• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo
সিজার ছাড়াই একসঙ্গে ৫ সন্তানের জন্ম
ভারতের বিহার রাজ্যে স্বাভাবিকভাবে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন তাহেরা বেগম নামে এক নারী।  রোববার (৫ মে) ভোরে রাজ্যের উত্তর দিনাজপুর জেলার এক বেসরকারি নার্সিংহোমে পাঁচ নবজাতকের জন্ম দেন ওই নারী। পরিবার সূত্রে জানা গেছে, বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাভেদ আলম পেশায় পরিযায়ী শ্রমিক। তার স্ত্রী তাহেরা বেগম। তাদের একটি দেড় বছরের সন্তান রয়েছে। চিকিৎসক ফারজানা নুরি বলেন, ওই নারীকে আগেই জানানো হয় তার গর্ভে পাঁচ সন্তান রয়েছে। পরে রোববার ভোরে তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যে সিজার ছাড়াই তার পাঁচ সন্তানের জন্ম হয়। আপাতত ওই নারী ভালো আছেন।  
৫ ঘণ্টা আগে

নেপালের ১০০ টাকার নোটে ভারতের তিন এলাকা, মুখ খুললেন জয়শংকর
নেপালের ১০০ টাকার নোটে ভারতের তিন এলাকা উল্লেখ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। রোববার (৫ মে) দেশটির ভুবনেশ্বরে একটি অনুষ্ঠানে তিনি বলেন, একতরফাভাবে নেপাল এই পরিবর্তন করলেও তা বাস্তবকে বদলাতে পারবে না। জয়শংকর বলেন, আমি রিপোর্টটি দেখেছি। এখনও খুঁটিয়ে দেখা হয়নি। কিন্তু আমাদের অবস্থান খুবই পরিষ্কার। নেপালের সঙ্গে সীমান্তসংক্রান্ত বিষয়ে আমাদের আলোচনা চলছে। এর মধ্যেই ওরা একতরফাভাবে কিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু এমনটা করলে পরিস্থিতি কিংবা বাস্তব কিছুই পাল্টাবে না। নেপালের নতুন ১০০ টাকার নোটে ভারতীয় ভূখণ্ড লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে দেখানো হয়েছে। নেপাল সরকারের মুখপাত্র রেখা শর্মা জানিয়েছেন, প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ডর সভাপতিত্বে ক্যাবিনেটের এক বৈঠকে নেপালের নোটে ওই নতুন মানচিত্র ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ওই তিন এলাকা ভারতীয় ভূখণ্ডেরই অংশ বলে জানায় নয়াদিল্লি। কিন্তু নেপালও দীর্ঘদিন ধরে দাবি করেছে ওই তিন এলাকা তাদেরই অংশ। গত ২০২০ সালের ১৮ জুন নেপাল সরকার যে মানচিত্র প্রকাশ করেছিল সেখানে ওই তিন এলাকাকে সেদেশেরই অংশ বলে দেখানো হয়। বর্তমানে সেই বিতর্কই উসকে দিচ্ছে এই নতুন ১০০ টাকার নোট।  উল্লেখ্য, নেপালের সঙ্গে ভারত ১ হাজার ৮৫০ কিলোমিটার এলাকা ভাগ করে সীমান্তে। এর মধ্যে রয়েছে পাঁচটি রাজ্য। যথা- সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড।
৫ ঘণ্টা আগে

