হিলিতে তাপপ্রবাহ বইছে, অতিষ্ঠ জনজীবন
গত চারদিন থেকে দিনাজপুরের হিলিসহ আশপাশের এলাকাগুলোতে বইছে তাপপ্রবাহ। আর এই তাপপ্রবাহের কারণে জনজীবনে নেমে এসেছে চরম অসস্তি। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা দিনাজপুরের ৩৯ ডিগ্রি নির্ধারণ করা হয়েছে।
রিকশাচালক আবদুর রহমান বলেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। বেশি বিপাকে পড়েছেন নিম্ন-আয়ের মানুষ। কারণ, যাত্রী না থাকার কারণে ইনকাম কমে গেছে রিকশাচালকদের।
একজন রিকশাচলাক বলেন, আমরা খুব কষ্টের মধ্যে দিন পার করছি। এর মধ্যে সব জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। সংসার চালানো কষ্টকর হয়ে গেছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
মন্তব্য করুন