• ঢাকা বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মা-বাবার ঝগড়া থামাতে থানায় হাজির শিশু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২৪, ২২:০২
ছবি : সংগৃহীত

প্রায়ই ঝগড়া করেন বাবা-মা। তাই বিরক্ত হয়ে মা-বাবার ঝগড়া থামাতে অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছে সিয়াম নামে এক শিশু।

রোববার (২৮ এপ্রিল) দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় উপস্থিত হয় সে। সিয়াম সরাইল উপজেলার প্রাতবাজার এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে।

জানা যায়, দুপুর ২টার দিকে সরাইল থানায় উপস্থিত হয় সিয়াম। থানায় বসেই তার কথা শোনেন ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম। শিশু সিয়াম তার বাবা-মায়ের প্রতি অভিযোগ দেওয়ার পাশাপাশি এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পুলিশের সহযোগিতা কামনা করে।

বিষয়টি সমাধানে উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিয়ে তার বাড়িতে যান। ডেকে পাঠান তার বাবাকে। একই সঙ্গে বাড়িতে থাকা তার মাকেও থাকতে বলেন। পরে সিয়ামের উপস্থিতিতে মা-বাবাকে আর ঝগড়া না করার অঙ্গীকার করানো হয়।

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুরে হঠাৎ করেই শিশুটি এসে থানায় হাজির হয়। সে তার বাবা মায়ের প্রতি বিরক্ত প্রকাশ করে ও নানা অভিযোগ করে। তার কথা শুনে পুলিশ পাঠিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়।

সিয়ামের বাবা মা জানিয়েছেন, তার আর কখনও ঝগড়া করবেন না। এতে তাদের সন্তানও বেশ খুশি হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছায়েদুল ও আখাউড়ায় মনির জয়ী
আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, মালিকসহ আটক ৪
নারীর মাথায় পিস্তল তাক, আদালতে ডিবি পুলিশসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১
X
Fresh