• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
কামিন্সের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি হায়দ্রাবাদের
চলমান আইপিএলে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১১ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে হার্দিকের দল। নিজেদের ১২তম ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নেমেছে মুম্বাই। এই ম্যাচে আগে ব্যাট করে রোহিত শর্মাদের ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে প্যাট কামিন্সের দল। সোমবার (৬ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। দুজনের ব্যাট থেকে আসে ৫৬ রান। তবে ইনিংস বড় করতে পারেননি অভিষেক। ১৬ বলে ১১ রান করে আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মায়াঙ্ক আগারওয়াল। ৬ বলে ৫ রান করেন তিনি। ২ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন হেডও। ৩০ বলে ৪৮ রান করেন এই অজি ব্যাটার। নিতিশ কুমার ২০ রান এবং ২ বলে ৪ রান করে উইকেট মিছিলে যোগ দেন হেইনরিচ ক্লাসেন। এতে ৬ রানের ব্যবধানে তিন ব্যাটারের বিদায়ে ছন্দ হারায় হায়দ্রাবাদ। এরপর শাহবাজ আহমেদ (১০), মার্কো জেনসেন (১৭) এবং ৩ রান করে আউট হন আব্দুল সামাদ। কিন্তু লড়াই করতে থাকেন কামিন্স। শেষ পর্যন্ত সানভীর সিংয়ের ৭ বলের ৮ রান এবং প্যাট কামিন্সের ১৭ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংসে ভর কর করে আট উইকেটে ১৭৩ রানের লড়াকু পুঁজি পায় হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়া এবং ‍পিযুস চাওলা। এ ছাড়াও অ্যানশুল ক্যামবোজ এবং জাসপ্রিত বুমরাহ নেন একটি করে উইকেট।
২০ ঘণ্টা আগে

নারী নেত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, ৬ জনকে আসামি করে মামলা
ময়মনসিংহে এক যুব মহিলা লীগ নেত্রীর গোপন ভিডিও ভাইরাল করার ঘটনায় সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন ভুক্তভোগী রানী ইসলাম। এ ঘটনায় জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক স্বপ্না খন্দকারসহ ৬ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন তিনি।    সোমবার (৬ মে) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রানী ইসলাম সাংবাদিকদের এসব তথ‍্য নিশ্চিত করেছেন।      রানী ঈশ্বরগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং জেলা যুব মহিলা লীগের সদস‍্য।   মামলার অন‍্য আসামিরা হলেন কাজী বাবু, হীরা, মশিউর রহমান রানা, মোহাম্মদ রাকিবুল ও জাওয়াদ নির্ঝর।  সংবাদ সম্মেলনে এ ঘটনায় জেলা যুব মহিলা লীগের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকারকে দায়ী করে করে রানী ইসলাম বলেন, ‘আমি ষড়যন্ত্র ও প্রতারণার শিকার। আমার নেত্রী স্বপ্না খন্দকার তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক আমাকে বাধ‍্য করে এই ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এতে আমি পারিবারিক ও সামাজিকভাবে বিপর্যস্ত। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি।’   ভুক্তভোগী রানী আরও বলেন, ‘আমার মতো অনেক নারী স্বপ্না খন্দকারের ষড়যন্ত্র ও প্রতারণার শিকার। কিন্তু ভয়ে কেউ স্বপ্নার বিরুদ্ধে মুখ খুলতে চান না। মূলত রাজনীতির আঁড়ালে এ ধরনের অপরাধের মাধ্যমে বিভিন্ন লোকজনকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়াই স্বপ্না খন্দকারের পেশা ও নেশা। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’  সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  তবে ঘটনার বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও জেলা যুব মহিলা লীগের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মামলার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, আদালতে মামলা হয়েছে। আদেশের কপি হাতে পেয়ে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে। 
২৩ ঘণ্টা আগে

কাকে ইঙ্গিত করে পরীর পোস্ট?
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হন তিনি। এসবের মাঝেও ফেসবুকে তার সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেন নিজের প্রিয় মুহূর্তগুলো। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তেমনই এক মুহূর্তের ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, বাগান বিলাশ ফুল গাছের সামনে পরী দাঁড়িয়ে আছেন। চোখ বন্ধ করে কী যেন গভীরভাবে অনুভব করছেন। এই নায়িকা ছবিটির ক্যাপশনে লিখেছেন, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই...। ভক্ত থেকে শুরু করে সহশিল্পী, সবাই পরীর সেই ছবিতে নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি পরীমণি কলকাতার একটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন। যার নাম ‘ফেলু বক্সী’। নির্মাণ করছেন দেবরাজ সিনহা। সিনেমাটিতে পরী ছাড়াও দেখা মিলবে সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারের মতো তারকাদের।
০৬ মে ২০২৪, ১৩:১৪

