• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

উপজেলা নির্বাচনে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি

আরটিভি নিউজ

  ০৬ মে ২০২৪, ১৬:৫৬
উপজেলা নির্বাচনে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি
ফাইল ছবি

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বুধবার (৮ মে)। এ উপলক্ষে এদিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

সোমবার (৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী ১৪১টি উপজেলা পরিষদের (সংযুক্ত তালিকা অনুযায়ী) সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন অর্থাৎ ৮ মে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা হলো।

উল্লেখ্য, চলতি বছরের ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৫ এপ্রিল, যাচাই-বাছাই ছিল ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ এপ্রিল। প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয় ২৩ এপ্রিল। আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোটগ্রহণ।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৫৭ উপজেলায় মঙ্গলবার সাধারণ ছুটি
মোদি বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন: কেজরিওয়াল
‘জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে’
‘এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না’
X
Fresh