• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন পাপন
গত কয়েক দিন ধরেই তামিম ইকবালের দলে ফেরা নিয়ে তৈরি হয়েছে নানান গুঞ্জন। গুঞ্জন উঠে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তামিমকে ফেরাতে পারে আলোচনা করছে বিসিবি। এবার তামিমের দলে ফেরা নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি এবং ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। রোববার (২৮ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানালেন, আগামী বছর ফিরতে পারেন তামিম। পাপনের ভাষ্যমতে, ‘লাস্ট ওর (তামিম) সঙ্গে যোগাযোগ হয়েছে, তখন কথা ছিল ও (তামিম) প্রথম জালাল ইউনুস অপারেশন্সের এবং আমাদের সিরাজ (ভাই) উনাদের সঙ্গে বসবেন; তারপর আমার সঙ্গে বসবে। তাদের সঙ্গে বসেছে, এখন আমার সঙ্গে বসবে। আমি যেটা শুনেছি, ওর (তামিম) কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি, ও (তামিম) বলেছে সামনের বছর থেকে খেলবে।’ এদিকে, গত বছরের সেপ্টেম্বরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তামিম ইকবাল। এর আগে, জুলাই মাসে আচমকা অবসর নিয়েছিলেন। এরপর অবসর ভেঙে নিউজিল্যান্ডের বিপক্ষে একটিমাত্র ওয়ানডে খেলেছিলেন তিনি। এরপর আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। এমনকি বিশ্বকাপ দলেও ছিলেন না বাঁ-হাতি এই ওপেনার। সেটা নিয়ে বেশ লম্বা সময় ধরেই উত্তপ্ত ছিল দেশের ক্রিকেটাঙ্গন। তামিম ইকবাল জাতীয় দলের হয়ে না খেললেও সময় কাটাচ্ছেন ক্রিকেটের সঙ্গেই। বিপিএলে খেলেছেন ফরচুন বরিশালের জার্সিতে। কাটিয়েছেন স্মরণীয় টুর্নামেন্ট। দলকেও জিতিয়েছেন নিজেদের প্রথম শিরোপা। বর্তমানে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। সেখানেও প্রাইম ব্যাংকের হয়ে বেশ ছন্দে রয়েছে। নিয়মিতই রানের দেখা পেয়েছেন তিনি।  এর আগে, গত মার্চেই বিসিবির সঙ্গে বৈঠক করেছিলেন তামিম। যদিও সেই বৈঠকের ফল এখনও জানা যায়নি। ১০ মার্চের সেই বৈঠকের পর ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জালাল বলছিলেন, আলাপ আলোচনা হয়েছে। এখন বিষয়গুলো আমরা সভাপতির (পাপন) কাছে জানাব। আলাপ করার পরে তারপর আমরা একটা বক্তব্য দেব। তার (তামিম) প্ল্যান আমরা শুনেছি, এবার সভাপতিকে জানিয়ে আলাপ শেষে আমরা বিস্তারিত জানাতে পারব।
১৭ ঘণ্টা আগে

আম্পায়ার জেসিকে নিয়ে যা বললেন পাপন  
ডিপিএলে নারী আম্পায়ারের অধীনে ম্যাচ খেলতে চায় না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। এমন খবরে উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তবে এই ব্যাপারে কিছুই জানে না বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।  রোববার (২৮ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, আমি আসলে এ ব্যাপারে কিছুই জানি না। আম্পায়ার্স কমিটির সঙ্গে কথা হলো, এ ব্যাপারে তারা তো আমাকে কিছুই জানায়নি। আমি সোশ্যাল মিডিয়ায় নাই, তাই এ ধরনের কোনো কিছুই আমি জানি না। এদিকে শুরুতে পুরো ব্যাপারটি নিয়েই ছিল ব্যাপক ধোঁয়াশা। দাবি করা হয়েছিল, কেবল নারী বলেই আম্পায়ার জেসিকে দেখেই ম্যাচে নামতে চাননি তামিম-মুশফিকরা। কিন্তু পরে জানা যায়, নারী আম্পায়ার নয় বরং ম্যাচ পরিচালনার অভিজ্ঞতার কথা বিবেচনা করেই মূলত আপত্তি জানিয়েছিল তারা।   