• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo
নদী দখলদারদের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে: সারোয়ার মাহমুদ
নদী দখলদারদের তালিকা হচ্ছে, পূর্বেও হয়েছে। সেগুলো এখন যাচাই বাছাই হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সারোয়ার মাহমুদ। সেই সঙ্গে পাম নদীর গতিপথ পরিবর্তন অবৈধ দখলদারদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  বৃহস্পতিবার (২ মে) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের পামেরপাড় এলাকায় পাম নদী পরিদর্শনকালে এই কথা জানান তিনি।  সারোয়ার মাহমুদ বলেন, নদী দখলমুক্ত থাক এটা একটি রাষ্ট্রের অঙ্গীকার। নদী জনসাধারণের জন্য নদী দেশের জন্য প্রকৃতির একটি অনুসঙ্গ। শুধু দখল উচ্ছেদ করলেই হয় না। এগুলো মেইনটেন করতে হয়। দখল মুক্ত করার পর এটিকে সংরক্ষণ করা যেন এটি পুনরায় অপদখল হয়ে না যায়। সেই ধরণের কিছু উদ্যোগ নেওয়া দরকার। এখন নদীগুলো যে অবস্থায় আছে সেগুলোকে দখলমুক্ত, দূষণ মুক্ত করা দরকার। ফ্লোগুলো যেন স্বাভাবিক থাকে সেই ব্যবস্থা নেয়া দরকার। জীববৈচিত্রের প্রতিকূল বিষয়ে মানুষকে সচেতন করা এবং আজকে যে উষ্ণতা দেখা দিয়েছে, পানির স্তর নিচে নেমে গেছে সেসব বিষয়ে মানুষকে সতর্ক করা। একজনের কাজের জন্যে যেন অনেক মানুষের কার্যক্রম ক্ষতিগ্রস্ত না হয় সেটিকে সজাগ থাকা।  তিনি বলেন, নদী সংরক্ষণের সঙ্গে যারা জড়িত প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আমরা পাম নদী পরিদর্শন করেছি। এখানে নদীর গতি পরিবর্তন করা হয়েছে। এটি আমরা কাগজপত্র ও রেকর্ড দেখে মূল্যায়ন করবো। তারপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করবো। তবে আমি জনগণকে সম্পৃক্ত করে এখানে যেন নদীর গতিপ্রবাহ ঠিক থাকে, জীববৈচিত্র ঠিক থাকে সে ব্যাপারে সবাই যেন উদ্যোগী হয়। স্থানীয়রাও যেন তাদের যার যার অবস্থান থেকে নদী রক্ষায় ভূমিকা রাখে। তাহলেই নদীগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে এবং এর দ্বারা জীববৈচিত্র ও মানুষ উপকৃত হবে। উল্লেখ্য, পাম নদী দখল করে পাড়বাঁধা পুকুর খননের ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বৃহস্পতিবার সকালে পাম নদী পরিদর্শনে আসেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সারোয়ার মাহমুদ। তিনি দখল হওয়া পাম নদীর বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় দখলকারীদের সঙ্গেও কথা বলেন তিনি। ম্যাপ মিলিয়ে দেখতে পান নদীটি আগে ছিলো দখলকারী জিয়াউর রহমানের বাড়ির পাশ দিয়েই। পরে গতি পরিবর্তন করে দেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এদিকে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের উপস্থিতির খবর পেয়ে প্রভাবশালী জিয়াউর পরিবারের হুমকিতে কোন ভুক্তভোগিকেই বাড়িতে পাওয়া যায় নি। এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, বেংহারী বনগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাহেব আলী উপস্থিত ছিলেন। গত ২০ এপ্রিল পঞ্চগড়ে পাম নদী দখল করে মাছ চাষ করছে প্রভাবশালীরা মর্মে আরটিভিতে প্রতিবেদন প্রকাশ করা হয়।    
০২ মে ২০২৪, ২০:৪৭

