• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষকের ৯ ঘর
গাজীপুরের শ্রীপুরে কৃষক ফজলুল হকের বসতঘরসহ তার ৯ টি টিনশেড ঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দুর্বৃত্তরা কৃষকের ঘরসহ তার ভাড়া দেওয়া ৯টি ঘরে বাহির থেকে দরজায় তালা দিয়ে আগুন জ্বালিয়ে দেয়।  সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া এলাকায় ওই কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কৃষকের প্রায় ৯০ লাখ টাকার ক্ষ‌য়ক্ষ‌তি হ‌য়ে‌ছে বলে ক্ষতিগ্রস্ত কৃষক থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন। কৃষকের ছেলে সোহাগ (৩৫) জানান, সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে ভাড়াটিয়ারা ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে আগুনের তাপ অনুভব করে তার বাবা ঘুম থেকে উঠেন। পরে ঘরের চালে আগুন জ্বলতে দেখেন। এ সময় তাদের সকলকে ঘুম থেকে ডেকে তুলে দরজা খুলতে গেলে দরজা খুলে না। বাহির থেকে দরজা সিটকানি লাগা অবস্থায় থাকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন কৃষকের বসতবাড়ির সীমানা প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে সকল দরজার সিটকানি বাহির থেকে খুলে দিলে তারা ঘর থেকে বের হয়। এ সময় আগুনে সেমি পাকা ৯টি ঘর, ঘরে থাকা নগদ টাকা ও অন্যান্য আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই কৃষকের প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।   তিনি আরও জানান, এ ঘটনায় অজ্ঞাতদের অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শ্রীপুরের (মাওনা) ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদ হোসেন বলেন, মাওনা উত্তরপাড়া গ্রামের কৃষক ফজলুল হকের বসত বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কারা কেন এ ঘটনা ঘটিয়েছে এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের আগে বলা যাচ্ছে না। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, কৃষকের ঘরে বাহির থেকে সিটকানি লাগিয়ে আগুন দেওয়ার কোনো ঘটনা আমি জানি না। এরকম হলে তো জানতাম।  তিনি আরও বলেন, থানায় দেওয়ার আগে আপনাদের (সাংবাদিকদের) কাছে অভিযোগ দেয়। তারা মনে করে আপনারই থানা।
১৬ এপ্রিল ২০২৪, ২১:১২

শ্রীপুরে ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, ৩ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা
গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ী মোহাম্মদ আলীকে (৩০) গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।  ঈদের আগের দিন বুধবার (১০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড খাদিজাতুল কুবরা মাদরাসা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দুদফা ঘটনাস্থল পরিদর্শন করেছে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান। আহত ব্যবসায়ী মোহাম্মদ আলী শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার আব্দুল মান্নানের ছেলে। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তিনি কেওয়া বাজারে চাউল ও ফিড (খাদ্য) বিক্রির ব্যবসা করেন। ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা নাম প্রকাশ না-করার শর্তে জানান, বুধবার (১০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে চিৎকার শুনে তিনি বাড়ি থেকে বের হয়ে দেখেন ব্যবসায়ী মোহাম্মদ আলী রাস্তার পাশে পড়ে আছেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তখন ওই ব্যবসায়ী জানান, তিনি কেওয়া বাজার থেকে রাত দুটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন। তার সঙ্গে নগদ তিন লাখ টাকা ছিল। বাড়ির কাছাকাছি পৌঁছা মাত্রই কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি করে।  