• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

হিলিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ইউসুফ আলী

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২৪, ২১:৪৯
ছবি : আরটিভি

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উদযাপন কমিটি শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে (স্কুল, কলেজ ও মাদরাসা) শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। স্কুল পর্যায়ে টানা দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন পাউশগাড়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ইউসুফ আলী।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ উৎযাপন কমিটির বিচারকরা উপজেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব।

হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উৎযাপন কমিটির বিচারকরা শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে (স্কুল, কলেজ ও মাদরাসা) উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল থেকে ইউসুফ আলীকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেছেন।

এ সময় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ দিনেও বিক্রি হয়নি হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা পেঁয়াজ
ঘোড়াঘাটে ‘নো হেলমেট নো ফুয়েল’ বাস্তবায়নে মাঠে পুলিশ
হিলিতে তাপপ্রবাহ বইছে, অতিষ্ঠ জনজীবন
হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
X
Fresh