• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘির আবদুল জব্বারের বলীখেলার ১১৫তম আসরে এবার সমঝোতার ভিত্তিতে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ বলী। একই এলাকার বলী মো. রাশেদকে পরাজিত করেন বাঘা শরীফ। বাঘা শরীফের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়। গতবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলী এবারের খেলায় অংশ নেননি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে ফাইনাল খেলায় মুখোমুখি হন বাঘা শরীফ ও রাশেদ। এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হন রাশেদ ও রাঙ্গামাটির সৃজন চাকমা। প্রথম সেমিফাইনারে জয়ী হয়ে রাশেদ ফাইনালে ওঠেন। অপর সেমিফাইনালে বাঘা শরীফের প্রতিপক্ষ ছিলেন রাসেল। এর আগে বিকেল চারটায় শুরু হয় বলী খেলার ১১৫তম আসর। এ আসনে ৮৪ জন বলী অংশ নেন। খেলা শুরুর আগে এ বারের আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন গত দুইবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলী এবং তরিকুল ইসলাম জীবন বলী। ১১৫তম আসরের বাঘা শরীফকে সুযোগ করে দিতে নিজেদের নাম প্রত্যাহার করে নেন বলে জানান তারা। ফাইনালে প্রায় ১১ মিনিট লাড়াইয়ের পর বাঘা শরীফের হাত উচিয়ে ধরেন রাশেদ। এসময় চ্যাম্পিয়ন শরীফ অভিব্যক্তি প্রকাশ করে বলেন, গতবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলীখেলায় অংশ না নিয়ে আমাকে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। রানার আপ মো. রাশেদ বলেন, আমি আগে বলীখেলায় অংশ নেইনি। আমাকে জব্বারের বলী খেলায় নিয়ে এসেছেন শরীফ ভাই। শরীফ ভাই আমার সিনিয়র। তাই তাকে জয়ী করে দিয়েছি। চ্যাম্পিয়ন শরীফ ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার জন্যেও দোয়া করবেন। ইংরেজ শাসনের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের ব্যবসায়ী আবদুল জব্বার ১৩১৬ সালের ১২ বৈশাখ প্রচলন করেন ‘বলীখেলা’। এই বলী খেলাকে ঘিরে তিন দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হয়।
২৫ এপ্রিল ২০২৪, ২১:১৫

বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে, বাংলাদেশের দিকে তাকালে এখন লজ্জিত হই বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (২৪ এপ্রিল) পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। খবর হিন্দুস্থান টাইমসের। শেহবাজ শরীফ বলেন, ১৯৭১ সালের আগে পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ। আমি খুবই তরুণ ছিলাম। আমাদের বলা হতো বাংলাদেশ আমাদের ওপর একটি বোঝা। আজ সবাই জানেন অর্থনৈতিক দিক দিয়ে ওই বোঝা কোথায় পৌঁছে গেছে। দেশটির উন্নতির দিকে তাকালে আমি লজ্জিত হয়। কারণ, বাংলাদেশ এগিয়ে গেলেও পাকিস্তান এখনও অনেক পিছিয়ে আছে। এদিন নতুন প্রধানমন্ত্রীকে দেশটির বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী নেতারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গেও ব্যবসাবিষয়ক আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন।  গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচনে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ শরীফ। বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক অবস্থায় আছে, ফলে শেহবাজ শরীফের ওপর বেশ চাপ রয়েছে।
২৫ এপ্রিল ২০২৪, ১৯:২২

