• ঢাকা সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
৬ দিনেও সন্ধান মেলেনি সংসদ সদস্য আনারের, উদ্বিগ্ন পরিবার
ছয় দিনেও সন্ধান মেলেনি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। এ নিয়ে তার পরিবারের সদস্যরা ও নেতাকর্মীরা উদ্বিগ্ন। ছয়দিন ধরে এই সংসদ সদস্যের সঙ্গে তার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ।  মঙ্গলবার (২১ মে) সকালে আব্দুর রউফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আরটিভিকে উদ্বেগের কথা জানান। তিনি বলেন, গত শনিবার (১১ মে) সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য কালীগঞ্জ বাসা থেকে দর্শনাস্থলবন্দর দিয়ে গেদে বডার্র হয়ে ভারতে যান। কিন্তু ছয় দিন হয়ে গেল পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।  তিনি বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত রয়েছেন। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ ও ভারত সরকার বিষয়টি তদারকি করছে। তার পরিবারের সদস্যরা ভারতে গিয়েছেন। ভাতিজা সাইমন তিনি ভারতে অবস্থান করছেন। সাইমন জানিয়েছেন, ভারত পুলিশ ও তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে খুঁজে বের করার জন্য।  পিএস আব্দুর রউফ আরও বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতে তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে অবস্থান করেন। সেখান থেকে চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বরানগর থানা একটি সাধারণ ডায়েরি করেন তার বন্ধু গোপাল বিশ্বাস। জিডিতে তিনি নিখোঁজ বলে অভিযোগ করেছেন ।  এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, স্থানীয় এমপি সাহেবের নিখোঁজের বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতনরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  উল্লেখ্য, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আনোয়ারুল আজিম আনার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 
২১ মে ২০২৪, ০৮:৫২

জামালগঞ্জে অগ্নিকাণ্ডে নিঃস্ব ২০ পরিবার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডে ঘটনায় ২০টি কৃষক পরিবার নিঃস্ব হয়েছে।  শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামের কবির মিয়ার রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। কয়েক ঘণ্টার চেষ্টায় রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- আল আমিন, মাসুক মিয়া, সেজুল মিয়া, সাচ্চু মিয়া, হুমায়ুন কবির, সদরুল আমিন, বাবিল মিয়া, কবির মিয়া, জহুর আলম, আলী হায়দার, ইসপা মিয়া, বাচ্চু মিয়া, ইউনুছ আলী, সুলতান মিয়া, সোয়েব আলম, মনির মিয়া, আবুল কাহার, আলম মিয়া, মতি মিয়া। গ্রামবাসীরা জানান, বিকেলে কবির মিয়ার রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। গ্রামের ঘরগুলো পাশাপাশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন দেখে আছানপুর, পাশের মাহমুদপুর, হরিনাকান্দি, হরিপুর গ্রামের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসও এসে যোগ দেয়। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত না হলেও ক্ষতিগ্রস্তদের স্বর্ণালংকার, আসবাবপত্র, ধান-চাল, গবাদিপশুর খড়ের গাদা পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর ও থানার ওসি দিলীপ কুমার দাস।  বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই স্পিডবোডে ফায়ার সার্ভিসের ৯ জন সদস্য গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ফায়ার সার্ভিস ও গ্রামবাসীরা ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। না হলে পুরো গ্রামই পুড়ে ছাই হয়ে যেতো। অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর বলেন, শনিবার বিকেলে আছানপুর গ্রামের একটি রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়া হবে।
১৯ মে ২০২৪, ১১:২৫

