• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
সাবেক এমপির গাড়ি থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্যের (এমপি) শুল্কমুক্ত পাজেরো গাড়ি থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। এ সময় সুজন হোসেন (২৯) নামে একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) ১২টার দিকে হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন এ তথ্য জানান। তবে ওই এমপির নাম ও দলীয় পরিচয় প্রকাশ করেনি র‌্যাব। এর আগে, শনিবার দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের গোলচত্বর এলাকা থেকে ওই সাবেক এমপির শুল্কমুক্ত পাজেরো গাড়িসহ সুজনকে গ্রেফতার করা হয়। এ সময় ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং নগদ ৫ হাজার ২৩২ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার সুজন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এখলাছপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। মো. মারুফ হোসেন বলেন, বগুড়া হতে ঢাকাগামী একজন সাবেক প্রয়াত এক বিশেষ রাজনৈতিক দলের সংসদ সদস্যের শুল্কমুক্ত পাজেরো জীপ গাড়িতে করে ৪৪২ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুর ২টার দিকে র‍্যাব-১২’র একটি দল বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর মহাসড়কের রাস্তার উপর চেকপোস্ট বসায়। চেকপোস্ট চলাকালীন একটি পাজেরো জীপ আসতে দেখে গাড়িটিকে সংকেত দিয়ে থামানো হয়। এ সময় গাড়িতে থাকা সুজন হোসেনকে আটক করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন গাড়ির পেছনে তেলের ট্যাংকির ভেতরে ফেনসিডিল লুকানো আছে। তিনি বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মারুফ হোসেন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, তিনি ছাড়াও তার সঙ্গে আরও ব্যাক্তি জড়িত আছেন। এছাড়াও যে সাবেক সংসদ সদস্যের গাড়িটিতে মাদক পাচার হচ্ছিল তিনি মারা গেছেন। তিনি বিশেষ একটি রাজনৈতিক দলের এমপি ছিলেন। গাড়িটি মাদক ব্যাবসায়ীর কাছে কীভাবে আসল এবং কারা কারা এর সঙ্গে জড়িত তা উদঘাটনের চেষ্টা চলছে। এ সময় র‍্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট) মো. গোলাম ফারুক, সহকারী পুলিশ সুপার (অপস অফিসার) মো. উসমান গণি প্রমুখ উপস্থিত ছিলেন।  
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪১

দুর্ঘটনায় মোটরসাইকেল, উদ্ধারে মিলল শতাধিক বোতল ফেনসিডিল
নীলফামারীতে দুর্ঘটনায় পড়া মোটরসাইকেল থেকে শতাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় চালক জিয়ারুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের তিস্তা সেচ ক্যানেলের খালুয়া সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়ারুল ইসলাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ি প্রসাদপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে। জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা থেকে মোটরসাইকেলে করে নীলফামারী শহরে যাচ্ছিলেন জিয়ারুল। পথে তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ ক্যানেলের খালুয়ার সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় তার মোটরসাইকেলের ব্যাটারি ও তেলের ট্যাংকির প্লাস্টিকের কভার ভেঙ্গে কয়েকটি ফেনসিডিলের বোতল বের হলে স্থানীয় লোকজন তাকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল থেকে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত জিয়ারুল একজন মাদক কারবারি। নীলফামারীতে সরবরাহের জন্য ফেনসিডিলের বোতলগুলো নিয়ে এসেছিলেন তিনি। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
২৪ জানুয়ারি ২০২৪, ১০:২৫

