• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ইটভাটা থেকে শিকলে বাঁধা শ্রমিক উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৩
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ইটভাটা থেকে চার দিন ধরে শিকলে বাঁধা সবুজ আলী (৩৬) নামে এক শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মাসুম আহমেদ এ তথ‍্য জানান।

এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এলাকায় অভিযান চালিয়ে ইটভাটার মালিকসহ দুইজনকে আটক করা হয়।

ঈশ্বরগঞ্জে এজিবি ব্রিকস নামে ইটভাটায় গত প্রায় দুই মাস ধরে কাজ করছিলো সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সাম্ভান গ্রামের আবজাল হোসেনের ছেলে সবুজ আলী। কাজ রেখে পালিয়ে চলে যাবে এই সন্দেহে ওই শ্রমিককে পায়ে শিকল বেঁধে কাজ করাতেন ভাটার মালিক। দিনে কাজ করানোর পর রাতে মালিকের কক্ষে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে চালানো হতো নির্যাতন। এমন ঘটনা জানতে পেরে সবুজের বাবা আবজাল হোসেন থানায় অভিযোগ দিলে শুক্রবার গভীর রাতে শিকলে বাঁধা শ্রমিক সবুজকে উদ্ধার করে। এ সময় ভাটার মালিক এবং ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোবটের সাহায্যে সন্দেশখালি থেকে উদ্ধার অস্ত্র, বিস্ফোরক
পাথরঘাটায় নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার 
সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা করেও বাঁচানো গেল না যুবককে
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
X
Fresh