• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

সড়ক দুর্ঘটনায় নোবিপ্রবির ৫ শিক্ষক-শিক্ষার্থী আহত

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৯
ছবি : আরটিভি

বিভাগের ফাইনাল ট্যুর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টার দিকে কক্সবাজার থেকে ফেরার পথে চট্টগ্রামের পটিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষক-শিক্ষার্থী বহনকারী একুশে এক্সপ্রেস বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাহিরে চলে যায়। ফলে বাসের সামনের অংশ আঘাপ্রাপ্ত হয়ে ভেঙে যায়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে স্থানীয় স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা কেটে আহতদের উদ্ধার করে।

শিক্ষকদের মধ্যে আহত হয়েছেন- মো. সাজ্জাদুল করিম ও জয়নাব বিনতে মরিয়ম কলি।

শিক্ষার্থীদের মধ্যে আহত হয়েছেন- শামসুন্নাহার জলি, সুলতান শাহজাহান ও রেশমি নাম এক শিক্ষার্থী। তারা সবাই আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আহত নোবিপ্রবি আইন বিভাগের প্রভাষক সাজ্জাদুল করিম বলেন, এখন আমরা ঠিক আছি। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। আমরা দুইজন শিক্ষক আহত হয়েছি ও আমাদের তিনজন শিক্ষার্থী হয়েছে। আমরা এখন হাসপাতালে আছি, চিকিৎসা নিচ্ছি।

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
অর্থ সংকটে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে দল পাঠাচ্ছেনা নোবিপ্রবি 
পিএইচডি প্রোগ্রাম চালু করল নোবিপ্রবি 
চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, প্রাইভেটকারের ওপর উঠে গেল ট্রাক
X
Fresh