ম্যাচটিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব ছিলেন এ আই এম মনিরুজ্জামান ও সাথিরা জাকির জেসি। মনিরুজ্জামান আগে থেকেই লিস্ট ‘এ’ শ্রেণির ম্যাচ পরিচালনা করলেও, জেসিসহ দুজন নারী আম্পায়ার এবার প্রথম এমন দায়িত্ব পেয়েছেন। অবশ্য জেসির আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে। তবুও তাকে নিয়ে সংশয়ের বেড়াজালে আটকে ছিল দুই ক্লাবই।    মোহামেডানের ক্রিকেট সমন্বয়ক তরিকুল ইসলাম টিটু জানিয়েছেন, আমরা আসলে আপত্তি তুলিনি। আমরা এমনিতে বলাবলি করছিলাম যে ম্যাচের মেরিট অনুযায়ী তো এত বড় ম্যাচে জেসি আম্পায়ার হতে পারে না। আমরা বলছিলাম এত বড় ম্যাচে আরও ভালো আম্পায়ার দরকার ছিল।  তিনি বলেন, আমরা অফিসিয়ালি অভিযোগ করিনি, অফিসিয়ালি অভিযোগ করব কেন। আমরা ওরকমভাবে রিপোর্ট করিনি। আমাদের ধারণা ছিল তিনি নতুন আম্পায়ার, লিস্ট-এ ক্রিকেটে এ বছরই প্রথম খেলা পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই অভিজ্ঞতা কম। আমরা সাধারণত এসব ম্যাচে সিনিয়র আম্পায়ার চাই। অন্যদিকে প্রাইম ব্যাংক ম্যানেজার শিকদার আবুল হাশেম কঙ্কন বলেন, মহিলা আম্পায়ার দেবে এটা তো জানি না আমরা। বাংলাদেশে মহিলা আম্পায়ারের অভিজ্ঞতা কেমন এটা তো আমরা সবাই জানি। আপত্তি করি না। যেহেতু এটা বড় ম্যাচ, এখানে নিয়মিত যারা করে তাদের আশা করছিলাম।  ‘মহিলা আম্পায়ার দেখেন যেটা এলবিডব্লিউ সেটা দেয় নাই, যেটা হয় নাই সেটা দিছে। আমরা ম্যাচ শুরুর আগেও কিছু বলিনি। এমনিতে নিজেরা আলাপ করেছি। সিসিডিএমের কাউকে বলিনি। নিজেরাই আলাপ করেছি। সেটা তার অনভিজ্ঞতার জন্যই।’
১৬ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার কারণ খোলাসা করলেন পাপন
আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সময়ের হিসেবে আর মাত্র ৩৬ দিন বাকি বৈশ্বিক এই টুর্নামেন্টের। বৈশ্বিক এই মহারণকে সামনে রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। রোডেশিয়ানদের পর টুর্নামেন্টের আয়োজকদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লাল-সবুজেরা। এদিকে অন্য দলগুলো যখন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ খেলছে, সেখানে বাংলাদেশ অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্রের সঙ্গে কেন খেলছে, তা নিয়েই তৈরি হয়েছে নানান বিতর্ক। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্য, কার সঙ্গে খেলছি; সেটা গুরুত্বপূর্ণ না। ক্রীড়ামন্ত্রীর ভাষ্যমতে, প্রস্তুতি সম্পন্ন করার জন্য ওইখানে (যুক্তরাষ্ট্র) যাচ্ছে না। প্রস্তুতি যা হওয়ার এই বিশ্বকাপের আগেই শেষ বা করতে হবে। আর যেহেতু জীবনে প্রথমবার ওইখানে খেলছে, তাই সেখানকার কন্ডিশন বোঝার জন্যই তাদের সঙ্গে খেলতে যাচ্ছি। সেটার জন্য আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে খেললাম, না কার সঙ্গে খেললাম; সেটা গুরুত্বপূর্ণ না। কন্ডিশন বোঝার জন্য খেলছে, সেটাই মূল কারণ। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময়ে ঘরের মাঠে অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বাদ পড়া নিয়েও খোলাসা করেন বিসিবি বস। পাপনের ভাষ্যমতে, আমি জানতাম না। কিন্তু এখানে বেসিক জিনিসটা হচ্ছে, তারা যখন দলটা নির্বাচন করে, আপনি এখন এখানে কার কথা বলবেন, ১৫ জনের দলে বা ১৭ জনের দলের মধ্যে খেলবে কিন্তু ১১ জন। এই ১১ জন যখন আপনারা ঠিক করেন, আপনাদেরই যদি প্রশ্ন করি বলবেন, এখানে বাকিরা খেলবে না। এখন আপনি কি মনে করেন মিরাজের মত ছেলেকে না খেলিয়ে বসিয়ে রাখা উচিত। ক্রীড়ামন্ত্রীর মন্তব্য, ‘আমি বলছি যাদের নিয়ে খেলানোর সম্ভাবনা আছে, তারা আছে কিনা; সেটা দেখেন, বেস্ট ইলেভেন। সেরা একাদশে আপনি যদি নিজেরাই সাজাতে চান, তাহলে আপনি দেখবেন; স্কোয়াড ঠিক আছে! আপনি যদি এখন অতিরিক্ত প্লেয়ার কাকে নেওয়া হচ্ছে, সেটার ভিতরে যদি মিরাজকে ধরেন, এটা তো দুঃখজনক। এটায় মিরাজকে ধরা উচিত না। তার যেকোনো সময় যেকোনো ফরম্যাটে সেরা একাদশে খেলতে পারে। কিন্তু সেটা করতে গিয়ে এই মুহূর্তে সে হয়তো আসে নাই। কিন্তু সে সবসময় প্রস্তুত থাকবে। আমাদের যদি দরকার হয়, সে যাতে ওইখানে গিয়ে জয়েন করতে পারে।’ এ সময়ে বছরজুড়ে সিরিজের প্রসঙ্গও যোগ করেন তিনি। পাপনের দাবি, আরেকটা কথা যে পরিমাণ খেলা ক্রিকেটে এখন সারা বছর ধরে, এটা কারোর পক্ষেই সব খেলা সম্ভব না। ওডিআই, টি-টোয়েন্টি আর টেস্ট; অনেক খেলা। আমরা বছরে যেখানে খেলতাম, দুই বা তিনটা সিরিজ, এখন আমাদের ১৫ থেকে ১৬টা খেলতে হচ্ছে। তাই সবাই যেসব ফরম্যাটে খেলবে, বিষয়টা সেটা না। মিরাজ যদি টেস্ট এবং ওয়ানডেতে মনোযোগ দেয়, তাহলে ভালো। কিন্তু টি-টোয়েন্টিতে খেলবে না। এমন কোন কথা নেই। যখন দরকার হবে, অবশ্যই খেলবে।
২৭ এপ্রিল ২০২৪, ১৯:৪৯

মিরাজ কেন বাদ, জানালেন পাপন
দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ। আগামী জুনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই দল গোছানোর কাজ প্রায় শেষ করে ফেলেছেন নির্বাচক প্যানেল। এদিকে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। ধারণা করা হচ্ছে, আসন্ন বৈশ্বিক মহারণ থেকেও বাদ পড়তে যাচ্ছেন তিনি। তবে ঠিক কী কারণে অভিজ্ঞ মিরাজকে বিবেচনায় নেওয়া হয়নি, সেটি নিয়েও ধোঁয়াশা রয়েছে। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, মিরাজকে বাদ দেওয়ার পেছনে দিলেন খোঁড়া যুক্তি। মিরাজের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ঢোকার সুযোগও দেখছেন না, বিসিবি সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে মিরাজকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  পাপনের ভাষ্যমতে, ‘আমি জানতাম না। কিন্তু এখানে বেসিক জিনিসটা হচ্ছে, তারা যখন দলটা নির্বাচন করে, আপনি এখন এখানে কার কথা বলবেন, ১৫ জনের দলে বা ১৭ জনের দলের মধ্যে খেলবে কিন্তু ১১ জন। এই ১১ জন যখন আপনারা ঠিক করেন, আপনাদেরই যদি প্রশ্ন করি বলবেন, এখানে বাকিরা খেলবে না। এখন আপনি কি মনে করেন মিরাজের মতো ছেলেকে না খেলিয়ে বসিয়ে রাখা উচিত।  