• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
তারা কি শিল্পী সমিতিকে গার্মেন্টস সমিতি বানাতে চায়, প্রশ্ন ডিপজলের
প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে জেল ফেরত হেলেনা জাহাঙ্গীরকে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ দিয়েছে ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বাধীন কমিটি। এমনকি সমিতির সদস্য হওয়ার জন্য একজন শিল্পীর যে যোগ্যতা লাগে (ন্যূনতম পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অবিতর্কিত চরিত্রে অভিনয় করতে হয়) তা তার ছিল না। তারপরও হেলেনা জাহাঙ্গীরকে সমিতির সদস্য পদ দেওয়া হয়েছে। এখন তিনি ১৯ এপ্রিল অনুষ্ঠিতব্য শিল্পী সমিতির নির্মাচনে কলি-নিপুণ পরিষদে কার্যকরী সদস্য পদে নির্বাচন করবেন। সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর সাংবাদিকদের বলেছেন, আমার গার্মেন্টস কারখানা আছে। সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে, তাদের আমি চাকরি দিতে পারব। এ জন্য কলি-নিপুণ পরিষদের যে অফার ছিল তা লুফে নিয়েছি। শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেওয়া হবে তার এ মন্তব্যে চলচ্চিত্রাঙ্গণে সমালোচনা শুরু হয়েছে। এ সমালোচনা যতটা না হেলেনা জাহাঙ্গীরের হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে কলি-নিপুণ পরিষদের। কারণ, হেলেনা জাহাঙ্গীরকে কলি-নিপুণ পরিষদ থেকে শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। এ ব্যাপারে চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত ডিপজল তার প্রতিক্রিয়ায় বলেন, প্রথমত হেলেনা জাহাঙ্গীরকে আমি চিনি না। তিনি সিনেমা করেছেন বলে আমার জানা নেই, চলচ্চিত্রে কোনোদিন দেখিনি। তিনি যদি শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে থাকেন, তা কোনোভাবেই একজন শিল্পীর কথা হতে পারে না। কারণ, যিনি শিল্পী হয়েছেন, তিনি অভিনয়ের জন্যই শিল্পী হয়েছেন। এটা তার পেশা-নেশা। একজন শিল্পী না খেয়ে থাকলেও সে শিল্পী। এখানেই তার রিজিক। আল্লাহ যাকে যেখানে রিজিক দিয়েছেন, সে সেখান থেকেই রিজিক পাবে। যিনি গার্মেন্টসে কাজ করেন, রিকশা চালান, ব্যবসা করেন, চাকরি করেন, তার সেখানেই রিজিক। শিল্পীরও অভিনয়ের মাধ্যমে রিজিক আসে। তবে শিল্পীদের পেশাটা অন্যদের চেয়ে আলাদা। শিল্পী কাজ না করলেও সে শিল্পী। এর বাইরে তার যাওয়ার সুযোগ খুব কম। হেলেনা জাহাঙ্গীর যে কথা বলেছেন, তা শিল্পীদের জন্য অবমাননাকর। আমি বলছি না, গার্মেন্টসে কাজ করা খারাপ। অবশ্যই সেটা ভালো। তবে যার যেটা পেশা নয়, সে অন্য পেশায় গিয়ে তা করতে পারবে না। হেলেনা জাহাঙ্গীর কি অভিনয় করতে পারবে? পারবে না। আর শিল্পী সমিতি তো আর গার্মেন্টস শ্রমিকদের সংগঠন নয় যে, সদস্যদের গার্মেন্টসে চাকরি দেবে। ডিপজল বলেন, এটা কেমন কথা! কোথায় সিনেমা নির্মাণ করে শিল্পীদের কাজে লাগাবে, তা না, অন্য পেশায় শিল্পীদের কাজে লাগাতে চায়। তাহলে, শিল্পী সমিতি ও শিল্পীদের কাজ কি? কলি-নিপুণ পরিষদ এমন অফার হেলেনা জাহাঙ্গীরকে দেয় কী করে! তারা যদি তাকে সিনেমা বানানোর অফার দিয়ে শিল্পীদের কাজের ব্যবস্থার কথা বলত, তাহলে একটা কথা হতো। আমি তাদের অভিনন্দন জানাতাম। যদিও গত বছর ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল ছয়টি সিনেমা বানাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচিত হওয়ার পর সেই প্রতিশ্রুতি তারা পালন করেনি। এবার শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেয়ার কথা বলছে! হেলেনা জাহাঙ্গীরের কথা শুনে প্রশ্ন জেগেছে, কলি-নিপুণ পরিষদ কি শিল্পী সমিতিকে গার্মেন্টস সমিতি বানাতে চায়? আমি গার্মেন্টস শিল্পের প্রতি সম্মান রেখে বলছি, একজন শিল্পী হিসেবে এমন কথায় আমি লজ্জিত। যারা শিল্পী তারা যদি গার্মেন্টসে চাকরি করতে চাইত, তাহলে সিনেমায় আসত না। গার্মেন্টস বা অন্য পেশায় কাজ করত।
