• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
পিএসএল রেখে আম্বানির ছেলের বিয়েতে পোলার্ড
চলমান পিএসএলে শান মাসুদ ও শোয়েব মালিকদের দল করাচি কিংসের হয়ে খেলছেন পোলার্ড। দলের গুরুত্বপূর্ণ খেলা রেখে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিবাহপূর্ব অনুষ্ঠানে যোগ দিয়েছেন কাইরন পোলার্ড।  রোববার (৩ মার্চ) মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামবে পোলার্ডের করাচি কিংসের।  কিন্তু ক্যারিরিয়ান এই তারকা ভারতে চলে যাওয়ার কারণে এই ম্যাচে তাকে দলে পাবে। বিয়ের অনুষ্ঠান শেষ করে সোমবার দলের সঙ্গে যোগ দেবেন পোলার্ড। পরের ম্যাচ কুয়েট্টা গ্লাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে পোলার্ডের দল। দীর্ঘ ১৩ বছর ধরে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন পোলার্ড। ২০২৩ সালের আসরে অবসর নেওয়ার পর তাকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মুম্বাই। অপরদিকে মুম্বাইয়ের মালিক হলেন মুকেশ আম্বানি। যে কারণেই মূলত, আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে যাওয়ার বাধ্যবাধকতা পোলার্ডের। পোলার্ড ছাড়াও বিবাহপূর্ব এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতীয় ও বিশ্বের অনেক জনপ্রিয় তারকা। ভারতীয়দের মধ্যে ছিলেন কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার, বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাসহ জাতীয় দলের অনেকে। আন্তর্জাতিক তারকাদের মধ্যে ছিলেন- নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার টিম ডেভিড, পপ তারকার রিহান্না, ওয়েস্ট ইন্ডিজের তারকা নিকোলাস পুরান ও ডোয়াইন ব্রাভোসহ আরও অনেকে। পিএসএলের চলতি আসরে ব্যাট হাতে দারুণ খেলছেন পোলার্ড। নিজ দল করাচির সর্বোচ্চ রানসংগ্রাহক সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা। এখন পর্যন্ত ৫ ম্যাচে ১৯৬ রান করেছেন ৩৬ বছর বয়সী এই তারকা।
০৩ মার্চ ২০২৪, ১৫:৩৮

পোলার্ড ঝড়ে উড়ে গেল বাবরের পেশোয়ার জালমি
পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ষষ্ঠ ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হয়েছিল কারাচি কিংস। এই ম্যাচে বাবর আজমের পেশোয়ার জালমিকে সাত উইকেটে উড়িয়ে দিয়েছে শান মাসুমের কারাচি। বুধবার (২১ ফেব্রুয়ারি) টস জিতে পোশোয়ারকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কারাচি। প্রথমে ব্যাট করতে নেমে কারাচিকে ১৫৫ রানের লক্ষ্য দেয় বাবর- হারিসরা। জবাব দিতে নেমে ১৯ বল এবং সাত উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কারাচি। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে শান মাসুদ ও মোহাম্মদ আখলাক। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। ১০ বলে ১২ রান করে কারাচি অধিনায়ক আউট হলে ১৩ বলে ২৪ রান করে তাকে সঙ্গ দেন আখলাক। তৃতীয় উইকেটে শোয়েব মালিককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জেমস ভিন্সে। ২৯ বলে ২৯ রান করে মালিক আউট হলে, ব্যাটিংয়ে এসে তাণ্ডব শুরু করেন কাইরোন পোলার্ড। শেষ পর্যন্ত ভিন্সের ৩০ বলে ৩৮ রান এবং ২১ বলে পোলার্ডের ৪৯ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ১৯ বল এবং সাত উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কারাচি। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় পেশোয়ার জালমি। ইনিংসের প্রথম বলেই বোল্ড আউট হন সাইম আইয়ু্ব। এদিন ব্যাট হাতে আলো ছাড়াতে পারেননি মোহাম্মদ হারিস। ৬ বলে ৭ রান করে আউট হন তিনি। ৩ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন টম কোহলের। দলীয় রানের ৩ উইকেটে চাপে পড়ে পোশোয়ার। এরপর দলের হাল ধরেন বাবার আজম। তাকে সঙ্গ দেন রোভম্যান পাওয়েল। ২৫ বলে ৩৯ রান করে পাওয়েল আউট হলেও ৩৭ বলে ফিফটি তুলে নেন বাবর। ১৬ বলে ২৩ রান করে আউট হন আসিফ আলী। এরপর ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলে আউট হলে উইকেট মিছিল শুরু করে দলটি বাকি ব্যাটাররা। আমির জামাল (১), লুক উড (৮), মোহাম্মদ জেশান (০) ও ওয়াকা সালামখেইল শূন্য রানে আউট হলে এক বল হাতে থাকতেই ১৫৪ রানে অলআউট হয় পোশোয়ার জালমি। কারাচির কিংসের হয়ে মীর হামজা ও হাসান আলি তিনটি উইকেট নেন। এ ছাড়াও ডানিয়েল সামস দুটি, শোয়েব মালিক ও মোহাম্মদ নাওয়াজ একটি করে উইকেট শিকার করেন।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়