• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo
ভোটার ৩২১৩, প্রথম ১ ঘণ্টায় ভোট পড়েনি ১টিও
মহেশপুর সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪০ পিস স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বিজিবি। ৪০টি স্বর্ণের বারের ওজন ৪ কেজি ৬৩৩ গ্রাম। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার ভারত সীমান্তবর্তী পলিয়ানপুর সীমান্তের ছয়ঘড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মহেশপুর উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন (৫৩) এবং মৃত আকতার আলীর ছেলে মো. হুমায়ন কবির (৪০)। ৫৮ বিজিবি পরিচালক এইচ এম সালাহউদ্দীন চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজিবি। বিকেল সাড়ে ৪টার দিকে ছয়ঘড়িয়া নামক স্থানে মহেশপুর থেকে মোটরসাইকেলে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের গতিরোধ করে তারা। এই সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৪ কেজি ৬৩৩ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে আসামিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আরটিভির ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের বাবা আর নেই
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
কালীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার
পাকিস্তানি বাহিনীর সঙ্গে ঝিনাইদহে প্রথম সম্মুখযুদ্ধ
যানজট নিরসনে নেমে মেয়র খেলেন মামলা 
এলাকার মানুষের পাশে থেকে বরাবরই আলোচনায় থেকেছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম। দায়িত্বভার গ্রহণ করার পর পৌরবাসীকে একের পর এক ভালো কাজ উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি তিনি শহরের যানজট নিরসনে নেমে মামলার আসামি হওয়ায় শহরজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। জানা গেছে, চলতি মাসের ২২ মার্চ (শুক্রবার) শহরের যানজট নিরসনে সশরীরে মাঠে নামেন পৌর মেয়র আশরাফুল আলম। দিনভর শহরের ব্যস্ততম পয়েন্টে পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অবস্থান নেন তিনি। পথচারীদের দুর্ভোগ কমাতে সচেতনতামূলক মাইকিং ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ব্যাপারে সবাইকে সচেতন করেন এ পৌর মেয়র।  এ সময় শহরের চাইনা বেডিং এর সামনে রাস্তার ওপর টিপু সুলতান নামের এক পথচারী মোটরসাইকেল রাখলে, মেয়র তাকে এমনটি করতে নিষেধ করেন। ক্ষিপ্ত পথচারী টিপু সুলতান বলেন, ‘এটি রাষ্ট্রপতির মোটরসাইকেইল’। এ সময় মেয়রের সঙ্গে থাকা লোকজন টিপু সুলতানের ওপর চড়াও হয়।  প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র অনেক চেষ্টা করে দুপক্ষকে সামাল দিতে ব্যর্থ হন। এরপর পথচারী টিপু সুলতান আহত হলে মেয়র আশরাফ দ্রুত থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন ও আহত টিপু সুলতানকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার তিনদিন পর টিপু সুলতানের মা রিজিয়া বেগম বাদী হয়ে মেয়র আশরাফকে ১ নম্বর আসামি করে কালীগঞ্জ থানায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে আদালতে প্রেরণ করেন। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, আমি ঘটনা শেষ পর্যন্ত দাঁড়িয়ে দেখেছি। মেয়রের কোনো দোষ আমার চোখে পড়েনি। পরে শুনলাম মেয়রের নামে মামলা হয়েছে। এটা আমি বিশ্বাসই করতে পারছি না। এ ব্যাপারে মামলার বাদী রিজিয়া বেগমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম বলেন, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। শহরবাসীর জন্য আমি রোজা থেকে যানজট নিরসনে সারাদিন শহরের রাস্তায় রাস্তায় হ্যান্ডমাইক নিয়ে দাঁড়িয়ে থাকলাম। দুপুরে আমার পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে টিপু নামের একজন পথচারীর দ্বন্দ্ব হলো, সেখানে মামলা হলো আমার নামে। আমি মূলত রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এটা দুঃখজনক।