• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের আয়োজনে ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’  শীর্ষক একটি গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে বীমা উন্নয়ণ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আলোচনা সভায় আরও উপস্থিত থাকবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপ সচিব, সাধারণবীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপক এবং বিভিন্ন লাইফ ও নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, সিইও এবং আরও অনেকে। সভায় অংশগ্রহণকারীদের কাছ থেকে বর্তমান বীমা খাতের সামগ্রিক অবস্থা ও চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায় বিষয়ে তাদের পেশাদার জ্ঞান সম্বলিত মতামত ও অভিব্যক্তি নেওয়া হবে। তাদের পরামর্শের ভিত্তিতে এসব বিষয় একাডেমিক পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্থিক খাতের প্রয়োজনীয়তা পূরণ ও বিকাশে ব্যাংকিং ও বীমা তথা আর্থিক সেবায় বিশেষায়িত জ্ঞান অর্জন এবং যোগ্য ও দক্ষ মানবসম্পদ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেআসছে। ব্যাংকিং বিভাগটি ২০০৪ সালে ব্যাংকিং খাতের প্রয়োজনীয়তা পূরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে আলাদা হয় এবং পরবর্তীতে ২০১২ সালে ইন্স্যুরেন্স খাতের চাহিদা পূরণে ‘ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ’ নামে যাত্রা শুরু করে। এর আগে, গত ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও এনবিএফআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহীদের উপস্থিতিতে ‘ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের যুগোপযোগী পাঠ্যক্রমে অংশীজনের ভূমিকা’ শিরোনামে একটি গোলটেবিল আলোচনা সভার আয়োজন করেছিল।
২৪ এপ্রিল ২০২৪, ১৬:১৯

‘জনসংযোগ বিভাগে ডিজিটাল মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
রাজধানীতে ডিজিটাল মিডিয়া ফোরামের আয়োজনে কিউকম নিবেদিত ‘বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগে ডিজিটাল মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালা, সার্টিফিকেট বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১ মার্চ)  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনস্থ আর সি মজুমদার মিলনায়তনে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।  সহযোগী হিসেবে ছিল প্রাইভেট ইউনিভাসির্টি পাবলিক রিলেশনস অফিসারস এসোসিয়েশন-পুপরোয়া।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ। তিনি বিশেষ প্রয়োজনে অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও এক বার্তায় সংগঠনের সাফল্য কামনা করেন। বার্তায় সব অতিথি এবং কর্মশালায় অংশগ্রহণকারী সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা ও স্পন্সরকারী সব প্রতিষ্ঠানকে অভিনন্দন জানান।  বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাবি অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।  অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও গ্লোবাল টিভির সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, দৈনিক স্বদেশ প্রতিদিন সম্পাদক লুৎফর রহমান হিমেল, চ্যানেল২৪ এর ডিজিটাল হেড রাজীব খান, প্রথম আলোর সিনিয়র ম্যানেজার (লিড) বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা রুহুল আমিন রনি, গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের লেকচারার সরজ মেহেদী, প্রাণ আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া নাহিদ জাহান, এডফিনিক্স এর বিজনেস ও গ্রোথ লিড হোসনে মোবারক অপু, নিউজবাংলার এসিসটেন্ট জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন জয়, এক্সিলেন্স বাংলাদেশের সিইও বেনজির আবরারসহ অনেকেই।  কর্মশালায় স্পন্সরকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল-টাইটেল স্পন্সরে কিউকম, গেজেট পার্টনার জি অ্যান্ড এম গেজেট অ্যান্ড মোবাইল কেয়ার, গোল্ড স্পন্সর টেনিশিয়ান, আইটি পার্টনার টেক্সোর্ট, নিউট্রিশন পার্টনার নিউট্রি প্লাস, কনটেন্ট প্রডাকশন পার্টনার স্টুডিও ভেলভেট, ক্রিয়েটিভ পার্টনার লিমিরেন্স ক্রিয়েসন্স, কো-স্পোন্সর দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড এবং উইসেলবিডি, নলেজ পার্টনার জেসিআই ঢাকা ওয়েস্ট। কর্মশালায় ৫টি সেশন অনুষ্ঠিত হয়। দেশের মিডিয়া ও করপোরেট প্রতিষ্ঠানের অভিজ্ঞজন প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে কর্মশালা পরিচালনা করেন। 
০২ মার্চ ২০২৪, ১৫:১৫

