• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
নিখোঁজের পর শিশুর হাত, পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের ২০ ঘণ্টা পর ডোবা থেকে আহসান বিশ্বাস নামের ৪ বছরের শিশুর টেপ দিয়ে হাত, পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   শনিবার (৬ এপ্রিল) দুপুরে মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুরিয়া গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।  নিহত আহসান বিশ্বাস নড়াইল জেলার নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নের শুক্তাইল গ্রামের মোঃ কামরুজ্জামানের ছেলে। সে মোল্লাহাট উপজেলার কচুরিয়া গ্রামের নানা মাওলানা ফিরোজ আহমেদের বাড়িতেই থাকতো। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, শুক্রবার সন্ধ্যায় শিশু আহসান বিশ্বাস নিখোঁজ হয়। এদিন রাতে নিহতের পিতা মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে বিভিন্ন স্থান খুঁজাখুঁজি করেন। রাতে সন্ধান না মেলায়  শনিবার সকালে মোল্লাহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে বিভিন্ন  স্থানে খোঁজ করেন। দুপুরে পার্শ্ববর্তী একটি পানের বরজের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির মুখে পলিথিন দিয়ে এবং হাত-পায়ে টেপ প্যাঁচানো ছিল।     তিনি আরও জানান,  ঘটনা তদন্তে পুলিশের বিভিন্ন বিভাগের একাধিক টিমসহ পুলিশের  ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
০৬ এপ্রিল ২০২৪, ১৭:২২

সাতপাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী
বহুদিন ধরেই প্রেম-বিয়ের গুঞ্জন উড়ছিল টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে। অবশেষে সেই গুঞ্জনকে পেরিয়ে গত ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সম্পন্ন করেন কাঞ্চন-শ্রীময়ী। এবার সাতপাকে বাঁধা পড়লেন তারা।  শনিবার (২ মার্চ) সন্ধ্যায় জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কাঞ্চন-শ্রীময়ী। দক্ষিণ কলকাতায় বসেছিল তাদের বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই ধর্মীয় রীতিতে এবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।  আগামী ৬ মার্চ পার্ক স্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন পার্টি। শুভদৃষ্টি, মালাবদল, সাত পাক, সিঁদুরদান— একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে করেছেন কাঞ্চন-শ্রীময়ী। শুধু তাই নয়, বিয়ের মেনু থেকে শুরু করে তাদের সাজ-পোশাকেও রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া।  বিয়েতে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট আর ফুলের সাজে সেজেছিলেন শ্রীময়ী। বরের সাজও কম জমকালো নয়। ধুতি আর ভারী কাজ করা পাঞ্জাবিতে পাল্লা দিয়ে সাজেন কাঞ্চনও। বিয়ের বেনারসি শ্রীময়ী নিজেই নকশা করেছেন বলে জানা গেছে।   পরকীয়ার জেরেই ভেঙেছে কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিকের সংসার। স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলতি বছরের ১০ জানুয়ারি আইনি বিচ্ছেদ হয় কাঞ্চনের। তাদের সংসারে ওশ নামে একটি পুত্র সন্তান রয়েছে। বিচ্ছেদের পর ছেলের দেখাশুনা একাই করছেন পিংকি। তবে শ্রীময়ীর এটি প্রথম হলেও কাঞ্চনের তৃতীয় বিয়ে। সূত্র : আনন্দবাজার   
০৩ মার্চ ২০২৪, ১২:২৭

ব্যাংকের নৈশ প্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা কৃষি ব্যাংকের নৈশ প্রহরী শাহাদাত হোসেন সাজ্জাদ (২০) এর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গজরা ইউনিয়নের গজরা এলাকার কৃষি ব্যাংকের ছাদের পিলারের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় সাজ্জাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয় ব্যাংক কর্তৃপক্ষ।  নিহত শাহাদাত হোসেন সাজ্জাদ গজরা গ্রামের ছামাদ সরকারের ছেলে। শাহাদাতের মা শিরিন বেগম জানান, দুই মাস হলো ব্যাংকে চাকরি করছে। মাত্র এক মাসের বেতন পেল। প্রতিদিন বিকেলে আসে আর সকালে বাসায় ফিরে। তার কোনো শত্রু নেই। কে তার ছেলেকে মেরেছে, তাদের বিচার চান তিনি। কৃষি ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল এই হত্যাকাণ্ডের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কথা বলতে নারাজ। মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ শহীদ হোসেন জানান, তদন্ত কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অতিরিক্ত পুলিশ সুপার মতলব সার্কেল খায়রুল ঘটনাস্থল পরিদর্শন করেন।  
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩

ইটভাটা থেকে শিকলে বাঁধা শ্রমিক উদ্ধার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ইটভাটা থেকে চার দিন ধরে শিকলে বাঁধা সবুজ আলী (৩৬) নামে এক শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মাসুম আহমেদ এ তথ‍্য জানান।  এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এলাকায় অভিযান চালিয়ে ইটভাটার মালিকসহ দুইজনকে আটক করা হয়। ঈশ্বরগঞ্জে এজিবি ব্রিকস নামে ইটভাটায় গত প্রায় দুই মাস ধরে কাজ করছিলো সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সাম্ভান গ্রামের আবজাল হোসেনের ছেলে সবুজ আলী। কাজ রেখে পালিয়ে চলে যাবে এই সন্দেহে ওই শ্রমিককে পায়ে শিকল বেঁধে কাজ করাতেন ভাটার মালিক। দিনে কাজ করানোর পর রাতে মালিকের কক্ষে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে চালানো হতো নির্যাতন। এমন ঘটনা জানতে পেরে সবুজের বাবা আবজাল হোসেন থানায় অভিযোগ দিলে শুক্রবার গভীর রাতে শিকলে বাঁধা শ্রমিক সবুজকে উদ্ধার করে। এ সময় ভাটার মালিক এবং ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৩

নদের পাড় থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্ক-সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়মনসিংহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন বলেন, সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে যুবকের লাশ পড়ে থাকতে দেখে পার্কে হাঁটতে যাওয়া লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার বয়স হবে আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। ওই যুবককে গত রাতে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় জানার পাশাপাশি হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। 
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩

স্কচটেপে হাত-পা-মুখ বাঁধা শিশুর মরদেহ উদ্ধার
ফেনীর পরশুরামে স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উম্মে সালমা লামিয়া (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার পশ্চিম বাঁশপদুয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।  উম্মে সালমা লামিয়া ওই এলাকার নুর নবী মেয়ে। বেশ কিছুদিন ধরে তিনি ওই এলাকার এয়ার আহাম্মদের বাসায় দ্বিতীয় স্ত্রী রেহানাকে নিয়ে বসবাস করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে দুই যুবক নুর নবীর ভাড়া বাসায় গিয়ে নিজেদের পল্লী বিদ্যুতের লোক দাবি করে দরজা খুলতে বলে। এ সময় নিহা ও তার ছোট বোন লামিয়া দরজা খুলে দেয়। হেলমেট পরা দুই যুবক ঘরে ঢুকে লামিয়াকে টেপ দিয়ে হাত-পা ও শুখ বেঁধে হত্যা করে। এ সময় নিহা পালিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন। নুর নবীর সাবেক স্ত্রী আয়েশা আক্তারের অভিযোগ, তার দ্বিতীয় স্ত্রীর লোকজন পরিকল্পিতভাবে লামিয়াকে হত্যা করেছে। পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৬

সকল মানুষের বন্ধুত্বের আঁচলে বাঁধা প্রধানমন্ত্রী শেখ হাসিনা : নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের সক্ষমতা বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানের দিকে জোর দেওয়া হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এবার আমাদের মানুষ কাঠামোর উন্নয়ন করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদেরকে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। প্রতিমন্ত্রী শনিবার (৩ ফেব্রুয়ারি) রংপুরে ‘রংপুর শিল্প ও বাণিজ্য মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মো. আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ-সভাপতি আবু হেনা মো. রেজওয়ানুল করিম, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মোছাদ্দেক হোসেন বাবুল, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাক্তার মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আনোয়ারুল ইসলাম। প্রতিমন্ত্রী বলেন, রংপুরে মেরিন একাডেমি হয়েছে, অনেকগুলো ইউনিভার্সিটি হয়ে গেছে, মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেরিটাইম ইউনিভার্সিটি হচ্ছে, চিলমারীতে আন্তর্জাতিক নদী বন্দর হচ্ছে, শিপ পার্সোনেল ইনস্টিটিউট হতে যাচ্ছে। আরো অনেক কিছুই হবে। এই যে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে- এটা ধরে রাখার জন্য দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। সেজন্য সেমিনার সিম্পোজিয়ামগুলো খুবই প্রয়োজন। এ থেকে বেরিয়ে আসবে আমরা কোন পথে হাঁটবো। একটি সরকার প্রত্যেকটি মানুষের কিন্তু ব্যক্তিগতভাবে উপকার করতে পারে না; সম্ভব নয়। সরকারের দায়িত্ব পথ তৈরি করে দেওয়া। যে পথ দিয়ে মানুষ হাঁটবে। আজকে ব্যবসা বান্ধব, শিক্ষা, শ্রমিক, কৃষি, ছাত্র, নারী বান্ধব প্রধানমন্ত্রী যেখানেই যাবেন সেখানে সকল শ্রেণী পেশার মানুষের বন্ধুত্বের আঁচলে বাঁধা আমাদের শেখ হাসিনা। কাজেই এই নেতৃত্বকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের হাজার বছরের পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামীন বঙ্গবন্ধুকে উপহার দিয়েছিলেন। আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে। স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় তাকে হত্যা করা হয়। আমরা আলোর মুখ দেখতে পাই নাই। আমরা অন্ধকারে চলে গেছি। সেই অন্ধকার থেকে আলোর দিকে আমাদেরকে তুলে এনেছেন দেশরত্ন শেখ হাসিনা। বাংলার আলোর দিশারী। এই আলোকে আমাদের কাজে লাগাতে হবে। এ আলো শুধু বিনোদনের জন্য নয়। এ আলো কাজে লাগাতে হবে আগামী প্রজন্মের জন্য। কারণ প্রধানমন্ত্রী নির্বাচনের জয়লাভের জন্য রাজনীতি করেন না। তিনি রাজনীতিতে বিজয়ী হওয়ার জন্য রাজনীতি করেন না। তিনি রাজনীতি করেন আগামী প্রজন্মকে আলো দেখার জন্য। পথ দেখানোর জন্য। তিনি সেজন্য ২০০৮ সালে ২০২১ সালের প্রেক্ষিত পরিকল্পনা দিয়েছিলেন। ২০৪১ সালের প্রেক্ষিত পরিকল্পনা দিয়ে থেমে থাকেননি। তিনি বদ্বীপ পরিকল্পনা দিয়েছেন। কাজেই এই নেতৃত্বকে কাজে লাগাতে হবে। রংপুর বিভাগের ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে রংপুরকেই নেতৃত্ব দিতে হবে। রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করেছে।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৬