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ। তিনি বলেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন।  শুক্রবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর তুষার সিরামিকের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বেড়েরপাড় গ্রামের ভ্যানচালক শাহ আলম (৪৮) ভ্যান নিয়ে খালিশপুর থেকে ফতেপুর যাচ্ছিলেন। পথে তুষার সিরামিকের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তার ভাতিজা রাজু চাচা শাহ আলমের ওপর হামলা চালায়। রাজু লাঠি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  এ ঘটনার পর অভিযুক্ত রাজুকে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন। তিনি বলেন, সকালে দিকে উপজেলার ফতেপুর গ্রামে চাচা-ভাতিজার পারিবারিক দ্বন্দ্বে চাচা শাহ আলমের মৃত্যু হয়। তার মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাতিজা রাজুকে আটক করা হয়েছে।
কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নছিমনচালক নিহত 
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগারমিল নামক স্থানে কাভার্ডভ্যানের ধাক্কায় রেজাউল নামের এক নছিমনচালকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত রেজাউল ঝিনাইদহ সদর উপজেলার ভুটেরগাদি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করতে পারেনি পুলিশ।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ। তিনি বলেন, সকাল আটটার সময় আমরা খবর পাই সুগারমিল নামক স্থানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দ্রুত সেখানে গিয়ে আমরা জানতে পারি, যশোর থেকে নছিমনে মুরগি নিয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের রেজাউল ইসলাম। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোচিক সুগার মিলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার পাশে নছিমনটি উল্টে চালক রেজাউল ইসলাম গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক গায়েন বলেন, আমরা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করতে পারিনি। তবে আটকের চেষ্টা চলছে।
ফেসবুকে শিক্ষকের কুরুচিপূর্ণ ভিডিও পোস্ট, তুমুল সমালোচনা 
ঝিনাইদহের কালীগঞ্জে এক কলেজশিক্ষক ফেসবুকে কুরুচিপূর্ণ ভিডিও ও ছবি পোস্ট করায় উপজেলাজুড়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। অভিযুক্ত শিক্ষক রাকিবুল ইসলাম মিল্টন শহরের মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সাচিবিকবিদ্যা বিভাগের প্রভাষক। জানা গেছে, সম্প্রতি শিক্ষক মিল্টন থাইল্যান্ডে পারিবারিক ভ্রমণে যান। সেখানে একটি সমুদ্র সৈকতে বিদেশি নারীদের আপত্তিকর ভিডিও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ করতে থাকেন। নারীদের এমন নগ্ন ভিডিও ফেসবুকে প্রচারের পর উপজেলাজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা।  ভিডিওতে দেখা যায়, সমুদ্র সৈকতে থাকা বিভিন্ন দেশের নারীরা বিকিনিসহ গোসলের পোশাকে বিশ্রাম নিচ্ছেন, গোসল করছেন। এ সময় শিক্ষক মিল্টন তার মুঠোফোনের ক্যামেরায় গোসল বা বিশ্রামরত নারীদের দিকে ধরে লাইভ করছেন। শিক্ষকের এমন কাণ্ড জ্ঞানহীন আচরণে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজপড়ুয়া এক ছাত্রীর অভিভাবক জানান, মিল্টন স্যারের এমন ভিডিওর কথা শুনে আমি নিজেই অবাক হয়েছি। আমি একজন ছাত্রীর পিতা হিসাবে লজ্জিত, যে আমার মেয়েকে তাদের মতো শিক্ষকের কাছে পড়াতে হয়।  ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করলে, শিক্ষক রাকিবুল ইসলাম মিল্টন ওই ভিডিওটি ফেসবুক প্লাটফর্ম থেকে সরিয়ে ফেলেন। তবে কুরুচিপূর্ণ ওই ভিডিওর কিছু অংশ এবং স্ক্রিন শর্ট প্রতিবেদকের হাতে এসেছে। এ ব্যাপারে শিক্ষক রাকিবুল ইসলাম মিল্টন বলেন, ফাজলামি করেন। ফোন রাখেন। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, আমি আসলে ভিডিওটি দেখিনি। এমনটা ঠিক না। এটা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।   কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজটির সভাপতি ইসরাত জাহান বলেন, আমি প্রথম শুনলাম আপনার কাছ থেকে। আমি খোঁজ নিয়ে দেখবো। উল্লেখ্য, শিক্ষক রাকিবুল ইসলাম মিল্টন ২০২২ সালের মে মাসে কলেজটির গোডাউন থেকে কারিগরি শিক্ষা বোর্ডের ৭ বস্তা মূল খাতা ও লুজ শিট চুরির মামলায় মূল অভিযুক্ত ছিলেন। 
মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন এক মা।  বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কেশবপুর গ্রামের এ ঘটনা ঘটে।  নিহত শ্যামলী খাতুন (৪২) ওই গ্রামের আনিছুর রহমানের স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে রতন মিয়াকে (২২) আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, মাদক সেবনের টাকার জন্য প্রায়ই বাবা-মাকে চাপ প্রয়োগ করতেন রতন। সর্বশেষ বুধবার দুপুরের দিকে মা শ্যামলী খাতুনের কাছে বেশ কিছু টাকা দাবি করেন ছেলে রতন। সেসময় মা টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় রতন ক্ষুব্ধ হয়ে কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে শ্যামলী খাতুন রক্তাক্ত জখম হয়। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সন্ধ্যার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।   এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় ঘাতক রতন মিয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ঝিনাইদহে ১২ গরুর মৃত্যুর পর অবৈধ সীসা কারখানা সিলগালা
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চারাতলা নামক স্থানে অবৈধ সীসা কারখানার বিষক্রিয়ায় বুধবার আরও তিনটি গরুর মৃত্যু হয়েছে। এ ছাড়া একই মালিকের আরও ৫টি গরু অসুস্থ হওয়ার পর তড়িঘড়ি করে কসাইদের কাছে বিক্রি করে দেওয়া হয়। এ নিয়ে বিভিন্ন সময় ১০-১২টি গরু মারা গেছে। পরে পরিবেশ অধিদপ্তর খবর পেয়ে বুধবার (১৩ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ সীসা কারখানা সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হরিণাকুন্ডুর এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়। অভিযানের সময় ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান উপস্থিত ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর ধরে চারাতলা বাজারের পাশে পায়রাডাঙ্গা গ্রামের ডালিম মন্ডলের জমি ভাড়া নিয়ে এই অবৈধ কারখানা পরিচালনা করে আসছিলেন গাইবান্ধার মশিয়ার রহমান। জেলার বিভিন্ন স্থান থেকে পুরানো ব্যাটারি সংগ্রহ করে সীসা তৈরি করতেন তিনি। এই কারখানা থেকে তীব্র ঝাঝালো এসিডের গন্ধে এলাকার পরিবেশ বিপর্যয় দেখা দেয়। এ দিকে শিতলী গ্রামের আলো জোয়ারদার অভিযোগ করেন, বুধবার ওই কারখানার পাশে তার ৮টি গরু ঘাস খাচ্ছিল। বিষক্রিয়ায় তার গরুর পাল অসুস্থ হয়ে পড়ে। বাড়ি আনার পর ৩টি গরু মারা যায়। বাকি ৫টি গরু তড়িঘড়ি করে স্থানীয় ইবাদত কসাইয়ের কাছে বিক্রি করে দেওয়া হয়। পায়রাডাঙ্গা গ্রামের মকলেছুর রহমান জানান, এর আগে ভালকী গ্রামের খেলাফৎ ও পায়রাডাঙ্গা গ্রামের কলিম উদ্দীনসহ একাধিক কৃষকের ১০-১২টি গরু মারা গেছে। এসব গরুর দাম প্রায় ১৫ লাখ টাকা হবে। এ অবৈধ সীসা কারখানা উচ্ছেদের জন্য এলাকাবাসী বহুবার হরিণাকুন্ডু উপজেলা প্রশাসন ও ঝিনাাইদহ পরিবেশ অধিদপ্তরকে জানালেও তারা অদৃশ্য কারণে বন্ধ করেনি। অবশেষে বিভিন্ন সময় ১০-১২টি গরুর মৃত্যুর পর বুধবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানাটি সিলগালা করা হয়। এ বিষয়ে কারখানার পরিচালক মশিয়ার রহমান জানান, ‘তিনি ঘাটে ঘাটে টাকা দিয়ে এই কারখখানা চালিয়ে আসছিলেন। আমার টাকা সবার পকেটে আছে। তিনি দাবি করেন ৪০ জায়গায় তিনি মাসিক টাকা দিয়ে এ ব্যবসা চালিয়ে আসছিলেন।’ বিষয়টি নিয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, আমার লোকবল নেই। একটা অভিযান পরিচালনা করতে প্রায় দেড় লাখ টাকা খরচ। কিন্তু অফিসের কোন বরাদ্দ নেই। তিনি বলেন, বুধবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ সীসা কারখানা সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।