• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

কালীগঞ্জে ২ ডেন্টাল ক্লিনিককে ৭০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৮
ছবি : আরটিভি

ঝিনাইদহের কালীগঞ্জে ফিরোজ ডেন্টাল ও ঢাকা ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করেছেন ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহ ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ফিরোজ ডেন্টালকে ৪০ হাজার টাকা ও ঢাকা ডেন্টালকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, খারাপ দাঁতের পরিবর্তে ভালো দাঁত তুলে ফেলা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে ফিরোজ ডেন্টালকে ৪০ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ঢাকা ডেন্টাল ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলমগীর কবির, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদেশ লঙ্ঘনের দায়ে জরিমানা, কারাগারেও যেতে পারেন ট্রাম্প
ঝিনাইদহে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
অষ্টগ্রামে ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
এবার ঝিনাইদহ উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম
X
Fresh