হাত-পা বাঁধা অচেতন প্রাইভেটকারচালক উদ্ধার
সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে হাত-পা বাঁধা অবস্থায় শেখ শাহিন (৪২) নামের এক প্রাইভেটকারচালককে উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার (২৪ জানুয়ারি) সকালে পাটকেলঘাটা থানার মীর্জাপুর বাজার-সংলগ্ন এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। শেখ শাহিন খুলনা শহরের আনসার আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মির্জাপুর বাজার পোস্ট অফিসের পাশে একটি প্রাইভেটকারে হাত-পা বাঁধা অবস্থায় একজনকে দেখতে পান স্থানীয়রা। এ সময় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। প্রথমে তাকে পাটকেলঘাটার পপুলার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পাটকেলঘাটা থানার উপপরিদর্শক আমির হোসেন গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রাইভেটকারটির মালিক সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার সঞ্জয় দাশের (পিন্টু) বলে জানা গেছে। তিনি আরও বলেন, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
২৪ জানুয়ারি ২০২৪, ১৮:৪৭

সুবর্ণচরে খালে ভাসছিল হাত-পা বাঁধা নারীর মরদেহ
নোয়াখালীর সুবর্ণচরের মালেক খাল থেকে হালিমা বেগম (৪৭) নামের এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপানা উল্যাহ গ্রামের ওই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত হালিমা ওই গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানান, পাঁচ সন্তানের জননী হালিমা বেগম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘ ১০-১২ বছর বাড়িতে একা বসবাস করতেন। বুধবার রাতে মাইজদী থেকে বাড়িতে এসেছিলেন। সকালে বাড়ির পাশে খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আঘাতে চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই নারী। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৫১

নেত্রকোণায় নিজ ঘরে মিলল হাত-পা বাঁধা বৃদ্ধার মরদেহ
নেত্রকোণা শহরের বিলপাড় এলাকায় নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (৮ জানুয়ারি) রাত সোয়া ১১টায় শহরের নিউটাউন বিলপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত বৃদ্ধার নাম জোছনা বেগম (৭০)। তিনি ওই এলাকার মৃত আবুল মুন্সীর স্ত্রী। এ ঘটনায় শহরের নিউটাউন এলাকায় ফারুক হোসেন মিল্টনের ছেলে সাম্মাম হোসেন সিনহা, শহরের পূর্বচকপাড়ার আব্দুল হকের ছেলে সাব্বির হোসেন চয়ন ও জেলা সদরের কামাল হোসেনের ছেলে রিয়াদ হাসান অনিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, জোছনা বেগমের তিন ছেলের মধ্যে এক ছেলে বগুড়া ও এক ছেলে বরিশালে থাকেন। তিনি বড় ছেলে মিল্টন মোল্লার সঙ্গে নিউটাউন বিলপাড়ের বাসায় বসবাস করতেন। ১০ দিন আগে কাজের সূত্রে মিল্টন বরিশালে যান। মিল্টনের স্ত্রীও জেলার আটপাড়ায় তার বাবার বাড়িতে যান। এ কারণে কয়েকদিন ধরে জোছনা বেগম বাসাটিতে একাই ছিলেন। সোমবার মিল্টন বার বার ফোন করলেও তার মা ধরছিলেন না। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে জোছনা বেগমের ভাই ফেরদৌস আহমেদ বাসার দরজার তালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে জোছনা বেগমের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও স্টিলের আলমিরা খোলা ছিল। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
০৯ জানুয়ারি ২০২৪, ১৩:৫৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়