ভেঙে গেল ভারতের ১২৭ বছরের পুরোনো গোদরেজ গ্রুপ
ভারতের জনপ্রিয় এবং পুরোনো ব্যবসায়ী গোষ্ঠী গোদরেজ গ্রুপের মালিকেরা তাদের ব্যবসা ভাগ করার বিষয়ে একমত প্রকাশ করেছেন। ফলে ১২৭ বছরের পুরোনো এই গ্রুপটি ভেঙে যাচ্ছে। নতুন করে গোদরেজ এন্টারপ্রাইজ এবং গোদরেজ ইন্ডাস্ট্রিজ নামে দুটো আলাদা গ্রুপ তৈরি হচ্ছে। ১৮৯৭ সালে গোদরেজ গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন দুই ভাই আরদেশির গোদরেজ এবং পিরোজশা বুরজোরজি গোদরেজ। গ্রুপের বর্তমান মালিকেরা প্রায় ৫৯ হাজার কোটি রুপির (৭০০ কোটি ডলার) ব্যবসা ভাগ করতে যাচ্ছেন। তবে গোদরেজ এন্টারপ্রাইজ এবং গোদরেজ ইন্ডাস্ট্রিজ নামে দুটো আলাদা গ্রুপে ভাগ হয়ে ব্যবসা পরিচালনা করলেও তারা গোদরেজ ব্র্যান্ড ব্যবহার করতে পারবে। ৭৫ বছর বয়সী জামশিদ গোদরেজ ‘গোদরেজ এন্টারপ্রাইজ গ্রুপের’ (জিইজি) নেতৃত্বে থাকবেন। যিনি গ্রুপটির চেয়ারপারসন এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। আর নির্বাহী পরিচালকের দায়িত্বে থাকবেন নিরিকা হোলকার। এই গ্রুপটি গোদরেজ অ্যান্ড বয়েস কোম্পানির মালিকানা পেয়েছে যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যারোস্পেস, তালা এবং নির্মাণ ব্যবসায় জড়িত। অন্যদিকে ৭৩ বছর বয়সী নাদির গোদরেজ ‌‘গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের’ (জিআইজি) নেতৃত্বে থাকবেন । তিনি গ্রুপটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। জিআইজির যেসব কোম্পানির মালিকানা পেয়েছে তার মধ্যে আছে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ প্রপার্টিজ, গোদরেজ অ্যাগ্রোভেট এসটেক লাইফসাইন্সেসের মত প্রতিষ্ঠান। নাদির গোদরেজের ভাই আদি গোদরেজ এবং পরিবারের সদস্যরা গ্রুপটির পরিচালনার দায়িত্বে থাকবেন। ২০২১ সালের আগস্টে গোদরেজ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন ৮২ বছর বয়সী আদি গোদরেজ । তিনি তার ভাই নাদির গোদরেজের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ২০২৬ সালের আগস্টে নাদির গোদরেজের পরিবর্তে গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের মালিকানা পাবেন আদি গোদরেজের ছেলে পিরোজশা গোদরেজ। সূত্র : রয়টার্স
০২ মে ২০২৪, ১৫:৪৭

বৃষ্টি আইনে ভারতের কাছে হারল বাংলাদেশ
অল্প পুঁজি নিয়েও ভারতকে বেশ শক্তভাবে চেপে ধরেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই শেফালির ভার্মার উইকেট তুলে নেন মারুফা আক্তার। তবে এই ম্যাচে এই উইকেটই বাংলাদেশের আনন্দের একমাত্র উপলক্ষ্য।  এরপর দ্রুতই রান তাড়া করতে থাকে সফরকারীরা। তবে ইনিংসের ৫ দশমিক ২ ওভারে ৪৭ রানের মাথায় বৃষ্টির বাগড়ায় থেমে যায় ম্যাচ। এরপর এক ঘণ্টা ম্যাচ বন্ধ থাকলেও আর বল মাঠে গড়ায়নি। মাঠ খেলার অনুপযোগী হওয়ায় ইনিংস ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। এতে বৃষ্টি-আইনে ১৯ রানে জয় পায় সফরকারীরা। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ঝোড়ো শুরু করেন দিলারা আক্তার। তবে বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি তিনি। ৬ বলে ১০ রানে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। তিনে ব্যাটিংয়ে নেমে সোবহানা মোস্তারিও দারুণ শুরু করেছিলেন। তবে পাওয়ার প্লের শেষ ওভারে লেগ-বিফোরের ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেন তিনি। ৪ বাউন্ডারিতে ১৫ বলে ১৯ রানের ইনিংস সাজান এই ব্যাটার। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন নিগার সুলতানা জ্যোতি। তবে এদিন ব্যর্থ হন আগের ম্যাচে হাফ-সেঞ্চুরি করা টাইগ্রেস দলপতি। জ্যোতির বিদায়ের পরই মূলত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। ৬৪ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ স্কোর বোর্ডে ৫ রান যোগ করতেই আরও ২ উইকেট হারিয়ে ফেলে। এরপরই বৃষ্টি নামলে ৫ উইকেট ৬৯ রান নিয়ে দ্রুত মাঠ ছাড়ে বাংলাদেশ। বৃষ্টিতে প্রায় এক ঘণ্টা ম্যাচ বন্ধ থাকলেও দৈর্ঘ্য কমেনি ম্যাচের। আর নতুন করে ব্যাটিংয়ে নেমে শেষটা ভালোভাবে রাঙাতে পারেননি বাংলাদেশও। মুর্শিদা একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিলে দ্রুতই গুটিয়ে যায় স্বাগতিকদের ব্যাটিং লাইন-আপ। শেষ পর্যন্ত ইনিংসের শেষ ওভারে ৪৯ বলে ৪৬ রানে থামেন মুর্শিদা। এতে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৯ রানের পুঁজি পায় বাংলাদেশ।
৩০ এপ্রিল ২০২৪, ২১:৪৪

চমক রেখে বিশ্বকাপ দল ঘোষণা ভারতের
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসন। এ ছাড়া লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও শিভাম দুবেও এই দলে আছেন। তবে মূল দলে জায়গা হয়নি শুভমান গিল ও রিংকু সিংয়ের। রিজার্ভ হিসেবে তাদের রাখা হয়েছে। এদিকে শিভাম দুবের সঙ্গে হার্ডিক পান্ডিয়াকেও বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে লম্বা সময় মাঠের বাইরে থাকা ঋষভ পান্ত। তবে আইপিএলে ফিরেই দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। সাঞ্জু ফেরায় বাদ পড়েছেন অভিজ্ঞ কেএল রাহুল। মূলত টপ-অর্ডার স্লট না থাকায় স্কোয়াডে জায়গা হয়নি তার। ভারতের বিশ্বকাপ স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পন্ত, সাঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। ট্রাভেলিং : শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আভেস খান।
৩০ এপ্রিল ২০২৪, ১৭:২৪

বিশ্বকাপের আগে ভারতের মুখোমুখি বাংলাদেশ
আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টে আলাদা গ্রুপে খেলবে বাংলাদেশ ও ভারত। তবে এই মহাযজ্ঞের আগেই রোহিত শর্মার দলের মুখোমুখি হবে টাইগাররা। নিউইয়র্কে আইসিসির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে প্রতিবেশী দেশের বিপক্ষে খেলবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। যদিও এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আইসিসি ও বিসিবি। তবে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশের প্রথম সারির একটি গণমাধ্যম। জানা গেছে, আসন্ন এই বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ একদম নিশ্চিত। তবে আইসিসি থেকে এই বিষয়ে চূড়ান্তভাবে জানানোর আগে এই বিষয়ে মন্তব্যে নারাজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ।  এদিকে আইসিসির প্রতিটি ইভেন্টের আগে প্রতিটি দল দুটি করে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। তবে এবার যৌথ আয়োজক ও খরচ অনেক ব্যয়বহুল বিবেচনায় এই নিয়মে কিছুটা শিথিলতা আনা হচ্ছে। কোনো দল চাইলে সর্বোচ্চ দুটি, আবার একটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারবে। অন্যদিকে বৈশ্বিক এই মহাযজ্ঞের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে শান্তর দল। আগামী ২১, ২৩ ও ২৫ মে গড়াবে ম্যাচ তিনটি। আর প্রস্তুতি ম্যাচ দুটির সম্ভাব্য তারিখ ২৮ মে ও ১ জুন।  তাই ভ্রমণক্লান্তি বিবেচনায় বিশ্বমঞ্চের আগে বাংলাদেশ দুটি নাকি একটি ম্যাচ খেলবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। মূলত প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও টিম ম্যানেজমেন্টের ওপরই বিষয়টা পুরোপুরি নির্ভর করছে।
২৮ এপ্রিল ২০২৪, ১৩:০০

