• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬

কলকাতা প্রতিনিধি

  ২৫ এপ্রিল ২০২৪, ১৮:৩৩

তীব্র তাপদাহের মধ্যেই ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের পাটনার একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। ২০ জনকে নিরাপদে বের করেছেন উদ্ধারকারীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, পাটনা রেলস্টেশনের কাছেই অবস্থিত ওই হোটেলটি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হোটেলটিতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে মৃত্যু হয় হোটেলে থাকা ৬ জনের। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

এ বিষয়ে দমকল বিভাগের ডিজি শোভা ওহাটকর জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিলিন্ডার ফেটে গিয়েই আগুন ধরে গেছে হোটেলে।

স্থানীয় এসএসপি রাজীব মিশ্র জানিয়েছেন বেশ খানিকক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে হোটেলে আগুন লাগল, আপাতত সেই নিয়ে তদন্ত শুরু হবে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দগ্ধ শিশু লামিয়াও বেঁচে রইল না
দগ্ধ আরও একজনের মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
ভাষানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু
X
Fresh