পূর্বধলায় ৪৮ বোতল মদসহ যুবক আটক
নেত্রকোণা জেলার পূর্বধলায় ৪৮ বোতল ভারতীয় মদসহ দীপ্ত হাউই (২৭) নামের এক যুবককে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) শ্যামগঞ্জ-বিরিশরি সড়কের উপজেলার আতকাপাড়া নামক স্থানে পুলিশের পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর থেকে আসা একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ি তল্লাশী করে মদসহ তাকে আটক করা হয়।  আটককৃত দীপ্ত হাউই নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার লক্ষিপুর গ্রামের বাসিন্দা। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বুধবার শ্যামগঞ্জ-বিরিশরি সড়কের আতকাপাড়া নামক স্থানে পুলিশের চেক পোস্ট ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর থেকে আসা একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ি তল্লাশী করা হয়। এ সময় ওই ভ্যান গাড়ির যাত্রী দীপ্ত হাউই নামক এক আদিবাসী দুটি পাটের বস্তা থেকে আমদানি নিষিদ্ধ ৪৮ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করা হয়।
১৭ জানুয়ারি ২০২৪, ২১:৪২

বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে কলেজ পড়ুয়া এক তরুণী।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার লালুয়া ইউপির মহল্লাপাড়া আবাসনে প্রেমিক রাব্বির বাসার সামনে অবস্থান নেন তিনি। বিষয়টি জানাজানি হলে সেখানে ভিড় করেন স্থানীয়রা। পটুয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ওই তরুণী জানান, প্রায় ৩ বছর আগে একই কলেজের অনার্স পড়ুয়া কলাপাড়ার মহল্লাপাড়া গ্রামের রাব্বির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছর দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একসঙ্গে বেশ কিছুদিন বসবাস করেন। পরে রাব্বি বিয়ের বিষয়টি অস্বীকার করে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। কোনো উপায় না পেয়ে মঙ্গলবার সকালে ওই তরুণী বিষের বোতল হাতে রাব্বির বাড়িতে অবস্থান নিলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন। এ ঘটনার পর থেকে রাব্বিকে খুঁজে পাওয়া না গেলেও তার বাবা শাহিন প্যাদা বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, এ বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ–খবর নিয়ে দেখা হচ্ছে।
১৬ জানুয়ারি ২০২৪, ২২:৪৮

তৃষ্ণার্ত অভিনেত্রী পেলেন না এক বোতল পানি
বিমানে ভারতীয় তারকাদের হেনস্তা হওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও একাধিক তারকা হেনস্তা হয়েছেন। এবার সেই তালিকায় টলিউড অভিনেত্রী তৃণা সাহা। তৃষ্ণার্ত অভিনেত্রীকে এক বোতল পানিও দেওয়া হয়নি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।  বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ভিডিও। ক্যাপশনে লিখেছেন, মিথ্যার খোলস ছাড়ানোর ছোট্ট ভিডিও। ৫ ঘণ্টা অপেক্ষা করেছি, আগাম নোটিশ ছাড়াই। দেরি হওয়ার ঘোষণা হয়নি। ৫ ঘণ্টার অপেক্ষা করিয়েছে বিমানসংস্থা। এবং সংস্থার পক্ষ থেকে কেউ একটা সরি পর্যন্ত বলতে আসেনি। ক্ষতিপূরণ তো দূরের কথা। ওদের থেকে এক বোতল পানিও পাইনি আমরা। আমরা যারা থাইল্যান্ডে কাজের জন্য যাচ্ছিলাম, আমাদের ধৈর্যচ্য়ুতি ঘটেছে। মূল্যবান সময়ও নষ্ট হয়েছে। বেসরকারি বিমানসংস্থা কর্মীদের ব্যবহার আরও জঘন্য। তারা আবার বলেছেন, এই দেরির জন্য নাকি তারা দায়ী নন। প্রসঙ্গত, জরুরী এক কাজে থাইল্যান্ডে যাচ্ছিলেন তৃণা। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর পরই বিপাকে পড়েন তিন। সমস্ত আনুষ্ঠানিকতা শেষে বিমানে উঠতে লেগে যকায় পাঁচ ঘণ্টা। যা ধৈর্যের বাঁধ ভেঙেছে অভিনেত্রীর। 
১৪ জানুয়ারি ২০২৪, ১৭:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়