০৮ এপ্রিল ২০২৪, ১৪:৪৮

লুবাবার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুললেন শিশুশিল্পী দিশার মা
শিশুশিল্পী সিমরিন লুবাবা গান, মডেলিং ও অভিনয় করলেও মাঝেমধ্যেই নানা মন্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শিশুশিল্পী দিশা মনিকে টিকটকার দাবি করায় সমালোচনার মুখে পড়েছে লুবাবা। সাক্ষাৎকারের ভিডিওতে দেখা যায়, শিশুশিল্পী দিশা মনিকে উদাহরণ দিয়ে সাংবাদিক একটি প্রশ্ন করলে দিশাকে চিনতে পারেন না লুবাবা। পরে সাংবাদিককে পাল্টা প্রশ্ন করে দিশা মনি কে? একপর্যায়ে টিকটকার দাবি করে চিনতে পারে লুবাবা। এদিকে সাক্ষাৎকারে লুবাবার এমন মন্তব্য চোখে পড়ে দিশা মনির মা রিমা ইসমাথ ডেইজির। এরপরই ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি।   স্ট্যাটাসে দিশা মনির মা রিমা ইসমাথ ডেইজি লেখেন, দিশাকে একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল লুবাবা ‘কেন্দে দিয়েছি’ যে বল্লো এটা নিয়ে কি বলবা? দিশা বলেছে আমরা ছোটো মানুষ, আমাদের ভুল হতেই পারে এটা নিয়ে এত বড় করে দেখার কিছু নেই। একটা নাটকে দিশাকে ডায়ালগ দিয়েছিল ‘কেন্দে দিয়েছি’ সেখানে দিশা ডায়ালগ দেয়নি। এটা নিয়ে ডিরেক্টর এর সঙ্গে আমার ক্যাচাল। কারণ, দিনশেষে তারা কো-আর্টিস্ট।   লুবাবাকে প্রশ্ন করে দিশার মা ডেইজি লেখেন, দিশার ২০০ এর বেশি নাটক, সিনেমা, বিজ্ঞাপন রয়েছে। দিশা ৩ বছর বয়স থেকে শিশুশিল্পী হিসেবে কাজ করে। এই মেয়ে ইন্টারভিউতে দিশাকে চেনে না, দিশাকে টিকটকার বলে। আমি জানতে চাই লুবাবার ঝুলিতে কয়টা নাটক, সিনেমা আছে?   তিনি বলেন, দিশার সঙ্গে অনেক আগে থেকে পরিচয়, বিজ্ঞাপনে একসঙ্গে শুটিংও করেছে। মিটও হয়েছে তাদের। দিশাকে সে ভালো করেই জানে।   পরিবারের শিক্ষার বিষয়ে ডেইজি লেখেন, কাউকে ছোটো করে কেউ ওপরে উঠতে পারে না। পারিবারিক শিক্ষাটা আসল। রানু মন্ডল, কাঁচাবাদাম ওয়ালাও ভাইরাল হয়েছে, কিন্তু ভাইরাল এক জিনিস ও জনপ্রিয়তা এক জিনিস। দিশা সবার ভালোবাসার, তাকে সবাই ভালোবাসে। দিশা বাংলাদেশের এক নাম্বার জনপ্রিয় শিশুশিল্পী যাকে কোটি মানুষ ভালোবাসে।   প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। মূলত দাদার হাত ধরেই শোবিজে পথচলা শুরু এই খুদে শিল্পীর।
০১ এপ্রিল ২০২৪, ১৬:৪৩

দুর্ঘটনার কবলে চবি ভর্তি পরীক্ষার প্রশ্ন বহনকারী বাস
রাজশাহী যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রতিনিধি ও প্রশ্নপত্র বহনকারী বাস। তবে এ ঘটনায় প্রশ্নপত্র সুরক্ষিত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৩টায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুর্ঘটনার শিকার হয় বাসটি। এরপর গাড়ি পরিবর্তন করে আবারও রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন প্রতিনিধিরা। চবি ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, রাজশাহী যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়। তবে এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সুরক্ষিত আছে। প্রসঙ্গত, শনিবার (১৬ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হবে চবির আইন অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা।
১৫ মার্চ ২০২৪, ১৯:২০

অফ ফর্ম নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন সোহান