মেয়েকে নিয়ে দেশত্যাগ, জাপানি মায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ
আদালতের আদেশ অমান্য করে বড় মেয়ে জেসমিন মালিকা শরীফকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন জাপানি মা ডা. এরিকো নাকানো। এ নিয়ে এরিকোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছেন বাংলাদেশি বাবা ইমরান শরীফ। ওই আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি হওয়ার কথা রয়েছে আজ। রোববার (২১ এপ্রিল) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। এর আগে ইমরান শরীফের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ এপ্রিল আপিল বিভাগের চেম্বার জজ আদালত বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২১ এপ্রিল দিন ধার্য করেন। প্রসঙ্গত, ২০০৮ সালের ১১ জুলাই জাপানি আইনানুসারে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জাপানি নাগরিক ডা. এরিকো নাকানো ও বাংলাদেশি আমেরিকান নাগরিক শরীফ ইমরান। বিয়ের পর টোকিওতে বসবাস শুরু করেন তারা। সেখানে তাদের ১২ বছরের সংসারে তিন সন্তানের জন্ম হয়। এরপর বনিবনা না হওয়ায় দুই মেয়েকে নিয়ে দেশে চলে আসেন ইমরান শরীফ। পরবর্তীতে ২০২১ সালে বাংলাদেশে এসে রিট করেন এরিকো। তখন সুপ্রিম কোর্ট বিষয়টি পারিবারিক আদালতে নিষ্পত্তি করতে বলেন। ২০২৩ সালের ২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান শিশুদের জিম্মা চেয়ে বাবা ইমরান শরীফের মামলা খারিজ করে রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে পরদিন ইমরান শরীফ আপিল করেন জেলা জজ আদালতে। ১২ জুলাই জজ আদালতেও ইমরান শরীফের আবেদন খারিজ হয়ে যায়। তারপর তিনি হাইকোর্টে রিভিশন করেন। ১৩ ফেব্রুয়ারি সোমবার সে রিভিশন আংশিক মঞ্জুর করে রায় দেন হাইকোর্ট। আদেশে উচ্চ আদালত বলেন, জেসমিন মালিকা শরীফের হেফাজত মায়ের পক্ষে নির্ধারণ করা হবে, তবে ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করে কন্যা লায়লা লিনা শরীফের হেফাজত প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বাবার কাছে থাকবে। রায়টি সম্প্রতি প্রকাশ করার পর দুই পক্ষই (বাবা ও মা) পৃথক পৃথক দুটি আপিল আবেদন করেন। ইমরান শরীফ বড় মেয়েকে তার কাছে ফেরাতে চেয়ে এবং নাকানো এরিকো মেজো মেয়েকে তার কাছে নিতে চেয়ে লিভ ‍টু আপিল আবেদন করেন। এর মধ্যে ইমরানের আবেদনে একটি নিষেধাজ্ঞার আবেদন ছিল। যেখানে বলা হয়েছে, মেয়েকে যেন দেশের বাইরে না নেওয়া হয়। ওই আবেদনের ওপর ৯ এপ্রিল আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির জন্য গত ১৫ এপ্রিল দিন ধার্য করে স্থিতাবস্থার আদেশ দেন। কিন্তু এর মধ্যেই বড় মেয়েকে নিয়ে মা নাকানো এরিকো জাপানে চলে গেছেন। ইমরান শরীফের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, সন্তানদের দেশের বাইরে যেতে আদালতের স্থিতাবস্থা ছিল। তা সত্ত্বেও বড় সন্তানকে নিয়ে এরিকো চলে গেছেন। এ কারণে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। আজ (২১ এপ্রিল) আদালত অবমাননার আবেদন ও লিভ টু আপিলের ওপর করা পৃথক দুটি আবেদনও শুনানি হবে। তবে এরিকোর আইনজীবী মো. শিশির মনির জানান, গত ৯ এপ্রিল দুপুর ১টায় আপিল বিভাগের চেম্বার জজ আদালত স্থিতাবস্থার আদেশ দিয়েছেন। এ আদেশ হওয়ার পূর্বেই বেলা ১১টার দিকে ইমিগ্রেশন সম্পন্ন করে তারা দেশত্যাগ করেন। এছাড়া হাইকোর্টের রায়ের কোথাও বলা নেই যে, বাবা ও মা সন্তানদের নিয়ে দেশত্যাগ করতে পারবেন না।  
২১ এপ্রিল ২০২৪, ০৯:৫৪

জঙ্গিবাদ নির্মূলের শপথ শাহবাজ শরীফের
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী হামলায় দুই সেনা সদস্যকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গত শুক্রবারের ওই ঘটনায় প্রধানমন্ত্রী দেশ থেকে জঙ্গিবাদ নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতিও দিয়েছেন। পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) জানিয়েছে, ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি বহরের কাছে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। আরব নিউজ পাকিস্তান লিখেছে, ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। তবে একই অঞ্চলে এর আগের হামলার ঘটনার দায় স্বীকার করেছিল পাকিস্তান তালেবান। বোমা হামলার নতুন ঘটনার নিন্দা জানিয়ে দক্ষিণ এশিয়ার দেশটি থেকে জঙ্গিবাদ নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শরীফ। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের পশ্চিমাঞ্চলে জঙ্গিবাদের তৎপরতার মধ্যে এই হামলা হয়েছে। ২০২২ সালের নভেম্বরে যুদ্ধবিরতি প্রত্যাহার করে পাকিস্তানি তালেবানরা। ওই ঘটনার পর থেকে সহিংসতা বেড়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে সাহসী হয়ে উঠেছে পাকিস্তানি তালেবান, বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
৩০ মার্চ ২০২৪, ১৬:০৮

