• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
বেইলি রোডের আগুনে প্রাণ হারিয়েছেন ১৩ শিক্ষক-শিক্ষার্থী
রাজধানীর বেইলি রোডে বহুতল বাণিজ্যিক ভবনে লাগা ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন শিক্ষক ও ১২ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে একসঙ্গে ৭ বান্ধবীও রয়েছেন বলে জানা গেছে। রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থী ছিলেন তারা। এছাড়া আগুনে পুড়ে মারা গেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী নাহিয়ান আমিন ও লামিশা ইসলাম। নাহিয়ান আমিন বিশ্ববিদ্যালয়টির ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী। আর লামিসা ইসলাম একই ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী। একই ঘটনায় প্রাণ হারিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা লুৎফুর নাহার করিম (৪৭) ও তার মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতি তাজরিন (২৩)। এছাড়া আগুনে পুড়ে নিহত হয়েছেন তুষার হাওলাদার নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। নিহতদের মধ্যে মো. নুরুল ইসলাম নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একজন শিক্ষার্থীও আছেন। বিশ্ববিদ্যালয়ের এমবিএর সন্ধ্যাকালীন কোর্সে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন তিনি।  বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ২২ জন। তদের মধ্যে কেউই শঙ্কামুক্ত না হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের শিকার ভবনটির দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামে একটি জনপ্রিয় রেস্টুরেন্ট ছিল। এরপর তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও ছিল খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে রেস্টুরেন্টগুলোতে ভিড় হয় ক্রেতাদের। অনেকগুলো গ্যাস সিলিন্ডার ছিল রেস্টুরেন্টগুলোতে। কিন্তু, অগ্নিনির্বাপনের কোনও ব্যবস্থা ছিল না ভবনে। ফলে আগুনের তীব্রতাও ছড়িয়েছে ভয়াবহভাবে।
০১ মার্চ ২০২৪, ১৫:২৭

সড়ক দুর্ঘটনায় নোবিপ্রবির ৫ শিক্ষক-শিক্ষার্থী আহত
বিভাগের ফাইনাল ট্যুর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টার দিকে কক্সবাজার থেকে ফেরার পথে চট্টগ্রামের পটিয়ায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষক-শিক্ষার্থী বহনকারী একুশে এক্সপ্রেস বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাহিরে চলে যায়। ফলে বাসের সামনের অংশ আঘাপ্রাপ্ত হয়ে ভেঙে যায়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে স্থানীয় স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা কেটে আহতদের উদ্ধার করে। শিক্ষকদের মধ্যে আহত হয়েছেন- মো. সাজ্জাদুল করিম ও জয়নাব বিনতে মরিয়ম কলি। শিক্ষার্থীদের মধ্যে আহত হয়েছেন- শামসুন্নাহার জলি, সুলতান শাহজাহান ও রেশমি নাম এক শিক্ষার্থী। তারা সবাই আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আহত নোবিপ্রবি আইন বিভাগের প্রভাষক সাজ্জাদুল করিম বলেন, এখন আমরা ঠিক আছি। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। আমরা দুইজন শিক্ষক আহত হয়েছি ও আমাদের তিনজন শিক্ষার্থী হয়েছে। আমরা এখন হাসপাতালে আছি, চিকিৎসা নিচ্ছি।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৪

প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন শাবিপ্রবির ১১ শিক্ষক-শিক্ষার্থী
সমুদ্র পর্যবেক্ষণের প্রচলিত প্রযুক্তি ও কৌশল উপকূলীয় এলাকায় প্রয়োগের বিষয়ে প্রশিক্ষণ নিতে ভারতে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১১ জন শিক্ষক-শিক্ষার্থী। ২৯ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ দিনব্যাপী ভারতের হায়দরাবাদে ‘পোগো-আইটিসিওওশেন উপকূল ব্যবহারের জন্য সমুদ্র পর্যবেক্ষণ প্রশিক্ষণ প্রোগ্রাম’ নামক শীর্ষক সেমিনারে যোগ দিতে যাচ্ছেন তারা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান ইনকোয়িস’র আয়োজন ও যুক্তরাজ্যের দাতা প্রতিষ্ঠান পোগো’র আর্থিক সহায়তায় সহযোগী আয়োজক হিসেবে থাকছে শাবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগ। মিজানুর রহমান বলেন, সমুদ্র পর্যবেক্ষণের প্রচলিত প্রযুক্তি ও কৌশল উপকূলীয় এলাকায় প্রয়োগ করে উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ নিশ্চিতকরণে এ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। বিশ্বের ২৪ দেশের মোট ১৮৮ জন আবেদনকারীর মধ্যে ৩০ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রশিক্ষক হিসেবে একজন শিক্ষক এবং প্রশিক্ষণার্থী হিসেবে তিনজন শিক্ষক ও ছয়জন শিক্ষার্থী যোগ দেবেন। শাবিপ্রবি থেকে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষক হিসেবে থাকবেন সমুদ্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. সুব্রত সরকার। প্রশিক্ষণার্থীরা হলেন একই বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মুদ মিজানুর রহমান ও সাজ্জাদুর রহমান, প্রভাষক ফয়সাল ছোবহান, স্নাতকোত্তরের শিক্ষার্থী নবনীতা দাস, শাশ্বতী চৌধুরী রিয়া, ইউরিডা লিয়ানা, এ এন এম সামিউল হুদা এবং স্নাতক চতুর্থবর্ষের শিক্ষার্থী রাইদা কাদির ও নাহিয়া মানতাকা চৌধুরী। মিজানুর রহমান আরও জানান, একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহাদাত হোসেন কলকাতায় ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ’ আয়োজিত ১-২ ফেব্রুয়ারি সমুদ্রের অম্লতা বৃদ্ধির ওপর দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক কর্মশালায় অংশ নেবেন।
২৫ জানুয়ারি ২০২৪, ২০:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়