গত আসরে নুরুল হাসান সোহানের নেতৃত্বে প্লে-অফে খেলেছিল রংপুর রাইডার্স। চলতি বিপিএলেও দুর্দান্ত ভাবে দলকে এগিয়ে নিচ্ছে এই উইকেটরক্ষ্ক ব্যাটার। নেতৃত্ব ছাড়াও দলের প্রয়োজনে ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন তিনি। তবে কুমিল্লার বিপক্ষে মাঠে নামার আগে সাংবাদিকের একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে মেজাজ হারায় রাইডার্স অধিনায়ক। ব্যাট হাতে দলের প্রয়োজনে আলো ব্যাট করলেও সোহানকে অফ ফর্মে আছেন বলায় বিরক্তই হয়েছেন সোহান। জবাবে তিনি বলেন, অফ ফর্ম বলতে… ব্যাটে রান হচ্ছে না বলতে কী ১২ ম্যাচের মধ্যে ১২ ম্যাচেই রান করব ভাইয়া?  পাঁচটা ম্যাচে যে অবদান রাখছি দেখছেন? হয়ত আপনি আমাকে পছন্দ করেন না আর না হলে খেলা বোঝেন না। খেলা বুঝলে… আমি যে জায়গায় খেলছি ওইটার পরিসংখ্যান দেখবেন, কোন পজিশনে ব্যাটিং করেছি, কত রান করেছি- সেগুলো দেখে তারপর প্রশ্ন করা উচিত। ’ সোমবার ( ২৬ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রংপুর। এ ম্যাচেও ভালো কিছুর আশা দলটির অধিনায়ক সোহানের। তিনি বলেন, পুরো টুর্নামেন্টে ভালো খেলেছি। কিন্তু আমার কাছে মনে হয় কোয়ালিফায়ারের ওই নির্দিষ্ট দিনে কতটুকু ইনপুট দিতে পারছি সেটির ওপর অনেক কিছু নির্ভর করছে। অবশ্যই কুমিল্লা ভালো দল কিন্তু আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।  ‘ক্রিকেট সবসময় দলীয় খেলা, নির্দিষ্ট কোনো কিছু নির্ভরশীলতার কিছু নেই। আমরা দল হিসেবে ভালো করছি। দলের সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করতেছে ভালো খেলার। আমরা ওইটাই কোয়ালিফায়ারে চেষ্টা করবো যাতে আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিতে পারি।’  
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪০

সাংবাদিক আশফাকের বাসার গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় যত প্রশ্ন
রাজধানীর মোহাম্মদপুরে শাজাহান রোডের একটি বাসার নিচতলার গ্যারেজের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় শিশু গৃহকর্মী প্রীতি উড়ানকে (১৫) উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান বাসার কেয়ারটেকার। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে।  হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। ওই ভবনের অষ্টম তলার একটি ফ্ল্যাটে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসা। ঘটনার পরে বাসার সবাইকে আটক করা হলেও ১২ ঘণ্টারও পরে এজাহার প্রস্তুত করে আশফাক দম্পতিকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতে হাজির করা হলে আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। ঘটনার সময় থেকে এখন পর্যন্ত এই মৃত্যুকে ঘিরে যত প্রশ্ন তার জবাব মেলে না। মানবাধিকারকর্মী ও আইন বিশ্লেষকরা বলছেন, মামলা যে ধারায় হয়েছে সেটি সঠিক না। এবং অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজতে হবে। ছয় মাস আগেও সাত বছরের এক শিশু গৃহকর্মী বাসা থেকে লাফ দিয়েছিল। রক্তাক্ত জখম হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যায় ফেরদৌসি নামের সেই শিশুটি। সে ঘটনায় মামলাও হয়েছিল। ছয় মাস পেরোতে না পেরোতেই আবারও এক শিশু গৃহকর্মী একই বাসা থেকে লাফ দেয়। এবার আর ভাগ্য সহায় হয়নি। আট তলা থেকে লাফ দিয়ে এক তলার গ্যারেজের ছাদের ওপর পড়ে ১৫ বছর বয়সী প্রীতি উড়ান। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রশ্ন হলো ছয় মাস আগে যে বারান্দা থেকে একজন পড়ে গেল, সেই বারান্দায় গ্রিল লাগানোর প্রয়োজন আশফাক বোধ করেছিলেন কিনা। আগের ঘটনার পরে আবারও পুনরাবৃত্তি হয় যদি একই ঘটনার এবং কারোর মৃত্যুর কারণ হয় তারপরেও কীভাবে সেটা কেবল অবহেলা হয়ে থাকে।  