লখনৌকে বিধ্বস্ত করে টেবিলের শীর্ষে কলকাতা
চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১১ ম্যাচ খেলে আটটিতে জয় তুলে নিয়ে ইতোমধ্যে প্লে-অফ অনেকটায় নিশ্চিত করেছে ফেলেছে শাহরখ খানের দল। নিজেদের ১১তম ম্যাচে লখনৌকে রানের ব্যবধানে হারিয়েছে কলকাতা। রোববার (৫ মে) আগে ব্যাট করতে নেমে লখনৌকে ২৩৬ রানের বড় লক্ষ্য দেয় কলকাতা। জবাব দিতে নেমে ২৩ বল হাতে থাকতেই ১৩৭ রানে অলআউট হয় লখনৌ। এতে ৯৮ রানের বড় জয় পায় কলকাতা। এতে রাজস্থান পিছনে ফেলে টেবিলের শীর্ষস্থান দখল করেছে স্টার্ক-রাসেলরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় লখনৌ। ৭ বলে ৯ করে সাজঘরে ফেরেন ওপেনার কুলকার্নি। এরপর মাকার্স স্টোইনিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন লোকেশ রাহুল। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ২১ বলে ২৫ রান করে ফেরেন লখনৌ দলপতি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি দ্বীপক হুদাও। ৩ বলে ৫ রান করেন তিনি। ২১ বলে ৩৬ রান করেন স্টোইনিস। এরপর নিকোলাস পুরান (১০) এবং আইয়ুস বাদোনি (১৫), অ্যাস্টোন টার্নার (১৬) এবং কুর্নাল পান্ডিয়া ৫ রান করে আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় লখনৌ। শেষ দিকে উধধীর সিং (৭) এবং রবি বিষ্ণয় ২ রান করে আউট হলেও ২৩ বল হাতে থাকতেই ১৩৭ রানে অলআউট হয় লখনৌ। এতে ৯৮ রানের বড় জয় পায় কলকাতা। কলকাতার হয়ে হার্শিত রানা এবং ভরুণ চক্রবর্তী তিনটি করে উইকেট নেন। এ ছাড়াও আন্দ্রে রাসেল দুটি, মিচেল স্টার্ক এবং সুনিল নারিন একটি করে উইকেট শিকার করেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সুনিল নারিন এবং ফিল সল্ট। দুজনের ব্যাটে ভর করে চার ওভারে ৬১ রান তোলে শাহরুখ খানের দল। ১৪ বলে ৩২ রান করে আউট হন সল্ট। কিন্তু অপর প্রান্তে ২৭ বলে ফিফটি তুলে নেন নারিন। ৩৯ বলে ৮১ রানের ইনিংস বিধ্বংসী ইনিংস খেলে আউট হন এই ক্যারিবিয় ব্যাটার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি রাসেল। ৮ বলে ১২ রান করেন তিনি। ২৬ বলে ৩২ রান করে তাকে সঙ্গ দেন রাঘুভানসি। শেষ দিকে ১৫ বলে ২৩ রান শ্রেয়াস আইয়ার আউট হলেও রামানদ্বীপের ৬ বলে ২৫ রানের ক্যামিও ইনিংসে ভর করে ছয় উইকেটে ২৩৫ রানের বড় পুঁজি পায় কলকাতা।
০৬ মে ২০২৪, ০০:০২

ফ্লাইট ওঠানামা ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালালে 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা। রোববার (৫ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম। তিনি জানান, পাঁচ থেকে সাত মে বিমানবন্দরে রানওয়ের রক্ষণাবেক্ষণসহ বেশ কয়েকটি কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এই তিন দিন মধ্যরাতে তিন ঘণ্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই সময়টাতে রানওয়ের মার্কিং করা, বৈদ্যুতিক ও রক্ষণাবেক্ষণের কিছু কাজ করা হবে। বিমানবন্দরের সূত্র জানায়, এই তিন ঘণ্টায় বিমানবন্দরে নিয়মিতভাবে সৌদি এরাবিয়ান এয়ারলাইনস, মালয়েশিয়ান এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ ও ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট থাকে। তাদের এই তিন দিন ফ্লাইটের সময় এগিয়ে বা পিছিয়ে নিতে বলা হয়েছে।  এর আগে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রীসেবা মানোন্নয়নে রানওয়ের সেন্ট্রাল লাইনে আরও লাইট স্থাপনের জন্য দুই মাস পাঁচ ঘণ্টার জন্য রানওয়ে বন্ধ করা হয়েছিল। এসব রুটিন কাজ বিমানবন্দরের।
০৫ মে ২০২৪, ১৫:৫১