নিখোঁজের ৮ দিন পর নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
ঝালকাঠির নলছিটিতে চৈত্র সংক্রান্তিতে মা ও দাদির সঙ্গে সুগন্ধা নদীতে পুণ্যস্নানে গিয়ে নিখোঁজ তৃতীয় শ্রেণির স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চরবহরমপুর এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  নিহত আদিত্য চক্রবর্তী (৮) শহরের বাতুরতলা এলাকার স্টুডিও ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর ছেলে ও নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। গত ১৩ এপ্রিল সকাল ১০টার দিকে আদিত্য চক্রবর্তী দাদি ও মা মিতু চক্রবর্তীর সঙ্গে পুণ্যস্নানের জন্য সুগন্ধা নদীর তীরে যায়। তিনজনই একসঙ্গে স্নানে নামেন। এ সময় তার মা ও দাদি স্নানে ব্যস্ত থাকায় আদিত্য নদীতে পড়ে যায়। দাদি তাকে ধরার চেষ্টা করলেও রাখতে পারেননি। নদীর স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যায়। খবর পেয়ে বরিশাল থেকে একটি ডুবুরি দল ও কোস্ট গার্ডের সদস্যরা নিখোঁজ শিশুর সন্ধানে সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি গণমাধ্যমকে বলেন, শনিবার রাত ৯টার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে শনাক্ত করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২১ এপ্রিল ২০২৪, ০৮:৫০

সোমেশ্বরী নদীতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার
নেত্রকোণার দুর্গাপুরে বেড়াতে এসে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ আবির হাসানের (২০) মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।  রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর মরদেহটি উদ্ধার করা হয়।  এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ওই তরুণ নিখোঁজ হন। দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেন।  নিখোঁজ আবির গাজীপুরের কেওড়াবাজার এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।  স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে শনিবার দুর্গাপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন আবির। পরে রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে কুল্লাগড়া ইউনিয়নের বরইকান্দি নামক স্থানের সোমেশ্বরী নদীতে গোসলে নেমে তিনি নিখোঁজ হন।  পরে স্থানীয়রা দুর্গাপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম শফিকের তত্ত্বাবধানে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালিয়ে সন্ধ্যার পর ঘটনাস্থল থেকে প্রায় ১০০ ফুট দূরে বালুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে।  এ বিষয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম শফিক বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আমাদের একটি টিম। তারপর ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা আসলে উদ্ধার কাজ শুরু হয়। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে অবশেষে সন্ধ্যায় মরদেহ উদ্ধারে সক্ষম হয়েছি।’
১৫ এপ্রিল ২০২৪, ১৬:১৮

মা-বাবার সঙ্গে পুণ্যস্নানে গিয়ে সন্তানের মৃত্যু
পঞ্চগড়ে সনাতন ধর্মালম্বীদের বারুনী মহাস্নান উৎসবে করতোয়া নদীর উত্তর স্রোতে স্নান করতে গিয়ে  পানিতে ডুবে ধনঞ্জয় (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি আটোয়ারি উপজেলার চুচুলি বটতলী গ্রামে। সে ওই গ্রামের রবি চন্দ্র বর্মনের ছেলে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে বোদা উপজেলার বোয়ালমারী এলাকায় করতোয়া নদীতে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, শিশুটি তার বাবা-মায়ের সাথে উৎসবে অংশগ্রহণ করে। দুপুরে শিশুটিকে নদীর পাড়ে রেখে তার বাবা-মা একত্রে করতোয়া নদীর পানিতে পবিত্র হওয়ার জন্য স্নান করতে  নামে। এদিকে সকলের অজান্তে শিশুটি নদীর পানিতে নামলে পানিতে  ডুবে যায়।  অনেক খোঁজাখুজির পরে শিশুটিকে  ফায়ার সার্ভিসের সহায়তায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। 
০৬ এপ্রিল ২০২৪, ১৬:৫৬

যেভাবে দিন কাটছে ‘হাঙর নদী গ্রেনেড’র সেই রইছের (ভিডিও)
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমায় রইছ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অভিনয়শিল্পী বিজয় চৌধুরী। নব্বইয়ের থেকে শূন্য দশকের দর্শকমাত্রই রইছকে চেনেন। সেই সিনেমাটির ওই দৃশ্য দেখে আজও দর্শকের চোখে পানি চলে আসে। আলোচিত সেই ছবির দৃশ্যে দেখা যায় বুড়ির (সুচরিতা) ঘরে আত্মগোপনে থাকা মুক্তিযোদ্ধাদের খোঁজে এসেছে পাকিস্তানি হানাদাররা। মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী পুত্রসন্তান রইছকে উৎসর্গ করেন মা। রইছের হাতে বন্দুক ধরিয়ে দিয়ে ঘরের বাইরে পাঠান; বাড়ির আঙিনায় রইছের বুক ঝাঁজরা করে চলে যায় হানাদাররা। আমগাছের তলায় রইছের নিথর দেহ পড়ে থাকে। মুক্তিযোদ্ধাদের যুদ্ধে পাঠিয়ে নিথর সন্তানকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন বুড়ি। মাত্র একটি দৃশ্যে অভিনয় করে আজও দর্শকদের মনে রয়ে গিয়েছেন বিজয়। ১৯৯৩ সালে পরিচালক রায়হান মুজিবের ‘প্রেমপ্রীতি’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে বিজয়ের। মাঝে আরও দু-তিনটি সিনেমা করলেও রইছকে ছাড়িয়ে যেতে পারেননি। ১৯৯৭ সালে ‘লাট ভাই’-এর পর আর কোনো সিনেমায় পাওয়া যায়নি তাকে। মাঝে আড়াই দশকে আর কোনো সিনেমা করেননি। টুকটাক নাটক করলেও নিয়মিত নন। অভিনয়ের বাইরে মূলত ব্যবসায়ী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। দু-তিন বছর ধরে তৈরি পোশাক রপ্তানি করছেন তিনি। চার বন্ধুর সঙ্গে অংশীদারির ভিত্তিতে ঢাকার বারিধারা ডিওএইচএসে অফিস নিয়েছেন। বিভিন্ন কারখানা থেকে সোয়েটার নিয়ে কলকাতায় রপ্তানি করছেন তারা। এর আগে মতিঝিলে ‘উনুন’ নামে একটি রেস্তোরাঁ ছিল বিজয়ের। প্রায় এক যুগ ধরে রেস্তোরাঁটি পরিচালনা করেছেন তিনি। করোনাভাইরাসের মধ্যে সেটি বন্ধ করে পোশাক রপ্তানি ব্যবসায় হাত দেন। প্রসঙ্গত, ১৯৯৬ সালে বিয়ে করেন বিজয় চৌধুরী। তিনি ও তাঁর স্ত্রী সালমা চৌধুরীর সংসারে এক ছেলে ও এক মেয়ে। ছেলে সাবিত চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, গত বছর বিয়ে করেছেন সাবিত। মেয়ে ফিওনা আজাদ উচ্চমাধ্যমিকে পড়ছে। বিজয়ের বাবা মোহাম্মদ মনির চৌধুরী একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী, মা মিনা চৌধুরী গৃহিণী। বিজয়রা তিন ভাই ও এক বোন। দুই ভাই আয়ারল্যান্ডে থিতু হয়েছেন।    
২৬ মার্চ ২০২৪, ১৪:২৬

নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান সারওয়ার মাহমুদ
জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের সাবেক গ্রেড-১ কর্মকর্তা সারওয়ার মাহমুদ। তাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৪ মার্চ) থেকে এ বিষয় প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় । ‘জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩’এর ৫(২) ও ৫(৩) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে  প্রজ্ঞাপনে বলা হয়েছে। এর আগে জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য (অতিরিক্ত সচিব) শেখ মো. শরীফ উদ্দিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বর মাসে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সারওয়ার মাহমুদকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়। ২০২০ সালের ডিসেম্বর মাসে তিনি গ্রেড-১ পদে পদোন্নতি পান। ২০২০ সালের ৩১ ডিসেম্বর তিনি অবসরে যান।
২৪ মার্চ ২০২৪, ২৩:৪০

তুলসীগঙ্গা নদীতে বস্তাবন্দী যুবকের মরদেহ উদ্ধার
নওগাঁয় অজ্ঞাত পরিচয়ধারী বস্তাবন্দী এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (২২ মার্চ) বিকেলে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চকবুলাকি গ্রামে তুলসীগঙ্গা নদীর ডোবাই কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সদর থানাধীন চন্ডিপুর ইউনিয়নের চকবুলাকি গ্রামের তুলসী গঙ্গা নদীর ডোবাই কচুরিপানার ভেতর বস্তাবন্দী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ স্থানীয়রা দেখতে পান। পরে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গফুর। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের পরে অনেকদিন ধরে মরদেহটি ডোবাই পড়েছিল। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ।’  আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
২২ মার্চ ২০২৪, ২২:৫৬

নিখোঁজের ৪ দিন পর নদী থেকে হাফেজের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের চার দিন পর নদী থেকে এক হাফেজের মরদেহ উদ্ধার করা হয়েছে।  সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলার সোনাই নদীতে তার মরদেহ পাওয়া যায়।  ওই হাফেজের নাম বুলবুল আহমেদ হৃদয় (২০)। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের আইয়ুব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  এলাকাবাসী জানায়, বুলবুল আহমেদ গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে সোনাই নদীতে মাছ ধরতে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। এ নিয়ে ওইদিন রাতেই মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। আজ সকালে স্থানীয় লোকজন সোনাই নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান।  পরে পুলিশে খবর দিলে কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
১৮ মার্চ ২০২৪, ২০:১০

চাঁদপুরের মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদী থেকে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। মতলব উত্তরের মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান মরদেহটির পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (৬ মার্চ) দুপুর মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, গত ২ মার্চ পারাবত-২ লঞ্চযোগে বরিশাল চরমোনাই হতে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বাহাদুরপুর নামক স্থানে চাঁদপুর সদরের মধ্য রঘুনাথপুর গ্রামের মৃত শাহ আলমের পুত্র মো. আশিকুর রহমান (২২) নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ দুপুরের ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
০৬ মার্চ ২০২৪, ১৮:২৬

নদী রক্ষার বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি : নৌপ্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী রক্ষার সঙ্গে জলবায়ু পরিবেশ সবকিছুই যুক্ত। তাই নদী রক্ষার বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি। সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের ষষ্ঠ কার্য অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নৌপ্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের যে প্রকল্পগুলো আছে সেগুলোর পরিচালক থাকে। এর বাইরে জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনও যেন সেগুলো দেখভাল করেন সেজন্য প্রধানমন্ত্রী গতকাল (রোববার) একটি নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আমরা আজকের অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছি। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আমরা প্রকল্প নিয়ে নেই। কিন্তু প্রকল্প বাস্তবায়নে অনেক সময় স্থানীয়ভাবে প্রশাসন সেখানে সমস্যার মধ্যে পড়ে। এটার যেন সমন্বয় হয় এমন একটি বিষয় ছিল। প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ডিসিরাও সমস্যায় পড়ে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ বলেন, প্রকল্প বাস্তবায়ন তো ডিসিরা করেন না। বাস্তবায়ন সঠিকভাবে হচ্ছে কিনা জেলা প্রশাসককে সেটি দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে। ডিসিরা স্থানীয় পর্যায়ে অনেকগুলো কাজ করেন। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পগুলোতে বিশেষ নজরদারি রাখবেন তারা। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে প্রকল্প পরিচালক আছে এবং বাস্তবায়নের জন্য একটা টিম থাকে তারা বাস্তবায়ন করে। সেখানে প্রকল্পটির সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা জেলা প্রশাসকরা ক্রস চেক করবে। যেমন- প্রকল্প বাস্তবায়ন কমিটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনও ধরনের দুর্বলতা দেখাচ্ছে কিনা এটা যেন স্থানীয় প্রশাসন দেখভাল করে। বিভিন্ন জায়গায় নদী দখল বড় সমস্যা যা স্থানীয় রাজনীতিবিদ বা প্রভাবশালী যারা আছেন তাদের প্ররোচনায় হয় এবং কখনও কখনও প্রশাসনের কিছু করার থাকে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নৌপ্রতিমন্ত্রী বলেন, এটা তো অতীত। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকেই তো দখল করে ফেলা হয়েছিল। বাংলাদেশের গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশকে আমরা পেয়েছিলাম ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর গতিপথ পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে নদীও রক্ষা পায়নি। কাজেই সে জায়গা থেকে আমরা নতুন একটি সম্ভাবনার জায়গায় এসেছি। নদী দখল করার যে চিন্তা-ভাবনা মানুষের ছিল; সেখান থেকে দূরে সরে গেছে।  তিনি আরও বলেন, বর্তমান সরকারের শক্ত অবস্থানের কারণে এই আমূল-পরিবর্তন হয়েছে। সেখানে আপনারা গণমাধ্যম আমাদের সঙ্গে ছিলেন। গণমাধ্যমের সহায়তা পেয়েছি এবং আমাদের এই কঠোর অবস্থানটা এখনও চলমান আছে। এই জায়গায় আমরা কোনও ধরনের কম্প্রোমাইজ করব না।
০৪ মার্চ ২০২৪, ২৩:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়