মক্কাবাসীদের কাবায় না যাওয়ার আহ্বান সৌদির
রমজানে পবিত্র কাবা শরীফ প্রদক্ষিণ করতে সৌদির বিভিন্ন অঞ্চল ছাড়াও বিশ্বের অন্যান্য দেশ থেকে দলে দলে মক্কায় আসছেন মুসল্লিরা। ফলে দূর থেকে আসা মানুষের কাবা প্রদক্ষিণের সুযোগ হারানোর শঙ্কা রয়েছে। এ জন্য স্থানীয় বাসিন্দাদের রমজানে কাবা শরীফে না যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি সরকার। বৃহস্পতিবার (২১ মার্চ) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুসল্লিদের ভিড় কমানো ও দূর থেকে আসা মানুষকে কাবা দেখার সুযোগ করে দিতে মক্কার স্থানীয় বাসিন্দাদের রমজানে কাবা শরীফে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। নামাজ আদায়ের জন্য মক্কাবাসীকে অন্যান্য মসজিদগুলোতে যেতে উদ্বুদ্ধ করা হয়েছে। সৌদির এ মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানিয়েছে, আল্লাহর মেহমানরা মক্কারও মেহমান। তাই চলুন তাদের প্রতি পরহিতব্রতী হই এবং তাদেরকে কাবায় জায়গা করে দেই। পুরো মক্কাই পবিত্র। ফলে এই স্থানের যেকোনো মসজিদে নামাজ আদায় করলেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। উল্লেখ্য, সৌদি আরবে গত ১১ মার্চ রমজান মাস শুরু হয়েছে। বিগত রমজানের মতো এবারও অসংখ্য মুসল্লি মক্কায় ওমরাহ করতে এসেছেন। এবার ওমরাহ ভিসা ছাড়াও ভিজিট ভিসা ও ট্যুরিস্ট ভিসা দিয়েও ওমরাহ পালনের সুযোগ রেখেছে সৌদি সরকার।
২১ মার্চ ২০২৪, ২২:০৫

শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন আহমেদ শরীফ
ঢালিউডের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। একসময় রুপালি পর্দায় নিয়মিত কাজ করলেও এখন আর অভিনয়ে দেখা মেলে না তার। অভিনয় ও নিজ দেশ ছেড়ে পরিবারসহ পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। তবে মাঝেমধ্যে স্বল্প সময়ের জন্য দেশে আসেন এই অভিনেতা।  সম্প্রতি দুই সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন আহমেদ শরীফ। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও থাকবেন বলে জানা গেছে।   বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে আলাপকালে এ কথা নিজেই জানান আহমেদ শরীফ। অভিনেতা বলেন, দুই সপ্তাহ দেশে থাকব। তারপর যুক্তরাষ্ট্র গিয়ে আবার দেশে ফিরব।  নির্বাচন প্রসঙ্গে অভিনেতা বলেন, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে থাকব। কারণ, এর শিকড় আমাদেরই গড়া। নির্বাচন করছি তবে কোন প্যানেলে এবং কোন পদে করব সেটা পরে জানাব। এবারের নির্বাচনে খেলা হবে! তাই নির্বাচনে থাকতেই হবে।  এর আগে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। এ ছাড়াও তিনবার সাধারণ সম্পাদক ও চারবার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।     প্রসঙ্গত, প্রায় আট শতাধিক সিনেমায় কাজ করেছেন আহমেদ শরীফ। খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্রেও দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে— ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘দেনমোহর’, ‘তিন কন্যা’, ‘বন্দুক’সহ প্রভৃতি।   
১৪ মার্চ ২০২৪, ১৩:১১

সেই শিক্ষকের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলির ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।  বুধবার (৬ মার্চ) সকালে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেনের আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় ডা. রায়হানের বিরুদ্ধে সাতদিনের এই রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক ইব্রাহিম হোসেন। বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার পরিদর্শক জুলহাজ উদ্দীন।  তিনি বলেন, ছাত্রকে গুলি করা শিক্ষক রায়হান শরীফকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য অস্ত্র মামলায় সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। তার দুটি অস্ত্রই অবৈধ। তার অস্ত্রের উৎস থেকে শুরু করে সবকিছু জানার জন্যই এই রিমান্ড আবেদন। তবে এখনও রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়নি।  তিনি আরও বলেন, মঙ্গলবার ওই অভিযুক্ত শিক্ষককে আদালতে প্রেরণ করা হলে তিনি আহত ছাত্র তমালের বাবার দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে সেখানে গুলি করার কথাও স্বীকার করেছেন। প্রসঙ্গত, সোমবার (৪ মার্চ) বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফ। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর সন্ধ্যায় তাকে আটক করে থানায় নেয় পুলিশ।  এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে রাতে তার বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা। পাশাপাশি অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে আরেকটি মামলা হয় তার বিরুদ্ধে।  এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে আহ্বায়ক করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
০৬ মার্চ ২০২৪, ১৯:৫৪