গুজরাটকে বিধ্বস্ত করে চতুর্থ জয় বেঙ্গালুরুর
চলতি আইপিএলে প্রথম আট ম্যাচের সাতটিতেই হারের স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এতে প্লে-অফের লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়েছে কোহলিরা। তবে ঘুরে দাঁড়িয়ে টানা তিন জয় তুলে নিয়েছে বেঙ্গালুরু। নিজেদের ১১তম ম্যাচে গুজরাটকে চার উইকেটে হারিয়েছে তারা। শনিবার (৪ মে) আগে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু ১৪৮ রানের লক্ষ্য দেয় বেঙ্গালুরু। ৩৮ বল এবং চার উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে বেঙ্গালুরু। এতে চতুর্থ জয়ের দেখা পেলো কোহিলরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বেঙ্গালুরুকে উড়ন্ত সূচনা এনে দেন বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিস। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৯২ রান তোলে বেঙ্গালুরু। ১৮ বলে ফিফটি তুলতে নেন ডু প্লেসিস। ২৩ বলে ২৩ রানের ইনিংস খেলে আউট হন এই প্রোটিয়া ব্যাটার। এরপর আট রানের ব্যবধানে আরও তিন উইকেট হারিয়ে বসে বেঙ্গালুরু। উইল জ্যাক (১), রজত পাতিদার (২) এবং ৩ রানে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন কোহলি। তবে ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এই কিংবদন্তি ব্যাটার। ২৭ বলে ৪২ রান করেন তিনি। শেষ পর্যন্ত স্বপনীলের ৯ বলে ১৫ রান এবং দিনেশ কার্তিকের ১২ বলে ২১ রানের ইনিংসে ভর করে ৩৮ বল এবং চার উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে বেঙ্গালুরু। গুজরাটের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন জশ লিটিল। এ ছাড়াও নুর আহমেদ দুটি উইকেট নেন। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় গুজরাট। দলীয় ১৯ রানেই তিন উইকেট হারিয়ে বসে গুভমান গিলরা। ইনিংসের দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরেন ঋদ্ধিমান শাহা (১)। ৭ বলে ২ রান করে মোহাম্মদ সিরাজের দ্বিতীয় শিকার হন গিল। তিনে নেমে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাই সুদর্শনও। ১৪ বলে ৬ রান করে আউট হন তিনি। এরপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শাহরুখ খান। তবে ইনিংস লম্বা করতে পারেননি দুজনের কেউই। ২০ বলে ৩০ রান করে মিলার আউট হলে, ২৪ বলে ৩০ রান করে রান আউটে কাঁটা পড়েন শাহরুখ। রশিদ খানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রাহুল তাওয়াতিয়া। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ১৪ বলে ১৮ রান করে রশিদ খান আউট হলেও ২১ বলে ৩৫ রান করে তাকে সঙ্গ দেন তাওয়াতিয়া। শেষ দিকে মানাভ সুথার (১), মোহিত শর্মা (০) এবং বিজয় শঙ্কর ৭ বলে ১০ রান করে আউট হলে তিন বল হাতে থাকতেই ১৪৭ রানে অলআউট হয় গুজরাট।  
০৪ মে ২০২৪, ২৩:২৩

আওয়ামী লীগ কখনও ইতিহাস বিকৃতিতে বিশ্বাস করে না: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ কখনো ইতিহাস বিকৃতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বরং জিয়াউর রহমান জোরপূর্বক রাষ্ট্রক্ষমতা দখলের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টা করেছেন। বিএনপির শাসনামলে রাষ্ট্রীয়ভাবে বিকৃত ও মিথ্যা ইতিহাস প্রচার করা হয়েছে। এমনকি ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ পর্যন্ত বাজাতে দেওয়া হয়নি। শনিবার (৪ মে) আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খানের পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার প্রশ্নই আসে না। প্রকৃত ইতিহাস তার আপন মহিমায় উদ্ভাসিত হবে। জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী এবং গণতন্ত্র হত্যাকারী একজন স্বৈরশাসক হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবেন। জিয়াউর রহমান বাঙালি জাতির কাছে একজন সামরিক স্বৈরশাসক হিসেবেই অভিহিত হবেন। ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক যে কোনো বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে। প্রকৃতপক্ষে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই গণতান্ত্রিক রীতিনীতি, প্রথা, বিধি-বিধান ও নির্বাচন তাদের কাছে ফাঁদ বলে মনে হয়। সে কারণে তারা চলমান উপজেলা পরিষদ নির্বাচনকে হালকা হিসেবে জনগণের সামনে তুলে ধরার অপচেষ্টা চালাচ্ছে।  তিনি বলেন, বিএনপির লক্ষ্যই হলো ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে যে কোনো উপায়ে রাষ্ট্রক্ষমতা দখল করা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা নস্যাৎ করা। সেজন্য তারা লাগাতারভাবে মিথ্যাচার-অপপ্রচার ও গুজব সৃষ্টি করে বিভ্রান্তি সৃষ্টির অপরাজনীতি করে। বিএনপিকে এদেশের মানুষ ভালো করেই চেনে। বিএনপির তথাকথিত আন্দোলন এবং তাদের নেতাদের হাক-ডাকে জনগণের কোনো আগ্রহ নেই। সূত্র : বাসস
০৪ মে ২০২৪, ২১:৪০