প্রীতি উড়ানের বাবার অভিযোগ, অভাবের কারণে দুই বছর আগে মিন্টু নামে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে সাংবাদিক আশফাকুল হকের বাসায় ছোট মেয়েকে গৃহকর্মীর কাজে পাঠিয়েছিলেন। কিন্তু আশফাকুল হকের পরিবার দুই বছরেও মেয়েকে তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে দেয়নি। মাসে দুই-একবার গৃহকর্তার মোবাইলে যোগাযোগ করে কথা বলিয়ে দিতো তারা। প্রশ্ন উঠছে, সচেতন সাংবাদিক তার বাসায় শিশুকে গৃহকর্মে নিয়োগ দিতে পারে কিনা। ২০২২ সালে ‘আইএলও কনভেনশন-১৩৮’ অনুসমর্থনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়৷বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ওই সনদে শিশুশ্রমের ন্যূনতম বয়স সংক্রান্ত শর্তগুলো তুলে ধরেন সাংবাদিকদের কাছে। তিনি বলেন, ‘‘এখানে তিনটা জিনিস আছে। একটা হলো জেনারেল ভিউটা, যেহেতু বেসিক এডুকেশন করতে ১৫ বছর লাগে সুতরাং ১৫ বছরের কম কোনো বাচ্চাকে কাজে লাগানো যাবে না। ‘দুই নম্বরে আরেকটু রিল্যাক্স করেছে, তবে কোনো দেশের যদি আর্থসামাজিক অবস্থা বিশেষ বিবেচনার পরিপ্রেক্ষিতে তারা কমাতে চায় তাহলে ১৪ বছর পর্যন্ত কমানো যাবে, এর ওপর না। ‘তিন নম্বরে বলেছে, এই যে ১৪ হোক বা ১৫ই হোক এই শিশুদের কোনো অবস্থায়ই কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না।’ সনদের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, ‘যেসব কাজে তাদের এক্সিডেন্ট হওয়ার বা জীবন নাশের সম্ভাবনা আছে সেই সব কাজে কোনোভাবেই এই সব শিশুদেরকে ব্যবহার করা যাবে না।’ এদিকে তদন্তের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা বলেন, বারবার একই ধরনের দুর্ঘটনা ঘটার কথা নয়। ওই বাসায় কেউ না কেউ গৃহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার বা শারীরিক-মানসিক নির্যাতন করতেন বলে তারা ধারণা করছেন। এ কারণে গৃহকর্মীরা বাসায় স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। বাসা থেকে পালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ছাড়া কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঁইয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার গৃহকর্মীর নিচে পড়া সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত কারণ উদ্ঘাটন করার চেষ্টা চলছে। উল্লেখ্য, প্রীতিকে হত্যা করা হয়েছে দাবি করে এর বিচার চেয়েছে পরিবার ও এলাকাবাসী। এ উপলক্ষে শনিবার সকালে মিরতিংগা চা-বাগানে শ্রমিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন রহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মিরতিংগা চা-বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক প্রমুখ। মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান। মানববন্ধনে চা-বাগানের শ্রমিকসহ স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২০

বাংলাদেশ নিয়ে যে প্রশ্ন এড়িয়ে গেলো স্টেট ডিপার্টমেন্ট
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গ আসলে সরাসরি কোনো উত্তর দেননি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রেস সচিব বেদান্ত প্যাটেল। কিছুটা থতমত ভঙ্গিতে প্রশ্নটি এড়িয়ে যান তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি)  মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশের নির্বাচন পরিস্থিতিতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণায় বৈষম্য নিয়ে বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করা হলে তিনি এই প্রশ্নের খোলা উত্তর না দিয়ে অনেকটা এড়িয়ে যান। ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, গত সেপ্টেম্বরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্নকারী ব্যক্তিরা ভিসা নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধের মুখোমুখি হবে। কিন্তু এই ডিপার্টমেন্ট পাকিস্তানের আসন্ন নির্বাচন ক্ষেত্রে একই ঘোষণা দেয়নি বা দিচ্ছে না। দুই দেশের জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আচরণে পার্থক্য কেন? এই প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমাদের মনে হচ্ছে না আমরা কোন বৈষম্য করেছি। ওই সাংবাদিক আবারও প্রশ্ন করেন, যদি সেখানে (পাকিস্তানে) এমন কোন ব্যক্তি থাকে যারা সেখানে নির্বাচনে হস্তক্ষেপ করছে? উত্তরে প্যাটেল বলেন, আমি পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। প্রতিটি দেশ আলাদা এবং আমরা আমাদের আগের পদক্ষেপ দেখতে যাচ্ছি না। তবে আবারও আমরা বাংলাদেশসহ সারাবিশ্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই এবং অবশ্যই পাকিস্তানসহ। আমাদের দৃষ্টিভঙ্গি এবং পাকিস্তানি কর্তৃপক্ষের অভিপ্রায়ের অসামঞ্জস্যতার বিষয় থাকলে আমরা তুলে ধরবো।   এ বিষয়ে জানতে চাইলে লে জে (অব) আবদুর রশীদ বলেন, সব সময় দেখে আসছি বাংলাদেশ প্রশ্নে তারা এক ধরনের প্রশ্ন পেয়ে থাকে এবং সে অনুযায়ী উত্তর করে। এবারে প্রশ্নটি তাদের সিলেবাসের বাইরে ছিল। এবং সরাসরি এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে এমন প্রস্তুতিও মানসিকভাবে ছিল না। সেকারণেই একটু ডিপ্লমেটিক্যালি উত্তর করেছেন উনি।
২৬ জানুয়ারি ২০২৪, ২১:৩৩

ফের দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী, পথ সুরক্ষা নিয়ে প্রশ্ন
ফের পথ দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী৷ দ্রুতগতির গাড়ি ঢুকে পড়ে তার কনভয়ে৷ সামান্য চোট পেয়েছেন তিনি৷ প্রশ্ন উঠেছে পথ নিরাপত্তা নিয়ে৷ বুধবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ আবহাওয়া খারাপ থাকায় সেখান থেকে হেলিকপ্টার যাত্রা বাতিল করেন তিনি৷ তার বদলে সড়কপথে কলকাতার উদ্দেশে রওনা হন৷ দুর্ঘটনায় মমতা কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন মুখ্যমন্ত্রী৷ একটি গাড়ি খুব দ্রুত গতিতে তার কনভয় ঢুকে পড়ে৷ তার জেরে দুর্ঘটনা৷ বর্ণনা দিতে গিয়ে মমতা বলেন, একটা গাড়ি আমার গাড়ির সামনে আচমকা চলে আসে৷ ২০০ কিলোমিটার বেগে ওই গাড়িটা যাচ্ছিল৷ আমার গাড়ি গলি দিয়ে বেরোচ্ছিল৷ আমার চালক বুদ্ধিমানের মতো জোরে ব্রেক কষে৷ পুরো ড্যাশবোর্ডটা এসে আমার মাথায় লেগেছে৷ একটু রক্তও পড়েছে৷ এখন ফুলে আছে সামান্য৷ মুখ্যমন্ত্রীর চোট গুরুতর নয়৷ তার কপালের বাঁদিকে একটা টেপ লাগানো ছিল৷ তিনি বলেন, আমার গাড়ির কাঁচ খোলা ছিল৷ যদি কাঁচ বন্ধ থাকত, আমার মৃত্যু হতে পারত৷ মানুষের আশীর্বাদে বেঁচে গিয়েছি৷ পুলিশকে এই ঘটনার তদন্ত করার নির্দেশ দেন মমতা৷ শহরে ফিরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন মমতা৷ রাজভবন থেকে বেরিয়ে জানান, তিনি হাসপাতালে যাবেন না৷ মুখ্যমন্ত্রী বলেন, মাথাটা এখনও টনটন করছে৷ তাই নিয়েই কাজ করলাম৷ আমার মনে হচ্ছে জ্বর আসছে৷ গা গোলাচ্ছে৷ হালকা ঠান্ডাও লাগছে৷ প্রশ্নে নিরাপত্তা মুখ্যমন্ত্রীর গাড়ির কাছাকাছি দ্রুতগতির গাড়ি চলে আসায় ভিভিআইপি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ কী করে একটি গাড়ি এভাবে কাছাকাছি এসে পড়ল? কে ছিলেন সেই গাড়ির চালক? বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর কনভয়ের কাছে যদি গাড়ি এসে পড়ে, তিনি দুর্ঘটনায় পড়েন, তা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রাস্তায় যান নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো পুলিশের৷ এই দপ্তর মুখ্যমন্ত্রী দেখেন৷ মুখ্যমন্ত্রী বলেন, অনেক সময়ে অনেকে অন্য কারও গাড়ি ব্যবহার করে৷ সে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখুক৷ আইনের হাতে ছেড়ে দিচ্ছি৷ এটা নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না৷ পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ বলেন, কোন গাড়ি মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়েছে, আমরা তদন্ত করে দেখা হছে৷ অতীতে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে গাড়িতে বসেই আহত হয়েছিলেন৷ প্রচণ্ড ভিড় তার গাড়ির উপরে হামলে পড়ে৷ মমতার পায়ে গুরুতর চোট লাগে, যার চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে৷ দুর্ঘটনার পর তিনি হুইলচেয়ারে বসেই ২০২১ সালের ভোটের প্রচার করেছিলেন৷ গত জুনে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরার সময় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে গোলযোগ হওয়ায় জরুরি অবতরণ করাতে হয়৷ সেই সময় হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পা ও কোমরে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ মমতার চলে আসা ভিড় বা দ্রুতগতির গাড়ি কিংবা ত্রুটিযুক্ত হেলিকপ্টারে সফর, এ সবই যে কোনো ভিভিআইপির নিরাপত্তা নিয়ে গাফিলতিকে সামনে আনে৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ভারতের রাস্তায় পথ দুর্ঘটনা অনেকটাই বেড়েছে৷ সারা দেশেই হচ্ছে৷ ভারতে প্রতি ঘণ্টায় ৩০-৩৫ জন পথ দুর্ঘটনার কবলে পড়েন৷ মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও সেটা ঘটেছে৷ তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন৷ বুধবারের দুর্ঘটনার পর এআইসিসি নেতা জয়রাম রমেশ মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে টুইট করেন৷ আজ, বৃহস্পতিবার কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর ন্যায় যাত্রা উত্তরবঙ্গে প্রবেশ করেছে৷ তার পদযাত্রায় নিরাপত্তার আয়োজন করেছে রাজ্য পুলিশ৷ মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় পড়ায় রাহুলের যাত্রা নিয়ে কংগ্রেসে উদ্বেগ রয়েছে৷ যদিও ২০০ কিলোমিটার গতিবেগে ছুটে আসা যে গাড়ির কথা মুখ্যমন্ত্রী বলেছেন, সে ব্যাপারে পরিবহন বিশেষজ্ঞ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের মত, ২০০ কিলোমিটার গতিতে এখানে গাড়ি চলে না৷ দেশের খুব কম রাস্তাতেই এত জোরে গাড়ি চালানোর পরিকাঠামো আছে বলে আমার অনুমান৷ মুখ্যমন্ত্রী সেভাবে বলতে চাননি হয়তো৷ উনি সম্ভবত খুব দ্রুত গতি বোঝাতেই ২০০ কিলোমিটার বলেছেন৷ কতটা সুরক্ষিত গাড়ি? প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মত ভিভিআইপিরা উন্নত মানের যে গাড়ি ব্যবহার করেন, তা দুর্ঘটনার ক্ষেত্রে চালক ও আরোহীদের অনেকটাই রক্ষা করার গ্যারান্টি দেয়৷ কিন্তু বিভিন্ন ঘটনায় বার বার এই সুরক্ষা প্রশ্নের মুখে পড়েছে৷ বুধবার যে গাড়িতে করে মমতা বর্ধমান থেকে কলকাতায় ফিরছিলেন, সেই গাড়ি অনেক ভিভিআইপি ব্যবহার করেন৷ ৫০ লক্ষ টাকা দামের এই গাড়ি তার সুরক্ষা ব্যবস্থার জন্য ফাইভ স্টার রেটিং প্রাপ্ত৷ শুধু রাজনীতিক নয়, উচ্চবিত্ত ও সম্ভ্রান্ত মানুষজনের কাছে পছন্দের বিশেষ ব্র্যান্ডের গাড়িটি৷ তাহলে মুখ্যমন্ত্রী সেই গাড়ির সওয়ার হয়ে সরাসরি সংঘর্ষ বা অন্য কোনো বিপদ ছাড়াই আহত হলেন কী করে? শুধু তার গাড়ির চালক বিপদ এড়াতে সজোরে ব্রেক কষাতেই এমন পরিস্থিতি হল যে, সামনের আসনে বসা মুখ্যমন্ত্রীর গুরুতর চোট লাগতে পারতো! এ ধরনের বহুমূল্য গাড়িতে এয়ারব্যাগ থাকে৷ এছাড়া জানলার কাঁচে থাকে বিশেষ প্রযুক্তি৷  সামনে বা পাশ থেকে আঘাত এলে এর সাহায্যে যাত্রী রক্ষা পেতে পারেন৷ তবে যাত্রীকে সিট বেল্ট পরা-সহ অন্যান্য বিধি মেনে চলতে হবে৷ কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে ভারতে পথ দুর্ঘটনায় এক লক্ষ ৬৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ মোট দুর্ঘটনার সংখ্যা চার লক্ষ ৬১ হাজার, যা ২০২১-এর তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি৷ অধ্যাপক বিশ্বাস বলেন, রাস্তা চওড়া হচ্ছে, মসৃণ ও উন্নত হচ্ছে৷ সফরের সময় কমানোর জন্য সেটা জরুরি৷ কিন্তু চালকদের সচেতন হতে হবে৷ যানের গতি নিয়ন্ত্রণ করতে হবে৷ দ্রুত সফর মানে নিরাপত্তার সঙ্গে আপস নয়৷ এই সচেতনতার অভাবেই আমাদের দেশে বেশিরভাগ পথ দুর্ঘটনা হয়৷
২৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৬

দেশে উন্নয়ন হলে কেন গ্যাস-বিদ্যুৎ সংকট, প্রশ্ন রিজভীর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী সরকার বিনাভোটে ক্ষমতা কুক্ষিগত করে রেখে উন্নয়নের দোহাই দিলেও সর্বত্রই নৈরাজ্য। উন্নয়ন হলে দেশে কেন গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট? সোমবার (২২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, উন্নয়ন হলে কি কারণে একটি উন্নয়নশীল বাংলাদেশকে পরনির্ভরশীল এবং আমদানি নির্ভর দেশে পরিণত করা হয়েছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান প্রায়শই একটি কথা বলে থাকেন, তা হলো জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনগণের ক্ষমতায়নের পূর্বশর্ত মানুষের ভোটের অধিকার।  তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সুতরাং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে বারো কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় রয়েছে। উন্নয়নের নামে দুর্নীতি আর দুর্বৃত্তায়নের হোতা আওয়ামী অলিগার্কদের কবল থেকে দেশ মুক্ত করে জনগণের লুণ্ঠিত ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ভারতের অযাচিত হস্তক্ষেপের কারণে বাংলাদেশের জনগণ বাক স্বাধীনতা ও ভোটাধিকার হারিয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দুদিন আগে পত্রিকায় দেখেছি, ডামি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ উগান্ডায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ওই সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে নাকি ভারতের সম্পর্ক গভীর থেকে আরও গভীর হয়েছে।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথা আংশিক সত্য। সম্পর্ক গভীর হয়েছে, তবে সেটি বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে। আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর করতে গিয়ে এবং বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ ও রাজনৈতিক গতিপথ নির্ধারণে ভারতের অযাচিত হস্তক্ষেপ বাংলাদেশের জনগণ হারিয়েছে গণতন্ত্র, বাক-ব্যক্তি স্বাধীনতা এবং ভোটের অধিকার।  কারাবন্দি নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, জামিনের কাগজ নিয়ে কারাফটক থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আবারও নতুন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে আমাদের নেতাকর্মীদের। আওয়ামী পুলিশ প্রশাসন বিএনপিসহ গণতন্ত্রকামী দলগুলোর নেতাকর্মীদের জীবন নিয়ে খেলছে। জামিনে মুক্তি পেলেও জেলগেটে অপেক্ষমান গোয়েন্দা সংস্থার লোকদের টাকা না দিলে তাদের মুক্তি মিলছে না। অসংখ্য গরীব নেতাকর্মী জেলগেটের টাকা না দেওয়ার কারণে কারাগারে ধুকে ধুকে জীবন কাটাচ্ছে।  তিনি আরও বলেন, শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে প্রতিশোধের হাতিয়ার হিসেবে গড়ে তুলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে। আইন শৃঙ্খলা বাহিনী এখন আওয়ামী সুরক্ষাবাহিনীতে পরিণত হয়েছে। আজ দেড় দশক ধরে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে টাকা চুষে নেওয়ার জন্য। আমি মনে করি, গণতন্ত্র আদায়ে জনগণের অঙ্গীকার কখনোই নিষ্ফল হবে না।
২২ জানুয়ারি ২০২৪, ১৩:২৯

সৌদি লিগ নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন সাদিও মানে
লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখ যাত্রাটা মোটেও ভালো হয়নি সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানের। সেখানে একের পর এক নেতিবাচক সংবাদে অতিষ্ঠ হয়ে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন তিনি। এরপরই পাড়ি জমিয়েছেন সৌদি ক্লাব আল-নাসরে।  যদিও বর্তমানে আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) খেলায় ব্যস্ত মানে। সেখানেই ইউরোপীয় ক্লাব ছেড়ে যাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে আবারও রেগে যান এই সেনেগালিজ তারকা। আফকনে সর্বশেষ গ্রুপ পর্বের ম্যাচে ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে সেনেগাল। জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ার পর এক সাংবাদিক মানেকে সৌদি প্রো লিগে খেলার অভিজ্ঞতা জানতে চান। একই সঙ্গে ইউরোপ ছেড়ে যাওয়ায় এই ফরোয়ার্ড তেমন ‘অ্যাটেনশন’ পাচ্ছেন না বলেও উল্লেখ করেন ওই প্রশ্নকর্তা। যা শুনে মেজাজ ধরে রাখতে পারেননি মানে। জবাবে মানে বলেন, আপনি কি তাই মনে করেন (আকর্ষণ কম) আমি ইউরোপে নেই বলে? এটি খুবই দুঃখজনক। আপনাকে জানাতে চাই, আপনি ইউরোপে খেলছেন কি না, এটি কোনো বিষয়ই না। বিশেষত একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আমি এমনটা মনে করি না। সৌদি প্রো লিগের প্রশংসা করে তিনি বলেন, সৌভাগ্যবশত আমি বলতে পারি সৌদি লিগ খুব ভালো একটি প্রতিযোগিতা, যা সারাবিশ্বের সব মানুষই দেখে। তাই আমি ব্যক্তিগতভাবে প্রতিটি মিনিট সেখানে উপভোগ করতে চাই এবং নিজের সেরা দিতে চাই দলের জন্য। এর বাইরে আর কোনো কিছুকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না।
২১ জানুয়ারি ২০২৪, ১৪:৫৩

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: আলোচিত দুই হাজার কর্মচারীকে পদায়ন
পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষা ভবনের বিসিএস কর্মকর্তার চাকরি হারানোর ঘটনার সেই আলোচিত নিয়োগ শেষ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে। ফলে চুড়ান্ত নিয়োগ প্রাপ্তদেরকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা ও উপজেলা শিক্ষা অফিসের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে পদায়ন করা হয়েছে।  বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে তাদের নিয়োগ দিয়ে আলাদা আদেশ জারি করা হয়। মাউশি জানিয়েছে, ২০২০ সালে ২২ অক্টোবর পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের গত ১৪ নভেম্বর নিয়োগের জন্য সুপারিশ করে বিভাগীয় নির্বাচন কমিটি। সে সুপারিশের আলোকে এ ২ হাজারের বেশি প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়েছে অধিদপ্তর। এর মধ্যে দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা-উপজেলা শিক্ষা অফিসের পাঁচ কর্মচারী পদে ২ হাজার ২৫৯ জন প্রার্থী অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। জাতীয় বেতন স্কেল অনুযায়ী, ২০তম গ্রেডে বেতনের অফিস সহায়ক পদে ১ হাজার ৭০৪ জন, নিরাপত্তা প্রহরী পদে ২৪৭ জন, পরিচ্ছন্নতা কর্মী পদে ১৬৩ জন, মালী পদে ৯৯ জন ও ১৯তম গ্রেডে বুকসর্টার পদে ৪৬ জন প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এ দুই সহস্রাধিক প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে বিভিন্ন সরকারি স্কুল-কলেজ ও শিক্ষা অফিসে পদায়ন দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ২০২২ সালের ২৪ জুলাই রাতে মাউশির চন্দ্র শেখর হালদার ওরফে মিল্টন নামে এক কর্মকর্তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 
১৮ জানুয়ারি ২০২৪, ২৩:৪৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়