• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
বিশ্ব ধরিত্রী দিবস আজ
বিশ্ব ধরিত্রী দিবস আজ। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস উৎযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘পৃথিবী বনাম প্লাস্টিক’। অর্থাৎ যেকোনো একটিকে আমাদের বেছে নিতে হবে। দিবসটি উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পলিথিন ও প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মূকাভিনয় ‍ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এটি জাতিসংঘ কর্তৃক নির্ধারিত একটি দিবস। সর্বপ্রথম ১৯৭০ সালে দিবসটি পালিত হয় এবং বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়। বর্তমানে ১৯৩টি দেশে প্রতি বছর ধরিত্রী দিবস পালিত হয়। বিশ্বের প্রাকৃতিক পরিবেশ ক্রমে ক্রমে বসবাসের অযোগ্য হয়ে উঠছে। ১৯৬০ খ্রিস্টাব্দের শুরুর দিকে এই বিষয়টি নিয়ে চিন্তা করেন মার্কিন সিনেটর গেলর্ড নেলসন। তিনি ১৯৬২ খ্রিস্টাব্দের শেষের দিকে অ্যাটর্নি জেনারেল রবার্ট কেনেডির কাছে এই বিষয়টি আলাপ করার জন্য ওয়াশিংটন যান। এই বিষয়টি বেশ পছন্দ করেন কেনেডি। ১৯৬৩ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টর একাদশ-রাষ্ট্র সংলাপে বিষয়টি নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু এ নিয়ে ফলপ্রসু কোনো আলোচনা হয় নি। কিন্তু প্রচারণা অব্যাহত রাখেন নেলসন। যা পরবর্তীতে বহু মানুষকে সচেতন করে তোলে। অবশেষে ১৯৭০ খ্রিস্টাব্দে ‘ধরিত্রী দিবস’ পালনের দিন হিসাবে ২২ এপ্রিল নির্ধারণ করা হয়। পরের বছর ২২ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক ভাবে ১ম ধরিত্রী দিবস পালিত হয়েছে। তখন এর নাম ছিলো এনভায়রনমেন্টাল টিচ-ইন। বর্তমানে পৃথিবীর অনেক দেশেই সরকারি ভাবে এই দিবস পালন করা হচ্ছে। উত্তর গোলার্ধের দেশগুলিতে এই দিবস পালিত হয় বসন্তকালে আর দক্ষিণ গোলার্ধের দেশগুলিতে পালিত হয় শরৎকালে। ১৯৯০ খ্রিস্টাব্দে বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় জাতিসংঘ। জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে তা পালনের জন্য উৎসাহ দেওয়া হয়। এরপর দিবসটি ‘বিশ্ব ধরিত্রী দিবস’ নামে আন্তর্জাতিক ভাবে পালিত হচ্ছে। বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ অনুসারে বাংলাদেশে প্রতি বছর ৯ লাখ ৭৭ হাজার টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। আর এসব বর্জ্যের ৭০ শতাংশই ফেলা হয় রাস্তার ধারে, নদীর তীরে, উন্মুক্ত ভাগাড়ে কিংবা যত্রতত্র। কোথাও কোথাও আবার উন্মুক্ত স্থানে রেখে পুড়িয়ে ফেলা হয়। তাই সচেতনতা তৈরির পাশাপাশি পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের।
২২ এপ্রিল ২০২৪, ০৮:১৪

হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
এসি বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। পুড়ে গেছে বেড, ওষুধপত্র, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য যন্ত্রপাতি। অল্পের জন্য রক্ষা পেল কার্ডিয়াক আইসিইউতে থাকা ৭ শিশু রোগী। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার পর এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, শিশু হাসপাতালের পঞ্চম তলায় কার্ডিয়াক আইসিইউ ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়ায় নিমজ্জিত হয়ে যায় পুরো হাসপাতাল। হাসপাতাল ভবনজুড়ে ছড়িয়ে পড়েছে বিস্ফোরিত গ্যাসের গন্ধ। কার্ডিয়াক আইসিইউতে ৭ শিশু রোগী ছিল, তাদেরকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। এছাড়া অন্যান্য আইসিইউ ও ওয়ার্ড থেকে সব রোগীদেরও সরিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ফখরুদ্দিন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণের পর আমাদের ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে অনুসন্ধান চালায়। তবে আমরা কোনো ভুক্তভোগীকে পাইনি। আগুন লাগার পরপরই আইসিইউতে থাকা সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।’ আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আমরা ধারণা করছি আইসিইউর ভেতরে এসি ছিল। সেটা থেকে হয় তো আগুন লেগেছে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।’ ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম বলেন, 'আগুনের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে কার্ডিয়াক আইসিইউ বিভাগের প্রধানকে আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।   আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা।    
১৯ এপ্রিল ২০২৪, ১৯:৪৯

মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল দুই ট্রেন
মুখোমুখি সংঘর্ষ হওয়া থেকে রক্ষা পেয়েছে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস।  শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার রুটের লোহাগাড়া থেকে চকরিয়া অংশে এ দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। দুই চালকের উপস্থিত বুদ্ধিতে মুখোমুখি সংঘর্ষ হওয়া থেকে রক্ষা পায় ট্রেন দুটি। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল কক্সবাজার এক্সপ্রেস। আর ঢাকা থেকে কক্সবাজারগামী ছিল পর্যটক এক্সপ্রেস। ট্রেনে দুটিতে প্রায় ৮০০ করে যাত্রী ছিল। রেলওয়ে সূত্রে জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস চকরিয়া স্টেশনে এসে পৌঁছায় শুক্রবার বেলা ১টা ২২ মিনিটে। এসময় চকরিয়া স্টেশনমাস্টার আজিম উদ্দিন কক্সবাজার এক্সপ্রেসকে চকরিয়া থেকে লোহাগাড়া যাওয়ার জন্য সংকেত দেন। অপরদিকে, লোহাগাড়া স্টেশনমাস্টার লোহাগাড়া থেকে হারবাং স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য পর্যটক এক্সপ্রেসকে সংকেত দেন। পাহাড়তলী নিয়ন্ত্রণকক্ষ থেকেও দুই ট্রেনকে নির্ধারিত স্টেশনে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সংকেত পেয়ে দুই লোকমাস্টার (ট্রেনচালক) ট্রেন চালাতে শুরু করেন। তবে পর্যটক এক্সপ্রেসের লোকোমাস্টার মোহাম্মদ গোলাম রসুল কক্সবাজার এক্সপ্রেসের লোকোমাস্টার মো. জাহেদুল ইসলামকে ফোন করে ট্রেন কোথায় আছে জানতে চান।  জাহেদুল ইসলাম তাকে জানান, ট্রেন নিয়ে তিনি চকরিয়া থেকে লোহাগাড়ার দিকে রওনা দিয়েছেন। মোহাম্মদ গোলাম রসুলও জানান তিনিও ট্রেন নিয়ে লোহাগাড়া থেকে হারবাং স্টেশনে যাচ্ছেন। ট্রেনের অবস্থান জেনে দুই লোকোমাস্টারই বুঝতে পারেন, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। দুই ট্রেনের গতি ছিল তখন ৫০ কিলোমিটার। যদি তাৎক্ষণিকভাবে ট্রেন থামানো না হলে মাঝপথে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটবে। তারা দ্রুত পাহাড়তলীর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করলে নিয়ন্ত্রণকক্ষ থেকে দুই ট্রেনকেই থামার নির্দেশ দেওয়া হয়।  দুই চালকই ট্রেন থামিয়ে দেন। অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। পর্যটক এক্সপ্রেসের লোকোমাস্টার মোহাম্মদ গোলাম রসুল গণমাধ্যমকে জানান, সাধারণত নিয়ন্ত্রণকক্ষ ও স্টেশনমাস্টারদের সংকেত ও নির্দেশনা অনুযায়ী ট্রেন চালিয়ে থাকি। ওই দিন কী মনে করে কক্সবাজার এক্সপ্রেসের লোকোমাস্টার মো. জাহেদুল ইসলামকে ফোন দিই। জানতে চাই, কোন স্টেশনে আছে, কোথায় ক্রসিং হবে। জাহেদ জানান, লোহাগাড়ার দিকে আসছে। আমিও আমার অবস্থান জানাই। এই খবর শুনে টেনশনে পড়ে যাই। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করে ট্রেন থামিয়ে দিই। জাহেদও ট্রেন থামিয়ে দেন। যদি ফোন না করতাম তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। বিভাগীয় রেলওয়ে ব্যাবস্থাপক সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্টেশনমাস্টার ভুল সংকেতে এ দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। তবে চালকদের উপস্থিত বুদ্ধিতে ট্রেন দুটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় চকরিয়া স্টেশনমাষ্টার আজিম উদ্দিনকে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