চারবার স্ট্রোক করে ভালো নেই সংগীতশিল্পী রিংকু
দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন সংগীতশিল্পী রিংকু। পরপর চারবার স্ট্রোক করেছেন তিনি। সর্বশেষ ২০২০ সালে দুইবার স্ট্রোক হওয়ায় শরীরের বাঁ পাশ অবশ হয়ে গেছে তাঁর। এরপর থেকেই গান থেকে দূরে রয়েছেন। থাকছেন গ্রামেই।  নওগাঁর আত্রাই উপজেলার বড় সাওতা গ্রামের মহসীন আলী মৃধার ছেলে মশিউর রহমান রিংকু। ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান সংগীত প্রতিযোগিতার মাধ্যমে তিনি নজর কাড়েন। জায়গা করে নিয়েছিলেন সেরা পাঁচে। তাঁর কণ্ঠে লোকগান ও বাউলগান শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়। তবে অসুস্থ হওয়ার কারণে গানের জগৎ থেকে এখন দূরেই রয়েছেন এই শিল্পী। ২০১৬ সালে ইতালিতে শো করার সময় প্রথমবার স্ট্রোক করেন। এরপর দেশে এসে চিকিৎসা নিয়ে গানে ফিরেছিলেন। কিন্তু ২০১৮ সালে আবারও স্ট্রোক করেন। এরপর ২০২০ সালে পরপর দুইবার স্ট্রোক করেছেন। জানা যায়, বর্তমানে আগের চেয়ে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন রিংকু। আবারও ফিরতে চান গানের ভু্বনে। গণমাধ্যমে তিনি বলেন, একটা সময় স্টেজ মাতিয়েছি। নতুন নতুন গান করেছি। কিন্তু এখন সব বন্ধ। আমাকে অনেকেই ডাকেন গানের জন্য। কিন্তু এ অবস্থায় গাইতে পারি না দেখে যাই না। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় বাজিমাত করেই সংগীত জগতে নিজের জায়গা পাকা করে নেন এই গায়ক। ব্যস্ত হয়ে পড়েন স্টেজ শো ও অ্যালবাম প্রকাশে। ‘পাগলা ঘণ্টা’, ‘বাউল মন’ ও ‘জগৎ বন্ধু’ নামের তিনটি অডিও অ্যালবাম বের করেছিলেন তিনি।  রিংকুর কণ্ঠে বাউল মন অ্যালবামের ‘নারী হয় লজ্জাতে লাল’ গানটি জনপ্রিয়তা পায়। সেসময়ে এটি ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে।  আবারও গানে ফেরার ইচ্ছে প্রকাশ করে রিংকু বলেন, আমি যে গানগুলো গেয়েছি, আমার কণ্ঠের গান যারা পছন্দ করেন—তারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আগের মতো গাইতে পারি। কিন্তু আগের মতো গাওয়া সম্ভব নয়, তারপরও চেষ্টা করব। স্থানীয় এলাকাবাসীদের অনেকেই জানিয়েছেন, যদি এই শিল্পীকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানো যেত, তাহলে সুস্থ হয়ে উঠতেন তিনি।  
০৪ মে ২০২৪, ১৮:১৩