২৬ জনের পরিবার থেকে যেভাবে সন্তানদের পড়ালেখা করিয়েছেন নাজমিন হক
বিজ্ঞান ও আইসিটিতে রাষ্ট্রীয় শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার প্রাপ্ত শিক্ষক আফরীনা হক। তার কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তার মা মিসেস নাজমিন হক পেয়েছেন ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৪’। রোববার (১২ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে আরটিভির পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়। এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে নাজমিন হক বলেন, অনেক আনন্দ লাগছে। দোয়া রইলো আরটিভির জন্য। কোনোদিন ভাবতেও পারিনি মেয়ের জন্য আমাকে এখানে আসতে হবে।  মায়ের সম্মাননা প্রাপ্তি নিয়ে শিক্ষিকা আফরীনা হক বলেন, আমার মা ১৫ বছর বয়সে ঢাকা এসেছিলেন তার বোনের বাসায় বেড়াতে। সেখান থেকে পছন্দ হয়ে তার বিয়ে হয়। আমাদের পরিবারে তখন সদস্য সংখ্যা ছিল ২৬ জনের ওপরে। তো ওই রকম একটা জায়গা থেকে (গ্রাম থেকে) এসে এতো বড় পরিবারের দায়িত্ব নেওয়াটা সোজা কথা ছিল না। তিনি আরও বলেন, আমাদের জন্য মা যে ত্যাগটা করেছেন তা বলে শেষ করা যাবে না। একটা পর্যায়ে আমাদের পড়ালেখা করতে অনেক সমস্যা হতো, যেহেতু এতগুলো মানুষ। তখন তিনি বাসার কাছেই আরেকটি বাসা ভাড়া নেন এবং আমাদের দুই ভাই-বোনের পড়ালেখার ব্যবস্থা করে দেন।  আফরীনা হক বলেন, আমি এই মঞ্চে মাকে ধন্যবাদ দিতে চাই এত কষ্ট সহ্য করে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। 
১৪ মে ২০২৪, ২৩:০১

নিখোঁজ মোহাম্মদ আলীর সন্ধান চায় পরিবার
রাজধানীর চকবাজার থেকে নিখোঁজ হওয়া মোহাম্মদ আলীর সন্ধান চায় পরিবার। গত ৮ মে থেকে বাসা থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ মোহাম্মদ আলীর বয়স ৪০ বছর। ঠিকানা-৪৭/৭ এ পূর্ব ইসলামবাগ, গ্রাম -পূর্ব ইসলামবাগ, ইউনিয়ন/ওয়ার্ড -২৯ ইসলামবাগ, থানা-চকবাজার, জেলা-ঢাকা।   পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ১১ মে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার স্ত্রী। জিডিতে বলা হয়েছে- ৮ মে ভোর ৪টার দিকে চকবাজার থানাধীন ২৯ নং ওয়ার্ড ইসলামবাগ ইউনিয়ন/ওয়ার্ড এর পূর্ব ইসলামবাগ এলাকা থেকে আমার স্বামী নিখোঁজ হয়েছেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই। খোঁজাখুঁজি অব্যাহত আছে।  মোহাম্মদ আলীর গায়ের রং কাল, উচ্চতা  ৫ ফুট ৮ ইঞ্চি, মুখের আকৃতি গোলাকার। তার কেউ সন্ধান পেয়ে থাকলে চকবাজার থানায় কিংবা উপরের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। 
১৪ মে ২০২৪, ১৬:১১

সহযোগী অধ্যাপক হলেন ৯০ চিকিৎসক
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৯০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে ৩০.০৪.২০২৪ তারিখে ৪৫.০০.০০০০.১৪৭.১২.০১৩.২২.২৮৭ ও ২৮৮ নং স্মারকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ৯০ জন কর্মকর্তাকে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ইউরোলজি বিভাগের ৮ জন, গাইনি অ্যান্ড অবস বিভাগের ১৮ জন, সার্জারি বিভাগের ৬৩ জন ও পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একজন চিকিৎসক রয়েছেন।  
০৮ মে ২০২৪, ০৯:৫৬

নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর পরিবারকে পাঁচ লাখ টাকা করে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।  মঙ্গলবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সঙ্গে চুয়েট কর্তৃপক্ষ, ছাত্র প্রতিনিধি, বাস মালিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর এক বৈঠকে এ কথা জানানো হয় হয়।  এর আগে সোমবার চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হন।  তারা হলেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা। তিনি নরসিংদীর কাজল সাহার ছেলে। অপরজন তৌফিক হোসেন একই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী। তিনি নোয়াখালী সুধারামের নিউ কলেজ রোডের মোহাম্মদ দেলোয়ারের ছেলে।  চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান গণমাধ্যমকে বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গে কথা বলেছি, তিনি খুব শিগগিরই এ সড়ক সম্প্রসারণ করবেন বলে আশ্বস্ত করেছেন। এ ছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার কথা বলেছেন। আহত শিক্ষার্থী তিন লাখ টাকা পাবেন। কালকের মধ্যেই আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কাগজপত্রসহ ফরমপূরণ করে পাঠিয়ে দেব। দু-একদিনের মধ্যে আমরা সে টাকা পরিবারের কাছে পৌঁছে দিতে পারব বলে আশা করছি।
২৩ এপ্রিল ২০২৪, ১৮:৫১

