• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

গরমের পর বৃষ্টি নিয়েও দুঃসংবাদ

আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২৪, ২৩:৪৩
ফাইল ছবি

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ‍ওপর দিয়েই বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে মঙ্গলবার (৩০ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। গ্রীষ্ম শেষে আসবে বৃষ্টির মৌসুম বর্ষা এতেও ভুগতে হবে দক্ষিণ এশিয়ার মানুষকে। এ বছর এসব দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। ফলে ঝড় ও বন্যা হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) আবহাওয়া বিষয়ক সংস্থা ‘সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক’ এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দি ইকোনমিক টাইমস

প্রতিবেদনে সংস্থাটি বলছে, ২০২৪ সালে দক্ষিণপূর্ব বর্ষা মৌসুমে (জুন-সেপ্টেম্বর) আবহাওয়ার বিশেষ অবস্থা লা নিনার কারণে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে এ বছর সর্বোচ্চ ও সর্বনিম্নের নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হবে। তবে উত্তর, পূর্ব এবং উত্তরপূর্বাঞ্চলে ভিন্নতা দেখা যাবে। এসব অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে।

এদিকে জলবায়ু পর্যবেক্ষণ ও পূর্বাভাস গ্রুপ (সাসকোফ) জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনো বর্তমানে বিরাজমান। বর্ষা মৌসুমের অর্ধেক সময় পর্যন্ত এ অবস্থা বিরাজমান থাকবে। এরপর শুরু হবে লা নিনা।

জানা গেছে, আবহাওয়ার বিশেষ অবস্থা ‌‘এল নিনোর’ কারণে অতিরিক্ত গরম পড়ে। অপরদিকে ‘লা নিনার’ কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত, অতিবৃষ্টি, ঝড় ও বন্যা হয়ে থাকে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্লে-অফে বৃষ্টি হলে আইপিএলের ফাইনালে যাবে কারা?
ঘূর্ণিঝড় নিয়ে সবশেষ যে তথ্য সামনে এলো
ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস
লঘুচাপ ও বৃষ্টি নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
X
Fresh