ক্রীড়ামন্ত্রীর মন্তব্য, আমি বলছি যাদের নিয়ে খেলানোর সম্ভাবনা আছে, তারা আছে কিনা; সেটা দেখেন, বেস্ট ইলেভেন। সেরা একাদশে আপনি যদি নিজেরাই সাজাতে চান, তাহলে আপনি দেখবেন; স্কোয়াড ঠিক আছে! আপনি যদি এখন অতিরিক্ত প্লেয়ার কাকে নেওয়া হচ্ছে, সেটার ভিতরে যদি মিরাজকে ধরেন, এটা তো দুঃখজনক। এটায় মিরাজকে ধরা উচিত না। তার যেকোনো সময় যেকোনো ফরম্যাটে সেরা একাদশে খেলতে পারে। কিন্তু সেটা করতে গিয়ে এই মুহূর্তে সে হয়তো আসে নাই। কিন্তু সে সবসময় প্রস্তুত থাকবে। আমাদের যদি দরকার হয়, সে যাতে ওইখানে গিয়ে জয়েন করতে পারে।  এ সময়ে বছরজুড়ে সিরিজের প্রসঙ্গও যোগ করেন তিনি। পাপনের দাবি, আরেকটা কথা যে পরিমাণ খেলা ক্রিকেটে এখন সারা বছর ধরে, এটা কারোর পক্ষেই সব খেলা সম্ভব না। ওডিআই, টি-টোয়েন্টি আর টেস্ট; অনেক খেলা। আমরা বছরে যেখানে খেলতাম, দুই বা তিনটা সিরিজ, এখন আমাদের ১৫ থেকে ১৬টা খেলতে হচ্ছে। তাই সবাই যেসব ফরম্যাটে খেলবে, বিষয়টা সেটা না। মিরাজ যদি টেস্ট এবং ওয়ানডেতে মনোযোগ দেয়, তাহলে ভালো। কিন্তু টি-টোয়েন্টিতে খেলবে না। এমন কোনো কথা নেই। যখন দরকার হবে, অবশ্যই খেলবে।  
২৮ এপ্রিল ২০২৪, ১০:৫২

মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
ফুটবলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ শিরোপা জিতেছিল লে আলবিসেলেস্তেরা। এরপর গত বছরের ১২-২০ জুন ফিফা উইন্ডোতে লিওনেল মেসিদের বাংলাদেশে আনার চেষ্টা করছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে এই সময়ে ম্যাচ আয়োজন করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের ঢাকায় আসা হয়নি। এটাই প্রথম নয়, এর আগে-পরেও অনেকবার আকাশি-নীল শিবিরের ঢাকায় আসার গুঞ্জন উঠেছিল। তবে নানান কারণে বাস্তবে রূপ নেয়নি সেসব উদ্যোগ ও পরিকল্পনা। যদিও বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের বাংলাদেশে আগমনের সম্ভাবনা দেখছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।  আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নিজ মন্ত্রণালয়ে এমনটাই জানিয়েছেন তিনি। এ সময়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তও ছিলেন। তিনি (শতদ্রু) মূলত মেসিকে ঢাকায় আনার বিষয়টি উত্থাপন করেছেন। মেসি প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রীর দাবি, ‘তারা বলেছে মেসিকেও আনতে পারে।’ পাপনের ভাষ্যমতে, ‘তারা বলেছে; যেহেতু অন্যরা আসছে, মেসিও আসতে পারে। তবে অনেক বিষয় থাকে এখানে।’ এদিকে ঢাকায় মার্টিনেজ-রোনালদিনহোর আগমনে অনেক বিচ্যুতি ছিল। তবে ডি মারিয়ার সফরে এমনটা হবে না বলে দাবি পাপনের। মন্ত্রীর ভাষ্যমতে, ‘আগের বিষয় নিয়ে আর মন্তব্য নেই। তবে এখন যেহেতু তারা মন্ত্রণালয়ে এসেছে, তাই আমরা তাদের প্রস্তাবনা দিতে বলেছি। দেখি তারা কি দেয়; এরপর আমরাও কিছু কন্ডিশন দিতে পারি, যেহেতু আমাদের সহযোগিতা চেয়েছে।’ পাপন বলেন, ‘এখানে বাণিজ্যের একটি বিষয় রয়েছে। আর্থিক বিষয় ছাড়া এ রকম সফর সম্ভব নয়। আগের দুইবার যে ভুল-ত্রুটি ছিল, এবার সেটা হবে না।’ উল্লেখ্য, ২০১১ সালে মেসিসহ পুরো আর্জেন্টিনা দল বাংলাদেশে এসেছিল। সেবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল তারা।
১৮ এপ্রিল ২০২৪, ১৮:৫৭

বিসিবি টিভি নিয়ে যা বললেন পাপন
