• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো শিক্ষার্থী

আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ০২:৩৫
খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো শিক্ষার্থী
প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে বিল্লাল হোসেন মুন্সি (২০) নামে এক শিক্ষার্থী।

শুক্রবার (২৪ মে) রাতে ৩০০ ফিট সড়কে আইসিসিবি ক্লাবের সামনে দুর্ঘটনার কবলে পড়ে সে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় তার।

নিহত বিল্লালের বন্ধু মো. রিফাত হোসেন জানায়, কয়েজন বন্ধু মিলে ওই এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিল তারা। সেখানে আইসিসিবি ক্লাবের সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিয়ে যায় বিল্লালকে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই বিল্লালের মৃত্যু হয়।

বিল্লালের বাবার নাম খুরশীদ আলম মুন্সি বলে জানা গেছে। মহাখালীর আমতলী এলাকায় পরিবারের সঙ্গে থাকতো সে। সেখানে সে স্থানীয় একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়তো।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন পোশাক পেল শতাধিক বেদে শিশু শিক্ষার্থী
গঙ্গাস্নানে গিয়ে পদদলিত হয়ে ২ শিশুর মৃত্যু
হিটস্ট্রোকে আরাফাতের ময়দানে ৬ হজযাত্রীর মৃত্যু
আখাউড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু