• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
সালাউদ্দিনের মন্তব্য নিয়ে যা বললেন কোচ ক্যাবরেরা
গত মার্চে সৌদি আরবে দুই সপ্তাহের ট্রেনিং করেছিল বাংলাদেশ ফুটবল দল। এরপরও ফিলিস্তিনের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচেই পরাজিত হয় জামাল ভূঁইয়ারা। দুই হারের জন্যই কোচের সমালোচনা করেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে এই সমালোচনাকে ইতিবাচক ভাবেই দেখছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সোমবার (২৯ এপ্রিল) বাফুফে ভবন প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে অনির্ধারিত এক আলোচনায় সমসাময়িক অনেক বিষয়ে মন্তব্য করেছেন। এ সময় সালাউদ্দিনের সমালোচনা নিয়ে ক্যাবরেরা বলেন, তিনি ফেডারেশনের সভাপতি। তার সমালোচনার এখতিয়ার রয়েছে। আমি সেটি ইতিবাচক হিসেবেই দেখি, সব সময় শেখার ও উন্নতির জায়গা থাকে। প্রায় তিন সপ্তাহের ছুটি কাটিয়ে জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গত ১৯ এপ্রিল ঢাকায় ফিরেছেন। জুন উইন্ডোতে বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে বাংলাদেশের শেষ দুই ম্যাচের দল গঠন ও প্রস্তুতির পরিকল্পনা করছেন তিনি। ২৯ মে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ। খেলোয়াড়দের এক দিন বিশ্রাম দিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের আগে ৪-৫ দিনের বেশি অনুশীলনের সুযোগ নেই। এই নিয়ে কোচ বলেন, অস্ট্রেলিয়া ম্যাচের আগে ৪-৫ সেশনের বেশি অনুশীলন করানো যাবে না। ৬ জুন ম্যাচ খেলে পরের দিনই কাতারে রওনা দেয়ার পরিকল্পনা আমার। এটি অবশ্য জাতীয় দল কমিটিই চূড়ান্ত করবে। আগামী ৬ জুন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরের ম্যাচ ১১ জুন কাতারে লেবাননের বিপক্ষে। এই দুই ম্যাচের জন্য কোচ ২৬ জন খেলোয়াড় ডাকতে চান। এই ব্যাপারে কোচ বলেন, আমাদের এই উইন্ডো খুব সংক্ষিপ্ত। তাই ২৬ জন খেলোয়াড় ডাকার পরিকল্পনা রয়েছে। এখনো লিগের ৫ রাউন্ড বাকি রয়েছে। খেলোয়াড়রা পর্যবেক্ষণে রয়েছে। জাতীয় দলের নির্ভরযোগ্য দুই ফুটবলার তারিক কাজী ও শেখ মোরসালিন মার্চ উইন্ডোতে ইনজুরির জন্য ছিলেন না। মোরসালিন সম্প্রতি কিংসের হয়ে মাঠে নেমেছেন। মোরসালিনের ফেরা এবং ২৬ জনের দলে নতুন মুখ নিয়ে হ্যাভিয়ের বলেন, মোরসালিন খেলছে এটা আমাদের জন্য ইতিবাচক দিক। নতুন কেউ আসতে পারে দলে, আমরা সবার উপরই নজর রাখছি।’ অন্য সবার মতো গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ জাতীয় দলের বিদেশি ফুটবল কোচও। বাংলাদেশে এসেছেন প্রায় আড়াই বছর। এই সময়ের মধ্যে এবারই সর্বোচ্চ গরম অনুভব করলেও ফেডারেশন কাপ, লিগ ম্যাচ দেখতে ছুটছেন স্প্যানিশ কোচ।
২৯ এপ্রিল ২০২৪, ১৮:৪৮

শাবনূরকে নিয়ে যে মন্তব্য করলেন পূজা
গেল ঈদে মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। বর্তমানে সিনেমাটির প্রমোশনের জন্য বিভিন্ন জেলার সিনেমা হল, সিনেপ্লেক্স ঘুরে বেড়াচ্ছেন ‘লিপস্টিক’ টিম। দর্শকদের সঙ্গে কুশল বিনিময়ও করছেন তারা। এবার সিনেমার প্রমোশনে গিয়ে চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে মন্তব্য করেন পূজা।   শুক্রবার (২৬ এপ্রিল) ‘লিপস্টিক’র প্রমোশনে বগুড়ায় গিয়েছিলেন  নায়ক-নায়িকাসহ কয়েকজনের একটি টিম। প্রথমে যান বগুড়া ধুনটের সেই ঝংকার সিনেমা হলে। যেখানে টিকিটের সঙ্গে দর্শকদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হচ্ছে। পরে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে যান। মূলত এদিন থেকেই স্ক্রিনিং শুরু হয়েছে সিনেমাটির।      দর্শকদের খুব ভালো সাড়া পাচ্ছি জানিয়ে পূজা বলেন, আমি তো বেশ কিছু সিনেমা করেছি। এর মধ্যে অধিকাংশ সিনেমারই প্রশংসা করেছে দর্শক। তবে কিছু কিছু দর্শক আবার নেগেটিভ কথাও বলেছে।    তবে লিপস্টিকের ক্ষেত্রে আমি বলতে পারি, এখনও পর্যন্ত কোনো নেগেটিভ ভাইভও পাইনি, নেগেটিভ ফিডব্যাকও পাইনি। এই ব্যাপারটা আসলে আমাদের সবার জন্য খুবই ভালো।  অভিনেত্রী বলেন, এখন পর্যন্ত যে যে সিনেমা হলে গিয়েছি, সবগুলো সিনেমা হলের দর্শকই খুব পজিটিভ। আমরা সিনেমার শেষে হলগুলোতে গিয়েছি দর্শকদের কেমন লেগেছে, এটা জানার জন্য। তারা সবাই খুব এক্সাইটেড ছিল। এ সময় শাবনূরের সঙ্গে তুলনা করলে পূজা বলেন, কিংবদন্তি কোনো আর্টিস্টের সঙ্গে যখন তুলনা দিলে অবশ্যই ভালো লাগে। তবে আমরা যারা নতুন এসেছি এবং কাজ করছি, তারা আসলে নিজের পরিচয়ে নিজেদের পরিচিত করতে চাই। আমিও চাই সবাই যেন আমাকে আমার নামে চেনে। আর শাবনূর আপুর নাম তো ভালোবাসার নাম। অন্য সবার মতো আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক বড় ভক্ত তার।    তিনি বলেন, শাবনূর আপু ব্যক্তি হিসেবে অনেক ভালো একজন মানুষ। তাই তার সঙ্গে আসলে তুলনা করবেন না। কারণ শাবনূর আপু একজনই। তার মতো কেউ হতেও পারবে না, তার মতো হওয়ার চেষ্টা করতে গেলেও আসলে ফেইল হবে। তাই আমি চেষ্টা করতে চাই। আমি আমার মতো নিজের পরিচয়ে বড় হতে চাই। প্রসঙ্গত, ‘লিপস্টিক’ সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রুমান। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। মূলত রোমান্টিক থেকে সাইকো থ্রিলারের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। পূজা-আদর ছাড়া আরও অভিনয় করেছেন—শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, চিকন আলী, ফারজানা ছবি, মনিরা মিঠুসহ আরও অনেকে।    
২৭ এপ্রিল ২০২৪, ১২:৩৪

ধর্মীয় বিষয় নিয়ে বিদ্যা বালানের বিস্ফোরক মন্তব্য
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত ‘দো আউর দো প্যায়ার’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে। আর সিনেমার প্রচারণার অংশ হিসেবে তিনি মুখোমুখি হয়েছিলেন একটি ভারতীয় গণমাধ্যমের। সেখানে নিজের নতুন সিনেমাসহ নানা বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। করেছেন ধর্মীয় বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্যও। বিদ্যা বালান বলেন, স্বাস্থ্য, স্যানিটেশন, শিক্ষা— এই তিন খাতে আমি কাজ করে থাকি। তাই কেউ যদি হাসপাতাল, স্কুল কিংবা টয়লেট তৈরির জন্য টাকা চান, তাহলে আমি নিশ্চয় টাকা দেব। কিন্তু ধর্মের জন্য বা ধর্মীয় স্থাপনা নির্মাণের জন্য অর্থ দান করার কথা বললে, আমি কখনো কোনো টাকা দেবো না। যদিও আমি ব্যক্তিগতভাবে আধ্যাত্মিক ব্যক্তি, নিয়মিত পূজা করি। ‘ডার্টি পিকচার’ খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না। কারণ, কিছু বলে বসলেই সিনেমা বয়কটের ডাক উঠতে পারে। ‘দো অউর দো প্যায়ার’ সিনেমাটি পরিচালনা করেছেন শীর্ষ গুহঠাকুরতা। এতে বিদ্যা ছাড়াও ইলিয়েনা ডি’ক্রুজ, প্রতীক গান্ধী, সেন্থিল রামমূর্তি প্রমুখ অভিনয় করেছেন।
২৬ এপ্রিল ২০২৪, ০৯:১৯

খেপে গিয়ে নিজের শরীর নিয়ে যে মন্তব্য করলেন নোরা ফাতেহি
ছবি শিকারিদের জন্য মাঝে মধ্যেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন অভিনেত্রীরা। পাপারাজ্জিদের ছবি তোলার ধরন যেন একেবারেই পছন্দ নয় অভিনেত্রীদের। এবার শরীরের নির্দিষ্ট অঙ্গের ছবি তোলার প্রবণতা নিয়ে মুখ খুললেন নোরা ফতেহি। শুধু তাই নয়, পাপারাজ্জিদের ওপরে খেপে গিয়ে নিজের শরীর নিয়েো মন্তব্য করেন তিনি।   সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে পাপারাজ্জিদের অভিনেত্রীদের নির্দিষ্ট অঙ্গের ছবি তোলার প্রবণতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন নোরা। এ সময় তিনি জানান, অভিনেত্রীর মনে হয় তার মতো নিতম্ব কখনও দেখেনি পাপারাজ্জিরা।  নোরা বলেন, এটা শুধু আমার বেলায় নয়, অন্য অভিনেত্রীদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। অনেক সময় তাদের নিতম্ব নির্দিষ্ট করে ক্যামেরায় দেখানো হয় না, কারণ তাদের নিতম্ব খুব একটা উত্তেজনামূলক নয়।  তবে অপ্রয়োজনীয়ভাবে তাদের অন্য অঙ্গপ্রত্যঙ্গ ক্যামেরার নজরে আসে। আমার মনে হয়, এটা ক্যামেরায় নির্দিষ্ট করে দেখানোর মতো কিছু নয়। কোন দিকে নজর তাদের?  অভিনেত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড ধরে রাখার জন্য এই সব করা হয়। শরীরের কারণে বার বার খবরের শিরোনামে এসেছেন তিনি। তবে নিজের শরীর নিয়ে কোনো ছুতমার্গ নেই নোরার।   নোরার ভাষ্য, আমার শরীর সুন্দর এবং আমার সম্পদ নিয়ে আমি গর্ববোধ করি। আমি কখনওই আমার শরীর নিয়ে লজ্জিত নই।   এসব নিয়ে খুব একটা মাথা ঘামান না নোরা। বরাবরই নিজের মতো করে চলাফেরা  করেন তিনি। অভিনেত্রী বলেন, ছবি শিকারিদের এই প্রবণতা হয়তো ভুল কিন্তু সেটা আলাদাভাবে আলোচনার বিষয়। আমি তো আর একেক জনকে ধরে ধরে ঠিক-ভুলের শিক্ষা দিতে পারব না।      নোরার মতো ম্রুণাল ঠাকুর, পলক তিওয়ারিও এই ঘটনার সম্মুখীন হয়েছিলেন। অভিনেত্রীদের অনুমতি না দেওয়া সত্ত্বেও পিছন থেকে তাদের ছবি তুলেছিলেন পাপারাজ্জিরা। সেসময় ঘটনার বিরোধিতা করেছিলেন তারা।   সূত্র : আনন্দবাজার   
২৪ এপ্রিল ২০২৪, ১৪:১৪

সাবেক স্ত্রী তিন্নি সম্পর্কে হিল্লোলের মন্তব্য 
শোবিজের এক সময়ের আলোচিত দম্পতি আদনান ফারুক হিল্লোল ও শ্রাবস্তী দত্ত তিন্নি। তবে বর্তমানে দুজনেই হাঁটছেন ভিন্ন পথে। ভালোবেসে ২০০৬ সালে প্রেম করে বিয়ে করেছিলেন তারা। যদিও পরবর্তীতে দাম্পত্য কলহের জেরে সংসার জীবনের ইতি টানেন তিন্নি-হিল্লোল। তাদের ওয়ারিশা নামের একটি কন্যা সন্তান রয়েছে।  বিচ্ছেদের পর ছোট পর্দার আরেক অভিনেত্রী নওশিনের সঙ্গে সংসার বাঁধেন হিল্লোল। তবে সাবেক স্ত্রী তিন্নিকে নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় এই অভিনেতাকে।  সম্প্রতি বেসরকারি একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিন্নিকে নিয়ে মুখ খুলেছেন হিল্লোল। পাশাপাশি তিন্নির সঙ্গে বিচ্ছেদের কারণসহ ব্যক্তিগত জীবনের নানান বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।    হিল্লোল বলেন, বর্তমানে তিন্নির সঙ্গে খুবই ভালো সম্পর্ক। আমার মেয়ের ১৬ বছর চলছে। ও ক্লাস নাইনে পড়ে। আমাদের মেয়ের কারণে ওর সঙ্গে যোগাযোগ করতে হয়। আমার বর্তমান স্ত্রীর সঙ্গেও তিন্নির নিয়মিত যোগাযোগ হয়। ছোট মেয়েকে তো সময় দেওয়া হয়। বড় মেয়েকে বছরে একবার সময় দেওয়া হয়। যখন কানাডাতে যাই, তখন বড় মেয়েকে সময় দেই।  এসময় তিন্নি-হিল্লোল সম্পর্ক থেকে কোনো শিক্ষা পেয়েছেন কি না? জানতে চাইলে জবাবে অভিনেতা বলেন, ওখান থেকে কোনো শিক্ষা পাইনি। ওটা ভুল ছিল। আমার কিংবা তার দিক থেকেও হতে পারে। তিন্নিরও হয়তো ভুল ছিল। তবে বর্তমান সম্পর্কে সেই ভুলটা হয়নি। আত্মবিশ্বাসের সঙ্গে আজকে আমাদের সম্পর্কের ১৪ বছর পর এসে বলতে পারি, সেই ভুলটা হয়তো দ্বিতীয় সম্পর্কের ক্ষেত্রে হয়নি।   
২৩ এপ্রিল ২০২৪, ১৫:২৫

নগ্ন পুরুষদের নিয়ে বিদ্যা বালানের মন্তব্য
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। ২০০৩ সালে রুপালি পর্দায় অভিষেক হয় তার। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। সাহসী চরিত্রে অভিনয় করেও নজর কেড়েছেন এই নায়িকা। বিদ্যা বালানের পরবর্তী সিনেমা ‘দো আউর দো পেয়ার’।  সম্প্রতি এই সিনেমার প্রচারণার অংশ হিসেবে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। আর সেখানেই নগ্ন পুরুষদের নিয়ে মন্তব্য করেন বিদ্যা বালান। অভিনেত্রী জানান, এখন নগ্ন পুরুষদেরও বাহবা পাওয়ার সময় এসেছে। জানা গেছে, ২০২২ সালে নগ্ন ফটোশুট করেছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। সেসময় ব্যাপক তোপের মুখে পড়েছিলেন তিনি। অভিনেতার এই ফটোশুটকে কেন্দ্র করে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে রণবীরের এই সাহসিকতার প্রশংসা করেছিলেন বিদ্যা বালান।  এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আগে যা বলেছি এখনও একই কথা বলব। আপনি যে কোনো প্রাপ্তবয়স্কদের পাঠ্য পত্রিকা দেখুন, ‘প্লেবয়’ বা ‘ডেবোনেয়র’-এ আমরা সবসময় নারীদের নগ্ন ছবি দেখি। সেটা কোনো পুরুষ বা সমকামীর ভালো লাগতে পারে।  কিন্তু আমাদের মতো যারা আছেন, তারা কী করবেন? আমাদেরও শখ কিংবা ইচ্ছা থাকতে পারে। তাই এখনও ঠিক সেটাই বলছি— আমার ভালো লেগেছিল। নগ্ন নারীদের অনেক বাহবা দিয়েছি, এখনও হরহামেশাই দিয়ে থাকি। এবার মনে হয় সময় এসেছে, নগ্ন পুরুষদেরও বাহবা পাওয়ার।     সাধারণ মানুষের মতো বলিউডের অনেক তারকাকেই বিবাহ-বহির্ভূত সম্পর্ক জড়াতে দেখা যায়। এই বিষয়টি নিজের অভিমত জানিয়ে বিদ্যা বালান বলেন, আমি এটা মানি যে, বিয়ের বাইরেও প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। আমি যদি এই বিষয়টিকে খাবারের সঙ্গে তুলনা করি, তা হলে বলব, রোজ রোজ ডাল-ভাত খেয়ে আমাদের একটা একঘেঁয়েমি চলে আসে। তাই আমরা নুডলস বা অন্য কিছুর দিকে ঝুঁকি। কিন্তু একটা সময় আসে, যখন আমরা খাঁটি ডাল-ভাতের মর্ম বুঝি। বিবাহ-বহির্ভূত সম্পর্কের নানান বিষয় উঠে এসেছে বিদ্যা বালানের নতুন সিনেমায়। অভিনেত্রী বলেন, আমাদের সিনেমায় শুধু বিবাহ-বহির্ভূত সম্পর্ক দেখানও হয়নি। এর বাইরের অনেক বিষয়ও রয়েছে। আমরা তো নিজেদের প্রেমিক-প্রেমিকার সঙ্গেও প্রতারণা করি।   সূত্র : আনন্দবাজার   
১৯ এপ্রিল ২০২৪, ১০:৩১

শিল্পী সমিতির নির্বাচনের পরিবেশ নিয়ে নিপুণের মন্তব্য
দরজায় কড়া নাড়ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। চলতি বছরও দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নির্বাচনে। ইতোমধ্যে জমে উঠেছে নির্বাচনের প্রচারণা।  সোমবার (১৫ এপ্রিল) নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এসময় তিনি জানান, বর্তমানে নির্বাচনের পরিবেশ খুবই ভালো আছে।  নিপুণ বলেন, আজ থেকে নির্বাচনের প্রচারণায় নেমেছি। এফডিসিতে মানুষের আনাগোনা দেখে বলা যায়, উৎসব মুখোর পরিবেশেই প্রচারণায় নেমেছি। নির্বাচনের পরিবেশ খুব ভালো। দুই প্যানেলেই সবাই আসছে। সবার সঙ্গে সবাই যোগাযোগ করছে। সবমিলিয়ে বলা যায়, বর্তমানের নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট।        জানা গেছে, চলতি বছর ভ্রাম্যমাণ আদালত থাকবে শিল্পী সমিতির নির্বাচনে। এ প্রসঙ্গে নিপুণ বলেন, এটা আমার কাছে ভালো মনে হয়েছে। আমাদের নির্বাচন নিয়ে তো ব্যাপকভাবে আলোচনা হয়। আমার তরফ থেকে এটা নিয়ে কোনো সমস্যা নেই।  ইশতেহারের বিষয়ে চিত্রনায়িকা বলেন, আমি এই মুহূর্তে ইশতেহার নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আমরা শিগগিরই ইশতেহার দেব, তখন বিস্তারিত জানাব।   নিপুণ আরও বলেন, বিগত নির্বাচনে আমার কিছু বিষয় নিয়ে অভিযোগ ছিল। সে সময়ে আমাকে অনেক সহায়তা করেছেন মিডিয়া কর্মীরা। আমি সুষ্ঠু নির্বাচন আশা করি। এখন পর্যন্ত যা দেখছি, আমার মনে হচ্ছে— আগামী ১৯ এপ্রিল একটা সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি আমরা।    
১৬ এপ্রিল ২০২৪, ১১:০৫

শাকিবের সঙ্গে বিয়ে ও সংসার নিয়ে বুবলীর বিস্ফোরক মন্তব্য
শাকিব খান ও বুবলীকে নিয়ে আলোচনা যেন থামছেই না। কিছুদিন পর পর নতুন নতুন ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তারা। প্রেম বিয়ে সন্তান, এরপর বিচ্ছেদ শাকিব-বুবলী ভক্তদের এ খবর অজানা নয়। দীর্ঘ সময় ধরেই এক ছাদের নিচে থাকছেন না দুজন। এমনকি শাকিব বুবলী সম্পর্কে যেখানে গণমাধ্যমে কথা বলতেই নারাজ, সেখানে বুবলী এ প্রসঙ্গে সরবই বলা চলে। এ কথার প্রমাণ আবারও পাওয়া গেল বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত ‘বলা না-বলা’ অনুষ্ঠানে। অনুষ্ঠানটিতে বুবলী জানান, তাদের বিয়ের বয়স ছয়-সাত বছর। পূবাইলে দুজনের সংসার ছিল, যা অনেকেই জানতেন। বিয়ে প্রসঙ্গে বুবলী বলেন, আমাদের বিয়ে পূবাইলে শাকিব খানের বাড়িতেই হয়েছে। কাজি ছিলেন। আমাদের বিয়ের বয়স ছয়-সাত বছর। পূবাইলে আমাদের সংসার ছিল। ওখানকার সবাই জানেন। কাছের ডিরেক্টর-প্রোডিউসার সবাই জানেন। আর যা ছড়ানো হচ্ছে, তার আসলে কোনো ভিত্তি নেই। সবটাই গুজব।  মোহরানার প্রসঙ্গে বুবলী বলেন, বিয়ের কিছুদিন পরই মোহরানা শোধ করে দিয়েছেন শাকিব। বিয়ের পর তাজমহল-আজমির শরিফ যাওয়া হয়েছে। আমরা যেহেতু ব্যস্ত থাকি, সেহেতু যখন একসঙ্গে বসে খাবার খেতাম, সেই ক্ষণটিও আমাদের জন্য অনেক সুন্দর সময় হয়ে যেত।  বুবলীর ভাষ্য, আমরা টাইম নিচ্ছি। আমাদের ডিভোর্স হয়নি। একটি দাম্পত্য সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি হয়। শেহজাদকে নিয়ে একা সংগ্রাম করছি। সেখান থেকে সন্তানের বাবা হিসেবে তাকে কখনো অসম্মান করিনি। আমি কখনোই আক্রমণ করিনি, বরং সব সময় কিছু হলে তার জবাব দিয়েছি। আমি চাই বীর সুস্থ পরিবেশে বেড়ে উঠুক। গণমাধ্যমে একটি খবর এসেছিল, শাকিবের বাসা থেকে আমাকে বের করা হয়েছিল। কিন্তু এটা কখনোই ঘটেনি। শাকিবের বাসার সবাই আমাকে সম্মান করে।  প্রসঙ্গত,শবনব বুবলীকে সবার অগোচরে বিয়ে করেন শাকিব খান ২০১৮ সালে। তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান শেহজাদ খান বীর। 
১১ এপ্রিল ২০২৪, ১৯:০২

নায়িকা শিল্পীকে নিয়ে হেলেনা জাহাঙ্গীরের বিস্ফোরক মন্তব্য (ভিডিও)
আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। এ অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব। এ জন্য কলি-নিপুণ পরিষদে যে, অফার ছিল তা লুফে নিয়েছি। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই বলেন রহস্যময়ী নারী হেলেনা জাহাঙ্গীর। অভিযোগ উঠেছে গঠনতন্ত্রের নিয়ম না মেনেই ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বাধীন কমিটি শিল্পী সমিতির সদস্য করেছেন প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে জেল ফেরত বহিস্কৃত হেলেনা জাহাঙ্গীরকে। জানা গেছে, কার্যকরী পরিষদের সিদ্ধান্ত ছাড়াই তিনিসহ আরো বেশ কয়েক জনকে সদস্য করেছে নিজের ভোট বাড়ানোর জন্য। শিল্পী তালিকায় হেলেনা জাহাঙ্গীরের নাম প্রকাশ্যে আসতেই সাধারণ শিল্পীরা নিন্দা জানায়। অনেকেই নিজের অভিমত জানিয়ে প্রশ্ন রেখে নেট দুনিয়ায় ঝড় তুলেন। এসব তোয়াক্কা না করেই নিজের কার্যক্রম চালিয়ে নিচ্ছেন হেলেনা জাহাঙ্গীর। হেলেনা জাহাঙ্গীরের সদস্য পদ নিয়ে অভিযোগ তুলে নায়িকা শিল্পী বলেন, আমি এখানে হেলেনা জাহাঙ্গীরের দোষ দেখছি না। এইটির ব্যাখ্যা নিপুণের দেয়া উচিত। আমার ড্রাইভারও একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কই সে তো শিল্পী সমিতির সদস্য নয়।  নায়িকা শিল্পীর এমন মন্তব্যের পর হেলেনা জাহাঙ্গীর আরটিভিকে বলেন, আমি আমার কোন ফ্রেন্ডদের নিয়ে কখনও সমালোচোনা করি না। শিল্পীর সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক। ও যদি তার ড্রাইভারের সঙ্গে আমাকে তুলনা করে থাকে তবে আমি বলবো এটি তার মন মানসিকতা। আমি অন্য কাউকে নিয়ে সমালোচনা কিংবা তুলনা করবো না। আসলে এটি আমার চরিত্রে নাই। এক একজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক এক রকম। আমি সেই সব ফ্যামিলি বিলং করি না যারা অন্যদের সমালোচনা করে।     
১০ এপ্রিল ২০২৪, ১৬:১০

প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে নিয়ে শ্রীলেখার বিস্ফোরক মন্তব্য
টলিপাড়ার অন্যতম ঠোঁটকাটা ব্যক্তিত্ব শ্রীলেখা মিত্র। বছর তিনেক আগে ইন্ডাস্ট্রির ‘হেভিওয়েট’দের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। স্বজনপোষণের অভিযোগ এনেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ফের সরব হলেন শ্রীলেখা। ভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন অজানা অনেক কথা।  বছর কয়েক আগে ঋতুপর্ণা বলেছিলেন, আমি তো ১৫ বছর বুম্বাদার সঙ্গে কাজ করিনি, তখন কেন শ্রীলেখা কাজ করল না প্রসেনজিতের সঙ্গে।  বিষয়টি নিয়ে শ্রীলেখার স্পষ্ট জবাব, আমরা প্রায় একসময়ই ছবি করা শুরু করি, তখন তো ওদের (প্রসেনজিৎ-ঋতুপর্ণা) প্রেমটা ছিল। সেই সময় ব্যাপারটা আজকের মতো ছিল না। প্রযোজক হিরোর কাছে আসত। সেই সময় হিরো শুধু নায়িকা নয়, চরিত্রাভিনেতাদের নামও বলে দিত। এটাই পাওয়ার গেম। এখন তো আর সেটা সম্ভব নয়। এটা সোশ্যাল মিডিয়ার যুগ। মানুষ এসব করার আগে পাঁচবার ভাববে। মি টু-ফি টু, এত কিছু হয়ে গেছে। প্রসেনজিতের কাছ থেকে কোনো ধরনের কুপ্রস্তাব পাননি উল্লেখ করে তিনি বলেন, একটা ব্যাপার হয়ে গেছে…বুম্বাদা আমাকে কোনোরকম প্রস্তাব দিয়েছিল। আমি স্পষ্ট করে দিতে চাই, বুম্বাদা আমাকে কোনোদিন কুপ্রস্তাব দেয়নি। আমি সেই সময় শুধু কাজ করতাম। কাজের পরে আড্ডাটা মারিনি। ফলে কারও কোনো গুডবুকে ছিলাম না। কারণ, আমি মনে করতাম কাজ করাই আমার পিআর। আমি আজ পর্যন্ত কোনোদিন প্রেস ডেকে বড় করে জন্মদিনও পালন করিনি।
০৮ এপ্রিল ২০২৪, ১৩:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়