• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo
৫ বলে ওভার!
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত নারী দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি চলছে। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীরা ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে। তবে ভারতীয় ইনিংসের শুরুর দিকে ঘটেছে আজব এক ঘটনা। ইনিংসের তৃতীয় ওভারটা করেন টাইগ্রেস পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। ওই ওভারে মোটে একটি রান আসে। বিপরীতে তিনটি ডট বল করেন ফারিহা। তার ওভারের পঞ্চম বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। ফারিহার অফ স্ট্যাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারি মিড উইকেটের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন ভারতীয় ওপেনার। তবে তা স্মৃতির ব্যাট মিস করে লেগ স্ট্যাম্পে আঘাত হানে। এরপর আরেক ব্যাটার শেফালি ভার্মা ক্রিজে নামতে বেশ খানিকটা সময় নেন। তাতেই বোধহয় দুই আম্পায়ারের খেয়াল ছুটে যায়। এই ওভারের একটি বল বাকি থাকতেই ওভার শেষের ডাক দেন আম্পায়ার মোরশেদ আলি খান। এমনটাই দেখাচ্ছে ক্রিকেটের দুই জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ। তবে এখানেই শেষ না। টি-স্পোর্টসের ডিজিটাল মাধ্যমে প্রচারিত সম্প্রচারেও এমনটা দেখা গেছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। যেমন ২০১২ সালে অ্যাডিলেডে শ্রীলঙ্কা-ভারত ম্যাচে লাসিথ মালিঙ্গার একটি ওভার পাঁচ বলে শেষ করেন আম্পায়ার সিমন ফ্রাই। এ ছাড়া ২০২১ সালে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ম্যাচে এক ওভারে পাঁচ বল দেন আম্পায়ার গাজী সোহেল।
২৯ এপ্রিল ২০২৪, ১১:৫৩

ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
ইরানের ওপর ফের কোনো হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইসরায়েল যদি ইরানের ওপর হামলা চালালে ইসরায়েলের পরিণতি ভয়াবহ হবে। মঙ্গলবার (২৩ এপ্রিল) পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন। রাইসি বলেন, যদি ইসরায়েল আবারও ইরানে হামলা করে তাহলে ইসরায়েল আর থাকবে না। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  সিএনএন প্রতিবেদনে জানায়, ইসরায়েলকে হুমকি দিয়ে ইরানি প্রেসিডেন্ট আরও বলেছেন, যদি ইসরায়েল আবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমতাকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। এদিকে ইরানের বিশাল হামলার পাল্টা জবাব দিতে ইরানের ইস্ফাহানে ছোট হামলা চালায় দখলদার ইসরায়েল। তবে উত্তেজনা থামিয়ে দিতে বিষয়টি চেপে যায় ইরান। তবে আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি ইসরায়েলও। সিএসএন প্রতিবেদনে আরও জানায়, ইরানে আরও বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল। কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে ভয় থেকে সিদ্ধান্ত পরিবর্তন করে। প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলার জবাবে ১৩ এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। কনস্যুলেটে হামলার জবাবে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় তেহরান।
২৪ এপ্রিল ২০২৪, ০৬:১৬

মন্ত্রীর আত্মীয় বলে ছাড় পাবে না : পলক
নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারপিটের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এ ঘটনায় পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে, এখানে মন্ত্রীর আত্মীয়-স্বজন বলে কেউ ছাড় পাবে না। দেলোয়ারের ওপর হামলার ঘটনায় মামলার তদন্তে প্রতিমন্ত্রী নিজে বা অন্য কেউ প্রভাব খাটাবে না বলেও তিনি জানান। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দেলোয়ার হোসেনকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান তিনি। এ সময় তিনি দেলোয়ারের চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি দেলোয়ারের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। এ ছাড়া আহতের পরিবারের সদস্যের সঙ্গে দেখা করেন পলক। এ সময় এই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। এর আগে গত সোমবার বিকেলে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে মারধর করে একটি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘণ্টাখানেক পর সিংড়ার সাঐল গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতির দিকে। এ ঘটনায় তার বড় ভাই মজিবর রহমান বাদী হয়ে মামলা করলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করার পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছেন।
১৯ এপ্রিল ২০২৪, ১৩:০২

