• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

পাটগ্রাম সীমান্ত থেকে রোহিঙ্গা নারী আটক

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৭
259707
ছবি : আরটিভি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে রমিদা বেগম (২১) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ প্রহরায় ওই নারীকে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মিয়ানমারের ওই নারী সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি সীমান্তের প্রধান পিলার ৮১২ নম্বর হতে ৩০ গজ সীমান্ত এলাকার মধ্যে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফিরা করতে থাকে। এ সময় বর্ডারগার্ড বাংলাদেশ ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি সদরের টহল দলের সদস্যরা তাকে আটক করে। ওইদিন রাত সাড়ে ৮টায় ওই নারীকে পাটগ্রাম থানা পুলিশের নিকট দেয় বিজিবি। শারীরিক ও মানসিক বিপর্যস্ত অবস্থায় রাতেই ওই নারীকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয় থানা পুলিশ।

পরে জিজ্ঞাসাবাদে ওই নারী জানায়, সে কক্সবাজারের উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্প ১৮ সি নম্বর ক্যাম্প ব্লককের- ১২ এর বাসিন্দা বলে জানায়। তার পিতার নাম মৃত সৈয়দ কবির। প্রায় দুই মাস আগে রোহিঙ্গা ক্যাম্প হতে তিনি বের হয়ে আসেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন
কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে ছাই
ছাগল বাঁচাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
লালমনিরহাটে ক্লাস চলাকালীন স্কুলে আগুন
X
Fresh