ওই বাড়ির বসিন্দা আরও জানান, গুলিটি তার বাম হাতের বাহুতে গুলিবিদ্ধ হয়। তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে পশ্চিম দিকে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত অবস্থায় রাত পৌনে ৩টার দিকে থানায় নিয়ে আসে। থানায় কর্তব্যরত কর্মকর্তা আহত ব্যবসায়ীকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার পরামর্শ দেন। স্বজনরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওই হাসপাতালের চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে আসা হয়। এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ব্যবসায়ীর সঙ্গে থাকা তিন লাখ টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে গুলি করেছে। গুলি করার সঙ্গে সঙ্গে চিৎকার দেওয়ায় আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, ব্যবসায়ী মোহাম্মদ আলী খুব ভালো মানুষ, তার সঙ্গে কারও কোনো বিরোধ বা শত্রুতা নেই। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, আহত ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পর ভোর রাতে এবং ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে পুলিশ দুদফা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আমাদের মতো তদন্ত করছি। যিনি গুলিবিদ্ধ হয়েছেন তার কাছে তিন লাখ টাকা ছিল। ধারণা করা হচ্ছে, ওই টাকা নেওয়ার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়েছে। ব্যবসায়ী বা তার স্বজনদের পক্ষ থেকে এখানও লিখিত কোনো অভিযোগ পাইনি।
১১ এপ্রিল ২০২৪, ১৮:০১

উপজেলা চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তদের হামলা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ কবির আহমেদের ওপর প্রকাশ্যে দুর্বৃত্তরা হামলা করেছে। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন।  সোমবার (১৮ মার্চ) সকালে ঘোষপাড়ার বাসা থেকে উপজেলা পরিষদের যাওয়ার পথে প্রকাশ্যে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তিনি স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, যারা চেয়ারম্যানকে পিটিয়েছে তারা সংখ্যায় ১০ থেকে ১৫ জন ছিল। তাদের প্রত্যেকের গায়েই স্কুলের পোশাক পরা ছিল। হামলায় চেয়ারম্যান গুরুতরভাবে বাম হাত ও হাঁটুতে আঘাতপ্রাপ্ত হন। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারী কাউকে চেনা যায়নি। এ বিষয়ে কবির আহমেদ বলেন, সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে হাত ভেঙে দিয়েছে। আমি জীবন রক্ষার জন্য চিৎকার দিলে আশপাশের লোকজন দৌড়ে আসে। এরপর সন্ত্রাসীরা সবাই পালিয়ে যায়। তবে কাউকেই আমি চিনতে পারিনি। এদিকে এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, মতলব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কবির, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন এবং মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালাসহ অন্যান্যরা। এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, চেয়ারম্যানকে কে বা কারা মারধর করেছে এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে এবং কেন মারধর করলো এর তদন্ত চলমান। তদন্ত শেষে দোষীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৮ মার্চ ২০২৪, ২৩:৫১

শ্রীপুরে কলেজশিক্ষক ও সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের গুলি
গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের গুলি ও আগুন দেওয়ার ঘটনার ১৬ ঘণ্টা পর ফের সৌদি প্রবাসী মাহবুব আলম বাচ্চুর (৪২) বাড়িতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে জানালার কাচ ফুটো হয়ে গেছে। ওই সময় আরেকটি গুলি একই এলাকার কলেজশিক্ষকের ভাড়া বাসার জানালার গ্লাসে লাগলে ছিদ্র হয়ে যায়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে এ ঘটনা ঘটে।   সৌদি প্রবাসী মাহবুবুল আলম বাচ্চু তেলিহাটি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। গুলি লেগে তার চার তালা বাসার তৃতীয় তলায় জানালার কাচ ফুটো হয়ে যায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে মোটরসাইকেলে থাকা চার দুর্বৃত্তকে ওই বাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়। ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একের পর এক গুলির ঘটনায় শ্রীপুরে  আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  প্রবাসী মাহবুব আলমের স্ত্রী ফারজানা আক্তার লাকি বলেন, আমার স্বামী কোনো রাজনীতি বা দলাদলির সঙ্গে যুক্ত নয়। তিনি সৌদি প্রবাসী। বাড়িতে শাশুড়ি, আমার মেয়ে মহনা (১৪) এবং ছেলে জারানকে (৮) নিয়ে থাকি। সন্ধ্যায় হঠাৎ করে বিকট শব্দ হওয়ার পরপরই জানালার গ্লাসের গুঁড়া আমার মুখের ওপর পড়ে। তখনই বুঝতে পারি গুলি করা হয়েছে। তবে কি কারণে গুলি করা হয়েছে তা বলতে পারব না। প্রবাসী মাহবুব আলমের শ্যালক জাকুয়ান খন্দকার জানান সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন সন্ধ্যার ওই সময়ে লাঠি, হকিস্টিক ও রাম দাসহ ১৫-২০টি মোটরসাইকেলে ৩৫ থেকে ৪০ জন দুর্বৃত্ত মুলাইদ (শফিক মোড়) এলাকায় মহড়া দিচ্ছে। মহড়া থেকে দুর্বৃত্তরা তার ভগ্নিপতির বাসায় এক রাউন্ড গুলি ছোড়ে। ওই গুলি জানালার কাচ ছিদ্র হয়ে ঘরে ঢুকলেও কেউ হতাহত হয়নি। পরে দুর্বৃত্তরা পাশের কলেজশিক্ষক শিপুল খন্দকারের বাসায়ও এক রাউন্ড গুলি ছোড়ে। ওই গুলিতে জানালার গ্লাস ভেঙে যায়। পরে তারা ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলে যায়। কারও সঙ্গে আমাদের বিরোধ বা শত্রুতা নেই। গুলি ছোড়ার কারণ কি বলতে পারব না। শ্রীপুর মুক্তিযোদ্ধা সরকারি কলেজের প্রভাষক শিপুল খন্দকারের বাড়ির ভাড়াটিয়া আবু তাহাবী বলেন, আমার স্ত্রী অসুস্থ হয়ে বাসায় ছিলেন। হঠাৎ করে বিকট শব্দ হলে আমাকে ফোন দেয়। আমি বাসায় গিয়ে দেখি জানালার গ্লাস ফেটে গেছে। ঘটনাটি বাড়ির মালিককে জানাই। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে নিয়ে যান। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে দুটি জায়গায় গুলি ছোড়ার আলামত দেখা গেছে। ঘটনাটি গুরুত্ব সহকার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, মঙ্গলবার ভোর রাত আনুমানিক পৌনে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার বাড়িতে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি ও পেট্রোল ছিটিয়ে আগুন দেয়।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৬

নৌকার কর্মীর গায়ে দুর্বৃত্তদের আগুন 
খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী অফিসের নিরাপত্তাকর্মী মো. হাসান ফারাজীর (৪২) গায়ে কেরোসিন দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে খানজাহান আলী থানা এলাকার যোগীপোল মধ্যপাড়া ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আরও পড়ুন : নির্বাচনের মাঠে প্রস্তুত বিজিবির র‌্যাট-ডগ স্কোয়াড-হেলিকপ্টার : ডিজি মো. হাসান ফারাজী যোগীপোল এলাকার সোহরাব ফারাজীর ছেলে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, এস এম কামাল হোসেনের নির্বাচন পরিচালনা অফিস পাহারা দিতেন হাসান ফারাজী। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে দুর্বৃত্তরা এসে তার গায়ে কেরোসিন নিক্ষেপ করে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথা ও ঘাড়ের পেছনের অংশ আগুনে দগ্ধ হয়। পরবর্তীতে স্থানীয়রা দেখতে পেয়ে হাসান ফারাজীকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আরও পড়ুন : বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল, আটক ৫ খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, গত রাতে খানজাহান আলী থানার যোগীপোল ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পে রোস্টার ভিত্তিতে দায়িত্ব পালনকারী ব্যক্তি (হাসান ফারাজী) যখন আসছিলেন তখন পথিমধ্যে ৩-৪ জন যুবক তার জ্যাকেটে আগুন ধরিয়ে দেয়। এতে তার জ্যাকেটটি আংশিক পুড়ে যায় এবং তিনি আহত হন। তবে তিনি এখন শঙ্কামুক্ত। আরও পড়ুন : অপহরণের পর রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে নাশকতাকারীদের নাম পেয়েছি। যারা ভোট বর্জন করেছে, তারাই এই নাশকতার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা হবে।
০৫ জানুয়ারি ২০২৪, ১৬:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়