ইমরানের তোশাখানা মামলার নতুন করে তদন্ত
পাকিস্তানের আলোচিত তোশাখানার মামলায় নতুন করে তদন্ত শুরু করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। এজন্য তারা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, পিটিআই নেতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তলবের নোটিশ জারি করেছে। এআরওয়াই নিউজ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে এনএবি রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের ডেপুটি সুপারিনটেনডেন্টকে চিঠি পাঠিয়ে তদন্তের জন্য তাদের উপস্থিতির অনুরোধ করেছেন। তোশাখানার মামলাটিতে গত ৩১ জানুয়ারি ইমরান ও বুশরাকে ১৪ বছর করে কারাদণ্ড দেন পাকিস্তানের আদালত। রায়ে তাদের দুজনকে পাকিস্তানের সরকারি পদে ১০ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেন বিচারক মুহম্মদ বশির। তাদের ৭৮৭ মিলিয়ন রুপি জরিমানাও করেন। এই রায়ের আগে ইমরান খান ও তার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে সাইবার মামলায় ১০ বছর করে সাজা দেওয়া হয়। এ ছাড়া ইদ্দত সময়কালে তাদের বিয়ে সম্পর্কিত একটি মামলায় তাদের সাত বছরে করে কারাদণ্ড দেওয়া হয়। তবে গত ১ এপ্রিল ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) তোশাখানা মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড স্থগিত করেন। এই রায়ের পরে পিটিআইয়ের অনেক নেতা তোশাখানার মামলার অভিযোগ অস্বীকার করে ইমরান খানের সমর্থনে দাঁড়িয়ে যান।
০৩ মে ২০২৪, ২০:১৭

রোমাকে বিধ্বস্ত করে ফাইনালে এক পা লেভারকুসেনের
জাবি আলোনসোর হাত ধরে বুন্দেসলিগার শিরোপা জিতে চমক দেখিয়েছিল  বায়ার লেভারকুসেন। সেই ধারাবাহিকতা ধরে রেখে আরও একটি শিরোপা জয়ের হাতছানি দলটির সামনে। ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমার মাঠ থেকে জয় ছিনিয়ে নিয়েছে লেভারকুসেন।  বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাতে স্তাদিও অলিম্পিকোতে রোমাকে ২-০ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। জয়সূচক গোল ২টি করেছেন ফ্লোরিয়ান উইর্টজ ও রবার্ট এন্দরিখ।    এই ম্যাচে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে বেশ এগিয়ে ছিল লেভারকুসেন। ৪৭ শতাংশ সময় বল দখলে রেখে ১৯টি শট নিয়ে ৪টি লক্ষ্য বরাবর রেখেছিল তারা। বিপরীতে ঘরের মাঠে ৮টি শট নিয়ে ২টি প্রতিপক্ষের গোলমুখে রাখতে পেরেছিল রোমা।   রোমেলু লুকাকু, পাওলো দিবালার মতো তারকাদের স্তব্ধ করে ম্যাচের ২৮তম মিনিটেই লেভারকুসেনকে লিড এনে দেন ২০ বছর বয়সী জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার উইর্টজ। ডাচ রাইট-ব্যাক রিক কার্সদর্পের ভুলের খেসারত দিতে হয় দলকে। ব্যাক পাসে বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের কাছে দিয়ে বসেন তিনি।  যেন ডি-বক্সে ঢুকে পড়া নিজের সতীর্থকে পাস দিচ্ছেন। বল পেয়ে যান অ্যালেক্স গ্রিমালদো। এক ডিফেন্ডার ও গোলরক্ষকের বাধায় তিনি বল তুলে দেন অরক্ষিত থাকা উইর্টজকে। বাকি কাজকে অনায়াসে সেরে নেন এ জার্মান মিডফিল্ডার।   ৩৪তম মিনিটে গ্রিমালদো আরও একটি দারুণ সুযোগ তৈরি করে দিয়েছিলেন। তবে পেনাল্টি এরিয়ার সামনে অরক্ষিত অবস্থায় বল পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন জেরেমি ফ্রিমপং।  এরপর বিরতি কাটিয়ে ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত কোনো দল গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি। ৭৩তম মিনিটে রোমার সমর্থকদের দুঃখ দ্বিগুণ করে ব্যবধান বাড়িয়ে নেন এন্দরিখ। ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক ক্রসে জাল খুঁজে নেন তিনি। দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না রোমার গোলরক্ষকের।  স্বাগতিকরা একটি গোল শোধের সুযোগ পেয়েছিল ম্যাচের যোগ করা সময়ে। তবে গোলপোস্ট ফাঁকা পেয়েও লুকাকু হেড নেন বারের ওপর দিয়ে। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে রোমার দুর্গ থেকে জয় নিয়ে ফেরে লেভারকুসেন।   আগামী সপ্তাহে দ্বিতীয় লেগে ঘরের মাঠে রোমাকে আতিথ্য দেবে লেভারকুসেন। সে ম্যাচে ড্র কিংবা হারের ব্যবধানটা ১-০ গোলের মধ্যে রাখতে পারলেই ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করবে আলোনসোর শিষ্যরা।    
০৩ মে ২০২৪, ০৮:৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়