০৭ এপ্রিল ২০২৪, ২২:১১

নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান সারওয়ার মাহমুদ
জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের সাবেক গ্রেড-১ কর্মকর্তা সারওয়ার মাহমুদ। তাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৪ মার্চ) থেকে এ বিষয় প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় । ‘জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩’এর ৫(২) ও ৫(৩) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে  প্রজ্ঞাপনে বলা হয়েছে। এর আগে জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য (অতিরিক্ত সচিব) শেখ মো. শরীফ উদ্দিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বর মাসে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সারওয়ার মাহমুদকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়। ২০২০ সালের ডিসেম্বর মাসে তিনি গ্রেড-১ পদে পদোন্নতি পান। ২০২০ সালের ৩১ ডিসেম্বর তিনি অবসরে যান।
২৪ মার্চ ২০২৪, ২৩:৪০

রাহুল ও পুরান ঝড়েও রক্ষা পেলো না লখনৌ, শুভসূচনা রাজস্থানের
চলমান আইপিএলের চতুর্থ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে লখনৌকে ২০ রানে হারিয়ে আসরে শুভসূচনা করেছে রাজস্থান। রোববার (২৪ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে লখনৌকে ১৯৪ রানের লক্ষ্য দেয় রাজস্থান। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৩ রান তুলতে পারে রাহুল-পুরানরা। এতে ২০ রানের জয় পায় রাজস্থান। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে রাজস্থান র‌য়্যালসের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও জশ বাটলার। তবে ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। ৯ বলে ১১ রান করে বাটলার আউট হলে ১২ বলে ২৪ রান করে তাকে সঙ্গে দেন জয়সওয়াল। তৃতীয় উইকেটে ব্যাটিংয়ে এসে রান তুলতে থাকেন সঞ্জু স্যামসন। তাকে যোগ্য সঙ্গ দেন রিয়ান পরাগ। ২৯ বলে ৪৩ রান করে পরাগ আউট হলেও ৩৩ বলে ফিফটি তুলে নেন স্যামসন। ৭ বলে ৫ রান করে আউট হন শিমরন হেটমাইয়ার। শেষ দিকে ১২ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন ধ্রুব জুড়েল। অপর প্রান্তে ৫২ বলে ৮২ রানে অপরাজিত থাকেন রাজস্থান দলপতি। এতে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯৩ রানের বড় পুঁজি পায় রাজস্থান র‌য়্যালস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় লখনৌ সুপার জায়ান্টস। ৫ বলে ৪ রান করে ফেরেন প্রোটিয়া ব্যাটার কুইনটন ডি কক। ৩ বলে শূন্য রান করে আউট হন দেবদুত পাডিক্কেল। এরপর ৫ বলে ১ রান করে আয়ুশ বাদোনি আউট হলে দলীয় ১১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে লখনৌ। তবে ইমপ্যাক্ট খেলোয়াড় কোটায় ব্যাট করতে নামেন দীপক হুদা। তাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার লোকেশ রাহুল। ১৩ বলে ২৬ রান করে দীপক আউট হলেও ৩৫ বলে ফিফটি তুলে নেন রাহুল। ব্যাটিংয়ে এসে তাণ্ডব শুরু করেন ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরানও। দুজনের ব্যাটে ভর করে জয়ে পথে হাঁটতে থাকে লখনৌ সুপার জায়ান্টস। ৪৪ বলে ৫৮ রান করে রাহুল আউট হলে ছন্দ হারায় তারা। ৩ বলে ৪ রান করে মাকার্স স্টোইনিস আউট হলে একাই লড়াই করতে থাকে পুরান। শেষ পর্যন্ত ৪১ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেললেও ২০ রানের হার নিয়ে মাঠ ছাড়ে লখনৌ সুপার জায়ান্টস। নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৩ রান তুলতে পারে রাহুল-পুরানরা। রাজস্থান রয়্যালসের হয়ে দুই উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট। এ ছাড়াও নানড্রে বুরগার, রবিচন্দ্রন অশ্বিন, যুবেন্দ্রা চাহাল ও সানদীপ শর্মা একটি করে উইকেট নেন।