কয়েক মাস আগে থেকে গুঞ্জন চলছে নিজেদের টিভি চ্যানেল নিয়ে আসছে বিসিবি। যার নাম হবে বিসিবি টিভি। এবার সেই ধোঁয়াশা পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৩১ মার্চ) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এরপর সংবাদ সম্মেলনে বিসিবি টিভি নিয়ে খোলামেলা কথা বলেছেন বোর্ডের সভাপতি এবং ক্রীড়মন্ত্রী নাজমুল হাসান পাপন। টিভি আনার কারণ ব্যাখ্যা করে পাপন বলেছেন, বর্তমানে টেস্টের পাশাপাশি মেয়েদের সিরিজ ও প্রিমিয়ার লিগ চলছে। এই দুটি খেলা দেখানো হচ্ছে না। এখন আমরা চেষ্টা করবো, মূল দলের খেলার পাশাপাশি বাকি খেলাগুলো দেখানোর।  ‘আমরা চাই ঘরোয়া ক্রিকেট টিভিতে দেখাতে। এটা যদি টিভিতে দেখানো হয় তাহলে ঘরোয়া ক্রিকেটের মান বাড়বে। আম্পায়ারিং নিয়ে কোনও সমস্যা হলেও ধরা পড়বে। সবমিলিয়ে আমরা সম্ভাব্য সব খেলাই দেখাতে চাচ্ছি।’      তবে, স্যাটেলাইট হবে না কি আইপি টিভি সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত আসেনি। পরে টিভি পরিচালনার ব্যাপারে মূল পরিকল্পনা আসবে বলেই জানিয়েছেন বোর্ড প্রধান। তিনি বলেন, দেখা যাক কি হয়। এখনও সিদ্ধান্ত হয়নি স্যাটেলাইট হবে না কি আইপি টিভি হবে। সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।
৩১ মার্চ ২০২৪, ২১:৫৪

তামিমের সেই বিজ্ঞাপন ইস্যুতে যা বললেন পাপন
বেশ কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজের ফোনালাপ ফাঁস নিয়ে হৈচৈ পড়েছিল দেশের ক্রিকেটাঙ্গনে। মূলত একটি মোবাইল আর্থিক লেনদেন প্রতিষ্ঠানের প্রচারকে কেন্দ্র করেই এই ফোনালাপ ফাঁস হয়। এবার সেই বিজ্ঞাপন ইস্যুতে কথা বলেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার দাবি, এখনও সেই বিজ্ঞাপনটি দেখেননি তিনি। মঙ্গলবার (২৬ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন জানান, আমি বিজ্ঞাপনটা দেখিনি, তবে শুনেছি। একজন আমাকে বলেছে যে এ রকম একটা বিজ্ঞাপন হয়েছে। তারা যদি বিসিবির কোনো নিয়ম ভেঙে থাকে, তাহলে বোর্ড তার সিদ্ধান্ত নেবে। পাপন বলেন, এমন কোনো বিজ্ঞাপন কিংবা নাটক করা উচিত না, যেটা কোনো ক্রিকেটারকে হাস্যকরে পরিণত করে।
২৬ মার্চ ২০২৪, ১৪:২০

সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে যা জানালেন পাপন
ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সব ঠিক থাকতে চট্টগ্রাম টেস্ট দিয়ে মাঠে ফিরবেন দেশসেরা এই তারকা ক্রিকেটার। এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং ক্রীড়ামন্ত্রী নাম নাজমুল হাসান পাপন। গেল বিপিএলের শুরুটা ভালো না হলেও দুর্দান্তভাবে কামব্যাক করেছিলেন সাকিব। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে রাখলেও দ্বিতীয় টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান এই টাইগার অলরাউন্ডার। যার জন্য বিসিবি সভাপতি ও বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হাসান শান্তর কাছে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব। এক সাক্ষাৎকারে পাপন বলেন, পরিচালকদের নাকি বলেছে সে (সাকিব) দ্বিতীয় টেস্ট খেলবে। এখানেও  এসেছিল । বলল যে, খেলতে চাচ্ছে। ওর নিজেরও একটু বোঝা দরকার। কী অবস্থা ফিটনেসের। দুই একটা ম্যাচ না খেললে বলা যাচ্ছে না। এটা নির্ভর করছে ওর ওপরে। ওর ফিটনেসের কী অবস্থা সেটার ওপর।   