• ঢাকা বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

টাঙ্গাইলে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২৪, ২৩:৪৪
ছবি : আরটিভি

টানা কয়েকদিনের তাপদাহে টাঙ্গাইলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বের না হলেও খেটে খাওয়া মানুষরা জীবিকার তাগিদে বের হয়ে অতিষ্ঠ হয়ে পড়ছেন।

এদিকে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার কালিহাতী উপজেলার তালতলা গ্রামে হিটস্ট্রোকে মুনছের আলী সরকার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মুনছের ওই গ্রামের মৃত আছান আলী সরকারের ছেলে। অপরদিকে তীব্র তাপদাহে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে টাঙ্গাইলে তাপমাত্রা ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সিংগুরিয়া বাজার থেকে মুনছের আলী সরকার পায়ে হেঁটে বাড়িতে আসেন। পরবর্তীতে তিনি দুপুরে দিকে প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করলে বাড়ির লোকজন তার সেবা করেন। পরে হাসপাতালে নেওয়ার আগেই বাড়িতেই তার মৃত্যু হয়।

টাঙ্গাইল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার চলতি বছরে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৩৫%। আগামী আরও দুই এক দিন দাবদাহ অব্যহত থাকবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক নারীর কাছে চার পুরুষের পরাজয়!
টাঙ্গাইলের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা 
টাঙ্গাইলে হেরোইন রাখার দায়ে নারীর যাবজ্জীবন
এক ভাইয়ের কর্মীর আঙুল কেটে নিলো আরেক ভাইয়ের কর্মীরা
X
Fresh