‘চালের দাম কমানোর কথা বলে আরও বাড়িয়েছে সরকার’
সরকার চালের দাম কমানোর কথা বলে আরও বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার (১৪ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, ‘সব জায়গায় লুটপাটের ক্ষেত্র তৈরি হয়েছে। চালের দাম চড়া। চালের দাম কমানোর কথা বলে সরকার দাম আরও বাড়িয়েছে। সরকারের লোকজন সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে। সিন্ডিকেন্ডের কারণে ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়ছে। ঋণখেলাপিরা সরকারের ঘনিষ্ঠ লোক। ঋণের পর ঋণ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তাদের।’   তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার ঈদে কেনাকাটা অনেক কম হয়েছে। সব মিলিয়ে ঈদ উপলক্ষে সাধারণ মানুষদের আনন্দ কান্নায় পরিণত হয়েছে। যারা গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়, তারা কেউ ভালো নেই।’ ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন? বিএনপি এক হাজার ইফতার পার্টি করতেই পারে। গরিব- দুঃখীদের নিয়ে ইফতার করেছে বিএনপি। কিন্তু ভারত থেকে নায়ক-নায়িকা নিয়ে এসে পার্টি করেন, ওখানে টাকা খরচ হয় না? সরকার সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছে।’
১৪ এপ্রিল ২০২৪, ১৭:৪১

৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে আইরের ইতিহাস
টি-টোয়েন্টিতে হরহামেশাই চার-ছক্কার ফুলঝুরির দেখা মেলে। তবে ৬ বলে ৬ ছক্কা হাঁকানোর নজির খুব একটা নেই। এবার সেই বিরল ঘটনাই ঘটালেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং আইরে। ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে ভারতের যুবরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের পাশে নাম বসালেন তিনি। শনিবার (১৩ এপ্রিল) ওমানের আল আমিরাত স্টেডিয়ামে এসিসি প্রিমিয়ার কাপে কাতারের মুখোমুখি হয় নেপাল। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে নেপাল।  উদ্বোধনী জুটি খুব বেশিক্ষণ স্থায়ী না হলেও ঠিকই ফিফটি পূর্ণ করেন ওপেনার আসিফ শেখ। ৪১ বলে ৫২ রানে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার।  এরপর ব্যাট করতে নেমে ১৮ বলে ৩৫ রানে ফেরেন কুশল মাল্লা। তবে একপ্রান্ত আগলে রেখে টর্নেডো ইনিংস খেলেন দীপেন্দ্র সিং আইরে। মাত্র ২১ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসের শেষ ওভারে ডানহাতি পেসার কামরান খানের ওভারে ৬ ছক্কা হাঁকান আইরে। ফলে এ নিয়ে তৃতীয়বার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ বলে ৬ ছক্কার ঘটনা দেখল ক্রিকেটবিশ্ব। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১০ রানের পুঁজি পায় দলটি। এর আগে, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ড ব্রডকে ৬ বলে ৬ ছক্কা হাঁকান ভারতের যুবরাজ সিং। এরপর ২০২১ সালে আকিলা ধনাঞ্জয়াকে ৬ ছক্কা হাঁকান ক্যারিবিয়ান তারকা ব্যাটার পোলার্ড। নেপালের হয়ে ৬০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। এর আগেও টানা ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। তবে সেটি দুটি আলাদা ওভার থেকে এসেছিল। মঙ্গোলিয়ার বিপক্ষে সেই ম্যাচে টি-টোয়েন্টির সর্বোচ্চ ৩১৪ রানের রেকর্ড গড়েছিল নেপাল। ৯ বলে হাফসেঞ্চুরি তুলে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন তিনি। এতে যুবরাজ সিং, ক্রিস গেইল ও হজরতুল্লাহ জাজাইকে পেছনে ফেলেন আইরে।
১৩ এপ্রিল ২০২৪, ১৯:৫৬