প্রথম টেস্টের আগে ইনজুরিতে পড়েছে মুশফিকুর রহিম। তাই দলে ব্যাটিং ঘাটতিও রয়েছে। এ ছাড়াও সাকিব দলে যোগ হলেও বোলিং শক্তিও বাড়বে। সব কিছু মিলিয়ে পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় টেস্টেই মাঠে ফিরছেন সাকিব। এরই মধ্যে সবুজ সংকেতও দিয়েছেন বোর্ড সভাপতি। লঙ্কানদের বিপক্ষে অলরাউন্ডার সাকিবকে চায় বাংলাদেশ। তিনি বলেন, যদি সব কিছু ঠিক থাকে, দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা খুব বেশি ওর। কারণ এই টেস্ট ম্যাচটা যে খেলবে আমাদের তো প্লেয়ার-ই পাচ্ছি না। এখন পর্যন্ত, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদের মতো খেলোয়াড় আমাদের বাংলাদেশে নাই। এর মধ্যে কঠিন সাকিব হওয়া। কারণ ও ব্যাট না হয় বল, একটা না একটা দিয়ে অবদান রাখবে।   সম্প্রতি রাজনীতির মাঠের নানা বিতর্ক ঘিরে ধরেছে সাকিবকে। সেই বেড়াজাল থেকে বেরিয়ে একটু প্রশান্তি কুড়ানোর জন্য হয়তো দ্রুতই মাঠে ফিরতে চান সাকিব। আগামী ৩০ মার্চ চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সব ঠিক থাকলে সেই দিনই মাঠে নামবেন টাইগার পোস্টার।  
২৩ মার্চ ২০২৪, ০০:৫৮

তামিমের সঙ্গে আলোচনার অপেক্ষায় পাপন
সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে অন্যতম আলোচিত ইস্যু ‘আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ভবিষ্যৎ’। ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস কিংবা বিসিবি সভাপতি নাজমুল হাসান যখনই গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন, তখনই এই প্রশ্ন উঠছে। তবে কোনোভাবেই যথার্থ উত্তর মিলছে না। শনিবার (৯ মার্চ) বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভার পরও একই প্রসঙ্গ। সে সময়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দাবি, তার (তামিম) পরিকল্পনা জানলে আমরা সামনে অগ্রসর হতে পারব। ক্রীড়ামন্ত্রীর ভাষ্যমতে, সম্ভব কি না, এটা বোঝার জন্য আগে ওনাদের সঙ্গে বসতে হবে। তামিমের সঙ্গে বসাটা বড়ই জরুরি। সে জন্য বলেছি, আগে তামিমের পরিকল্পনা শোনার জন্য। তার পরিকল্পনা জানলে আমরা সামনে অগ্রসর হতে পারব। এদিকে এদিন গণমাধ্যমের সঙ্গে কথার সময়ে একটি বিষয় বেশ ভালোভাবেই পরিষ্কার করে দেন বিসিবি সভাপতি। তার (পাপন) মতে, তামিম–হাথুরুসিংহে সমস্যার সমাধানে হাথুরুর কাছ থেকে কিছু জানার নেই। পাপনের ভাষ্য, কোচের কথা যদি বলেন, তার সঙ্গে আলাদা করে বসার কিছু আমি দেখছি না। তামিম যদি খেলতে চায়, অবশ্যই খেলবে। এ ব্যাপারে আবার কোচকে জিজ্ঞেস করার কী আছে? তিনি যোগ করেন, দল নির্বাচন, যেটা বোর্ডের একটা নির্বাচক কমিটি আছে, এটার দায়িত্ব ওদের। একাদশে কারা থাকবে, সেটা আবার তারা ঠিক করে না। সেটা মূলত অধিনায়কের সিদ্ধান্ত, সঙ্গে কোচেরও গুরুত্বপূর্ণ মতামত থাকে। কোচ কে হবে, নির্বাচক কে হবে, অধিনায়ক কে হবে, এগুলো পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। এখানে অন্য কে কী বলল, সেটা আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে, কিন্তু ওটাই করতে হবে এমন কোনো কথা নেই। সিদ্ধান্ত বোর্ডের। এ সময়ে গত জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মাঝপথে তামিমের অবসর প্রসঙ্গেও কথা বলেছেন বিসিবি বস। ক্রীড়ামন্ত্রীর মন্তব্য, তামিম যে একটা সিরিজের মাঝখানে একটা ম্যাচ খেলে খেলা ছেড়ে দিল, ওটা যে কেন ছেড়েছে, ওটাই এখনও জানি না। প্রথম সমস্যাই যদি আমরা না জানি, তারপর কী হলো না হলো এগুলোর সমাধান দিতে পারব না। ওটা আগে জানা দরকার। ওর (তামিম) কথাগুলো শোনা দরকার। কেন সে খেলা ছেড়ে দিয়েছিল? এটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল।
