• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
চ্যাম্পিয়নস লিগে কঠিন প্রতিপক্ষ পেলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর বলা হয় উয়েফা চ্যাম্পিয়নস লিগকে (ইউসিএল)। চলতি মৌসুমে কোয়ার্টার ফাইনালে উঠেছে আটটি হেভিওয়েট দল। তবে শেষ আটের লড়াইয়ে সব থেকে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শুক্রবার (১৫ মার্চ) উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়োর্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। যেখানে মিলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। কারণ, গতবারের ইউসিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ শক্তিশালী রিয়াল মাদ্রিদ। আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলবে পিএসজির বিপক্ষে। গত আসরের রানার্সআপ ইন্টার মিলাকে বিদায় করে কোয়ার্টারে পা রাখা অ্যাথলেটিকোও পেয়েছে বড় প্রতিপক্ষ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের টপকাতে হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের দেয়াল। এর আগে পিএসভিকে হারিয়ে কোয়ার্টারে উঠেছিল বুন্দেসলিগার ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক শক্তিশালী ক্লাব আর্সেনালের প্রতিপক্ষ জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তার মানে গানারদের সঙ্গে দেখা হয়ে যাবে সাবেক টটেনহ্যাম তারকা ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের সঙ্গে।  এবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৯–১০ এপ্রিল, দ্বিতীয় লেগের ম্যাচে দলগুলো মুখোমুখি হবে ১৬–১৭ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল ও ১ মে সেমিফাইনালের প্রথম লেগ এবং ৭–৮ মে দ্বিতীয় লেগের লড়াই অনুষ্ঠিত হবে। পরবর্তীতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ১ জুন হবে ইউসিএল ফাইনাল।
১৫ মার্চ ২০২৪, ১৯:৪৮

আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ / সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে
শেষ হয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। ‘এ’ গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে এরই মধ্যে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা। লাল-সবুজের প্রতিনিধিদের সামনে এবার লড়াই সেমিফাইনালে ওঠার। তবে প্রথম রাউন্ডে ভারতের সঙ্গে পরাজয় টাইগার শিবিরের জন্য সমীকরণ কিছুটা জটিল করেছে। ১৬ দল নিয়ে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের সুপার সিক্সে ১২টি দল উঠেছে। চারটি গ্রুপের সেরা তিন দল এই পর্বে জায়গা নিশ্চিত করেছে। সুপার সিক্সে এই দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।  এর মধ্যে ‘এ’ ও ‘ডি’ গ্রুপ নিয়ে একটি এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো নিয়ে আরেকটি গ্রুপ গঠন করা হয়েছে। যেখানে গ্রুপ পর্বের ম্যাচে পাওয়া পয়েন্ট এবং নেট রান রেট ক্যারি করবে সুপার সিক্স পর্বে আসা দলগুলো। তবে ৬টি করে দল হলে যুব বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের ম্যাচ ২টি। ‘এ’ এবং ‘ডি’ গ্রুপ থেকে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং নেপাল। অন্যদিকে ‘বি’ এবং ‘সি’ গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা দলগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। বিশ্বকাপের নিয়মানুসারে, সুপার সিক্সে নিজের গ্রুপ বাদে অন্য গ্রুপের দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলবে দলগুলো। এক্ষেত্রে ‘এ’ গ্রুপের রানার্স-আপ বাংলাদেশ ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান এবং তৃতীয় সেরা দল নেপালের বিপক্ষে খেলবে। আগামী ৩১ জানুয়ারি দুপুর ২টায় টাইগারদের প্রতিপক্ষ নেপাল। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে আহরার-রাব্বিরা। সুপার সিক্সের দুই গ্রুপ থেকে সেরা দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে উঠবে। এরপর দুই সেমিতে জয়ীরা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে। আগামী ৬ এবং ৮ ফেব্রুয়ারি দুই সেমিফাইনাল মাঠে গড়াবে। আর ১১ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৯ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা
চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসর শুরুর ছয় মাস আগেই পুর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী পহেলা জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রর মুখোমুখি হবে কানাডা। ৭ জুন ডালাসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শুক্রবার (৫ জানুয়ারি) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। সবমিলিয়ে ৯টি (যুক্তরাষ্ট্রের তিনটি এবং উইন্ডিজ মাটিতে ছয়টি) ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ আসর।  আগামী ২৯ জুন ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে। প্রথমবার ২০ দলকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টে ৪টি গ্রুপে ভাগ করে হবে প্রথম পর্ব। প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে। গ্রুপপর্ব চলবে ১৮ জুন পর্যন্ত। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার এইটে। ২৬ ও ২৭ জুন মাঠে গড়াবে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। যার একটি গায়ানায় এবং অপরটি ত্রিনিদাদে। গ্রুপ পর্বে প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলবে। ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ তাদের ৪টি ম্যাচের দুটি খেলবে ওয়েস্ট ইন্ডিজ আর অন্য দুটি খেলবে যুক্তরাষ্ট্রে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ জুন শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই দিন বিরতির পর (১২ জুন) টাইগারদের তৃতীয় ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ১৬ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে।  
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:২১

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা
ওয়ানডে বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই বেজে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। আর প্রায় ছয় মাস পরই শুরু হচ্ছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের সঙ্গে গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।  যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০ দল। চলতি বছরের ৪ জুন শুরু হবে এই মহাযজ্ঞ। ‘এ’ গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপে তাদের সঙ্গী আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র।  অন্যদিকে ‘বি’ গ্রুপে দুই জায়ান্ট ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গী নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। ‘সি’ গ্রুপে রয়েছে প্রথমবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা উগান্ডা। এ ছাড়া এই গ্রুপে আরও রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউগিনি ও আফগানিস্তান। প্রথম রাউন্ডের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নিয়ে হবে সুপার এইট। সেখানে চারটি দল নিয়ে দুটি গ্রুপ ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সুপার এইটে উঠলে যুক্তরাষ্ট্রে এবং পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সুপার এইটে উঠলে ওয়েস্ট ইন্ডিজে খেলবে। একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র   গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান গ্রুপ ‘সি’ : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি গ্রুপ ‘ডি’ : দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল    
০৫ জানুয়ারি ২০২৪, ১২:১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়