অফিসে মিথ্যা বলে আইপিএলের গ্যালারিতে নারী, অতঃপর....
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) শুধু ক্রিকেটারদেরই নয়, ভাইরাল করে দেয় ক্রিকেটপ্রেমীদেরও। ভারতের বেঙ্গালুরুতে তেমনই ঘটনা ঘটেছে। অফিসে মিথ্যা কথা বলে স্বামীর সঙ্গে খেলা দেখতে গিয়েছিলেন এক নারী। তবে তার বিপত্তি বাড়িয়েছে টেলিভিশনের ক্যামেরা। টিভির পর্দায় তাদের দেখে ফেলেছেন অফিসের বস। সোমবার (৮ এপ্রিল) এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।  প্রতিবেদন থেকে জানা গেছে, নেহা দ্বিবেদী নামের এক নারী পারিবারিক জরুরি কাজের’ কথা বলে অফিস থেকে ছুটি নিয়েছিলেন। কিন্তু সেটি মিথ্যা ছিল। মূলত তিনি আইপিএলে তার তার প্রিয় দলের খেলা দেখার জন্য তিনি এই ছুটি নেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গত ২ এপ্রিল বেঙ্গালুরুতে খেলেছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। মাঠে বসে খেলা দেখার সময় কয়েক সেকেন্ডের জন্য টিভি ক্যামেরায় দেখানো হয় নেহাকে। আর সেই দৃশ্যটাই চোখে পড়ে যায় বসের।             View this post on Instagram                       A post shared by Neha Dwivedi (@mishraji_ki_bitiya) এরপর যা হয়েছে ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন নেহা। তিনি জানান, প্রিয় দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ম্যাচ দেখতে ‘ফ্যামিলি ইমার্জেন্সি’র কথা বলে অফিস থেকে ছুটি নিয়ে খেলা দেখতে গিয়েছিলাম। কিন্তু এক পর্যায়ে দর্শক সারিতে বসা আমাকে টিভির ক্যামেরায় দেখানো হয়। আর তা চোখে পড়ে যায় বসের। পরে বিষয়টি জানাতে বস নিজেই মেসেজ করেন নেহাকে। ইনস্টাগ্রামের ওই পোস্টে বসের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি। তাতে দেখা যায়. নেহার বস জানতে চাচ্ছেন, আপনি কি আরসিবির ভক্ত?   জবাবে নেহা বলেন, হ্যাঁ'। এরপর বস বলেন, তাহলে আপনি নিশ্চয় গতকাল খুব অসন্তুষ্ট ছিলেন। ওরা ফিল্ডিংয়ে একটি ক্যাচ মিস করার সময় আপনাকে খুব উদ্বিগ্ন চেহারায় দেখেছি। ১৬.৩ ওভারে যখন কিপার ক্যাচ মিস করলো, তখন।   হাতেনাতে ধরা পড়ে যাওয়ার পর নেহা স্বীকার করে নেন, ওটা তিনিই ছিলেন। বলেন, হ্যাঁ, অনুজ রাওয়াত ক্যাচ মিস করেছিল।   এরপর নেহার বস বলেন, মাত্র কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরায় আপনাকে দেখিয়েছিল। আর তাতেই আমি চিনে ফেলেছি। তাহলে এটাই ছিল গতকাল দ্রুত বেরিয়ে যাওয়ার কারণ।   এরপর তিনি একটি হাসির ইমোজি দিয়ে কথপোকথন শেষ করেন। নেহার পোস্টে নেটিজেনদের একজন লিখেছেন, বসও তাহলে অফিসে বসেই খেলা দেখছিলেন। কেউ আবার লিখেছেন, অনেকেই ক্যামেরায় ধরা পড়ার চেষ্টা করেন নানাভাবে। নেহা চাননি, কিন্তু তার ভাগ্যটাই খারাপ, তিনিই ফ্রেমবন্দি হলেন। এমন মজাদার নানা কমেন্টও দেখা যাচ্ছে নেহার পোস্ট।
০৯ এপ্রিল ২০২৪, ২০:৪৬

অন্যের ভালো লাগবে বলে জামা পরি : অপরাজিতা
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ সাহসী এই অভিনেত্রী। সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন আনন্দবাজার পত্রিকার। সেখানে কথা বলেন নানান বিষয়ে। এক প্রশ্নের জবাবে অপরাজিতা বলেন, আমার মনে হয়, কে কী ভাবে শাড়ি পরবেন, সেটা তার ব্যক্তিত্বের ওপর নির্ভর করে। আমার খুব ভাল চেহারা, আমি চাই মানুষের প্রশংসার তীব্রতা আমাকে আকর্ষণ করুক। তার চোখে দারুণ দেখতে লাগছে। কেউ যদি লো কাট ব্লাউজের সঙ্গে শিফন শাড়ি পরেন, তিনি যদি আত্মবিশ্বাসী হন, তাহলে পরবেন। তিনি আরও বলেন, আমরা তো নিজের জন্য জামাকাপড় পরি না, অন্যের আমাকে ভালো লাগবে বলে পরি। মানুষ যদি শুধু নিজের জন্য জামাকাপড় পরত, তাহলে তো ম্যাক্সি পরেই কেটে যেত। কিন্তু আমার ব্যক্তিগত মত, আমি নিজে এমন পোশাক পরব যা সর্বজনগ্রাহ্য। পোশাকের মাধ্যমে কোনো ব্যক্তি কী ধরনের বার্তা দিতে চাইছেন, সেটা তার মানসিকতার ওপর নির্ভর করে। অভিনেত্রীর এমন মন্তব্যে নেটিজেনরা মেতেছেন নানা কথায়, নানা সমালোচনায়।
০৭ এপ্রিল ২০২৪, ১৯:৪৩