০৯ মার্চ ২০২৪, ২২:২৯

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন নিয়ে মুখ খুললেন পাপন
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের আগে নানান ঘটনাপ্রবাহ ও বিশ্বমঞ্চে নজিরবিহীন ব্যর্থতার পরিচয় দিয়েছিল বাংলাদেশ। এর প্রেক্ষিতে তিন সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি।  নানান নাটকীয়তা শেষে প্রতিবেদনও জমা দিয়েছে সেই কমিটি। এরপর বিষয়টি প্রকাশ্যে না এলেও গণমাধ্যমে নানান রকমের গুঞ্জন ছড়ায়। এ-ও দাবি করা হয়, বিশ্বমঞ্চে ব্যর্থতায় কোচ-অধিনায়ক একে অন্যকে দোষারোপ করেছেন। একই সঙ্গে দলের সঙ্গে থাকা দুই পরিচালকের দিকেও অভিযোগের তীর ছুটে আসে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। তার মন্তব্য, গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়। শনিবার (৯ মার্চ) বিসিবিতে বোর্ড সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপনের ভাষ্য, একটা কমিটি করা হয়েছিল। তারা বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছে। তাদের সঙ্গে কথা বলে তারা কিছু সাজেশন ও রিকমেন্ডেশন দিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, সেখানে আসলে এমন কোনো তথ্য নেই; যা আমি জানি না বা আপনারা জানেন না। কী আসতে পারে, পারফরম্যান্স খারাপের জন্য? যে কাউকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে। তবে বেশ কিছু পরামর্শ দিয়েছে এবং সে অনুযায়ী কাজও শুরু করে দিয়েছে। শেষ মিটিংয়ের পর তো বলেছিলাম আপনাদের। যেসব বিভাগের কাজ, তা শুরু হয়ে গেছে। এদিকে গণমাধ্যমে দুই বোর্ড পরিচালকের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে, তা একেবারেই অসত্য বলে দাবি পাপনের। ক্রীড়ামন্ত্রীর ভাষ্যমতে, আমাকে চেয়ারম্যান একটা রিপোর্টই দিয়েছে। এখানে কোনো পরিচালক দূরে থাক, এমন কোনো লাইনই নেই, শব্দও নেই। এরকম রিপোর্ট তো প্রতিদিনই আসে। আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে, এখানে কিচ্ছু নেই। আজ আমি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। বলেছি দেখেন, কোথায় কী আছে। উনারা দেখলেন এরকম কিচ্ছু নেই। যে দুজনের নাম এসেছিল ওই দুজনকেও পড়ে শুনিয়েছি, দেয়ার ইজ নাথিং। এর বাইরে কেউ কিছু বললে আমাদের করার কিছু থাকে না। বিসিবি সভাপতি যোগ করেন, আজ কে জানি আকরামের একটা বক্তব্য পাঠাল। আকরামকে সঙ্গে সঙ্গে পাঠালাম, আকরাম লিখেছে এক্স্যাক্টলি ফেইক নিউজ (ভাইয়া)। আমি তো আকরামকে অবশ্যই বিশ্বাস করি। ফেইক নিউজ করলে আমার কী করার আছে? যে পরিমাণ নিউজ হয়, আমাদের কাজ কি খালি এসবের উত্তর দেওয়া?
০৯ মার্চ ২০২৪, ১৯:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়