২৪ মার্চ ২০২৪, ২০:১১

যেভাবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘কক্সবাজার এক্সপ্রেস’
ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে গাছবোঝাই একটি ট্রলি গাড়ির ধাক্কা লেগেছে। তবে গতি কম থাকায় গাড়িটি কিছু দূরে ছিটকে গেলে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। রোববার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে ডুলাহাজারা-চকরিয়া সেকশনে এই দুর্ঘটনা ঘটে। ডুলাহাজারা পার হয়ে চকরিয়া ঢোকার মুখে রেললাইনের উপর উঠে আসা গাছবাহী একটি ট্রলি গাড়িকে ধাক্কা দেয় কক্সবাজার এক্সপ্রেস। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলাল বলেন, ট্রেন আসার আগে স্থানীয় একটি নসিমন রেললাইনে উঠে আটকে যায়। ট্রেনের গতি কম থাকায় ট্রলিটি কিছুদূর হিঁচড়ে নিয়ে যায়। এ সময় ট্রলির চালক দৌড়ে চলে যাওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ট্রেনের চালক, স্টাফ ও স্থানীয়রা ট্রলিটি লাইন থেকে সরিয়ে দেন। ২৫ মিনিট পর কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
২৪ মার্চ ২০২৪, ১৮:৫২

সপরিবারে অল্পের জন্য রক্ষা পেলেন রাজামৌলি
বর্তমানে সপরিবারে জাপানে অবস্থান করছেন জনপ্রিয় দক্ষিণী নির্মাতা রাজামৌলি। তবে সেখানে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। জাপানে সপরিবারে ভূমিকম্পের সাক্ষী হলেন এই নির্মাতা। জাপান ভূমিকম্প প্রবণ দেশ। তাই মানসিক ভাবে জাপানিরা বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত থাকলেও রাজামৌলির কাছে বিষয়টি নতুন।   পুরো বিষয়টির ওপরে আলোকপাত করেছেন নির্মাতার ছেলে এসএস কার্তিকেয়। সম্প্রতি এক্স-এ একটি ছবি পোস্ট করেন তিনি।  ক্যাপশনে কার্তিকেয় লেখেন, ২৮ তলায় ছিলাম এবং ধীরে ধীরে মাটি দুলতে শুরু করল। ওটা যে ভূমিকম্প সেটা বুঝতে কিছুটা সময় লেগেছে। ভয় পাওয়ার আগেই দেখলাম জাপানিদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, যেন বৃষ্টি শুরু হয়েছে।     নির্মাতার ছেলের পোস্ট করা ওই ছবিতে দেখা যায়— কার্তিকেয়রের হাতের স্মার্ট ঘড়ির ডায়ালে ভূমিকম্পের সতর্কবাণী ফুটে উঠেছে। কার্তিকেয়রের পোস্টটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই চিন্তার ভাঁজ পড়েছে রাজামৌলির ভক্তদের কপালে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের জন্য দুশ্চিন্তা প্রকাশ করেছেন নেটিজেনরা। আবার রাজামৌলি সুরক্ষিত আছেন জেনেও ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অনেকেই।     জানা গেছে, রাজামৌলির সিনেমা ‘আরআরআর’র বিশেষ প্রদর্শনের আয়োজিত হয় জাপানে। সিনেমার প্রদর্শনে নিজের পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন এই নির্মাতা। রাজামৌলির পরবর্তী সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। শোনা যাচ্ছে, কোনও অরণ্য অভিযানকে কেন্দ্র করে চিত্রনাট্য লেখা হয়েছে সিনেমাটির। তবে বড় বাজেটের এই সিনেমার ক্ষেত্রে এক টাকাও পারিশ্রমিক নিতে রাজি নন রাজামৌলি।  সূত্র : আনন্দবাজার       
২২ মার্চ ২০২৪, ০৯:৫৮

মেসির নাম বলে অপহরণকারীর হাত থেকে রক্ষা পেলেন বৃদ্ধা
গত অক্টোবরে ইসরাইলে হামলা চালিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামলার পাশাপাশি দুই শতাধিক ব্যক্তিকে অপহরণও করে তারা। এ সময় মেসির নাম বলে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পান ৯০ বছর বয়সী বৃদ্ধা ইস্টার কুনিও। সম্প্রতি এই ঘটনা নিয়ে কথা বলেছেন কুনিও। জানা গেছে, সেদিন কিব্বুতজ শহরে নিজের বাসায় ছিলেন কুনিও। হঠাৎ করে তার বাসায় হামলা চালায় হামাসের সদস্যরা। তারা কুনিও ও তার পরিবারের সদস্যদের অপহরণ করে ফিলিস্তিনে নিয়ে যাওয়ার চিন্তা করেছিল। তখন মেসির নাম বলায় বেঁচে যান ৯০ বছরের ওই বৃদ্ধা। ফুয়েন্তে ল্যাটিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে কুনিও বলেন, আমি তাকে বললাম আমার সাথে কথা না বলতে কারণ আমি তাদের ভাষা বুঝি না। আমি তখন স্প্যানিশ ভাষায় কথা বলি, যা আর্জেন্টিনারও ভাষা। তখন সে আমাকে জিজ্ঞেস করে আর্জেন্টিনা কি? তখন আমি বলি, তুমি কি ফুটবল দেখো? ‘সে জানায় ফুটবল দেখতে পছন্দ করে, তখন আমি তাকে বলেছিলাম যে আমি মেসির দেশ থেকে এসেছি। এটা শুনে সে  অবাক হলো কিছুটা, আমাকে বলে সে মেসিকে ভালোবাসে।  