• ঢাকা শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
কুমিল্লায় সাদেক মিয়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড 
কুমিল্লার হোমনা উপজেলার ব্যবসায়ী সাদেক মিয়াকে হত্যার ঘটনায় ৭ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেকে ৫০ হাজার টাকা করে জরিমানারও আদেশ দেওয়া হয়। রোববার (১৯ মে) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান কাজল জানান, পাওনাকে টাকা চাওয়াকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৮ জুলাই ছোট গানিয়ারচর এলাকার ব্যবসায়ী মো. সাদেক মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত ও পা কেটে ফেলে রাখা হয় ধনিয়াখেতে। তিনি আরও জানান, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকাল ৮টায় মৃত্যুবরণ করেন সাদেক মিয়া। এ ঘটনায় সাদেক মিয়ার স্ত্রী রেখা আক্তার ১৮ জনের বিরুদ্ধে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। বিশ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ শুনানির পর আদালত সাদেক মিয়া হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৩ আসামি ও বেকসুর খালাসপ্রাপ্ত একজন উপস্থিত ছিলেন।
১৯ মে ২০২৪, ২৩:৪২

কুমিল্লায় পৃথক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
কুমিল্লায় পৃথক হত্যা মামলার রায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন রায় দুটি দেন। মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (পিপি) নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতের রায়ে কুমিল্লার বরুড়ার বড় লক্ষ্মীপুর গ্রামের আক্তারুজ্জামান হত্যা মামলায় হাফেজা আক্তার তাসমিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তার স্বামী শাহীন ভূঁইয়াকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে হাফেজা আক্তার তাসমিয়ার দেবর মিজানুর রহমানকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক রোজিনা খান।  মামলার বিবরণে জানা গেছে, বরুড়ার বড় লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী শাহীন ভূঁইয়ার স্ত্রী তাসমিয়া গ্রামের আক্তারুজ্জামানকে দিয়ে বাজার করাতেন। এ সময় তাসমিয়ার ওপর আক্তারুজ্জামানের কুনজর পড়ে। শাহীন দেশে ফেরার পরও তাসমিয়াকে উত্ত্যক্ত করতেন আক্তারুজ্জামান। ক্ষুব্ধ হয়ে তাসমিয়া ২০১৬ সালের ৯ অক্টোবর ঘরে ডেকে এনে কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করে আক্তারুজ্জামানের লাশ খাটের নিচে লুকিয়ে রাখেন। রাতে স্বামী-স্ত্রী মিলে লাশ ডোবায় ফেলে দেন। এ নিয়ে নিহতের ভাই আবুল কাসেম হত্যা মামলা করেন। অন্যদিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ির আনোয়ারা বেগম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেন বিচারক জাহাঙ্গীর হোসেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৩ মার্চ রাতে পারিবারিক বিরোধের জেরে দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ির আনোয়ার বেগমকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। পরদিন ৪ মার্চ নিহতের মেয়ে উম্মে সালমা অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে দেবীদ্বার থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। মামলা চলাকালীন আসামি চারজনের মধ্যে দুজন মারা যান। রায়ের সময় আদালতে উপস্থিত আসামি আল আমিনকে মৃত্যুদণ্ড ও মোস্তাফিজকে খালাস দেওয়া হয়।  
১৬ মে ২০২৪, ১৬:৩১

কুমিল্লায় র‌্যাবের হাতে পলাতক যুদ্ধাপরাধী গ্রেপ্তার
কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুর এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আবু বক্কর সিদ্দিক (৮০)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার উত্তর কদমতলা গ্রামের মৃত মান্দার সরদারের ছেলে। সোমবার (১৩ মে) দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক, উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। তিনি জানান, রোববার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এবং র‌্যাব-৬, সিপিসি-১ এর যৌথ আভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুর এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আবুবক্কর সিদ্দিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি কুমিল্লায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
১৩ মে ২০২৪, ১৫:৪৮

কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ৫ ছিনতাইকারী গ্রেপ্তার
কুমিল্লায় পুলিশ পরিচয়ে ডাকাতিসহ দুটি ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পুলিশের হাতকড়া, পুলিশের পোশাক, জুতা, অস্ত্র, স্বর্ণ, মোবাইল ফোন, বিভিন্ন তালার ১১০টি চাবি, তিনটি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পিকআপভ্যান উদ্ধার করা হয়। রোববার (১২ মে) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি বলেন, সম্প্রতি কুমিল্লা নগরীর কয়েকটি স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যার মধ্যে একটি ঘটনায় পুলিশ পরিচয়ে ছিনতাই করা হয়। ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছিল। ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত পোশাক, হাতকড়া, জুতা, অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর মুরাদপুর এলাকার সুমন ও সুজন, উত্তর চর্থ এলাকার মো. হাসান, চাঁদপুর এলাকার রাশেদুল ইসলাম মাহি এবং বরুড়া উপজেলার মুকুন্দপুর গ্রামের মোহাম্মদ রাকিব হাসান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
১২ মে ২০২৪, ১৮:০৬

কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকেলে পৃথক সময়ে জেলার চান্দিনা, সদর দক্ষিণ, বুড়িচং ও দেবিদ্বারে এ চারজনের মৃত্যু হয়। বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে দৌলতুর রহমান (৪৭), সদর দক্ষিণ উপজেলার গলিয়ার ইউনিয়নের উত্তর সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম ( ৫০), কুমিল্লা দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের মোখলেছুর রহমান (৫৮) এবং বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোরা গ্রামের কুদ্দুস মিয়ার আলম হোসেন। সংশ্লিষ্ট থানার ওসি ও স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জানান, আমরা বিক্ষিপ্তভাবে বজ্রপাতে মৃত্যুর সংবাদ পাচ্ছি। সঠিক সংখ্যা জানতে আরও সময় লাগবে।
০২ মে ২০২৪, ২১:২১

কুমিল্লায় সালাতুল ইসতিসকার নামাজ আদায়
তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে কুমিল্লার জনজীবন। অসহনীয় গরম থেকে বাঁচতে বৃষ্টির আশায় আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন।  শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় কুমিল্লার ঐতিহাসিক টাউনহল ময়দানে সালাতুল ইসতিসকারের নামাজ আদায় করেন মুসল্লিরা। কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের আয়োজনে এবং কুমিল্লা সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় ইসতিসকার সালাত আদায় ও দোয়া মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস আল্লামা শাহ নুরুল হক। সালাত আদায়ের নির্দিষ্ট সময়ের আগেই দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করতে টাউনহল ময়দানে একত্রিত হন। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনার উদ্যাগে সালাতুল ইসতিসকার নামাজ আদায়ের জন্য টাউনহল ময়দান পরিষ্কার পরিচ্ছন্নসহ আগত মুসল্লিদের জন্য সুপেয় পানি ও শরবতের ব্যবস্থা করা হয়।
২৭ এপ্রিল ২০২৪, ১২:৪১

কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিল্লাল হোসেন (২৮) নামের এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত বিল্লাল হোসেন রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকার আলী আহমদের ছেলে। সোমবার (২২ এপ্রিল) রাতে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল তেঁতুলতলা সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চোরাই মাল নামানোর কাজের শ্রমিক ছিলেন আহত বিল্লাল হোসেন। ভারত থেকে অবৈধপথে আসা চিনি ও অন্যান্য পণ্য ওঠানামার শ্রমিক হিসেবে কাজ করেন তিনি। সোমবার রাত ৮টার দিকে তেঁতুলতলা সীমান্ত দিয়ে অবৈধপথে আসা চিনি নামানোর সময় বিএসএফের সদস্যরা গুলি চালায়। তাদের ছোড়া ছররা গুলিতে আহত হন বিল্লাল। তার শরীরে ৩০টির মতো ছররা গুলি লেগেছে। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে বিজিবির সংকুচাইল বিওপির কামান্ডার ফারুক কামাল বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমরা এ বিষয়ে কোনো তথ্য বা বক্তব্য দিতে পারব না।
২৩ এপ্রিল ২০২৪, ০৯:১৬

কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত
কুমিল্লা থেকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাসচাপায় একই পরিবারের দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন।  সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন, কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের দিলবর নেছা (৫৫), তার পুত্রবধূ স্ত্রী শাহীনুর আক্তার (২৪), নাতনি সায়মা আক্তার (৬) ও রাইসা আক্তার (২)। শাহীনুরের স্বামী সৌদি আরবপ্রবাসী। দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট ওয়াহিদুল ইসলাম জানান, মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় দিলবর নেছা ঘটনাস্থলে মারা যান, তার মেয়ে শাহীনুর আক্তার, নাতনি সায়মা আক্তার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। আরেক নাতনি রাইসা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় মারা যায়।  স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রাত ৮টার দিকে মহাসড়কের এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিলেন এক শিশুসহ তিন নারী। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন নারীকে মৃত ঘোষণা করেন। তাদের সঙ্গে থাকা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে তারও মৃত্যু হয়।  তিনি বলেন, ঘাতক বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস আটক করা হয়েছে।
২৩ এপ্রিল ২০২৪, ০৬:৩০

কুমিল্লায় বাংলা নববর্ষ উদযাপিত
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কুমিল্লায় বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলমত নির্বিশেষে সকল বয়সী নারী-পুরুষ নানান রঙের পোশাক পরে নববর্ষকে বরণ করার জন্য নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে সরকারি কর্মসূচির আলোকে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় বিগত বছরের ন্যায় এবারও ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু জাফর খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান, কুসিক মেয়র ডা. তাহসীন বাহার সুচনা। বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ষবরণের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৪ এপ্রিল ২০২৪, ১৪:২২

কুমিল্লায় ক্ষতিকর স্কিন ক্রিমের বিষয়ে বিএসটিআই’র সচেতনতামূলক অভিযান 
  কুমিল্লা জেলা শহরের বিভিন্ন মার্কেটে ক্ষতিকর ত্বক ফর্সাকারী স্কিন ক্রিমের বিষয়ে সচেতনতামূলক সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবর (২৮ মার্চ) জেলার নিউমার্কেট, কান্দিরপাড়, আদর্শ সদরে বিএসটিআই কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে মার্কেটের ১৬টি কসমেটিক দোকানে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধকৃত স্কিন ক্রিমসমূহের তালিকা, ক্ষতির কারণ ও নেতিবাচক প্রভাব সংবলিত লিফলেট বিতরণ করা হয়।  অভিযানে নেতৃত্ব প্রদান করেন বিএসটিআই কুমিল্লা অফিসের অফিস প্রধান ও উপপরিচালক (সিএম) কে এম হানিফ। এ সময় উপস্থিত  ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার আফছানা হোসেন, ইকবাল আহাম্মদ ও কাজী মো. শাহান। জানা গেছে, জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৩০ মার্চ ২০২৪, ২২:০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়