তাসকিনের বলে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আল-আমিন
ডিপিএলে পেসার তাসকিন আহমেদের বলে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন গাজী গ্রুপের ব্যাটার আল-আমিন জুনিয়র। এ ঘটনায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে চোট কতটা গুরুত্বর, তা এখনও জানা যায়নি। সিটি স্ক্যানের পর বিস্তারিত জানা যাবে। শনিবার (৩০ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয় আবাহনী ও গাজী গ্রুপ। ম্যাচের একপর্যায়ে বল হাতে আক্রমণে আসেন তাসকিন। এ সময়ে তার হালকা লাফিয়ে উঠা একটি বল ব্যাটিংয়ে থাকা আল-আমিনের মাথায় লাগে। মূলত বলটি ছেড়ে দিতে চেয়েছিলেন এই ব্যাটার। তবে তিনি ব্যর্থ হলে বলটি আল-আমিনের মাথায় আঘাত করে।  মুহূর্তেই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েন আল-আমিন। ফিল্ডিং দলও দৌড়ে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। তবে সুস্থবোধ না করায় কিছুক্ষণ পর সতীর্থদের সহায়তায় মাঠ ছাড়েন আল-আমিন। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।  এর আগে, বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে ৪৯ ওভার করা হয়। তবে পুরোটা সময় ব্যাট করতে পারেননি গাজী গ্রুপ। ৪৪ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৪ রানের পুঁজি পেয়েছে দলটি। দলটির হয়ে মারুফ সর্বোচ্চ ৬০ রান, হাবিবুর ৪১ এবং মাহফুজুর ২৬ রান করেছেন। অন্যদিকে আবাহনীর হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেছেন সাইফউদ্দিন, তাসকিন ও তানভীর।  
৩০ মার্চ ২০২৪, ১৪:৫৪

কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলে সম্বোধন, বিপাকে কংগ্রেস নেত্রী
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত। কাজের পাশাপাশি নানান বিতর্কিত মন্তব্যের কারণেই খবরের শিরোনামে থাকেন তিনি। বলিপাড়ায় ঠোঁটকাটা হিসেবেও বেশ পরিচিতি রয়েছে এই অভিনেত্রীর। ভারতের বড় বড় ব্যক্তিত্বদের নিয়ে কটাক্ষ করতে ছাড়েন না। এবার তাকে-ই যৌনকর্মী বলে কটাক্ষ করলেন দেশটির রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ। তবে সুবিধা করতে পারলেন না। উল্টো নিজেই পড়লেন বেকায়দায়।  ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে  রোববার (২৫ মার্চ) কঙ্গনার বিকিনি পরা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন সুপ্রিয়া। সেখানে অভিনেত্রীকে যৌনকর্মীর সঙ্গে তুলনা করে তিনি লেখেন, 'মান্ডিতে কী দাম চলছে এখন একটু বলবেন?' তিনি তার পোস্টে স্পষ্টতই কঙ্গনাকে যৌনকর্মীর সঙ্গে তুলনা করেছেন। এরপরই সরব হয়েছেন কঙ্গনা। সোশ্যাল হ্যান্ডেলে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, সম্মানীত সুপ্রিয়া দেবী, আমার গত ২০ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের নারীর চরিত্রে অভিনয় করেছি। কুইনে সাধারণ গ্রাম্য মেয়ে থেকে ধকড়ে দুর্দান্ত দেখতে চর, মণিকর্নিকায় ঈশ্বর থেকে চন্দ্রমুখীতে ভূতের চরিত্রে অভিনয় করেছি। রাজ্জোতে বেশ্যার চরিত্রে অভিনয় করেছি, আবার থালাইভিতে নেত্রীর চরিত্রে। এরপরও কঙ্গনা লেখেন, মহিলাদের শরীরের বিভিন্ন অংশের বিষয়ে অকারণ কৌতূহলের বাইরে যাওয়া উচিত আমাদের। সব থেকে বড় কথা গালিগালাজ করার জন্য যৌনকর্মীদের কথা না টানাই ভালো। প্রতিটা নারীর মর্যাদা প্রাপ্য। এদিকে কঙ্গনাকে নিয়ে এই কটাক্ষ ভালো চোখে দেখেনি দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। বিজেপি নেতা অমিত মালব্য সুপ্রিয়া শ্রীনাথের এই পোস্টের বিরোধিতা করেন। তিনি দাবি করেন সুপ্রিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে কংগ্রেসকে।  নিজের এক্স হ্যান্ডেলে অমিত লেখেন, কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাথ কঙ্গনাকে নিয়ে ইনস্টাগ্রামে অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট করেছেন। অত্যন্ত নিম্নমানের এই মন্তব্যটি, কংগ্রেস কী করে এমন লোকজনকে তাদের দলে রাখেন? খারগে (মল্লিকাজুর্ন খারগে)- এর যদি নিজের দলের উপর কোনও নিয়ন্ত্রণ থেকে থাকে তাহলে তার উচিত সুপ্রিয়াকে দল থেকে বহিষ্কার করে দেওয়া। এদিকে বিষয়টি নিয়ে হইচই পড়াতেই টনক নড়েছে সুপ্রিয়ার। নিজেকে নিয়ে সাফাই গেয়ে তিনি লিখেছেন, যার কাছে আমার মেটা অ্যাকাউন্টের অ্যাকসেস আছে তেমন কেউ এই আপত্তিজনক পোস্টটি করেছে। সেই পোস্ট ডিলিট করা হয়েছে। যারা আমাযকে চেনেন তারা জানেন আমি এসব পোস্ট করতে পারি না।
২৬ মার্চ ২০২৪, ১৩:৩৫

স্বাস্থ্যখাতে কথা কম বলে কাজ বেশি করতে চাই : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যখাতে এখন থেকে কথা কম বলে কাজ বেশি করতে চান বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।  মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ডা. সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্যখাতে এখন থেকে কথা কম বলে কাজ বেশি করতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তাই করতেন। আমরা সেটি করতে পারলেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার ইচ্ছাগুলোও পূরণ করতে পারব। বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে স্বাস্থ্যমন্ত্রী এ সময় বলেন, এই মার্চ মাসে আমরা থাকতাম ইস্কাটনে। তখন হাতিরপুলে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লুঙ্গি পরে নিচে আসতেন, আমাদের সঙ্গে কথা বলতেন। আমরা যারা কাছ থেকে দেখেছি তারা জানি তার দেশের প্রতি কতটুকু ভালোবাসা ছিল। তিনি সবচেয়ে বেশি চিন্তা করতেন সাধারণ মানুষকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া নিয়ে। সোহরাওয়ার্দী হাসপাতালে সেই সময়ে কয়েকবারই গিয়েছিলেন তিনি। তখন ডাক্তার-নার্সদের উদ্দেশে বলতেন, ‘তোমরা হচ্ছো ডাক্তার, নার্স। তোমরা যদি সময়মতো আসো, সময়মতো সেবাদান করো তাহলে আমি সন্তুষ্ট। আমি বুঝবো, আমার সারাজীবনের কষ্ট আর দেশ স্বাধীন করা সার্থক’। তিনি বলেন, আমি চাই, এখানে যারা বিভিন্ন হাসপাতালের চিকিৎসাসেবায় জড়িত আছেন তারা এখান থেকে গিয়ে দ্রুত কাজে যোগ দেবেন। তাই সময়ের মাঝেই অনুষ্ঠান শেষ করব। আগত চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের উদ্দেশে ডা. সামন্ত লাল সেন আরও বলেন, আসুন, আজকে আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করি। স্বাস্থ্যসেবাকে এমন একটি পর্যায়ে নিয়ে যাই, যাতে সারাবিশ্বের মানুষ তালি মারে। তারা যাতে বলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়ে গেছে। আমি এবং প্রতিমন্ত্রীর একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আর এটার সবচেয়ে বড় কারিগর আপনারা। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।  
১৯ মার্চ ২০২৪, ১৫:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়