• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক

পাটগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ মে ২০২৪, ১৮:০১
ফাইল ছবি

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে শফিউদ্দিন (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ মে) সকালে আটক ভারতীয় নাগরিকের নামে মামলা দিয়ে তাকে লালমনিরহাটের পাটগ্রাম থানা পুলিশে সোপর্দ করে বিজিবি। এর আগে সোমবার (৬ মে) রাতে পাটগ্রাম ইউনিয়নের কালিরহাটের টেপুরগাড়ী উত্তরপাড়া সীমান্তের ৮৭১ নম্বর প্রধান পিলারের ৬ নম্বর উপপিলারের প্রায় ৫০ গজ অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।

আটক শফিউদ্দিন ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৫ ওসুল পুকুরী গ্রামের মৃত জহির উদ্দিন ওরফে ডানটার ছেলে।

বিজিবি ও পুলিশ জানায়, উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালিরহাটের টেপুরগাড়ী উত্তরপাড়ার ৬ নম্বর উপপিলার এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন ভারতীয় নাগরিক শফিউদ্দিন। সীমান্তের প্রায় ৫০ গজ অভ্যন্তর থেকে তাকে আটক করেন ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২) এর কালিরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি ভারতীয় এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাটগ্রাম সীমান্ত থেকে রোহিঙ্গা নারী আটক
X
Fresh