এরপর সে অস্ত্রটা আমাদের কাঁধে রাখে এবং তার বন্দুক আমাকে দেয়। এরপর আমাকে শান্তির চিহ্ন দেখাতে বলে এবং আমার সঙ্গে ছবি তোলে।’  যুদ্ধের মাঝে কুনিওর পরিবারের কয়েকজন ছাড়া পেলেও এখনও আটকে আছে তার নাতিরা । নাতিদের উদ্ধারে মেসির কাছে সাহায্যের আবেদনও জানিয়েছেন ইস্টার, এখন আমার আকুতি, মেসি এটা যদি দেখে এবং কোনোভাবে সে যদি জানে যে তার কারণে আমার জীবন বেঁচেছে।  ‘আমি তাকে বলবো, সে যেন আমার নাতিদের উদ্ধারে সাহায্য করে, তারা এখনো অপহৃত। তারা ভালো ছেলে। তাদের নাম ডেভিড ও এরিয়েল।’
০৯ মার্চ ২০২৪, ১২:৪১

ফসল রক্ষা করতে গিয়ে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু   
ময়মনসিংহের হালুয়াঘাটে ফসল রক্ষা করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  সোমবার (৪ মার্চ) রাতে ভারতীয় গারো পাহাড়ের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার মহিশলেটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মো. আব্দুল হালিম ওরফে ফালাইন্নার ছেলে। এ বিষয়ে হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ঘটনার দিন রাতে সাইফুল ইসলাম তার পেঁয়াজখেতে পানি দিতে যান। এ সময় একদল ভারতীয় হাতি সীমান্ত পেরিয়ে এসে তার সবজি ফসল নষ্ট করা শুরু করে। এই খবরে হাতি তাড়াতে জড়ো হয় গ্রামের লোকজন। এ সময় স্থানীয়রা হাতি তাড়াতে গেলে উল্টো হাতির দল তাদের আক্রমণ করে। এতে অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও হাতির পায়ে পিষ্ট হয়ে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে হাতি চলে গেলে স্থানীয়রা সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। তিনি আরও জানান, মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
০৫ মার্চ ২০২৪, ১৪:০১

অভিষিক্ত জাকেরের ব্যাটিং তাণ্ডবেও রক্ষা পেল না বাংলাদেশ
  তিন রানের আক্ষেপ বাংলাদেশের ১২ বলে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ২৭ রান। ১৯তম ওভারে ১৫ রান তুললে ৬ বলে ১২ রানের লক্ষ্য দাঁড়ায় টাইগারদের। তবে ২০তম ওভারে তৃতীয় বলে জাকের আউট হলে পরের বলে চার মেরে রোমাঞ্চ তৈরি করে শরিফুল। শেষ পর্যন্ত ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।   মাহেদীর বিদায় জাকেরকে যোগ্য সঙ্গ দেন শেখ মাহেদী। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যেতে থাকে স্বাগতিকরা। তবে ১১ বলে ১৬ রান করে ক্যাচ আউট হন তিনি   অভিষেক ম্যাচে জাকেরের ফিফটি শেষ দিকে ব্যাট চালাতে থাকেন অভিষিক্ত জাকের আলী। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচে ২৫ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার।   ফিফটির পর ফিরলেন মাহমুদউল্লাহ ফিফটি পূরণের পর বেশি সময় পিচে থাকতে পারেনি মাহমুদউল্লাহ। ৩১ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। থিকাশানাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই ডান হাতি ব্যাটার।   ২৭ বলে মাহমুদউল্লাহর ফিফটি শান্ত আউট হলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ। মারকুটে ব্যাটিংয়ে ২৭ বলে ফিফটি তুলে নেন দেশ সেরা এই ফিনিশার ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন অভিষিক্ত জাকের আলী।   অল্পতেই ফিরলেন শান্ত এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন নাজমুল হাসান শান্ত। কিন্তু ইনিংস বড় করতে পারেনি টাইগার অধিনায়ক। ২২ বলে ২০ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার।   