• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ঝিনাইদহে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২৪, ২১:৩৫
ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকুপায় অতিরিক্ত গরমে জাহাঙ্গীর হোসেন (৩৬) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জাহাঙ্গীর হোসেন উপজেলার ব্রহ্মপুর গ্রামের মধ্যপাড়া এলাকার রুহুল আমিন গাজীর ছেলে।

মিজানুর রহমান নামের এক গরু ব্যবসায়ী বলেন, বেলা ১১টার দিকে তিনিসহ কয়েকজন মালিপাড়া গ্রামে গরু কিনতে যান। তাদের মধ্যে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কুষ্টিয়া মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, ওই ব্যবস্যায়ী হিটস্ট্রোকের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ভর্তির পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থা আরও খারাপ হলে তাকে কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়। পথেই তিনি মারা যান।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রংপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে নিহত ১
ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন নিয়ে ইসির প্রজ্ঞাপন
X
Fresh