রুহুল আমিন কালীগঞ্জ শহর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে এলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আরেক মোটরসাইকেল এসে তার শরীরে আঘাত করে। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শম্পা মোদক বলেন, হাসপাতালে আনার আগেই রুহুল আমিনের মৃত্যু হয়েছে। নিহত রুহুল আমিন মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছেন।  কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।    আরটিভি/আইএম-টি
দীর্ঘদিনেও দখলমুক্ত হয়নি কালীগঞ্জ শহরের ফুটপাত, জনদুর্ভোগ চরমে 
জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, আটক ৩
কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময় 
কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঝিনাইদহ জেলা প্রশাসকসহ ২ পুলিশ কর্মকর্তার পদত্যাগ
ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের পর এবার ঝিনাইদহ পুলিশের দুই কর্মকর্তা ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন।  রোববার (১৮ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ ছাত্রদের আন্দোলনের মুখে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও পুলিশের এসআই ফরিদ ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগের সিদ্ধান্তের কথা জানান।  এদিকে রোববার দুপুরে পুলিশ সুপার আজিম উল আহসানের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা সাবিক মোহাম্মদ আল হাসান, সমন্বয়ক আবু হুরাইরা ও সাইদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন এবং ছাত্র আন্দোলনের সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও পুলিশের এসআই ফরিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ছাত্রনেতারা দ্রুত দুই পুলিশ কর্মকর্তাকে ঝিনাইদহ ছাড়ার আল্টিমেটাম দিলে পুলিশ সুপার ছাত্রদের দাবির মুখে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও পুলিশের এসআই ফরিদকে ছুটি দিয়ে কর্মস্থল ছাড়ার কথা জানান।  এ সময় বিপুল সংখ্যক ছাত্রজনতা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দিতে পুলিশ সুপারের কার্যালয় ত্যাগ করেন।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান, সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রত্না খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, ছাত্রদল নেতা ইমরান হোসেন, বখতিয়ার মাহমুদ, মাহবুব আলম মিলু ও আব্দুস সালামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমন্বয়ক আবু হুরায়রা গনমাধ্যমকর্মীদের জানান, প্রশাসনে ফ্যাসিষ্ট খুনি হাসিনার কোন দোসরকে রাখা হবে না। তারা প্রশাসনে ঘাপটি মেরে থেকে আবারও আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছে। অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও পুলিশের এসআই ফরিদ নিজেদের ছাত্রলীগের টোকাই কর্মী বলে পরিচয় দিতেন। ছাত্র আন্দোলনের সময় এই দুই পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল ছাত্রলীগের ক্যাডার বাহিনীর মতো। এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জেলা প্রশাসকের বিরুদ্ধে প্রশাসনকে দলীয়করণ, নিয়োগ বাণিজ্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগ তোলেন।
ঝিনাইদহে সনাতনী সম্প্রদায়ের সম্প্রীতি পদযাত্রা
‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সম্প্রীতি পদযাত্রা করেছে সনাতনী সম্প্রদায়।  শনিবার (১৭ আগস্ট) সকালে শহরের পায়রা চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে পালিত হয় মানববন্ধন কর্মসূচি।  এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সহসভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা প্রহল্লাদ সরকার, দিপংকর ঘোষ, প্রদীপ রায় প্রমুখ বক্তব্য দেন। এ সময় বক্তারা দেশের সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। 
৪ দফা দাবিতে ঝিনাইদহে শিক্ষকদের মানববন্ধন
গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গণহত্যা চালিয়েছেন অভিযোগ করে তাকে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জাতীয় শিক্ষক ফোরামের কুষ্টিয়া অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, ইসলামী যুব আন্দোলন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমেদ আব্দুল জলিল, জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মুমতাজুল করিম, শিক্ষক ফোরামের জেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
কালীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ও বিগত নির্বাচনে ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।  উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মাহাবুবার রহমানের সভাপতিত্বে রোববার সকালে শহরের ভূষণস্কুল মাঠ সংলগ্ন অডিটোরিয়ামে বিএনপির সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া শেষে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনা করা হয়।  এরপর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ফিরোজ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ঐতিহাসিক বিজয়ে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। জুলুমবাজ স্বৈরাচারী আ.লীগ সরকারের পতন হয়েছে। এ আন্দোলনে আবু সাইদ, মুগ্ধসহ যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্বরণ করি।  তিনি বলেন, বিএনপির অভিভাবক দেশনায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন কেউ কারও প্রতি প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণ হবেন না। যদি কেউ এমন কাজে জড়িত হন তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন সুন্দর একটি দেশ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় মতবিনিময়ে বিশেষ অতিথি ছিলেন. উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, জবেদ আলী, লুৎফর রহমান লেন্টু, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী, আহম্মদ আলী পাতা ও মোশারেফ হোসেন প্রমুখ। এ ছাড়াও সভাতে কালীগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
কালীগঞ্জে পরিবেশক সমিতির কমিটি গঠন, সভাপতি আলিম ও সাধারণ সম্পাদক শিপলু 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির কমিটি গঠন হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল ১১টায় কালীগঞ্জ পরিবেশক সমিতির নিজস্ব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত শেষে সদস্যদের সর্বসম্মতিতে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে আব্দুল আলিম সভাপতি ও সাংবাদিক শিপলু জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  জানা গেছে, নবগঠিত কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে। কমিটি গঠন শেষে সংক্ষিপ্ত আলোচনায় নবগঠিত কমিটির সভাপতি আব্দুল আলিম জানান, দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। ব্যবসায়িক পরিবেশ ঠিক রাখতে আমরা রাজনীতিবীদদের সহযোগিতা কামনা করছি।  এ সময় সাধারণ সম্পাদক সাংবাদিক শিপলু জামান বলেন, ব্যবসায়ীরা স্বাচ্ছন্দে ব্যবসা করতে না পারলে দেশের অর্থনীতিতে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। আমরা সবার সহযোগিতা কামনা করছি। কালীগঞ্জে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা সব পক্ষকে আহ্বান জানাই।  এ সময় আরও বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সহসভাপতি আজম হোসেন, সহসাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধক্ষ্য মারুফ বিল্লাহ, প্রচার সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। 
নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎ  
রাষ্ট্রের নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।  শুক্রবার (৯ আগস্ট) সকালে শৈলকুপায় অ্যাটর্নি জেনারেল আসাদের নিজ বাস ভবনে সাক্ষাত করেন তারা । সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি শিপলু জামান, সাধারণ সম্পাদক ও ৭১ টিভির জেলা প্রতিনিধি রাজিব হাসান, সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মিশন আলীসহ অন্য সদস্যরা। এ সময় ঝিনাইদহে কর্তব্যরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান রাষ্ট্রের এ গুরুত্বপূর্ণ কর্মকর্তা ।