‘তীব্র গরমে মেডিকেল কলেজের সাধারণ ক্লাস অনলাইনে’
দেশের মেডিকেল কলেজগুলোতে সাধারণ ক্লাস অনলাইনে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সোমবার (২২ এপ্রিল) শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মুহাম্মদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।  স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে কথা বলেছি। সেখানে শিক্ষার্থীরা কীভাবে থাকছে, তাদের হোস্টেলে কী অবস্থা- সে বিষয়ে খোঁজ নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদের সাধারণ ক্লাসগুলো অনলাইনে হবে। তবে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে রোগীদের এনে ক্লিনিক্যাল ক্লাসগুলো নেওয়ার নির্দেশ দিয়েছি।’ তিনি বলেন, ‘রোগীদের বিষয়ে সারাদেশের হাসপাতালগুলোর পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে কথা বলেছি। সব হাসপাতালে নির্দেশ দিয়েছি, আপাতত অপারেশন না করলেও চলে— এমন রোগীদের ভর্তি না নিয়ে হাসপাতাল খালি রাখতে, যাতে শিশু ও বয়স্করা, যারা বেশি আক্রান্ত হচ্ছে, তারা সুযোগ পায়।’ তিনি আরও বলেন, ‘করোনার সময় ডিএনসিসির যে হাসপাতাল ছিল, তা আমরা প্রস্তুত রেখেছিলাম। যদি প্রয়োজন হয় তাহলে আমরা তা ব্যবহার করব। এমন আবহাওয়া সমস্যা দ্রুত শেষ হয়ে যাবে আশা করছি, এটা সাময়িক। তাই এ সময়টায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’ এর আগে রোববার (২১ এপ্রিল) তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। একই সঙ্গে হাসপাতালগুলোতে জরুরি রোগী ছাড়া ভর্তি না করার নির্দেশও দিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌গরমে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। এই রোগী ব্যবস্থাপনায় নতুন নীতিমালা তৈরি করা হয়েছে এবং হাসপাতালগুলোতে এ নীতিমালা পৌঁছে দেওয়া হয়েছে। স্যালাইন ও ওষুধ পর্যাপ্ত মজুত আছে। দাবদাহের কারণে কোল্ড কেস (যাদের এখন ভর্তি হওয়ার দরকার নেই) রোগীদের এই মুহূর্তে হাসপাতালে ভর্তি না করা ও এখনই অস্ত্রোপচার প্রয়োজন নয়— এমন রোগী হাসপাতালে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে। গরমে বাচ্চা ও বয়স্কদের প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে। আমরা বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলব না। গরম আবহাওয়ায় যদি ঘাম বন্ধ হয়ে যায়, বমি বমি ভাব দেখা দেয়, তীব্র মাথাব্যথা হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, প্রস্রাব কমে যায়, প্রস্রাবে জ্বালাপোড়া হয়, খিঁচুনি এবং অজ্ঞান হওয়ার মতো কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে অবিলম্বে হাসপাতালে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন। তিনি আরও বলেন, আমাদের ওরাল স্যালাইনের কোথাও কোনো ঘাটতি হলে যেন আমাকে সঙ্গে সঙ্গে জানানো হয়। এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রকৃতির সঙ্গে তো আমাদের কারও হাত নেই। এটা আমাদের রেডি রাখতে হবে।
২২ এপ্রিল ২০২৪, ১৬:৪৯

ঝালকাঠিতে নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
ঝালকাঠিতে ট্রাকের চাপায় প্রাইভেটকার ও অটোরিকশার নিহত যাত্রীদের আর্থিক সহায়তা করবে জেলা প্রশাসন। এ ক্ষেত্রে দুর্ঘটনায় নিহতের পরিবারের জন্য ৫ লাখ টাকা, যারা পঙ্গুত্বের শিকার হবেন তাদের জন্য ৩ লাখ টাকা এবং অন্য আহতদের জন্য ১ লাখ টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। এর আগে, দুপুর ২টার দিকে সদর উপজেলার গাবখান এলাকায় এ দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং অন্তত আরও ২০ জন আহত হন। জানা গেছে, ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক ব্যাটারিচালিত তিনটি অটোরিকশা ও একটি প্রাইভেটকারকে পেছন থেকে চাপা দেয়। এতে ১১ জন ঘটনাস্থলেই মারা যান এবং পরে আহতদের মধ্যে হাসপাতালে আরও তিনজন মারা যান। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় সিমেন্ট বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক আল আমিন ও হেলপারকেও আটক করা হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৮ এপ্রিল ২০২৪, ১২:২৭

ফরিদপুরে দুর্ঘটনা : নিহতদের ৫ জন একই পরিবারের
ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩ জনের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছেন। রফিক মোল্লা নামের এক লিফটম্যান তার মা, স্ত্রী, সন্তান নিয়ে বাড়ি থেকে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনায় পরিবারসহ নিহত হন।  মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে এ দুর্ঘটনায় রফিকসহ পরিবারের সকলেই মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, একই পরিবারের নিহত পাঁচজন হলেন ফরিদপুরের বোয়ালমারীর বেজিডাঙ্গা গ্রামের রফিক মোল্লা (৩৫), তার স্ত্রী সুমি বেগম (২৩), দুই ছেলে রুহান মোল্লা (৬), হাবিব মোল্লা (৩) ও রফিক মোল্লার মা। রফিক ঢাকায় একটি সরকারি অফিসে লিফটম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষ করে তিনি মা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে পিকআপ ভ্যানে করে ঢাকায় যাচ্ছিলেন। পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। কানাইপুরের দিকনগর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। এ ছাড়া আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়। রফিক মোল্লার পরিবার ছাড়াও নিহত আরেকজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মর্জিনা বেগম। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বাসিন্দা। এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘এ দুর্ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা ও আহতদের প্রত্যেককে তিন লাখ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।’
১৬ এপ্রিল ২০২৪, ১৪:৫৪

ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবায় ব্যাঘাত ঘটেনি : স্বাস্থ্যমন্ত্রী
ঈদের লম্বা ছুটিতেও দেশের কোনো হাসপাতালে স্বাস্থ্যসেবার ব্যাঘাত ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।  বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদে লম্বা ছুটিতে দেশ। এর মধ্যেও দেশের কোনো হাসপাতালে স্বাস্থ্যসেবার ব্যাঘাত ঘটেনি। মন্ত্রী হিসেবে এটা আমার প্রথম ঈদ। আমি আশা করছি দেশের মানুষ খুব সুন্দরভাবে ঈদ পালন করছেন। তিনি বলেন, আমি বুধবারও কয়েকটা হাসপাতালে গিয়েছি। আজকে আরও কয়েকটি হাসপাতালে যাব। বুধবার দুটি হাসপাতালে গিয়েছি, দুই জায়গায়ই আমি পর্যাপ্ত ডাক্তার, নার্স পেয়েছি। আমি সন্তুষ্ট। রোগীদের সঙ্গেও আমি কথা বলেছি। কেউ কোনো অভিযোগ করেনি। তিনি আরও বলেন, আজ সকালেও দেশের সব হাসপাতালের পরিচালকদের ম্যাসেজ পাঠিয়েছি। আমি এখন পর্যন্ত যতটুকু জানি, সব জায়গায়ই চিকিৎসা চলছে। কোথাও ব্যাঘাত ঘটেনি। হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন পবিত্র ঈদুল ফিতর এবং পয়লা বৈশাখের ছুটি চলাকালে দেশের হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা নিজে মনিটরিং করার ঘোষণা দেন। এদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয়, সে জন্য ছুটির সময় নিজে মনিটরিং করব। না জানিয়ে হাসপাতালে যাব। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের হাসপাতালেও মনিটরিং করা হবে বলেও জানান তিনি।
১১ এপ্রিল ২০২৪, ২১:৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়