• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
মহেশপুর সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২
ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন।  শুক্রবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর তুষার সিরামিকের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বেড়েরপাড় গ্রামের ভ্যানচালক শাহ আলম (৪৮) ভ্যান নিয়ে খালিশপুর থেকে ফতেপুর যাচ্ছিলেন। পথে তুষার সিরামিকের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তার ভাতিজা রাজু চাচা শাহ আলমের ওপর হামলা চালায়। রাজু লাঠি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  এ ঘটনার পর অভিযুক্ত রাজুকে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন। তিনি বলেন, সকালে দিকে উপজেলার ফতেপুর গ্রামে চাচা-ভাতিজার পারিবারিক দ্বন্দ্বে চাচা শাহ আলমের মৃত্যু হয়। তার মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাতিজা রাজুকে আটক করা হয়েছে।
মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
মহেশপুর সীমান্ত থেকে ৫টি স্বর্ণের বার জব্দ
মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাদক নিয়ে দ্বন্দ্ব, গুলিতে প্রাণ গেল ২ যুবকের 
মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৪০টি স্বর্ণের বারসহ রিমন হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। যার দাম ৪ কোটি টাকার বেশি। বুধবার (১৭ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।  রিমন ওই উপজেলার মাটিলা বাগানপাড়ার হজরত আলীর ছেলে। মহেশপুর-৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার মাটিলা সীমান্ত দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে ওত পেতে ছিল।  এ সময় দুই চোরাকারবারি সীমান্ত এলাকায় এলে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় তাদের একজন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও রিপন নামে এক যুবককে ধরে ফেলে বিজিবি। এ সময় চোরাকারবারিদের ব্যাগে ৪০টি (ওজন- ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম) স্বর্ণের বার পাওয়া যায়। যার দাম ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা। এ ঘটনায় মামলা দিয়ে রিমন হোসেনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আর উদ্ধার করা স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।    
ঝিনাইদহে ৪ বিদেশি পিস্তল ও ৮ গুলি উদ্ধার
ঝিনাইদহে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মকরধ্বজপুর গ্রামের একটি কলাবাগান থেকে ৪ অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।  বুধবার (১০ জানুয়ারি) বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায়। মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন চোরাকারবারি প্লাস্টিকের বস্তায় করে ভারত হতে বিশেষ কিছু নিয়ে আসছে। এমন খবরে একটি বিশেষ টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে সীমান্ত পিলার ৫৩/১ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকরধ্বজপুর গ্রামের কলা বাগানের মধ্যে দুইটি পৃথক স্থানে এ্যাম্বুশ নিয়ে অবস্থান করে। এ সময় চোরকারবারিরা বিজিবি’র অবস্থান টের পেয়ে তাদের হাতে থাকা বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।  পরে বিজিবির টহল দল ঘটনাস্থল তল্লাশি করে প্লাস্টিকের বস্তাটি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাটি খুলে কম্বলের ভাঁজের মধ্যে অভিনব কায়দায় ৮ রাউন্ড অ্যামোনিশন একটি অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ ৪টি পিস্তল উদ্ধার করে।   আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (১ জানুয়ারি) সকালে গুড়দাহ দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে লিয়াকত আলী (২৫) ও শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (১৬)। আহতরা হলেন- পদ্মপুকুর পশ্চিমপাড়ার খায়রুল ইসলামের ছেলে জিহাদ হোসেন (১৮) ও আবু বকরের ছেলে সবুজ হোসেন (১৭)। স্থানীয় বাসিন্দা খালিদ বিন আসাদ হৃদয় জানান, মোটরসাইকেলে লিয়াকত আলী গুড়দাহ বাজার থেকে জীবননগর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আশিষ দাস গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।