• ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
logo

দুর্ঘটনায় মোটরসাইকেল, উদ্ধারে মিলল শতাধিক বোতল ফেনসিডিল

আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:৫৫
ফেনসিডিল
ছবি : সংগৃহীত

নীলফামারীতে দুর্ঘটনায় পড়া মোটরসাইকেল থেকে শতাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় চালক জিয়ারুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের তিস্তা সেচ ক্যানেলের খালুয়া সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়ারুল ইসলাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ি প্রসাদপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে।

জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা থেকে মোটরসাইকেলে করে নীলফামারী শহরে যাচ্ছিলেন জিয়ারুল। পথে তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ ক্যানেলের খালুয়ার সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় তার মোটরসাইকেলের ব্যাটারি ও তেলের ট্যাংকির প্লাস্টিকের কভার ভেঙ্গে কয়েকটি ফেনসিডিলের বোতল বের হলে স্থানীয় লোকজন তাকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল থেকে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত জিয়ারুল একজন মাদক কারবারি। নীলফামারীতে সরবরাহের জন্য ফেনসিডিলের বোতলগুলো নিয়ে এসেছিলেন তিনি। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ সদস্যদের ‘ট্রমা’ কাটাতে কাজ করা হচ্ছে: ডিআইজি আশরাফ
গুলি করে হত্যা: সাবেক পুলিশ পরিদর্শক মাজহার ৫ দিনের রিমান্ডে
আদালতে যা বললেন সাবেক ডিসি মশিউর
পুলিশ নয়, মামলা করছে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা