• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় বাংলা নববর্ষ উদযাপিত

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২৪, ১৪:২৭
বাংলা নববর্ষ
ফাইল ছবি

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কুমিল্লায় বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলমত নির্বিশেষে সকল বয়সী নারী-পুরুষ নানান রঙের পোশাক পরে নববর্ষকে বরণ করার জন্য নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে সরকারি কর্মসূচির আলোকে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় বিগত বছরের ন্যায় এবারও ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু জাফর খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান, কুসিক মেয়র ডা. তাহসীন বাহার সুচনা।

বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ষবরণের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুবিতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা শিক্ষকদের
কুমিল্লায় শিক্ষাপ্রতিষ্ঠানে ‘পানি ঘণ্টা’ চালু
কুমিল্লায় সালাতুল ইসতিসকার নামাজ আদায়
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
X
Fresh