• ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
logo

তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা সম্পন্ন, পাঁচ কৃষক পুরস্কৃত

স্টাফ রিপোর্টার (পটুয়াখালী), আরটিভি নিউজ

  ১৬ মে ২০২৪, ১৩:৪৯
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে তিন দিনব্যাপি অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শেষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয় এ মেলা।

বৃহস্পতিবার (১৬ মে) মেলার সমাপ্তি হয়েছে। কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মেলায় বিভিন্ন ধরণের আকর্ষণীয় ১০টি স্টল প্রদর্শিত হয়। এর আগে, মঙ্গলবার (১৪ মে) দুপুরে খামার বাড়ি চত্বরে এ মেলা শুরু হয়েছিল।

এদিকে সফল চাষি হিসেবে ২০২৩-২০২৪ অর্থ বছরে জেলায় সেরা তেল উৎপাদনকারী হিসেবে পাঁচ চাষিকে পুরস্কৃত করা হয়। জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম পুরস্করপ্রাপ্ত চাষিদের হাতে তাদের পুরস্কার তুলে দেন।

পুরস্করপ্রাপ্ত চাষিরা হচ্ছেন, জেলার দুমকীর মো. মিলন খন্দকার, বাউফলের মো. মেহেদী হাসান, গলাচিপার মো. আল-আমিন হাওলাদার, কলাপাড়ার মোসা. জেসমিন ও পটুয়াখালী সদর উপজেলার খোকন চন্দ্র সুকুল। মেলায় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

মেলার উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল হক সরদার, আঞ্চলিক প্রকল্প সমন্বয়ক মোসা. মেহের মালিকা, জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত কৃষক কাজী আনিছুর রহমান।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাণিজ্য মেলার স্টল বরাদ্দ এবার অনলাইনে
আইফোনের লোগোটি একটি গোপন বাটন, করা যায় যেসব কাজ
কারাগারে পরীক্ষা দিচ্ছেন শাবি ছাত্রলীগের দুই নেতা
পুষ্টিগুণে ভরপুর আতা ফলে রয়েছে দারুণ কিছু উপকারিতা