• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
সেনবাগে স্কাউটস সমাবেশ উদ্বোধন
নোয়াখালীর সেনবাগে অষ্টম উপজেলা স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মে) বিকেলে সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ মাঠে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।  উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস সভাপতি জিসান বিন মাজেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সদয় যুক্ত স্কাউটস সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্কাউটস সহসভাপতি মোস্তফা হোসেন, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু।  শুভেচ্ছা বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা স্কাউটস সম্পাদক সফিকুজ্জামান সীমু। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস কমিশনার এ এন এম শহীদ উল্যাহ, অধ্যক্ষ আমিরুজ্জামান, স্কাউটস সহসভাপতি রোকেয়া বেগম, যুগ্ম সম্পাদক আবুল বাশার,সহকারী কমিশনার নূর হোসাইন সুমন, স্কাউটস লিডার মনোয়ার হোসেন, কাব লিডার জিয়াউর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। আগামী ৭ মে মহা তাবু জলসার মধ্য দিয়ে সমাবেশটি সমাপ্ত হবে।
০৫ মে ২০২৪, ২৩:৩৩

সেনবাগ পৌরসভার নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মোরশেদ আলম
নোয়াখালীর সেনবাগ পৌরসভার নতুন ভবন উদ্বোধন করেছেন নোয়াখালী-২ (সেনবাগ সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম।   রোববার (৫ মে) দুপুরে পৌর শহরের উত্তর অর্জুনতলায় ফলক উম্মোচন করে নতুন অফিস ভবনের উদ্বোধন করেন তিনি। উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর হোসাইন সুমনের সঞ্চলনায় এ সময় পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার উল্ল্যা বাহার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল, পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।
০৫ মে ২০২৪, ১৪:২৯

দেশকে অস্বীকারকারীরাই রমনা বটমূলে হামলা চালিয়েছিল : মোরশেদ আলম
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম বলেছেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির আসল উৎসব। যারা বাংলাদেশকে স্বীকার করে না তারাই রমনা বটমূলে পহেলা বৈশাখে হামলা চালিয়েছিল।  রোববার (১৪ এপ্রিল) দুপুরে সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বাঙালি জাতির প্রধান উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। দিন যতই যাচ্ছে আমরা তার ঐতিহ্য হারাতে বসেছি। আমাদের নববর্ষের কৃষ্টি কালচারকে ধরে রাখতে হবে। বাংলা নববর্ষের ঐতিহ্য যখন হারাতে বসেছে তখনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার তা পুনরুজ্জীবিত হচ্ছে।  উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক সাইফুল আলম দিপু, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাসের দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া আল মামুন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 
১৪ এপ্রিল ২০২৪, ২১:৪১

উন্নয়ন করেছি বলেই সেনবাগবাসী আমাকে নির্বাচিত করেছে : মোরশেদ আলম
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম এমপি বলেছেন, উন্নয়ন করেছি বলেই সেনবাগবাসী আমাকে তৃতীয়বারের মতো ভোট দিয়ে নির্বাচিত করেছে।  শনিবার (১৩ এপ্রিল) দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের হাজী আলী আকবর সড়ক উদ্বোধন শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গত নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীর প্রতি ইঙ্গিত করে বলেন মোরশেদ আলম এমপি বলেন, যে ব্যক্তি জীবনে কোন দিন শেখ হাসিনার বাড়ির গেইটে যেতে পারে সে কীভাবে নৌকা পাওয়ার প্রত্যাশা করে। এটা একটি ধোঁকাবাজী আর মিথ্যা বুলি ছাড়া কিছুই নয়। ৫ থেকে ৬ জন  বিপথগামী লোক সেনবাগবাসীকে অনেক ধোঁকা দিয়েছে কিন্তু এবার তারা সফল হতে পারেনি। তিনি বলেন, গত ৭ জানুয়ারি নির্বাচনে সেনবাগের শিক্ষিত, ভদ্র, প্রকৃত আওয়ামী লীগের মানুষ আমাকে ভোট দিয়ে ফের নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানায়। তিনি আরও বলেন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সেনবাগবাসী আমাকে ভোট দিয়েছে। আমি সেনবাগের এমপি হয়ে সেনবাগের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে দিয়েছি, আওয়ামী লীগের দুর্গ হিসেবে গড়ে তুলেছি, দল এখন চাঙ্গা।   পথসভায় অবসরপ্রাপ্ত সাবেক সিনিয়র জেলা জজ মোহাম্মদ আলী হায়দারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি  হিসেবে সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম জাকারিয়া আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন কমিশনারসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিতি ছিলেন।
১৪ এপ্রিল ২০২৪, ০১:৩৪

সোনাইমুড়ীতে ঈদ পুনর্মিলনী ও আলোচনাসভা অনুষ্ঠিত
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ঈদ পুনর্মিলনী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।   শুক্রবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সোনামুড়ী সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ, সোইমুড়ী পৌরসভা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।   সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবুর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম এমপি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এইচ এম ইব্রাহীম এমপি।   এ সময় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা খানম সাকি, সংরক্ষিত নারী সংসদ সদস্য কানন আরা বেগম, সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন ।  
১৩ এপ্রিল ২০২৪, ১৩:৩১

মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ এনএসআইয়ের নতুন ডিজি
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) নতুন মহাপরিচালক হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ। মঙ্গলবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে এ পদে প্রেষণে নিয়োগের জন্য তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে এনএসআইয়ের মহাপরিচালক (ডিজি) পদে প্রেষণে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অপরদিকে গত ৩১ মার্চ এক প্রজ্ঞাপনে মেজর জেনারেল টি এম জোবায়েরকে এনএসআই থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়। তিনি ছয় বছর এনএসআইয়ের মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব পালন করেন।
০৩ এপ্রিল ২০২৪, ০১:৩৭

বিশ্বের মহিলা প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা এখন শ্রেষ্ঠ : মোরশেদ আলম
বিশ্বের মহিলা প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা এখন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগে তিনি এ মন্তব্য করেন। মোরশেদ আলম বলেন, বিশ্বের মহিলা প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা এখন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। তার ক্যারিশমেটিক নেতৃত্ব এগিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাকে আমাদের সকলের সহযোগিতা করা প্রয়োজন। তিনি বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করেছে। মুক্তিযোদ্ধাদের ভাতা এবং তাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা শুরু করেছে আ.লীগ সরকার। যতদিন এই সরকার থাকবে ততদিন মুক্তিযোদ্ধারা মূল্যায়ন পাবেন। আমি এমপি হয়ে সেনবাগের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে দিয়েছি, আওয়ামী লীগে দুর্গ হিসেবে গড়ে তুলেছি। তাই দল এখন চাঙ্গা।  তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করা হয়েছে। এর কারণে আওয়ামী লীগ ২২ বছর ক্ষমতার বাইরে ছিল। মোরশেদ আলম বলেন, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। ভারতের আগরতলায় প্রশিক্ষণ নিয়েছি। দেশের মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করা ছিল আমার কাজ। বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করেছেন পৃথিবীর ইতিহাসে তা লেখা থাকবে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশটি স্বাধীন হয়েছে। এ জাতি চিরদিন তাদের স্মরণ করবে। শহীদদের নাম আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
২৬ মার্চ ২০২৪, ২০:৩৮

সেনবাগ থানা জামে মসজিদ উদ্বোধন করলেন এমপি মোরশেদ আলম
নোয়াখালীর সেনবাগ থানা জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (৭ মার্চ) থানা চত্বরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম। এই উপলক্ষে জুম্মার নামাজের পূর্বে সেনবাগ থানার সিনিয়র অফিসার এস আই তানভির আহম্মেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য মোরশেদ আলম।  সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে এ সময় বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, সাউথ ইস্ট ব্যাংকের ইভিপি ও কোম্পানি সেক্রেটারি এ কে এম নাজমুল হায়দার, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা বক্তব্য রাখেন। নামাজ শেষে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে মসজিদটি উদ্বোধন করেন অতিথিরা  
০৯ মার্চ ২০২৪, ১৩:৩১

যতদিন এমপি থাকব ততদিন মানুষের সেবা করে যাব : মোরশেদ আলম 
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য মোরশেদ আলম বলেছেন, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। ভারতের আগরতলায় প্রশিক্ষণ নিয়ে দেশে এসে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করা ছিল আমার কাজ। আমি যতদিন এমপি থাকব ততদিন মানুষের সেবা করে যাব। শুক্রবার (৮ মার্চ) সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সিদীপ মর্ডান স্কুলের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মরহুম রুহুল আমিন ভূঁইয়া স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   মোরশেদ আলম বলেন, পৃথিবীর ইতিহাসে সারা জীবন লেখা থাকবে বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করেছেন। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এ জাতি চিরদিন তাদের স্মরণ করবে। তাদের নাম আজীবন স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাকে আমাদের সকলের সহযোগিতা করা প্রয়োজন। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন তিনি শুরু করেছেন এবং তাদের ভাতা চালু করেছেন। কেশারপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বেলাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে মামুন আজাদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার উল্লাহ বাহার, পাবলিক সার্ভিসের সাবেক কমিশনার ও রয়েল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. আবুল কাশেম মজুমদার, সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা বাবু শৈলেন্দ্র কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শওকত হোসেন কানন, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, ঢাকাস্থ পেশাজীবী পরিষদের সভাপতি হাসান মঞ্জুর, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, এ জে আর কুরিয়ার সার্ভিসের পরিচালক সামছুদ্দিন আহমেদ রিয়াদ।
০৮ মার্চ ২০২৪, ১৯:১৯

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুই নেতৃত্বে ছিলেন : এমপি মোরশেদ আলম
‘ভাষা থেকেই স্বাধীনতা, সেই ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলনই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে হয়েছিল। শুধু তাই নয় জাতিসঙ্ঘে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলায় ভাষণ দিয়ে এ ভাষাকে আরও মর্যাদাশীল করে তুলেছেন’ বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম। বুধবার (২১ ফেব্রুয়ারি) সেনবাগে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  এর আগে তিনি দিবসের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান। পরে উপজেলার ছাতারপাইয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের আয়োজনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। একই দিন বিকেলে উপজেলার আছিরা খাতুন উচ্চবিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায় মো. আশরাফুল, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার উল্যাহ বাহার, বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক সাইফুল আলম দিপুসহ অনেকে।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়