রাবিতে ‘ওভারভিউ অব সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে শহীদ মীর আব্দুল কাইয়ুম সাইকোলজিক্যাল অ্যাসিসমেন্ট ল্যাব উদ্বোধন এবং ওভারভিউ অব সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হযেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মনোবিজ্ঞান বিভাগে এ ল্যাব উদ্বোধন করা হয়। শহীদ মীর আব্দুল কাইয়ুম সাইকোলজিক্যাল অ্যাসিসমেন্ট ল্যাব উদ্বোধন এবং ওভারভিউ অব সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট শীর্ষক কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার প্রধান অতিথি এবং মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মাহবুবা কানিজ কেয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর হুমায়ুন কবীর এবং সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার এন্ড অটিজম এর কো-অর্ডিনেটর নিউরোলজিস্ট ডা. মাজহারুল মান্নান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  ড. মাজহারুল মান্নান বলেন, আমরা যদি বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষদের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই তাহলে পিতা-মাতাকে অনেক সচেতন হতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি সচেতনতা মূলক প্রোগ্রাম করতে হবে। আমাদের সচেতনতা বাড়াতে হবে শুধু বক্তব্য দিয়ে সচেতনতা বাড়ানো সম্ভব না, বরং মাঠে নেমে কাজ করার মাধ্যমে সচেতনতা সম্ভব।  প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, এমন অনেক কিছু আছে যা আমরা চোখের সামনে থেকেও দেখতে পারি নাহ।তবে দৃষ্টির অন্তরালে যারা এমন কিছু দেখতে পায় তারা আসলেই অনন্য মানুষ। তিনি সর্বোচ্চ সাহায্যের আশ্বাস দেন এবং বলেন, যদি দরকার হয় সমাজকল্যান বিভাগ থেকে স্কুল করবো।বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ট্রেনিং দিবে যাতে পরবর্তীতে তাদের চাকরির পিছনে ঘুরতে না হয়।তিনি এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে। অনুষ্ঠানের সভাপতি ড. মাহবুবা কানিজ কেয়া বলেন, সাইকোলোজিষ্টদের এ বিষয়ে অনেক কিছু করার আছে অণ্যান্যোদের পাশাপাশি। তাই এধরনের কর্মশালা শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের কর্মশালা ভবিষ্যতে আমরা আরও বেশি করার চেষ্টা করব। ল্যাব উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনের আইকিউএসি কনফারেন্স রুমে দিনোব্যাপী ওভারভিউ অব সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৮

রাবিতে ‘ক্যাম্পাস সাংবাদিকতায় নৈতিকতা ও সাহসিকতা’ শীর্ষক সেমিনার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ক্যাম্পাস সাংবাদিকতায় নৈতিকতা ও সাহসিকতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের ২০১ নম্বর কক্ষে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল তিন সাংবাদিক সংগঠনের সমন্বয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং বিশিষ্ট লেখক ও সমকালের পরিকল্পনা সম্পাদক ফারুক ওয়াসিফ। আয়োজনে আলোচকবৃন্দকে তিন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সেমিনারে মাহফুজ আনাম তার বক্তব্যে নিজের দীর্ঘ জীবনের বিভিন্ন ঘটনা, ডেইলি স্টার নিয়ে নানা ভাবনা, তরুনদের সাংবাদিকতায় ধাবিত হওয়ার ইতিবাচক দিক এবং ক্যাম্পাস সাংবাদিকদের আচরণ কেমন হওয়া উচিত এসব বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি উপস্থিত ক্যাম্পাস সাংবাদিকদের প্রশ্নের আলোকে বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ফারুক ওয়াসিফ তার আলোচনায় দেশের রাজনৈতিক প্রেক্ষপটসহ সাক্ষাৎকার গ্রহণ ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং একটি সংবাদ সহজ ভাষায় উপস্থাপন করে যেভাবে পাঠকপ্রিয় হতে পারে, সে সকল বিষয়ে দিকনির্দেশনামূলক কথা বলেন।
২৫ জানুয়ারি ২০২৪, ২৩:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়