শরীফ থেকে শরীফা ইস্যু : সেই শিক্ষক ক্লাসে ফিরছেন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবের পর সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ‘শরীফা গল্প’ নিয়ে প্রতিবাদ করায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) শিক্ষক অধ্যাপক ড. সরোয়ার হোসেনকে একাডেমিক কার্যক্রম থেকে সরিয়ে রাখা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে অধ্যাপক সরোয়ারকে ক্লাসে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে আইইউবি। রোববার (২৮ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয়টি।  জানা গেছে, সোমবার (২৯ জানুয়ারি) থেকে অধ্যাপক ড. সরোয়ার হোসেন ক্লাসে ফিরবেন বলে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বেলা ১১টায় আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস থেকে কর্মকর্তারা এসে ওই শিক্ষককে ক্লাসে ফেরানোর আশ্বাস দেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে কর্মসূচি তুলে নেন তারা। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের আশ্বাসে আজকের মতো আন্দোলন স্থগিত করেছি। তবে তাদের কথায় কোন পরিবর্তন হলে আবারও আন্দোলনে নামবো আমরা। ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সের সহযোগী অধ্যাপক অধ্যাপক ড. সরোয়ার হোসেন। গত ১৯ জানুয়ারি এক সেমিনারে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবইয়ের শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের অংশটুকু নিয়ে প্রতিবাদ করেন তিনি। তার এ প্রতিবাদের ভিডিও ভাইরাল হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আর ক্লাসে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। ওই সেমিনারে অধ্যাপক সারোয়ার বলেন, ট্রান্সজেন্ডার ইস্যুতে আপনাদের যদি ভেঙে ভেঙে বুঝাইতাম তাহলে আপনারা রাতে ঘুমাইতে পারবেন না। ট্রান্সজেন্ডার ইস্যু মারাত্মক ইস্যু। আমি এ বিষয়ে ছয় বছর পিএইচডি করেছি। ‘ট্রান্সজেন্ডার ইস্যুতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে আমার সন্দেহ হয়েছিল’ উল্লেখ করে তিনি বলেন, ওই কারণে চাকরি ছেড়ে দিয়েছিলাম। ট্রান্সজেন্ডার ইস্যু বুঝতে হলে জনস্বাস্থ্য বুঝতে হবে। তাহলে ট্রান্সজেন্ডার ইস্যুটা বুঝতে পারবেন। সমকামিতা কোনো আলোচনার বিষয় না। এর কারণে কওমে লূত ধ্বংস হয়েছে। সব ধর্মে নিষিদ্ধ এ সমকামিতা। গতকাল শুনলাম আমার প্রতিষ্ঠান আমার জন্য পলিসি তৈরি করেছে। যেন চাকরি খেয়ে দিতে পারে। ট্রান্সজেন্ডার ইস্যুতে যে কথা বলবে তার চাকরি খেয়ে দিতে পারবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। সপ্তম শ্রেণির বইতে শরীফ থেকে শরীফার গল্প আছে। মনে মনে নারী এবং মনে মনে পুরুষ, এটা ভয়ংকর জিনিস। তিনি বলেন, আমার লাইফ ঝুঁকির মধ্যে, আপনারা কি জানেন? আমার পেছনে অনেক লোক ঘুরছে। আমি বাইরে যেতে পারি না। আমাকে টার্গেট করে ওরা কমপ্লেইন করেছে, চাপে ফেলেছে। আমি বললাম এটা কীভাবে সম্ভব। আমরা জাতি গঠন করি। আমরা চাই সাসটেইনেবল সোসাইটি হোক, আমরা কি চাই অসুস্থ সোসাইটি হোক?’ এর আগে গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক সেমিনারে অংশগ্রহণকারীদের ৮০ টাকা দিয়ে বইটি বাজার থেকে কিনতে বলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব। পরে বইয়ের ট্রান্সজেন্ডারের গল্প থাকা দুটি পাতা ছিঁড়ে আবার দোকানে ফেরত দেয়ার পরামর্শ দেন তিনি। সেমিনারে তিনি সপ্তম শ্রেণির বই নিয়ে সমালোচনাও করেন। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। এই ঘটনার পর রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টায় নিজের ফেসবুকে মাহতাব লেখেন, আমাকে এইমাত্র ফোন করে জানানো হয়েছে যে, আমি যাতে বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস নিতে না যাই। এপরই এরপর সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়। এই একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সরোয়ার হোসেন।  
২৮ জানুয়ারি ২০২৪, ১৯:২১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়