পাওয়ার প্লেতে তিন উইকেট নেই বাংলাদেশের পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ৪৩ রান তোলে স্বাগতিকরা। কিন্তু বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধাঁক্কা খায় বাংলাদেশ।   ব্যর্থ হয়ে ফেরেন তাওহীদ হৃদয়ও সদ্য শেষ হওয়া বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা তাওহীদ হৃদয় এই ম্যাচে মাত্র ৮ রান করেন। এরপর ম্যাথিউসের বলে ক্যাচ আউট হন তিনি। এতে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।   লিটনের পর সৌম্যর বিদায় এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আরেক ওপেনার সৌম্য সরকারও। ১১ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ফার্নান্দোকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটাার।   শূন্য হাতে ফিরলেন লিটন বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে শূন্য হাতে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস।   পাহাড় সমান লক্ষ্য বাংলাদেশের ফিফটি পূরণের পর চারিথ আসালাঙ্কার মতো ব্যাট চালাতে থাকেন সামারাবিক্রমাও। শেষ ওভারে একের পর এক বাউন্ডারিতে রান তুলে তিন উইকেট হারিয়ে ২০৬ রানের বড় পুঁজি পায় শ্রীলঙ্কা। এতে ২০৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।   আসালাঙ্কার ক্যামিও ইনিংস ২১ বলে ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলেন চারিথ আসালাঙ্কা। অন্যদিকে ৪৮ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাদিরা সামারাবিক্রমা।   সাদিরার দুর্দান্ত ফিফটি মেন্ডিসের আউটের পর ব্যাটিংয়ে এসে তাণ্ডব শুরু করে চারিথ আসালাঙ্কা। অন্য প্রান্ত থেকে ৪৩ বলে ফিফটি তুলে নেন সাদিরা সামারাবিক্রমা। দুজনের অসাধারণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে সফরকারীরা।   রিশাদের ব্রেকথ্রু ১৫তম ওভারে মেন্ডিসকে আউট করে টাইগারদের ব্রেকথ্রু এনে দেয় লেগ স্পিনার রিশাদ হোসেন। ৩৬ বলে ৫৬ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার।   কুশল মেন্ডিসের ফিফটি ২৯ বলে নিজের ফিফটি তুলে নেন কুশল মেন্ডিস। অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন সামারবিক্রমাও। ৫৬ রানে মেন্ডিসের ক্যাচ মিস করেন লিটন দাস।   মেন্ডিস ও সাদিরার জুটি সাদিরা সামারাবিক্রমাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার কুশল মেন্ডিস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে লঙ্কানরা। ১০ ওভারে ৭৯ রান তুলে দলকে এগিয়ে নেয় এই দুই ব্যাটার। পাওয়ার প্লেতে দুই উইকেটে ৪৫ রান   ফার্নান্দোর বিদায়ের পর কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন কামিন্দু মেন্ডিস। তবে ইনিংস বড় করতে পারেনি এই বাঁহাতি ব্যাটার। ১৪ বলে ১৯ করেন তিনি। পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ৪৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা। প্রথম শরিফুলের শিকার   ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই চার মেরে রানের খাতা খোলে লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দো। পরের বলেই এই ডান হাতি ওপেনারকে ফিরিয়ে ভালো শুরু এনে দেয় শরিফুল। একাদশ  বাংলাদেশ একাদশ : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, জাকের আলীর অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। শ্রীলঙ্কা একাদশ : আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস,  কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহেশ থিকশানা, আকিলা ধনাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা। টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সোমবার (৪ মার্চ) সিলেটে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে টাইগারা।
০৪ মার্চ ২০২৪, ২২:০৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়