বিকেলে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় নারী ক্রিকেট দল। আজ (রোববার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু স্থানীয় সময় বিকেল ৫টায়। শনিবার (২৭ এপ্রিল) সিলেটের সুরমা নদীর তীরে (কিন ব্রিজের পাশে) ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং ভারত দলনেতা হারমানপ্রীত। গত বছর বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারতীয় নারীরা। সিরিজে একটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। যা ছিল টাইগ্রেসদের এই ফরম্যাটে ভারতের বিপক্ষে দ্বিতীয় জয় । তবে ওয়ানডে সিরিজের স্মৃতি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তিন ওয়ানডের তৃতীয় ম্যাচটি নাটকীয়ভাবে টাই করে ভারতের সাথে ১-১ সমতায় সিরিজ শেষ করেছিলো বাংলাদেশ। সব মিলিয়ে ১৩ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। এর মধ্যে ভারতের জয় ১১টিতে। তাই ফেভারিট হিসাবেই সিরিজ শুরু করবে ভারত। সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ছয় ম্যাচ হেরে চাপে রয়েছে বাংলাদেশ। অজিদের কাছে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। ভারতের জন্য সর্বশেষ বাংলাদেশ সফরটি ছিল বেশ ঘটনাবহুল। শেষ ওয়ানডেতে আউট হবার পর ব্যাট দিয়ে স্টাম্প ভাঙ্গেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। পরবর্তীতে দুর্বল আম্পায়ারিং নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। শেষ পর্যন্ত ঐ ম্যাচটি টাই হয়। ঐ সিরিজে আম্পায়ার তানভীর আহমেদের দিকে আঙ্গুল তুলেছিলেন হারমানপ্রীত। এই সিরিজে আম্পায়ারিং প্যানেলে রাখা হয়নি তাকে। বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মারুফা আক্তার, মর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা আক্তার, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি। ভারত স্কোয়াড : হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ, যষ্টিকা ভাটিয়া, রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, আশা সোভানা, সাইকা ইসহাক, তিতাস সাধু ও রেনুকা সিং।
২৮ এপ্রিল ২০২৪, ০০:০০

ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
তীব্র তাপদাহের মধ্যেই ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের পাটনার একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। ২০ জনকে নিরাপদে বের করেছেন উদ্ধারকারীরা। পুলিশ সূত্রে জানা গেছে, পাটনা রেলস্টেশনের কাছেই অবস্থিত ওই হোটেলটি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হোটেলটিতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে মৃত্যু হয় হোটেলে থাকা ৬ জনের। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়ে  দমকল বিভাগের ডিজি শোভা ওহাটকর জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিলিন্ডার ফেটে গিয়েই আগুন ধরে গেছে হোটেলে। স্থানীয় এসএসপি রাজীব মিশ্র জানিয়েছেন বেশ খানিকক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে হোটেলে আগুন লাগল, আপাতত সেই নিয়ে তদন্ত শুরু হবে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
২৫ এপ্রিল ২০২৪, ১৮:৪৯

ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক ‘পদ্মশ্রী’ পদক গ্রহণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রসংগীতে অসামান্য অবদানের জন্য তাকে এই সম্মাননা দিয়েছে ভারত সরকার।    সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন তিনি।  এদিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়সহ বিশিষ্টজনেরা। জানা গেছে, চলতি বছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন গুণী ব্যক্তিত্বকে পদ্মবিভূষণ, ১৭ জনকে পদ্মভূষণ ও ১১০ জনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। তাদের মধ্যে ৩০ জন নারী, ৮ জন বিদেশি এবং ৯ জন মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন। গেল ২৫ জানুয়ারি ভারত সরকার ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করে। সোমবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব সম্মাননা সমাজের নানা ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়।  ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক পান রেজওয়ানা চৌধুরী বন্যা। ২০১৭ সালে  ‘বঙ্গভূষণ’ পদক পান তিনি। এ ছাড়াও বহু পুরস্কার পেয়েছেন এই গায়িকা। ‘পদ্মশ্রী’ ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলোর মধ্যে একটি। প্রতি বছর ‘পদ্মবিভূষণ’, ‘পদ্মভূষণ’ এবং ‘পদ্মশ্রী’ নামে তিনটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়।   সূত্র : এএনআই  
২৩ এপ্রিল ২০২৪, ১২:৩০

ভারতের পররাষ্ট্র সচিব যেদিন আসতে পারেন ঢাকায়
আগামী মে মাসের শুরুর দিকে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা ঢাকায় আসতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রোববার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিবের স্থগিত হওয়া সফরের বিষয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পররাষ্ট্র সচিব বলেন, তাদের কিছু সমস্যার কারণে আপাতত সফর স্থগিত হয়েছে। কিন্তু আগামী মাসের প্রথম দিকেই রিশিডিউল হওয়ার কথা রয়েছে। বিনয় কোয়াত্রা ঢাকায় এলে তার মূল বৈঠক হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। বৈঠকে আলোচনায় বিষয়ে জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, আমাদের লেভেলে যখন বসা হয়, তখন আমরা সব বিষয় নিয়ে আলোচনা করি। ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানাতে আসছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, আমি তা বলতে পারব না। গত ২০ এপ্রিল এক দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসার কথা ছিল ভারতীয় পররাষ্ট্র সচিবের। কিন্তু হঠাৎ করেই সফরটি স্থগিত করে দিল্লি।
২১ এপ্রিল ২০২৪, ১৮:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়